নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সুখে থাকতে গেলে আসলে তেমন কিছু করতে হয় না, শুধু সুখে আছি ভাবলেই হলো

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৯



কপাল দোষে আমার মতো কর্মহীন অবসর প্রিয় মানুষকে নিয়ে পৃথিবীর ঘটনাবলীর তরঙ্গরাশি ছিনিমিনি খেলছে!
আজ তিনদিন ধরে প্রতিদিন সন্ধ্যার পর প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়। এই মাথা ব্যথা থাকে মধ্যরাত পর্যন্ত। ব্যথা নিয়ে পড়তে পারি না, লিখতে পারি না, মুভিও দেখতে পারি না। শুধু ছটফট করি। মাথা ব্যথা কেন হয় সেটা খুঁজে বের করেছি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তায়-রাস্তায় ঘুরে বেড়াই। বেকার বলে তো আর ঘরের ভেতর সারাদিন বসে থাকতে পারি না। সারাদিন রাস্তার ধুলো ময়লার মাখামাখি হই। চারিদিকের বিকট হর্ন মাথার ভিতর বাড়ি দেয়। একটু পরপর চা খাই। দুপুরের খাওয়ার ঠিক নাই।

খুব ছোটবেলায় মিলি-তুলি নামে যমজ দুই বোন আমাকে পড়াতেন।
আমি প্রতিদিন সন্ধ্যায় কাধে ব্যাগ ঝুলিয়ে তাদের বাসায় যেতাম পড়তে। তারা দুই বোন কুচকুচে কালো। কিন্তু তাদের চোখে মুখে অনেক মায়া ছিলো। সব সময় চোখে কাজল দিয়ে রাখত। মিলি-তুলি আপা'র বড় ভাই ছিলেন মেজর। তাদের একটা ঘর ভর্তি থাকত বই আর বই। এত বই আর কোনো বাসায় কখনো দেখিনি। পড়া শেষে তারা আমাকে নুডুলস রান্না করে খাওয়াত। চা খাওয়াতো। নানান বিষয়ে আমার সাথে গল্প করতেন। আমি ছোট বলে আমাকে একটুও অবহেলা করতেন না। তুলি আপাকে দেখতাম বই পড়তেন আর খুব খিল খিল করে হাসতেন। অনেক সুন্দর করে হাসতেন।
তিন মাস তাদের কাছে পড়েছিলাম। তারা দু'বোন'ই বাইরে বের হলে বোরকা পড়তেন। এখনও বোরকা পড়েন। ২০০৯ সালে মিলি-তুলি আপার বিয়ে হয়। প্রায়ই তাদেরকে আমি রাস্তায় দেখি কিন্তু কথা বলি না। না, দেখার ভান করে এড়িয়ে যাই। কয়েকদিন আগে আমি ধূপখোলা বাজারের সামনে দেখি মিলি আপা লাল একটা গাড়িতে করে যাচ্ছেন।
কোনো কারন নেই অথচ বেশ কয়েকদিন ধরে তাদের কথা খুব মনে পড়ছে।

