নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

চাঁদগাজী এবং অন্যান্য ব্লগারগন

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪২



ধরুন, আমি কাওরানবাজার এলাকার রাস্তায় ডাব বিক্রি করছি। সময় মধ্য দুপুর। কড়া রোদ উঠেছে। আমার ভ্যান ভরতি ডাব। সদরঘাটের বাদামতলি ঘাট থেকে এক শ' ডাব এনেছি। ডাব কিনেছি প্রতি পিস ২৫ টাকা করে। বিক্রি করছি ষাট টাকা করে। ভ্যানটাও নিজের না, সারাদিনের জন্য ভাড়া নিয়েছি। পথচারীরা গরমে অতিষ্ঠ হয়ে আমার কাছ থেকে ডাব কিনে খাচ্ছে। আমি ধারালো দা দিয়ে কচকচ করে ডাব কেটে দিচ্ছি। এমন সময় আমার সামনে দিয়ে চাঁদগাজী সাহেব হেঁটে যাচ্ছেন। তার হাতে একটা কালো রঙের ছাতা। অথবা তিনি আমাকে ডাব বিক্রি করতে দেখেই আমার কাছে এলেন।
উনি আমাকে দেখেই হয়তো বলবেন- কি খবর ব্লগার রাজীব নূর? আজকাল ব্লগে দেখি না!
আমি বলল- ওস্তাদ, ব্যবসা শুরু করেছি। সময় পাই না ব্লগে যাওয়ার।
আমি নিজের হাতে ওস্তাদকে একটা ডাব কেটে দিব।

মনে করুন, আমি একজন মাছ বিক্রেতা। ঠাঠারি বাজারে মাছ বিক্রি করি। বড় বড় রুই মাছ বিক্রি করি। আমার কাছ থেকে মাছ কিনলে, আমি মাছ কেটে দেই ফ্রি। মাছ কিনে কাটতে গেলেও ৫০ টাকার উপরে লাগে। আমি জানি এই পঞ্চাশ টাকা বাঁচাতে গিয়ে সকলে আমার কাছ থেকেই মাছ কিনবেন। একদিন কবি জাহিদ অনিক ভাই আসবেন ঠাঠারি বাজারের মাছের বাজারে। আমাকে দেখে উনি প্রচন্ড অবাক হবেন। চশমার কাচ মুছে আবার ভালো করে আমার দিকে তাকাবেন। আমি বলল, কবি সাহেব আপনি ভুল দেখছেন না। আমিই আপানদের ব্লগার রাজীব নূর। কোনো পথ না পেয়ে মাছ বিক্রি শুরু করেছি। বেঁচে তো থাকতে হবে। নিজের হাতে বেছে এবং কেটে কবি জাহিস অনিক ভাইকে একটা রুই মাছ দিয়ে দিব। প্রিয় জাহিদ অনিক ভাই বলবেন- কত টাকা দিতে হবে? আমি বলল- আপনার অনেক কবিতা পড়েছি। আনন্দ পেয়েছি। তাই মাছের দাম দিতে হবে না। এটা আমার পক্ষ থেকে।

ধরুন, সিজনাল ব্যবসা শুরু করেছি। আমের সময় আম বিক্রি করি, পেয়ারার সময় পেয়ারা বা তরমুজ। আড়ৎ থেকে ফল কিনে রাস্তার মোড়ে দাঁড়িয়ে বিক্রি করি। স্বাধীন ব্যবসা। কখনও দৈনিক বাংলার মোড়ে, কখনও গুলিস্তান মোড়ে, কখনোবা সিটি কলেজের সামনে অথবা লালমাটিয়া আড়ং এর সামনে। একদিন হয়তো ছড়াকার 'বিএম বরকতউল্লাহ' বা 'বাকপ্রবাস' আমাকে দেখবেন রাস্তায় ফল বিক্রি করতে- আর প্রচন্ড অবাক হয়ে জিজ্ঞেস করবেন আপনাকে চেনা চেনা লাগছে কেন? আমি বলল- আমি বিখ্যাত ব্লগার রাজীব নূর। তারা হয়তো আমার দিকে মানে ফল বিক্রেতার দিকে করুন চোখে তাকাবেন। আমি তাদের জোর করে আমি কেটে খাইয়ে দিব। এবং সাথে করে কিছু আম দিয়েও দিব।

ধরুন, রেল লাইনের পাশে একটা চায়ের দোকান দিয়েছি। সমস্ত বাংলাদেশের চায়ের দোকান খুব চলে। চায়ের দোকানে শুধু চা না, আরও অনেক কিছু থাকবে। রুটি-কলা, কয়েক রকমের বিস্কুট। চা থাকবে দুই রকমের লাল চা আর দুধ চা। গনমাধ্যম কর্মী এবং ব্লগার নূর মোহাম্মদ নূরু আমার দোকানে চা খেতে আসবেন। আমাকে দেখে প্রচন্ড অবাক হবেন। এতটাই অবাক হবেন যে তিনি মাথায় হাত দিয়ে বসেই পড়বেন। তিনি মনে মনে ভাববেন- শেষমেষ একজন ব্লগারকে চা বিক্রি করতে হচ্ছে! হায় খোদা! আমি নূর মোহাম্মদ নূরু ভাইকে নিজের হাতে চা বানিয়ে খাওয়াবো। কুশলাদি জিজ্ঞেস করবো। উনি যদি সিগারেট খান, তাহলে একটা সিগারেটও খাইয়ে দিব। একদিন ব্লগার ''পদাতিক চৌধুরি' দাদা আসবেন আমার দোকানে। এসে অনেক গল্প করবেন।

