নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
সকাল সাত টায় ঘুম থেকে উঠলাম।
ঘুম থেকে উঠার পর'ই ''দে দে পাল তুলে দে.../ মাঝি হেলা করিস না.../ ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা...'' এই গানটা মাথার ভেতর বাজছিল। তাই ল্যাপটপ ছেড়ে গানটা বেশ কয়েকবার শুনলাম। দাত ব্রাশ করলাম, গোছল করলাম। গোছল করে বের হয়ে দেখি সুরভি নাস্তা রেডি করে ফেলেছে। রুটি, আলু ভাজি, ডিম পোজ এবং চা। আমি জটপট সকালের নাস্তা সেরে নিলাম। সকাল আট টায় বাসা থেকে বের হয়ে গেলাম।
পরীবাগ ওবার ব্রীজে বিজন রয় নামে একজন ব্লগার আজ আমাকে দশটা আটচল্লিশ মিনিটে দেখেছেন। তিনি তা আমাকে আমার এক পোষ্টে মন্তব্যে জানিয়েছেন। ব্রীজের উপর উঠে আমি সেলফি তুলেছি তা-ও বলে দিয়েছেন। কিন্তু আমি তাকে দেখিনি আর দেখলেও চিনিতে পারবো না। আমি যাচ্ছিলাম মোঃপুর পোষ্ট অফিসের কাছে এক অফিসে। সেখানে কাজ সেরে আরও বেশ কয়েকটা জাগায় গেলাম। এর মধ্যে সুরভি ফোন দিল। তার সাথে কথা বললাম। কথা বলে মনে হলো আজ একই বিশেষ দিন। বিশেষ দিনটা কি- তা কিছুতেই মনে করতে পারলাম না।
দুপুরবেলা এক দরিদ্র হোটেলে লাঞ্চ সেরে নিলাম।
কই যাবো? কি করবো? কিছুই বুঝতে পারছিলাম না। তারপরও কিভাবে যেন সারাটা দিন পার করে দিলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো। ভেবেছিলাম কোনো পূজা মন্ডপে যাবো। যাওয়া হয়নি। বিকেলবেলা রাস্তার পাশের এক চায়ের দোকান থেকে চা খেলাম। তারপর সুরভিকে ফোন দিলাম। সে বলল, আজ তাড়াতাড়ি বাসায় যেতে। ঘটনা কি আমি কিছুই বুঝতে পারছিলাম না। সন্ধ্যা ছয়টায় বাসার উদ্যেশে রওনা দিলাম। খানিকটা হেটে, খানিকটা বাসে। এক কলেজের তথাকথিত ছাত্রনেতাকে দেখলাম। রাস্তা দিয়ে হেটে যাচ্ছে। কমপক্ষে তার সাথে ত্রিশ চল্লিশ জন পোলাপান। ভাইকে বিশেষ সম্মান দেখাচ্ছে। 'ভাই' তামিল ছবির হিরোর মতোন হেটে যাচ্ছেন। এর মধ্যে চারজন সামনে এগিয়ে এসে রাস্তা ক্লিয়ার করছে।
সুরভি আনারস খেতে চেয়েছিল। আনারস কিনলাম। মেয়েটা আইসক্রীম খেতে চেয়েছিল- তার জন্য ছোট কাপ আইসক্রীম নিলাম। আইসক্রীম বড় বাটি'ই কিনতে কিন্তু টাকা নেই। লন্ড্রী দোকানে জামা কাপড় ছিল সেগুলো নিলাম। রাত আট টায় বাসায় ঢুকলাম। সকাল আট টায় বের হয়েছিলাম। ঘরে ঢুকে দেখি সুরভি সুন্দর একটা শাড়ি পড়ে আছে। সে খুশিতে ঝলমল করছে। আজকে বিশেষ দিনটা কি আমি কিছুতেই মনে করতে পারছি না। মেয়ের সাথে সারাদিনের জমে থাকা গল্প করলাম। সুরভি চা দিল। দত্তা বইয়ের কয়েক পাতা পড়লাম। কিছু কিছু বই আমি বারবার পড়ি। তার মধ্যে দত্তা একটা। রবীন্দ্রনাথের শেষের কবিতা প্রতি বছরে একবার করে পড়ি। রাত দশটা বেজে গেছে।
