নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মোটিভেশন আর মোটিভেট

২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৩



মোটিভেশন একটা লাঠি হতে পারে মাত্র, সম্পূর্ণ পাহাড় বেয়ে উঠতে হবে নিজেকেই। সাফল্যের শতকরা পঁচানব্বই ভাগই নির্ভর করে সম্পূর্ণ নিজের উপর। একজন মানুষের জন্য, ভালো মানুষ হওয়াটাই হলো সফলতা। ভালো মানুষ না হতে পারলে ডাক্তার ইঞ্জিয়ার, পাইলট বা শিল্পপতি হয়ও লাভ নেই। আগে ভালো মানুষ হন। আমাদের সমাজে ভালো মানুষের খুব অভাব। বৃষ্টির সময় প্রত্যেক পাখিই কোথাও না কোথাও আশ্রয় খোঁজে। কিন্তু ঈগল মেঘের ওপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। তাই আমদের উচিত জীবনে চলারপথে যত বাধাবিঘ্ন বা ব্যর্থতাই আসুক না কেন। সেটাকে এড়িয়ে যেয়ে সাফল্যকে ছিনিয়ে আনা। জীবনে বাঁচতে হলে চ্যালেঞ্জ নিয়ে বাঁচুন। জীবন তো একটাই। একটা ছেলের জীবনে বাস্তবতা আসে ২১ বছর বয়সে। সক্রেটিস একজন দার্শনিক ছিলেন, মোটিভেটর ছিলেন না। তিনি কোন প্রশ্নের উত্তর দিতেন না। শুধু কেউ প্রশ্ন করলে পালটা প্রশ্ন করতেন, প্রশ্নকর্তারে দিয়াই উত্তর বাইর করানোর চেস্টা করতেন।


অনুপ্রেরণাকে পুঁজি করে সফল ব্যবসা করা যায়। কিন্তু মনে রাখবেন সাফল্যের শতকরা পঁচানব্বই ভাগই নির্ভর করে সম্পূর্ণ নিজের উপর। আপনি বিশ্বাস করুন, মনে প্রানে বিশ্বাস করুন- এবং বার বার নিজেকে বলুন যে আপনি পারবেন। কোন সমস্যার ৭০ থেকে ৮০ ভাগই সমাধান হয়ে যায় যদি সমস্যাটিকে যথার্থভাবে চিহ্নিত করা যায়। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা নিজেরাই জানেন না যে তাদের সমস্যা কোথায়। তাই নিজের অবহেলায় জীবনের সুন্দর সময়গুলো হারিয়ে যায় হতাশা আর দীর্ঘ নিঃশ্বাসের অতল গহ্বরে। নিজেকে উৎসাহিত করতে মানুষ অনুপ্রেরণার খোঁজ করে। বিভিন্ন লেখা পড়ে, লেকচার শুনে, ভিডিও দেখে মানুষ অনুপ্রাণিত হতে চায়, কঠোর পরিশ্রমের জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে চায়। দুঃখ যখন মানুষকে বিহ্বল করে দেয়, তখন অনুপ্রেরণা যাদুর মতো কাজ করে। কাউকে মোটিভেশন দেওয়া সহজ কিন্তু একটা চাকরি যোগাড় করে দেওয়া সহজ নয়। অনেকেই বড় বড় কথা বলবে, খুব ভাব দেখাবে কিন্তু একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবে না। কাজেই যে লোক গুলো ভাব দেখাবে তাদের বলবেন, পক পক বন্ধ করে পারলে একটা চাকরি দিয়ে দেখান।

ভালো মানুষদের সাথে মিশুন। ভালো মানুষদের সাথে সব সময় যোগাযোগ অব্যহত রাখুন। তাদের সাথে নানান বিষয় নিয়ে গল্প করবেন। নতুন নতুন মানুষদের সাথে সম্পর্ক স্থাপন করবেন। এগুলো আপনার মোটিভেশন বৃদ্ধি করতে সাহায্য করবে। সুন্দর সুন্দর স্বপ্ন দেখুন। এবং স্বপ্ন গুলো বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগে থাকুন। প্রচুর বই পড়বেন। সব রকম বই পড়বেন। (যখন আপনি একজন লেখকের বই পড়েন, তার চিন্তাচেতনার কয়েক বিন্দু আপনার ভেতর রয়ে যায়।এভাবে বিন্দু বিন্দু ব্রিলিয়ান্স নিয়ে আপনি একসময় সূর্যের মত উজ্জ্বল হতে পারেন।) নিজেকে সব সময় পরিস্কার পরিচ্ছন্ন রাখুন। ভালো-সুন্দর পোশাক পড়ুন। সকালে ঘুম থেকে উঠেই সারাদিন কি কি করবেন একটা খসড়া করে ফেলুন। তাতে বেশ সুবিধা হবে। খাবারের প্রতি মনযোগী হতে হবে। পুষ্টিকর খাবার খেতে হবে। নিজের স্বাস্থ্যের প্রতি খুব নজর রাখতে হবে। ঘুম দরকার। খুব দরকার। কমপক্ষে একটানা আট ঘন্টা ঘুমাতে হবে। সুন্দর ঘুম হলে পরের দিনটা আপনার বেশ সুন্দর কাটবে। অবশ্যই রাত বারোটার আগে ঘুমিয়ে পড়বেন। মহান ব্যাক্তিদের কিছু কিছু মহান বানী আছে- যা বারবার পড়া উচিত। অন্ততপক্ষে প্রতি সপ্তাহে দুই বার করে। এইসব বানী আপনাকে মোটিভেট করবে।