ধরুন, আমি পাঠাও বা উবার চালাই। একদিন আমার গাড়িতে উঠলেন শ্রদ্ধেয় 'খায়রুল আহসান' স্যার। আমি বলল, কেমন আছেন স্যার? শরীরটা ভালো? উনি বললেবন- তুমি কে? আমি বলব স্যার আমি একজন ব্লগার। উনি বলবেন কোন ব্লগে লিখো? আমি বলব সামুতে স্যার। কি নামে লিখো? আমি বলব স্যার আমি আমার নামেই লিখি। উনি বলবেন, তোমার নাম কি? আমি বলব, স্যার আমার নাম রাজী নূর খান? এইভাবে অনেক কথা হবে। কথা বলতে বলতে স্যারকে আমি তার গন্তব্যে নামিয়ে দিব। এবং অবশ্যই ভাড়া নিব না।

মনে করুন, আমি সারা ঢাকা শহর ঘুরে ঘুরে ঝাল মুড়ি বিক্রি করি। বিশেষ করে শপিং মল বা স্কুল কলেজের সামনে। ব্লগার শায়মা আমার কাছ থেকে ঝালমুড়ি খাবেন। এবং আমাকে বলবেন- আচ্ছা, ঝাল মুড়িওয়ালা ভাই আপনাকে চেনা চেনা লাগছে কেন বলুন তো? আমি মিটি মিটি হাসবো।
'সনেট কবি' আমাকে ঝালমুড়ি বিক্রি করতে দেখে দৌড়ে আসবেন। বলবেন, এ কি ভাতিজা তোমার এই অবস্থা কেন? আহারে--- আসলেই তোমাকে দেখে খুব খারাপ লাগছে। ঝালমুড়ি বিক্রি করে বেড়াও বলেই আজকাল তোমাকে ব্লগে দেখি না।
ব্লগার ঢাবিয়ান আমাকে দেখে হয়তো বলবেন- আমি জানতাম আপনার পরিস্থিতি এরকম হবে। ঝালমুড়ি বিক্রি করতে কেমন লাগে? এ বিষয়ে আপনি কি কোনো পোষ্ট লিখেছেন?
ব্লগার 'আব্দুল্লাহ্ আল মামুন' আমাকে ঝালমুড়ি বিক্রি করতে দেখে ভাববেন- গ্রেট। রাজীব ভাইয়ের তুলনা হয়। এই ঢাকা শহরে রাজীব ভাইয়ের মতো এত সুন্দর করে কেউ ঝালমুড়ি বানাতে পারে না।
ব্লগার 'বিজন রয়' আমাকে দেখে বলবেন- কখনও ভাবিনি আপনাকে ঝালমুড়ি বিক্রি করতে দেখব! খুব দঃখজনক।
ব্লগার 'নীলপরী' এবং 'রাকু হাসান' আমাকে রাস্তায় ঝালমুড়ি বিক্রি করতে দেখে ব্লগে লিখবেন 'একজন ব্লগার যখন ঝালমুড়ি বিক্রেতা'। সেই লেখা অবশ্যই হিট হবে।
'বিচার মানি তালগাছ আমার' এবং 'সাইন বোর্ড' উনারে দুইজন আমাকে দেখে দীর্ঘশ্বাস ফেলবেন।
ব্লগার 'শিখা রহমান' এবং 'আরোহী আশা' আমাকে দেখে বলবেন- বেশি করে মরিচ দিয়ে ঝালমুড়ি দেন ভাইয়া।

মন্তব্য ১২০ টি রেটিং +১৪/-০

মন্তব্য (১২০) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫০

আবু তালেব শেখ বলেছেন: আমিতো সত্যই মাছ বিক্রি করি বাজারে

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৫

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।
তবে কাউকে ঠাকাবেন না।

২| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৪

হাসান রাজু বলেছেন: চাঁদগাজী সাহেব রাস্তা ঘাঁটে কখনো ছেলেদের সাথে কথা বলেন না (অন্তত ব্লগ পড়ে তা ই মনে হয়েছে)। মেয়ে হলে একটু আগে বাড়েন । :P

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৬

রাজীব নুর বলেছেন: না, আপনার কথা ভুল আছে।
আমার সাথে অবশ্যই কথা বলবেন।

৩| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: শিক্ষাপ্রতিষ্ঠানে আসলে অফিসে চা খেয়ে যেয়েন! ;) ;)

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৭

রাজীব নুর বলেছেন: জ্বী, অবশ্যই।

৪| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৬

জুন বলেছেন: সবাইকে এত কিছু ফ্রি ফ্রি দিলে আপনি কোন ব্যবসাই করতে পারবেন না রাজীব নুর । দাতা হাতেম তাই না হয়ে আপনি আবার প্রথম থেকে শুরু করুন। :)

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৮

রাজীব নুর বলেছেন: কিচ্ছু হবে না।
কাউকে কিছু দিলে কমে না।

৫| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০০

চাঁদগাজী বলেছেন:


আগামী বছর, ঢাকায় ব্লগার রাজিব নুর ও অনেক ব্লগারের সাথে দেখা হবে, অবশ্যই দেখা হবে!