রাতে খেতে বসে দেখি সুরভি অনেক কিছুর আয়োজন করেছে। অথচ ফ্রিজে গত একসপ্তাহ ধরে কিছুই নেই। সে কিভাবে ব্যবস্থা করলো কে জানে! রাতের খাবারের মেন্যু ছিলো- করলা দিয়ে রুই মাছের মাথা ভেঙ্গেভুঙ্গে রান্না করেছে। দারুন স্বাদ হয়েছে। খেতে একটুও তিতা লাগেনি। ডাল ছিল, মূরগীর মাংস ছিল, ইলিশ মাছও ছিল- এসব কিছুই আমি ধরিনি। করলা দিয়ে রুই মাছের মাথা রান্নাটা এতই স্বাদ হয়েছে যে এক গামলা ভাত খেয়ে ফেলেছি। রাত এগারোটা। সুরভি বলল, আজ একটা বিশেষ দিন, আর তুমি ভুলে বসে আছো! কিভাবে ভুলে যেতে পারলে? সে মন খারাপ করে শুয়ে পড়লো। আমি ব্লগ লিখতে বসলাম। আমার এখনও মনে পড়ছে না আজকের দিনটা বিশেষ কেন?
(পাঁচটা গল্প মাথায় জমা করে রেখেছি। লেখার সময় পাচ্ছি না। এর মধ্যে দুইটা ভূরের। একটা মোটিভশন টাইপ। এদিকে ল্যাপটপটা ভালো সার্ভিস দিচ্ছে না। নেটের স্প্রীডও বড্ড খারাপ। সামু ব্লগ খুললেও শান্তিতে কাজ করতে পারছি না। মিনিটে দুইবার একা একাই লগআউট হয়ে যাচ্ছে। একটা পোষ্ট পড়ে মন্তব্য করতে যেতেই- বলছে লগিন করতে। অথচ মাত্র'ই লগিন করলাম। আধা ঘন্টাতে কমপক্ষে পনের বার লগিন করতে হলো। এখন রাত একটা বেজে গেছে। ঘুমাবো। শুভ রাত্রি। সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন।)
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৪
রাজীব নুর বলেছেন: অবশ্যই লিখব।
লেখা গুলো না লিখে আমিও অশান্তির মধ্যে আছি।
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৪
রাজীব নুর বলেছেন: অবশ্যই লিখব।
লেখা গুলো না লিখে আমিও অশান্তির মধ্যে আছি।
২| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৫৮
বিদ্যুৎ বলেছেন: খুব ভাল ডাইরি লিখেছেন। ভাল লাগল কিন্তু ভাই ভাবীর সেই বিশেষ দিনটার কথা কিভাবে ডাইরিতে লিখতে ভুলে গেলেন? আশাকরি পরের পোস্টে বিশেষ দিনের কথা জানতে পারব। শুভ রাত্রি।
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৫
রাজীব নুর বলেছেন: বিশেষ দিনটা জানতে এই মাত্র এখন এই সকালবেলা জানতে পারলাম।
৩| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ২:০৮
বিলিয়ার রহমান বলেছেন: এটা কি একটা গল্প ছিলো মেয়াবাই??
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৫
রাজীব নুর বলেছেন: গল্প না গল্পের মতো করে লিখতে চেষ্টা করেছি
৪| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ২:২০
আরোগ্য বলেছেন: কী যে নেটের জ্বালা আর ভালো লাগে না। মন্তব্য পোস্ট করার সাথে সাথেই গায়েব হয়ে গেল। আবার লিখতে হল।
আসলেই শেষের কবিতা পড়ে তৃষ্ণা মেটে না। খুবই ভাল লাগে। রবীঠাকুরের হাতের লেখাটা কেনার ইচ্ছা আছে।
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।
৫| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৫৮
মোছাব্বিরুল হক বলেছেন: ভূতের গল্পটা আগে লিখুন। আর করলার নাম শুনলেই কেন যেন খেতে ইচ্ছে করে।
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৭
রাজীব নুর বলেছেন: করলা আর ইলিশ মাছের ডিম একসাথে খেয়েছেন?
