নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ৬৯

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪০



১। সব মিলিয়ে ৩০ সেকেন্ড।
দুপুর তিনটায় উত্তরাতে একটা ভয়াবহ এ্যাকসিডেন্ট ঘটেছে।
বাসে উঠতে গিয়ে দুই বাসের মাঝখানে পড়ে গিয়েছিলাম। প্রায় চাকার নিচে চলেই গিয়েছিলাম! হাত-পা ছিলে গিয়েছে, প্যান্ট ছিড়ে গিয়েছে। পায়ে এবং কোমরে ব্যাথা পেয়েছি। মরতে গিয়েও মরিনি। মৃত্যুর খুব কাছ থেকে বেঁচে ফিরেছি।
আজ যদি মরেই যেতাম!
মা কাঁদতো।
সুরভি কাঁদতো।

২। একজনের সাথে কথা বলতে ভাল লাগে, দেখা হলে কাছাকাছি হতে ভালো লাগে আর তার নাম হয়ে গেল প্রেম। বিশাল কিছু, মহৎ কিছুর সাইনবোর্ড লাগিয়ে দিলাম। এটা মোহ ছাড়া কিছু নয়।

৩। একটা ঝাঁটা হাতে নিয়ে মুমূর্ষু বাবা ডাকলেন তাঁর ছেলেদের।
একটি ঝাঁটার কাঠি নিয়ে তা ভেঙে ফেললেন। সেটা দেখিয়ে তিনি ছেলেদের বললেন, ‘দেখলি তো, একটা কাঠি সহজেই ভেঙে যায়।’
এরপর দশটি কাঠি হাতে নিয়ে ছেলেদের সেদিকে তাকাতে বললেন। একটু চেষ্টা করতেই ১০টি কাঠিই ভেঙে গেল।
দীর্ঘশ্বাস ফেলে বাবা বললেন, ‘দুর! ভেবেছিলাম, খুব ভালো একটা উপদেশ দেব তোদের! হলো না !’

৪। ঠিক করেছি একদিন সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে বের হয়ে যাবো সাদা একটা পাঞ্জাবি পড়ে। আর ফিরে আসবো না। তাহলে কেমন হয়?

৫। স্বচ্ছ কাচের মতো কড়া রোদ উঠেছে আজ । বালিভাজা গরম চারিদিকে । পরিচ্ছন্ন সুন্দর একটি দিন । আমি পাথরের মতো চুপ চাপ বসে আছি । কি করবো ভেবে পাই না । কিন্তু শরীর জ্বলে, হাত পা নিসপিস করে । অর্থহীন এক উত্তেজনা । কঠিন এই শহরের আস্তরণ, মানুষের মনে এবং ঘটনাবলী- এর কোথাও আঁচড় কামড়ের দাগ বসে না । পৃথিবীর যাবতীয় অপমান- বাস্তবিক আমি ভুলতে চাই ।



মন্তব্য ৪৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

সাত সাগরের মাঝি ২ বলেছেন: ভাই আল্লাহর শোকরিয়া যে আপনি ভালো আছেন...

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে ভালো থাকুন।

২| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৯

হাবিব বলেছেন: ইন্নালিল্লাহ ............... খুব খারাপ লাগছে এক্সিডেন্টের কথা শুনে।
আপনি ভালো আছেন জেনে ভালো লাগছে। আল্লাহর দরবারে শোকরিয়া।

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৪

রাজীব নুর বলেছেন: মন্তব্য করার জন্য শুকরিয়া।

৩| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫১

করুণাধারা বলেছেন: ভালো লাগলো যে আপনি ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন। তবে একটা কথা বলি, আপনি যেমন বলেছেন, "আর যদি আমি মরেই যেতাম, তাহলে মা কাঁদতো, সুরভি কাঁদতো"...... সাথে আরেকজন কাঁদতো, তার কথা উল্লেখ করলেন না!!!!!

আল্লাহ পরীর বাবার হায়াত বাড়িয়ে দিন।

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৫

রাজীব নুর বলেছেন: পরী!!!
আমার মেয়ে। আমার কলিজা।

৪| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৪

অপু দ্যা গ্রেট বলেছেন:


ভাই এখন কেমন আছেন? কি অবস্থা ? বেশি কিছু হয়নি তো ।

ভাই কিছু মনে না করলে আপনার ফেসবুক আইডি দিতে পারেন ?

ভাল থাকবেন । সুস্থ থাকুন ।

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৬

রাজীব নুর বলেছেন: ইংরেজীতে আমার নাম লিখে সার্চ দেন। পেয়ে যাবেন। রাজীব নূর খান।

৫| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার ধারণা আমার মৃত্যু হবে সড়ক দুর্ঘটনায়।

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৬

রাজীব নুর বলেছেন: না কখনও না।

৬| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ছোটভাই এর ৬৯ ডাইরির এক নম্বরটি পড়ে শিউরে উঠলাম। যাক বরাতজোরে এ যাত্রায় বেঁচে গেলেও এখন থেকে একটু সাবধানে চলতে হবে। ডাইরি লেখার জন্য, চলার সময় ব্লগিংটা না ভাবলে বোধ হয় সবারই মঙ্গল হয়। এই ঘটনার পর আর বাকিগুলো নিয়ে কোন কমেন্ট করব না।

প্রিয় ভাইয়ের মঙ্গল কামনায়......