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৯

রাজীব নুর বলেছেন: গ্রেট।

৬| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০১

চাঙ্কু বলেছেন: আপনি দেখি একের ভিতর অনেক!! :)

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১০

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৭| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০২

চাঁদগাজী বলেছেন:


ব্লগার রাজিব নুর সবচেয়ে বেশী ফ্যানটাসি ভাবনার ব্লগার, ফ্যানটাসি মানুষকে সব সময় আলাদা জগতে নিয়ে যায়, ভালো।

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১১

রাজীব নুর বলেছেন: এক জগতে থাকলে তো পাগল হয়ে যাব।
তাই নিজের মনের মতোন করে জগত বানিয়ে নিই।

৮| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কোন পেশাই ফেলনা নয়। সব পেশারই মর্যাদা আ‌ছে। চোর, ডাকাত আর মাস্তান‌দের কোন মর্যাদা নেই। পো‌স্টে মাইনাস!

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১২

রাজীব নুর বলেছেন: জ্বী ধন্যবাদ।

৯| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৭

কিশোর মাইনু বলেছেন: হা হা হা হা।।।।

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১২

রাজীব নুর বলেছেন: হাসুন। হাসা ভালো।

১০| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১৯

বিজন রয় বলেছেন: হা হা হা হা ........ +++++
আপনাকে আমরাও ভালবাসি।

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১২

রাজীব নুর বলেছেন: এই তো চাই।

১১| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১৯

নজসু বলেছেন: আপনি ঝালমুড়ি বিক্রি করলে আমাকে হেলপার হিসেবে সাথে রাখবেন।

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৩

রাজীব নুর বলেছেন: ঠিক আছে।

১২| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২০

মিথী_মারজান বলেছেন: ওয়াও! ভাইয়া!!!
কল্পনা অথবা লেখায়, ব্যবসা করাটা শুরু করেছেন তাহলে!
হাহাহা...।

খুব মজার আর ভালো লেগেছে ভাইয়া।
তবে আপনাকে শেষমেশ চাকরিই ধরতে হবে আবার।
এত এত ফ্রি সার্ভিস দিতে দিতে ব্যবসা তো লাটে উঠবে।

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৪

রাজীব নুর বলেছেন: লাভ দরকার নাই আমার।
লাভ দিয়ে কি করবো?
মানুষকে খুশি করতে পারাটা অনেক বড় ব্যাপার।

১৩| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২১

হাবিব বলেছেন: আমাকে কোথাও পেলাম না...।

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৪

রাজীব নুর বলেছেন: ভবিষ্যতে পাবেন।

১৪| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২৩

ফোয়ারা বলেছেন:
ব্লগে ভাল মানুষের অভাব নাই দেখতেছি।





গুড জব। চালিয়ে যান। যত্তসব জুরমিস ।

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৫| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২৩

শায়মা বলেছেন: হা হা হা ভাইয়া

আমি অবশ্য একটা গানও গাবো.....

মনে হচ্ছে চিনি চিনি
ব্লগে ট্লগে তোমাকে
ছবিতে ছবিতে কত দেখেছি....

আজ হায় আমি হায়
ডেকে ডেকে বলে যাই
তোমাকে কোথায় যেন দেখেছি ... :)

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৫

রাজীব নুর বলেছেন: হা হা হা ----
হে হে হে-----
হো হো হো----

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩০

রাজীব নুর বলেছেন: হা হা হা ----
হে হে হে-----
হো হো হো----

১৬| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২৬

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপনাগো এলাকার খানদানি ব্যবসার কতা কন নাইকা -ঢাকা শহরের অলিতে-গলিতে হাঁড়ি-পাতিলের ব্যবসা

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩১

রাজীব নুর বলেছেন: বিক্রমপুর মুন্সিগঞ্জ সম্পর্কে আপনার কোনো ধারনা নাই।

১৭| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: হা. হা হা হা l

আজ তাহলে সত্যিই একটা গল্প বলি । গোপালপুর থেকে দারিংবাড়ি দুরত্ব 140 /42 কিমি ।তিতলির জন্য প্রধান সেতুটি ভেঙে যাওয়ায় আমাদের আরও 40 কিমি বেশি ঘুরে যাওয়ার কারণে রাস্তা গিয়ে দাঁড়ালো192 কি মি র মত । গাড়িতে সময় লাগার কথা সাড়ে 6 থেকে 7 ঘন্টা । দীর্ঘ পথে কিছু খাওয়ার উদ্দেশ্যে সঙ্গে 2 বৌদিকে নিয়ে কিছু ফল কিনে জল দিয়ে ধোয়ার উদ্দেশ্যে ইতস্তত ঘুরে বেড়ায় । হঠাৎ সঙ্গে বৌদি উল্টোদিকে থানার দিকে আঙুল দেখিয়ে জলের ট্যাপ টি নির্দেশ করতে , হাস্যমুখে 2 পুলিশ কে খুব খুশি হতে দেখলাম । ওনারা হয়তো ভেবেছিলেন ওনাদের জন্য ফলগুলো নিয়ে যাওয়া হচ্ছে । ভাল করে জল দিয়ে ধোয়ার পর যখন আমরা ব্যাক করি । ওনাদের চোখে মুখের ভাষা বদলে গেল । আমরাও মুখে কিছু হাসি দিয়ে বিদায় নিলাম । চোখের সামনে কিছু ফলকে এভাবে চলে যাওয়াটা ওনারা বোধ হয় ভালোভাবে মেনে নিতে পারেননি । জয় হোক আমরা কি বা করবো আমরা তো দেখা দিতে পারলাম না । টাটা করে আমরাও বিদায় নিলাম ।


শুভ কামনা প্রিয় ভাইকে ।


২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩২

রাজীব নুর বলেছেন: হা হা হা----
দাদা!!!