খুব মাথায় যন্ত্রনা হচ্ছে। তাই আজ বেশি কিছু লিখব না। একটা ছোট গল্প বলে লেখাটা শেষ করে দেই।
নামাজ পড়ার জন্য এক ব্যাক্তি ভোরবেলা ঘুম থেকে উঠে ওযূ করে মসজিদে যাচ্ছে। মাঝ পথে সে পা পিছলিয়ে পড়ে গেল। তাঁর কাপড় নষ্ট হয়ে গেল। সে বাসায় ফিরে এসে কাপড় বদলিয়ে আবার ওযূ করে মসজিদের দিকে রওয়ানা দিল।
মাঝ পথে আবার সে পা পিছলে পড়ে গেল। তাঁর কাপড় ময়লা হয়ে গেল। তিনি আবার বাসায় গেল কাপড় বদলিয়ে ওযূ করে আবার মসজিদের দিকে রওয়ানা দিল।
মাঝ পথে আসতে লন্ঠন হাতে এক লোকের সাক্ষাত পেল। লোকটিকে সে জিজ্ঞাস করল, আপনি কে? সে উত্তরে বলল, আমি আপনাকে দু'বার পড়ে যেতে দেখলাম তাই ভাবলাম মসজিদের যাওয়ার জন্য আমি একটি প্রদীপের ব্যবস্থা করে দেই। লোকটি লন্ঠন হাতে তাঁকে মসজিদ পযর্ন্ত এগিয়ে দিল। লোকটি সাহায্যকারীকে বললেন, চলুন নামায পড়ে নেই। লোকটিকে বারবার বলার পরও লোকটি নামাজ পড়ল নাহ্। তখন লোকটিকে প্রশ্ন করল, আচ্ছা আপনি নামাজ পছন্দ করেন না, বলুনতো আপনি কে?
লোকটি বলল, আমি শয়তান। আমি আপনাকে প্রথম বার পা পিছলিয়ে ফেল দিয়েছিলাম যাতে মসজিদে নামায না পড়ে আপনি বাড়ী ফিরে যান। কিন্তু আপনি যখন পা পিছলিয়ে পড়ে যাওয়ার পরও বাড়ী গিয়ে ফিরে আসলেন তখন আল্লাহ্তালা আপনার সব গোনাহ্ মাফ করে দিলেন।
দ্বিতীয়বার যখন আপনি পড়ে যাওয়ার পরও বাড়ী গিয়ে কাপড় বদলিয়ে আবার মসজিদে রওয়ানা দিলেন তখন আল্লাহতালা আপনার পরিবারের সকলের গোনাহ্ ক্ষমা করে দেন।
এর পর যদি আপনি আবার পড়ে গিয়ে আবার বাড়ী থেকে কাপড় বদলিয়ে আবার মসজিদে আসেন, না জানি আল্লাহ্তালা সকল এলাকাবাসীর গোনাহ্ মাফ করে দেন। সে ভয়ে আমি তাড়াতাড়ি লন্ঠন হাতে আপনাকে মসজিদে পৌছে দিয়ে গেলাম।

মন্তব্য ৪৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: আমার গল্পটা খুব সুন্দর লেগেছে। মিলি ও তুলি আপার জন্য শুভেচ্ছা রইল । শুভেচ্ছা রইল ভাইয়ের জন্যও ।

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

২| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আমারও একটা ঘর ভর্তি বই আর বই ;)

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৭

রাজীব নুর বলেছেন: গ্রেট।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৩

মীর সাজ্জাদ বলেছেন: শিক্ষণীয় গল্প। ভালো লাগলো।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৪৪

রাজীব নুর বলেছেন: ধর্মীয় গল্প।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৮

চাঁদগাজী বলেছেন:



গল্পটা যদি আপনি নিজে বানিয়ে থাকেন, তা'হলে বলতে হয়, খুবই সুন্দর গল্প হয়েছে

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৪৫

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।

৫| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৯

মাহমুদুর রহমান বলেছেন: সুখে আছি, সুখে আছি সখা, আপন মনে। কিছু চেয়ো না, দূরে যেয়ো না,. শুধু চেয়ে দেখো, শুধু ঘিরে থাকো কাছাকাছি।

গল্পটা যদিও অযৌক্তিক তারপরও গল্প।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৪৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৬| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শিক্ষণীয় গল্প...

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৪৬

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৭| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪২

আরোগ্য বলেছেন: গল্পের সত্য মিথ্যা জানিনা তবে ভালো লাগলো।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৪৬

রাজীব নুর বলেছেন: এটাই ভালো।

৮| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫০

নজসু বলেছেন:




গল্পটা আমি আগেই শুনেছিলাম।
আসলে যে মানুষের ক্ষতি চায় সে নিজের ক্ষতি করেও মানুষের ক্ষতি চায়।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: কিন্তু এ সমাজে এরকম মানুষ বিরল।

৯| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৭

সাইন বোর্ড বলেছেন: জীবনের কঠিন মুহূর্তেও এরকম অনুভূতি ধরে রাখা কঠিন, তবে যদি কেউ পারে সেটা তাহলে তার জন্য সুখী মানুষ হওয়াটা সহজ ।

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৮

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

১০| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫

মা.হাসান বলেছেন: এ বছর টমেটোর দাম এখন ও কমছে না কেন?

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৯

রাজীব নুর বলেছেন: !

১১| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৯

ওমেরা বলেছেন: মাথা ব্যাথার পরও এত লিখেন !!