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৭

রাজীব নুর বলেছেন: চিন্তা ভাবনা ছাড়া কোনো মানুষ নেই। তবে আমি একটু বেশি'ই চিন্তা করি।

৭| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৬

মা.হাসান বলেছেন: বায়তুল মোকাররম এর পশ্চিমে, জিপিওর পূবের দেয়াল ঘেষে অনেক কম্বলের দোকান। শুক্রবার ২০০০ টাকায় একটা কম্বল নিলাম। একমাস আগে হোলে ১৮০০ টাকায় পেতাম।

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৮

রাজীব নুর বলেছেন: ভালো করেছেন।
তবে কমপ্ল তো এখনও উঠেনি।
আপনি বোধ হয় গত বছরের কথা বলছেন।

৮| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৯

আরোগ্য বলেছেন: আলহামদুলিল্লাহ! আপনি সুস্থ আছেন।

০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৫

রাজীব নুর বলেছেন: খুব ভালো আছি।
কোনো সমস্যা নাই।
তবে কিছু ব্যথা আছে।

৯| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৮

মীর সাজ্জাদ বলেছেন: আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার অশেষ রহমত তিনি আপনাকে বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা করেছেন।

০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৬

রাজীব নুর বলেছেন: আল্লাহ মহান।

১০| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: রানু ভাই সুস্থ আছে এতেই আমরা খুশি।

@ ৪। ঠিক করেছি একদিন সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে বের হয়ে যাবো সাদা একটা পাঞ্জাবি পড়ে। আর ফিরে আসবো না। তাহলে কেমন হয়?
চলেন দুজেনে মিলে বেরিয়ে পড়ি।

০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৭

রাজীব নুর বলেছেন: পনাকে নিবো না। আমি একাই যাবো।

১১| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫১

ফেইরি টেলার বলেছেন: চা খাওয়াটা কমিয়ে দিন । বেশি চা খেলে হার্ট বিট বেড়ে যাওয়া, ব্রেইন সেল ড্যামেজ হওয়া, ইউরিন ব্লাডার এনলারজড হয়ে যাওয়া এসবের ঝুকি থাকে । আল্লাহ আপনাকে সুস্থ রাখুন ।

০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৭

রাজীব নুর বলেছেন: খন থেকে সারা দিনে তিন কাপ খাবো। এর বেশি না।

১২| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০০

ফারিহা হোসেন প্রভা বলেছেন: এখন কেমন আছেন স্যার? অনেক অনেক শুকরিয়া! আল্লাহ্‌ আপনাকে দীর্ঘায়ু করুন।
আপনার লেখায় ভালো লাগা জানিয়ে গেলাম।

০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৭

রাজীব নুর বলেছেন: ভালো আছি।

১৩| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৬

শাহারিয়ার ইমন বলেছেন: বাসা থেকে কোথায় চলে যাবেন ?

০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৮

রাজীব নুর বলেছেন: যেদিকে দু'চোখ যায়।

০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৮

রাজীব নুর বলেছেন: যেদিকে দু'চোখ যায়।

১৪| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সব মিলিয়ে লেখাটা ভালো লেগেছে।

০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।

১৫| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪১

আর্কিওপটেরিক্স বলেছেন: God helps those who help themselves

০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৬| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সাবধানে থাকবেন...

০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৮

রাজীব নুর বলেছেন: আল্লাহ ভরসা।

১৭| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৩১

ঢাকার লোক বলেছেন: আলহামদুলিল্লাহ ! আল্লাহর দরবারে শোকরিয়া যে আপনি ভালো আছেন। ভবিষ্যতে রাস্তায় আরেকটু সাবধানে হাঁটবেন ! তাড়াহুড়া বা রিস্ক নিতে যাবেন না!! সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি !!!

০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৬

রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ। আরও সাবধান থাকবো।

১৮| ০৯ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি মারা গেলে কে কাঁদতো আর কে কাঁদতো না সেটা কোন গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ ব্ষিয় হলো পথে ঘাটে চলার সময় চোখ কান খোলা রাখতে হবে। সাবধান থাকতে হবে।

মানুষ কিন্তু মরতে মরতে বেঁচে আছে।

শুকরিয়া। বেঁচে থাকুন হাজার বছর।

০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৯| ০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: একটা লোক জালাইতেছে। কি খারাপ মন্তব্য করে। শায়মাস কিচেন। কে? এটা। সামু দেখেনা

০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮

রাজীব নুর বলেছেন: মামুন ভাই কিছু দুষ্টলোক সব জাগায় থাকে। থাকেই।
এদের এড়িয়ে চলুন। আর সামু যথাসময়ে অবশ্যই ব্যবস্থা নিবেন।

২০| ০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৯

নতুন নকিব বলেছেন:



অাপনি সুস্থ অাছেন জেনে ভালো লাগছে।
সাবধানে পথ চলুন।

হারিয়ে যেতে ইচ্ছে কার না হয়!
ইচ্ছে হলেই কি যাওয়া যায়!
যেতে কি সত্যিই পারি অামরা!
অদেখা মায়ার অটুট বন্ধন, দায়িত্বের বেড়াজাল ছিন্ন করে ক'জন পারে যেতে!

কোথাও যাওয়া হবে না অাপনার।

ভালো থাকুন।

০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
প্রিয় নকিব ভাই দোয়া করবেন।

২১| ০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭

মাহমুদুর রহমান বলেছেন: আপনার লেখাগুলো আমার খুব ভালো লাগে।সেই জন্য আপনার "রাস্তায় পাওয়া ডায়েরি থেকে ও টুকরো টুকরো সাদা মিথ্যার" কিছু কিছু কথা ব্লগ থেকে কপি করে ফেসবুকে পোষ্ট দিই।দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আর খারাপ লাগলে জানাবেন আমি সেগুলো মুছে দিব।

০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯

রাজীব নুর বলেছেন: কোনো সমসয়া নাই।
এটা তো আনন্দের কথা।

ভালো থাকুন। সাথেই থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.