১৮| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪২

ব্লগার_প্রান্ত বলেছেন: চাঁদগাজী বলেছেন:
আগামী বছর, ঢাকায় ব্লগার রাজিব নুর ও অনেক ব্লগারের সাথে দেখা হবে, অবশ্যই দেখা হবে!

প্লিজ আমাকেও দাওয়াত দিয়েন.... :(

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: ঠিক আছে।

১৯| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪২

ব্লগার_প্রান্ত বলেছেন: রাজীব ভাই,
ভালো চান তো, আমার নাম এড করেন X(( X(( X( =p~

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: ওবশ্যই।

২০| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৭

ওমেরা বলেছেন: চটপটির দোকান দিবেন কবে?

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ দিয়ে দিব।

২১| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৪

ঢাকার লোক বলেছেন: আপনি যেভাবে সবকিছু ফ্রি দিচ্ছেন, কদিন পর পর ক্ষেত বেচে মূলধন জোগাড় করতে হবে ! আমেরিকানদের মতো হউন, শঙ্করের বইয়ে পড়েছিলাম নাপিত ছেলে মায়ের চুল কেটে ২০% ডিসকাউন্ট দেয় !

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: কিছু মানূষের কাছ থেকে দাম নেওয়া যায় না।

২২| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৬

শিখা রহমান বলেছেন: গলির মোড়ে ঝালমুড়িওয়ালাকে বললাম "বেশী করে মরিচ দিয়ে ঝালমুড়ি দেন ভাইয়া!!"
- বেশী ঝাল কেন? মরিচ নিয়ে কবিতা লিখবেন নাকি বোন?
আমি তো অবাক "আপনি কিভাবে জানলেন?" B:-)
- আমাকে চিনেন নাই। আমি ব্লগার রাজীব নূর!!
- আরেহ!! তাইতো আপনাকে চেনা চেনা মনে হচ্ছিলো। আপনি ফুচকা বিক্রি করেন না কেন? ফুচকা আমার বেশী ভাল লাগে। আচ্ছা যাই। শুভকামনা। ভাল থাকবেন। :)
- দাম দিয়ে যান। মরিচ বেশী বলে পাঁচ টাকা বেশী দেবেন। কাঁচামরিচের যে দাম!! :-*
আমি স্তম্ভিত "কিন্তু...কিন্তু আমি যে ব্লগে পড়লাম আপনি ব্লগারদের কাছে থেকে দাম নেন না??" 8-|
- সেইটা তাদের লেখা পড়েছি বলে।
- কি বলেন? আমার লেখা পড়েননি। প্রায়ই যে মন্তব্য করতেন।
- ধুর!! আপনার লেখায় গিয়ে বলেছি যে আমি "সহজ সরল সুন্দর।" আপনার লেখার বিষয়ে কিছু বলিনি।
- কিন্তু আমিতো আপনার লেখা পড়েছি, সেজন্য ছাড় নাই!! :||
- আপনি আমার লেখা পড়েছেন? বলে ভুল করলেন। লেখা পড়ার জন্য আরো একশ টাকা ছাড়েন। :D
- কি বলেন এইসব ভাই? :-&
- আপনারে আগেই বলেছিলাম ঢাকা শহরের মানুষগুলা অমানবিক। আপনি বিশ্বাস করেন নাই। এখন বুঝেন!! ট্যাকা ছাড়েন। B-))

রাজীব দুষ্টামি করলাম। লেখায় আমাকে মনে করার জন্য ধন্যবাদ। আপনি ব্লগকে সবসময় প্রানবন্ত করে রাখেন সেজন্য অনেক ধন্যবাদ। আপনি আসলেই "সহজ সরল সুন্দর।" ভালো থাকুন সবসময়। শুভকামনা।

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: বোন আপনি অনেক দুষ্ট আছেন।

২৩| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১১

বলেছেন: শালার কপাল

অন্তত আপনি একটা দাওয়াত এর ব্যবস্থা করুন

প্লিজ আমাকেও দাওয়াত দিয়েন.

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন: ঠিক আছে দাওয়াত পাবেন।

২৪| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১৭

শকুন দৃিষ্ট বলেছেন: আপনি পেটের দায়ে ব্যবসা করতেসেন আবার সবাইরে ফ্রি খাওয়াইতেসেন - আপনার আসল ধান্ধাটা কি ভাই?