একটা ভালো বই পড়ার মানে হচ্ছে ১% করে নিজের চিন্তাচেতনার উন্নতি করা। ইউটিউবে একটা ভালো লেকচার দেখাও তাই। একটা ভালো মুভি দেখাও একই রকম কাজ করে। যারা জীবনে সাফল্য পেয়েছেন তারাই মোটিভেশনাল স্পিচ দিতে পারেন। নিজের প্রতি বিশ্বাস রাখুন।নিজেকে ভালোবাসুন।নিজেকে প্রস্তুত করুন।মনে করুন জীবনটা একটা বিশাল বই।এর প্রত্যেক পৃষ্ঠা ভালোভাবে পড়ুন।নিজেকে জানুন।নিজের উইকপয়েন্ট গুলো খুজে বের করুন।সংশোধন করুন। আপনি নিজেই একজন মোটিভেশনাল স্পিকার, আপনাকে মোটিভেট করতে আপনিই পারবেন।

আমরা যে কাজটা সব থেকে বেশি ভুল করি তা হলো- আমরা শক্তিশালী মানুষের পাশে ঢাল হয়ে দাঁড়াতে পছন্দ করি আর দুর্বলদের অবহেলা করে পেছনের সারিতে ফেলে দেই। এটা না করে আমরা যদি দুর্বলদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে তাকে সামনে আসার সাহস দিতে পারি তাহলে সেটাই হতে পারে আমাদের সফলতা।

মন্তব্য ৪৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৮

তারেক ফাহিম বলেছেন: আমি একবার এক মোটিভেশন পোগ্রামে গেলাম।

যে বিষয় নিয়ে তিনি মোটিভেট করছেন, ঐ বিষয়ের কোন গরুত্বই আসলো না আমার ভিতর :(

২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৭

রাজীব নুর বলেছেন: মোটিভেশনে আসলে কিছু হয় না। মোটিভিশনের রেশ শরীরে দুই তিন দিন থাকে।
যা করার নিজেকেই করতে হয়।

২| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: মৌখিক মটিবেশন করে অনেক কিছু করা যায়। মোটিভেট হয়ে মানুষ যাকরে তার জন্য কষ্ট লাগে না। না থাকে অপরাধবোধ।। আশ্চর্য জনক বিদ্যা

২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৮

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্যটি স্পষ্ট বুঝতে পারিনি।

৩| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪০

পঁচামানুষ বলেছেন: মোটিভেশন করা সহজ,কিন্তু মোটিভেট হওয়া সহজ কাজ নহে।

২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৩

রাজীব নুর বলেছেন: জ্বী, অবশ্যই।
তাহলে কারাগারে কোনো কয়েদি থাকতো না। তাদের সবাইকে মোটিভেট করে ভালো করিয়ে দেওয়া যেত।

৪| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৭

হাবিব বলেছেন:




"ভালো মানুষদের সাথে মিশুন, ভালো মানুষদের সাথে সবসময় যোগাযোগ অব্যাহত রাখুন। সুন্দর সুন্দর স্বপ্ন দেখুন। "

জি ভাই তাইতো আপনার সাথে মিশতে আসলাম, আশা করি সঙ্গ দিবেন।
আর সুন্দর স্বপ্ন দেখাতে সাহায্য করবেন।

২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: Come to the point. Do not beat about the bush.

৫| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি। মটিবেশন একটি আশ্চর্যজনক বিদ্যা। এটাই বললাম। দেখেননা মোটিভেট করে মানুষকে সন্ত্রাসী বানিয়ে ফেলে কেউ কেউ
।। মর নয় মারো।।

২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: কিছুতেই নিজেকে প্রকাশ করতে পারি না । তখন আকাশের দিকে তাকাই । টুপ করে চোখ থেকে পানি পড়ে । তখন ভাবি চোখে সমস্যা ডাক্তার দেখাতে হবে ।

৬| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৫

কাওসার চৌধুরী বলেছেন:



খুব সুন্দর করে বিষয়টি উপস্থাপন করেছেন আপনি। সফল হতে গেলে প্রয়োজন সেলফ কনফিডেন্স আর আইডিয়া। তবে পৃথিবীতে যারা সফল হয়েছেন তাদের বক্তব্য ও অভিজ্ঞতার কথা জানলে, তাদের পরামর্শ শুনলে ভাল হবে। তবে কখনো ব্যর্থ 'মোটিভেশনাল টকার'দের বক্তব্য নয়।

২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বড় ভাই।
আপনার মন্তব্য আমার ভালো লাগে।