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৯

রাজীব নুর বলেছেন: কথায় আছে না, কাজ নাই তো খই ভাজ।

১২| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫১

ফারিহা হোসেন প্রভা বলেছেন: গল্পটি কি আপনার চিন্তা ধারা থেকে তুলে ধরেছেন? আমি বাকহীন হয়ে গেলাম পুরো।

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

১৩| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯

হাবিব বলেছেন: ছবি আর গল্প মিলে মিশে একাকার। অসম্ভব ভালো লেগেছে রাজীব ভাই।

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ হাবীব ভাই।

১৪| ০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মৌলিক গল্প হলে বলতে হবে
গল্প লেখায় আপনার দখল আছে।
শুভেচ্ছা রইলো।

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৫

রাজীব নুর বলেছেন: না আমার কোনো কিছুতেই দখলন নেই।

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৫

রাজীব নুর বলেছেন: না আমার কোনো কিছুতেই দখলন নেই।

১৫| ০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

আখেনাটেন বলেছেন: নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মৌলিক গল্প হলে বলতে হবে
গল্প লেখায় আপনার দখল আছে।
-- :( এটি বহুল প্রচলিত গল্প নুরু ভাই।


আপনি আবার সুখী মানুষ হয়ে যান এই কামনা।

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৬| ০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুখ একটি আপেক্ষিক বিষয়
কেউ দুধ বিক্রি করে মদ খায় তাতেই তার সুখ
আবার কেউ মদ বিক্রি করে দুধ খায় তাতেই তার বিরাট সুখ !!

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৭

রাজীব নুর বলেছেন: ও আচ্ছে।

১৭| ০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আখেনাটেন ভাই
এ্খন মনে পড়ছে গল্পটা কোথায় যেন
পড়েছি বা শুনেছি !!

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৮

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১৮| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৪

জুন বলেছেন: কাহিনীর থিমটা ভালোলাগার মত নয় বরঞ্চ মনকে বিষাদ্গ্রস্ত করে তোলে ।
কিন্ত আপনার লেখনীর গুনে ভালোলাগলো রাজীব নুর।
+

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৮

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন। সুস্থ থাকুন। সুখী থাকুন।

১৯| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৮

শাহারিয়ার ইমন বলেছেন: গল্পটি কোন মিথ না নিজেই লিখেছেন ? অসম্ভব ভাল লেগেছে

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৭

রাজীব নুর বলেছেন: মিথ।

২০| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১৫

পল্লব কুমার বলেছেন: রাজীব ভাই, আপনার প্রতিটি লিখাই আমার ভাল লাগে। কেন লাগে জানি না। সাবলীলভাবে পড়ে যাই। মাঝে মাঝে মন্তব্য করতে চাই, কিন্তু বলার মত কিছু খুঁজে পাই না। ভাল থাকবেন ভাই।

০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১২

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
ভাল থাকুন সুস্থ থাকুন।

২১| ০৮ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:০৪

ফেইরি টেলার বলেছেন: এখন কেমন আছেন রাজীব নুর , আপনার জন্য দুটি উপহার

" পৃথিবীতে এমনভাবে থাকো যেন তুমি এখানে অপরিচিত কিংবা ভ্রমণকারী, যদি সন্ধ্যা অব্দি বেঁচে থাকো তার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাও এবং পরদিন সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করো না ,আর যদি পরদিন সকাল অব্দি বেঁচে থাকো তার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাও এবং সন্ধ্যায় বেঁচে থাকার আশা করো না , এবং রোগ,অসুস্থতা থেকে যেটুকু সময় অবকাশ ( সুস্থতা ) পাবে সেটাকে কাজে লাগাও , এবং মৃত্যু থেকে যেটুকু সময় অবকাশ ( জীবন) পাবে সেটাকে কাজে লাগাও । "
- মহানবী(সা: )
" হে আবু দার ! ৫ টি সম্পদকে কাজে লাগাও ৫ টি জিনিস ধরে বসার আগে ,

১ যৌবন , বার্ধক্য আসার আগে
২ সুস্থতা , অসুস্থতা আসার আগে
৩ সম্পদ,দারিদ্রতা আসার আগে
৪ অবসর সময়, ব্যস্ততা আসার আগে
৫ জীবন , মৃত্যু আসার আগে "
-মহানবী(সা: )

চা খাওয়াটা কমিয়ে দিন, আর রোদে বেশি হাটবেন না । আল্লাহ আপনাকে সুস্থ রাখুন

২২| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৩

রাজীব নুর বলেছেন: আমার বিলাসিতা শুধু চা নিয়েই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.