গাজিচাচার সাথে ফ্যানটাসি ভাবনায় আপনার অনেকখানি মিল খুঁজে পেলাম। এই ধরনের ফ্যানটাসি ভাবনার মানুষেরা মানুষ হিসেবে অনেক চমৎকার হয় কিন্তু দুঃখ তাদের পিছু ছাড়ে না।

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন: সবাইকে ফ্রি খাওয়াবো না।
অল্প কিছু মানুষকে শুধু।

২৫| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১৯

আরোগ্য বলেছেন: মাল্টিট্যালেনটেড রাজীব ভাই আমিও মুড়ি খেতে আসবো।

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: অবশ্যই আসবেন।

২৬| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১৯

মনিরা সুলতানা বলেছেন: দারুন লিখেছেন !!
ব্লগারদের সাথে যে কোন ভাবেই দেখা হওয়াই আনন্দের।

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

২৭| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৪০

রাকু হাসান বলেছেন:

হাহাহাহহা ব্যাপক বিনোদন পেলাম । হাস্যকর লেখাটা হলেও এর গভীরতাটা অনেক । এভাবেই আমরা ভেবি থাকি বোধহয় । মানসিকতার পরিবর্তন দরকার আমাদের । ব্যক্তিগতভাবে আমি যে কোনো কাজ করতে রাজি তবে বেকার থাকতে রাজি নই ।

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।
বেকার থাকা অনেক কষ্টের।

২৮| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৪১

মেহেদী হাসান হাসিব বলেছেন: বিনোদন পাইলাম!

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: তাই তো চাইছিলাম।

২৯| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:২০

কাওসার চৌধুরী বলেছেন:



প্রিয় রাজীব ভাইয়ের চমৎকার ভাবনা। ব্লগের সব গুণী ব্লগার একসাথে, এক লেখায়। পড়ে দারুণ এক অনুভূতি হলো। একটা মিলন মেলা করলে ভাল হতো। সবাই মিশতে পারতাম।

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: মিলনমেলা করা দরকার।

৩০| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:২৩

ইফতেখার ভূইয়া বলেছেন: হা হা প গে =p~ =p~

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: হুম।

৩১| ২৪ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:১০

সোহানী বলেছেন: হায় হায় আমার জন্য দেখি কিচ্ছু নাই রাজিব ভাই..... ডাব, আম, চানাচুর.........!!!!। এইটা ঘোরতর ডিসক্রিমিনেশান...........

গাজি ভাইয়ের মতো বলতেই হয় আপনার কল্পনা শক্তি সত্যি্ অসাধারন............

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: হবে সবার জন্যই হবে।

৩২| ২৪ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চাঁদগাজী বলেছেন:
ব্লগার রাজিব নুর সবচেয়ে বেশী ফ্যানটাসি ভাবনার ব্লগার, ফ্যানটাসি মানুষকে সব সময় আলাদা জগতে নিয়ে যায়, ভালো।


কাকুর কথামতন আসুন আরিট্টু ফ্যান্টাসাইজ হই, আপনি বাবা বা ফেন্সিডিলের মোবাইল ভেন্ডর হইলে কি হইতো;

ভৃগুদাঃ ছিহহ রাজীব, এসব তুই কি করছিস?
আমারি কো ব্লগার হয়ে তুই এসব করবি আর আমি তা চেয়ে চেয়ে দেখবো ভেবেছিস? অসম্ভব। আমি বেঁচে থাকতে কাভি নেহি।
এই আমার গা ছুঁয়ে বল এসব আর কক্ষনো করবিনা, বল বল বলছি।
আর ইয়ে, যাওয়ার আগে মাল সব দিয়ে যা। তোর হাতে ওসব আর দেখতে চাইনে................

গিয়াস লিটনঃ আরি আংগো রাজীব বাইয়েনা ছাই। আন্নে এই লাইনে আইছেন আগে কইবেন্না? আমরা থাইকতে আন্নের কুনু ছিন্তা নাই। আংগো নিজেগো ভিত্রে মাল বেছি কুল হাইতেন্নো। আন্নের মাল দেন্না কদ্দুর টেস করি ছাই। তয় বাই এক্কান রিকুয়েস্ট। জানি আন্নে আঁর তন টিঁয়া লইতেন্নো। আঁই কিন্তু বাই মাগনা খাওনের ফাবলিক নো। আন্নের আঁর তুন হাফ দাম লওন লাইগবো নইলে আঁই কইলাম গোস্যা হইয়ের.................

গেমুঃ বস, টেকা কাইলকা দিমু, কিরা লাগে..............

জাহাঙ্গীর নয়নঃ দ্যাহেন রাজীব ভাই আমরা সরকারি দলের পুলাপান। আপ্নে আমাগো লোক তাই নিজেগো ভিত্রে গ্যাঞ্জাম চাই না। ডেইলি জোড়া ফেন্সি আর ১০টা গুটি পাডাইয়া দিবেন। আর মাস কাবারি ২০% বখরা..........

কি করি আজ ভেবে না পাইঃ
দেখো ভায়া সাফ কই
ফ্রী'টা মোর দাবীরে;
থোড়া যদি ট্যা ফু করো
কয়া দিমু ভাবীরে।

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: বাহ !!!!
বেশ।

৩৩| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫৮

ঢাবিয়ান বলেছেন: ব্লগার রাজীব নুর অনেক ঘুরে কোন প্রকার চাকুরির ব্যবস্থা করতে না পেরে শেষে একজনের তদবিরে চাকুরি পেয়েছে গাজীপুরে বঙ্গবন্ধু স্যটেলইট পরিচালনা অফিসে সিকিউরিটি গার্ডের। আমেরিকা থেকে দেশে বেড়াতে আসা ব্লগার কলাবাগান গেল সেখানে ঘুরতে।
রাজীব নুর ঃ আরে আপনি আমেরিকান ব্লগার কলাবাগান না?
কলাবাগান ঃ আপনাকেও চেনাচেনা লাগচ্ছে।
রাজীব নুর ঃ আমি ব্লগার রাজীব নুর।
কলাবাগানঃ গুড, আপনার উন্নতি দেখে দারুন চমৎকৃত হলাম।লেগে থাকুন।সামনে নাসায় সিকিউরিটি গার্ডের চাকুরি পেয়ে যাবেন।