৭| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: মোটিভেশন দরকার বটে, কিন্তু কেউ কাউকে যতটা মোটিভেট করতে পারে, তারচেয়ে বেশি জরুরি নিজে মোটিভেট হওয়া। কথায় বলে, " Man is the maker of his own fortune . " কাজেই যা করার নিজেকে করতে হবে।


শুভকামনা প্রিয় ছোটোভাইকে।

২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৮

রাজীব নুর বলেছেন: দোয়া করবেন দাদা।

৮| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৫

সাইন বোর্ড বলেছেন: পরিবর্তন হতে চাওয়াটা একান্ত নিজের ভেতর থেকে অাসতে হবে এবং এটাকে ধরে রাখার জন্য পরিচর্জা দরকার, একটা লেভেলে গিয়ে অামরা যেন থেমে না যাই ।

২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৯| ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৫

বিজন রয় বলেছেন: হতাশা থেকে এই লেখা লিখলেন নাকি?

২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫১

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

১০| ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৯

সাগর শরীফ বলেছেন: ভাল লিখেছেন ভাই। মোটিভেশন আর মোটিভেট নিয়ে লেখাটাই মেটিভেটিভ লাগল।

২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫২

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১১| ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৩

এ.এস বাশার বলেছেন: পছন্দের তালিকাই রাখলাম নূর ভাই...
পরে পড়ব....
আশা করি ভালো আছেন.....

১২| ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: জ্বী আমি ভালো আছি।

১৩| ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৪

হাবিব বলেছেন: আপনি ভুল বুঝলেন মনে হয়, অথবা আমি আপনাকে বুঝাতে পারিনি

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৯

রাজীব নুর বলেছেন: স্যরি।

১৪| ২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

বাকপ্রবাস বলেছেন: একটা মোটিভেশনাল পোষ্ট হয়েই গেলে তবে এটা সম্পূর্ণ আলাদা। যা করার নিজেকেই করতে হবে, পরের কথা শুনতে হবে কিন্তু সিদ্ধান্তটা নিজের, পরের কথাটাকে কাজে লাগাতে নিজের মতো করে, পরের মতো করে কাজে লাগানোর চেষ্টা যেন না করা হয়। অতীব ভাল পোষ্ট। যে কোন মূল্যে যে কোন বিষয়ে সাফল্য চলে আসলে আমাদের দেশের সকলেই মোটিভেশনাল জ্ঞান দেয়, তার মধ্যে মহাজ্ঞানী হলো রাজনীতিবিদরা, এমন কোন বিষয় নেই সে জ্ঞনা দেবেনা। স্কুলের ছোটদের সামনে দাঁড়িয়ে বুড়োদের জ্ঞান দেবে।

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৪০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
সুন্দর মন্তব্য করেছেন।

১৫| ২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

আরোগ্য বলেছেন: পদাতিক ভাইয়ের মন্তব্যটা খুব ভাল লাগলো।

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৪১

রাজীব নুর বলেছেন: গুড।

১৬| ২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

মাহমুদুর রহমান বলেছেন: এই সমাজে ভালো মানুষ খুজে পাওয়াটাই কঠিন।

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৪১

রাজীব নুর বলেছেন: ভালো না থাকলে খুজে পাবেন কি করে?

১৭| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৭

সনজিত বলেছেন: খুব সুন্দর উপস্থাপন।

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৪২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৮| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৮

নতুন নকিব বলেছেন:



সুন্দর উপস্থাপনা। +++

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৪২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১৯| ২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৫

নজসু বলেছেন: ব্যর্থ হওয়ার ভয়ে ঝুঁকি গ্রহণ থেকে বিরত থাকা উচিত হবে না।
সফল হতে চাইলে অব্যশই ব্যর্থতার ঝুঁকি গ্রহণ করতে হবে”।

২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: মাটি থেকে ৩৫ হাজার ফুট ওপরে উঠলে তবেই বোঝা যাবে Perspective জিনিসটি কী !

২০| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২৭

সেজুতি_শিপু বলেছেন: সুন্দর পথ প্রদর্শক লেখা ।
সবচে জরুরী ভালো মানুষ হওয়া- ঠিক বলেছেন।

২১| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:০২

রাজীব নুর বলেছেন: আর এটাই সবচেয়ে কঠিন।

২২| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শেষের লাইন গুলো খুবই গুরুত্বপূর্ণ।

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৫

রাজীব নুর বলেছেন: আসলেই।

২৩| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৯

মীর সাজ্জাদ বলেছেন: অনুপ্রেরণামূলক পোষ্ট। জীবনে উন্নতির শিখরে পৌছানোর ক্ষেত্রে মোটিভেশন, অধ্যবসায় এবং ভাগ্য তিনটাই দরকার।

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: জ্বী ঠিক বলেছেন।

২৪| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৯

মীর সাজ্জাদ বলেছেন: অনুপ্রেরণামূলক পোষ্ট। জীবনে উন্নতির শিখরে পৌছানোর ক্ষেত্রে মোটিভেশন, অধ্যবসায় এবং ভাগ্য তিনটাই দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.