৬| ১৮ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:২৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যাপিত জীবনের গল্প ভাল লাগল...
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ তালগাছ।
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ তালগাছ।
৭| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩৯
ল বলেছেন: তমিল ছবির নায়ক পারলে কি হতেন?
কি বিশেষ দিন ছিল?
কোন পুরুষ সবচেয়ে সুখী?
তিনটির উওর বলবেন সময় করে?
ধন্যবাদ
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৮
রাজীব নুর বলেছেন: বিপদে ফেলে দিলেন।
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৮
রাজীব নুর বলেছেন: বিপদে ফেলে দিলেন।
৮| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৬
ল বলেছেন: জানার অপেক্ষায় আছি
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১২
রাজীব নুর বলেছেন: অপেক্ষা করাটা ভালো। এইওপেক্ষায়'ই আমাদের বাঁচিয়ে রাখে।
ভালো থাকুন।
৯| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:১০
নজসু বলেছেন: মাথায় পাঁচ পাঁচটা গল্পের থিম। হতে পারে এই কারণে বিশেষ দিনটির কথা ভুলে আছেন।
হাতের অবস্থা ভালো নয়, সেকারণেও মনে না থাকতে পারে।
বিবাহবার্ষিকী তো ভুলে যাবার কথা নয়।
গেল ১০ তারিখে আপনার জন্মদিন গেল।
আজকে কি ভাবীর জন্মদিন ছিল?
নাকি এইদিনে দুজনের প্রথম সাক্ষাত হয়েছিল?
জানিনা। আমারও জানতে ইচ্ছে করছে। মনে হলে আমাকে জানাবেন ভাই।
আমার কৌতূহল হচ্ছে।
১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
রাজীব নুর বলেছেন: প্রথম সাক্ষাত।
১০| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:১১
চাঁদগাজী বলেছেন:
সবকিছুর পরও, আজিও আপনি সুখী মানুষ
১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
রাজীব নুর বলেছেন: কি যে বলেন ওস্তাদ!!!
১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
রাজীব নুর বলেছেন: কি যে বলেন ওস্তাদ!!!
১১| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৭
আতোয়ার রহমান বাংলা বলেছেন: সেই বিশেষ দিনটির কাহিনী জানতে চাই
১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
রাজীব নুর বলেছেন: লিখব। সব লিখব। লেখা ছাড়া তো আমার কোনো কাজ নাই।
১২| ১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০১
মাহমুদুর রহমান বলেছেন: মনে পড়লে জানাবেন আজকের দিনটির বিশেষত্ব।
১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
রাজীব নুর বলেছেন: কেন উদযাপন করবেন? তাহলে বলি।
১৩| ১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৮
জাহিদ অনিক বলেছেন: মাথার ভিতরে ৫ টা গল্প ! বাহ ! খ্যাট খ্যাট করে টাইপ করে ফেলুন - যদি ল্যাপটপ বিগড়ে না যায়
১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩০
রাজীব নুর বলেছেন: ল্যাপটপ এর অবস্থা ভালো না। যায় যায় অবস্থা।
১৪| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৫
রূপক বিধৌত সাধু বলেছেন: ''দে দে পাল তুলে দে.../ মাঝি হেলা করিস না.../ ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা...'' গানটা আমার অসম্ভব ভালো লাগে।
১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১:২৪
রাকু হাসান বলেছেন:
লিখে ফেলুন না কষ্ট করে । পড়ি ।নেট ইদানীং স্পিডে একটু ঝামেলা করছে আমারও