ব্লগার রাজীব যখন পদ্মা ব্রীজের টোল কালেক্টর। সাত সমুদ্র তের নদী পার হয়ে ব্লগার ক্লালবৈশাখি এসেছে সেই সেতু পরিদর্শনে।
রাজীব নুর ঃ আপনি ব্লগার ক্লালবৈশাখি না?
কালবৈশাখি ঃআপনাকেও চেনাচেনা লাগচ্ছে।
ক্লালবৈশাখি ঃ আমি ব্লগার রাজীব নুর।
ক্লালবৈশাখি ঃ আজ এই আওয়ামি সরকার ক্ষমতায় আছে বলে, এমন চমৎকার একটা জব পেয়েছেন। বিএনপি ক্ষমতায় থাকলে পদ্মা নদীর মাঝি হয়ে দিন কাটাতে হত।

২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: আসুন একটু হাসি। আমরা তো হাসি ভুলে গেছি।

৩৪| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: ব্লগারদের আপনি খুব ভালোবাসেন।

২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

৩৫| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।

৩৬| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫০

স্রাঞ্জি সে বলেছেন:




খুব মজাদার একটি পোস্ট। সহব্লগারদের ইয়ে বড় বড় মন্তব্য। আর আপনি ধন্যবাদ ভাল থাকবেন বলে শেষ করে দিচ্ছেন। মানে আপনি চালাক চতুর হলেও একজন দায়িত্বশীল ব্যক্তি না।

কেন ব্লগে আসেন ।

আমারে প্রতিমন্তব্য করতে হবেনা।

২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৪

রাজীব নুর বলেছেন: আপনি আমার জায়গায় থাকলে বুঝতেন।

৩৭| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৫

ching বলেছেন: লেখাটি ভালো লাগল।

২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৪

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৩৮| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৩

নতুন নকিব বলেছেন:



ভাতিজার পোস্টে চাচাকে খুঁজে পেলাম না।

২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: চাচা এসেছেন। একদম নিচে দেখুন।

৪৭ নম্বর মন্তব্য।

৩৯| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫১

নীল আকাশ বলেছেন: রাজীব ভাই, আমি আর কিছু না হোক আপনাকে নিয়ে একটা ফোটোময় আপনার পুষ্টু দিব আর বাক প্রবাস ভাইয়ের মতো ছড়া লিখে দিব, "হায় হায়!! রাজীব ভায়"
চমৎকার লেখা, দারুন!

২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: রাজনৈতিক দল হিসেবে আওয়ামীলীগ সুপার কৌশলী৷
বি এন পি মানে মূর্খের শাসন ৷
জাতীয় দৈনিক পত্রিকা হিসেবে 'প্রথম আলো' বিজ্ঞানমনস্ক এবং গণতন্ত্রমুখী৷

৪০| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার এই পোষ্টটি আমার বেশ ভালো লেগেছে।

২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: তাহলে পোষ্ট টি স্বার্থক।

৪১| ২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৪

শামছুল ইসলাম বলেছেন: বেশ মজা করে লিখেছেন।

২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ইসলাম সাহেব।

৪২| ২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৪

বাকপ্রবাস বলেছেন: আমযে এতো মিষ্টি হবে বুঝতে পারিনি। যে কথাটা বলতে চেয়েছিলাম জুন (সম্ভবত আপু হবেন) বলে দিয়েছেন, ফ্রি সার্ভিস দিলে ভাবির কপালে দুঃখ আছে, চাঁদগাজি ভাই এর মন্তব্যটাও দারুণ লেগেছে।
-----------
আপনার এখানে কমেন্ট করতে গিয়ে অনেক বড় লেখা হয়ে গেল এবং কাট করে তুলেও নিলাম। কমেন্টটাই পোষ্ট করব বলে। শুতরাং আমার পোষ্টটাই আপনার কমেন্ট হবে। সেখানে আমন্ত্রণ রইল ভাইযান।

২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪১

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৪৩| ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রাজীব ভাই আমি আপনাকে চা, দুধ কিংবা মদ বিক্রি করতে দেখেলেও আশ্বর্য হবোনা।
কারণ আমি জানি ও বিশ্বাস করি রিজিকের মালিক আল্লাহ, তিনি কখন কাকে কোন হালতে
রাখবেন এবং কোন মাধ্যমে তার রুজির ব্যবস্থা করবেন তা একমাত্র তিনিই জানেন। তবে
আমার বিশ্বাস রাজীব ভাইকে এসব কিছুই করতে হবেনা, তিনি ভদ্র ও সম্মানীয় পেশায়
নিয়োজিত থেকে তার রিজিকের ব্যবস্থা করতে পারবেন। আমিন

২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৯

রাজীব নুর বলেছেন: সবকিছুরই একটা লগ্ন আছে। সঠিক সময়ে সঠিক কাজ করা বা সঠিক কথা বলাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কিন্তু আমরা প্রায়ই সেটা করি না। নিজের অজান্তেই আমরা ভুল করি। আমরা সত্য কথা ভুল সময়ে বলি। সব সত্য সব সময়ে বলা উচিত না, বলা যায়ও না। আর সত্য কখনো মিথ্যা হয়ে যায় না, মিথ্যাও কখনো সত্য হয়ে যাবে না। সত্যের পথে থাকুন।

৪৪| ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২১

লাবণ্য ২ বলেছেন: ব্যপক বিনোদনের পোস্ট।ভালো লাগল।

২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৯

রাজীব নুর বলেছেন: কিছু রত্ন আছে যত্নের অভাবে জায়গায় ই ঘুমিয়ে যায়।

৪৫| ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৬

আমি ৎৎৎ বলেছেন: বিনোদন, ও বিনোদন, ওই মিয়া বিনোদন...............ব্যাপক বিনোদন :)


অনেক ভাল লাগল।

২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৭

রাজীব নুর বলেছেন: ট্রেন যতই ঝিকঝাক হোক
লাইন না থাকলে চলবে না....
অনেক মেধাবী এমনি পথের অভাবে হারিয়ে যাচ্ছে
হে পথ প্রশস্ত হও...

৪৬| ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৫

তারেক_মাহমুদ বলেছেন: বড়ই আফসোস আমার নাম নেই, যাই হোক কল্পনায় নয় বাস্তবেই একদিন আপনার সাথে দেখা করার ইচ্ছে আছে।

২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৬

রাজীব নুর বলেছেন: ছোটো পাখি উড়ে যায় বড় আকাশের দিকে।

৪৭| ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৭

সনেট কবি বলেছেন: যার দার্শনিক স্বীকৃতির ভাবনা ভাবি সে কিনা এসব!

২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৫

রাজীব নুর বলেছেন: I am looking for a plain and white prayer mat without any structural and religious images. I shopped online stores and local shops but I did not find anything like this.

৪৮| ২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

জাহিদ অনিক বলেছেন: হা হা-- ঠাটারী বাজারে একদিন যাব আপনাকে নিয়ে------------------ মাছ কিনব। ফ্রাই করব বাসায় এসে। আপনাদের বাসায় নিজেকে স্ব-নিমন্ত্রিত করব। সুরভী ভাবী রান্না করবেন। আমরা দুই ভাই তাস খেলব। আপনি না পারলে আপনাকে শিখিয়ে দেব।
দুপুরে খাওয়ার পর আপনাদেরকে আমি চা বানিয়ে খাওয়াবো। লেবু চা। চিনি ছাড়া।
দুপুরে খাওয়ার পর বড়লোকেরা হালকা রেড ওয়াইন খায়, আমরা হালকা লাল চা খাব।

চাঁদগাজী এবং অন্যান্য ব্লগার-------
দুর্দান্ত লিখেছেন রাজীব নূর ভাই।
আপনি চাইলেই অনেক কিছু লিখতে পারেন এবং লিখেও যাচ্ছেন, অথচ আমি কবিতা ছাড়া কিছুই পারি না।

২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: তাস খেলতে পারি না। দাবা পারি মোটামোটি।
ঠিক আছে। এমনটাই হবে।

৪৯| ২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

নিশাচর১/১০০ বলেছেন: বেঁচে থাকুক ভালবাসা মানুষের মাঝে
বেঁচে থাকুন ভালবাসায় আমাদের মাঝে

২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: তাই হোক।

৫০| ২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

মাহমুদুর রহমান বলেছেন: ব্লগার শায়মা আমার কাছ থেকে ঝালমুড়ি খাবেন। এবং আমাকে বলবেন- আচ্ছা, ঝাল মুড়িওয়ালা ভাই আপনাকে চেনা চেনা লাগছে কেন বলুন তো? আমি মিটি মিটি হাসবো
না হেসে পারলাম না।

২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: আমি তো আপনাদের হাসাতেই চাচ্ছি।

৫১| ২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: বাহ!
দারুণ সব আইডিয়া!!
তবে ভাই, আপনি তো দেখি বি............রা.............ট মনের মানুষ!!
সবাইরে ফ্রি খাওয়াবেন, আর সবাই ফ্রি খাবে!!

২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: আমি তো ভাই বদ ব্যবসায়ী হবো না।
আমার মধ্যে অবশ্যই মানবতা থাকবে।

৫২| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০১

পুলক ঢালী বলেছেন: ব্লগের ক্ষমতাবানরা রাজীব ভাইকে চাকুরী দিয়ে এইসব পেশায় যাওয়ার ভাবনা থেকে বাচান। :D

২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: লজ্জা দিচ্ছেন কেন?

৫৩| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৯

মোঃ মঈনুদ্দিন বলেছেন: পোস্টটি পক্ষপাত দোষে দুষ্ট কিন্তু ভালো পদক্ষেপ। তেলামাথায় দিলেন তেল আর আমাদের রুক্ষ মাথায় ভাংলেন বেল! :) আমরা কিছু অপাংক্তেয় আপনার আই সাইট ও মাইন্ড সাইটে আসতে অক্ষম রইলাম। দেখি ভালো ভালো পরিপুষ্ট কিছু ব্লগ উৎপাদন করিয়া আপনার হৃদয়ে সাড়া ফেলে দেব নিশ্চয়ই!! ভালো থাকুন। এরকম ব্লগ না হলে গর্তে লুকানো প্রিয় ব্লগারদের বাইরে আনা যেতোনা। ধন্যবাদ সুন্দর প্রয়াসের জন্য।

২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৪

রাজীব নুর বলেছেন: ব্লগের সবাই আমার খুব প্রিয়।
যাদের নাম লিখি নাই, তাদের নাম অন্য কোথাও লিখব।

৫৪| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৭

নীলপরি বলেছেন: দারুণ।:)
লেখাটা খুব ভালো উপস্থাপণ করেছেন । ++

২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পরী। নীলপরী।

৫৫| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: গলির মোড়ে ঝালমুড়িওয়ালাকে বললাম "বেশী করে মরিচ দিয়ে ঝালমুড়ি দেন ভাইয়া!!"
- বেশী ঝাল কেন? মরিচ নিয়ে কবিতা লিখবেন নাকি বোন?
আমি তো অবাক "আপনি কিভাবে জানলেন?" B:-)
- আমাকে চিনেন নাই। আমি ব্লগার রাজীব নূর!!
- আরেহ!! তাইতো আপনাকে চেনা চেনা মনে হচ্ছিলো। আপনি ফুচকা বিক্রি করেন না কেন? ফুচকা আমার বেশী ভাল লাগে। আচ্ছা যাই। শুভকামনা। ভাল থাকবেন। :)
- দাম দিয়ে যান। মরিচ বেশী বলে পাঁচ টাকা বেশী দেবেন। কাঁচামরিচের যে দাম!! :-*
আমি স্তম্ভিত "কিন্তু...কিন্তু আমি যে ব্লগে পড়লাম আপনি ব্লগারদের কাছে থেকে দাম নেন না??" 8-|
- সেইটা তাদের লেখা পড়েছি বলে।
- কি বলেন? আমার লেখা পড়েননি। প্রায়ই যে মন্তব্য করতেন।
- ধুর!! আপনার লেখায় গিয়ে বলেছি যে আমি "সহজ সরল সুন্দর।" আপনার লেখার বিষয়ে কিছু বলিনি।
- কিন্তু আমিতো আপনার লেখা পড়েছি, সেজন্য ছাড় নাই!! :||
- আপনি আমার লেখা পড়েছেন? বলে ভুল করলেন। লেখা পড়ার জন্য আরো একশ টাকা ছাড়েন। :D
- কি বলেন এইসব ভাই? :-&
- আপনারে আগেই বলেছিলাম ঢাকা শহরের মানুষগুলা অমানবিক। আপনি বিশ্বাস করেন নাই। এখন বুঝেন!! ট্যাকা ছাড়েন। B-))
=p~ =p~ =p~ B-))

২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: দেখুন সনেট কবি আমাকে নিয়ে কত সুন্দর লিখেছেন-

৫৬| ২৫ শে অক্টোবর, ২০১৮ ভোর ৪:৫৯

অবেলার পানকৌড়ি বলেছেন: ভাইয়া একটা মিষ্টি পান দিয়েনতো শুকনা শুপারি দিয়ে। (পান চিবুতে চিবুতে পানের বোটায় চুন নিয়ে) এলাকায় নতুন নাকি? কোথায় যেন দেখেছিলাম! ভাইজানের পরিচয়? ;)

২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫২

রাজীব নুর বলেছেন: ঠিক বুঝতে পারছি না, ছোটবেলায় পাশের বাসার বাগান থেকে ফুল চুরিও চুরির আওতায় পড়বে কি না।

৫৭| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। মজার পোস্ট। কিন্তু আমি তো ভাই খেজুরের গুড়ের জিলাপী খুব পছন্দ করি। এই জিলাপী বানিয়ে বিক্রি করবেন কবে? মেনু বলে দিলাম, এখন ভেন্যুটা বলে দিয়েন। হাজির হয়ে যাবো। :P

৫৮| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৮

রাজীব নুর বলেছেন: ভালোবাসাটা এখন শুধু গরীবরাই টিকিয়ে রাখসে। বড়লোকেদেরটার নাম showoff!

৫৯| ২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৮

পুলক ঢালী বলেছেন: রাজীব ভাই ৫২ নং মন্তব্যটা মুছে ফেলুন। দুষ্টুমী করতে গিয়ে মন্তব্যটা মনে হয় সিরিয়াস হয়ে গেছে। দুঃখীত।
এই ৫৯ নং টাও ডিলিট করে দেবেন প্লীজ।
যখন যেখানে যেভাবেই থাকুন ভাল থাকুন সব সময় এই কামনা রইলো। :)

২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৪

রাজীব নুর বলেছেন: থাক মোছার দরকার নাই।
আজ থেকে যখন অনেক বছর পর মন্তব্যটা দেখব- তখন হাসবো।

৬০| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমার অনেক ইচ্ছা আপনাদের সকল ব্লগারদের সঙ্গে একদিন দেখা করবো। :(

২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৬

রাজীব নুর বলেছেন: এটা করলে খুব ভালো হয়।

৬১| ৩১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

খায়রুল আহসান বলেছেন: বেশ একটা মজার পোস্ট লিখেছেন, এবং এ পোস্টে আমাকেও স্মরণ করেছেন দেখে প্রীত হ'লাম। তবে উবারে ভাড়া না নিয়ে কিছুতেই আপনি আমাকে গাড়ী থেকে নামাতে পারতেন না!

৩১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
আপনি আমার পোষ্টে এসেছেন বলে। সত্য কথা বলি-আপনি আমার পোষ্টে এলেই আমার খুব খুশি লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.