নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। সক্রেটিস বলেছিলেন, "আমি পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী। কারণ আমি অন্ততঃ এটুকু জানি যে আমি কিছু জানিনা"।
আমরা সিক্রেটিসের মত না। ''কিছু জানি না''- আমরা কেউ একথা মানতে রাজী নই। আমরা মনে করি, আমরা বহুকিছু জানি। অনেকেই অনেক-অনেক বেশী জানি। জানি বলেই তা অন্যকে জানাতে চাই। আর এই জানানোর মাধ্যম হিসেবে বেছে নিয়েছি সামু ব্লগ।
২। নিরপেক্ষ বুদ্ধিজীবী আমাদের নেই।
৩। মতিঝিল থেকে যাবো গাবতলী। আজ রাস্তায় ভয়াবহ জ্যাম। বাসে আমি কখনও ঘুমাই না। আজ ঘুমিয়ে পড়লাম এবং একটা অদ্ভুত স্বপ্ন দেখে ফেললাম।
স্বপ্নে দেখি- আমি আমার সব পরিচিত মানুষ ছেড়ে জঙ্গলে চলে গেছি। একা একা থাকি। ক্ষুধা পেলে বন থেকে ফল-টল সংগ্রহ করে খেয়ে নিই। রাতে চিন্তাহীন ঘুম হয়। বনের পশুদের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে- তারা আমার কোনো ক্ষতি করবে না বলেছে। ছেড়ে আসা কোনো পরিচিত মানুষদের কথা ইচ্ছা করেই মনে করি না। অনেক রাত পর্যন্ত নদীর ধারে টিলার উপর বসে থাকি। আকাশের তারা দেখি। ব্যাপক আনন্দ! হঠাৎ কোথা থেকে একটি মেয়ে এসে হাজির। মেয়েটকে একটা বাঘ তাড়া করেছে- মেয়েটি আমার সামনে এসে বলল- বাঘ! বাঘ! আমাকে বাঁচান।
আমি বললাম কোনো ভয় নেই- আমি আছি। আমি মেয়েটির হাত ধরলাম, মেয়েটি ভয়ে কাঁপছিল। বাঘটি এসে আমাকে দেখে চলে গেল। এমন ভাব করলো যেন- ওস্তাদ স্যরি...ভুল হয়ে গেছে। ক্ষমা করবেন। তারপর সারারাত মেয়েটির সাথে অনেক গল্প করলাম। মেয়েটির অনুমতি নিয়ে মেয়েটিকে অনেক আদর করলাম।
তারপর বনে আমাদের সংসার জীবন শুরু হলো। দুই বছরের মধ্যে তিনটা বাচ্চা হলো। প্রথম বছর দু'টা জমজ বাচ্চা পরের বছর একটা। খুব আন্দময় জীবন। জঙ্গলে জ্যাম নেই, লোডশেডিং নেই, দুষ্টলোক নেই, চুরী, ছিনতাই এর ভয় নেই। দ্রব্যমুল্য বৃদ্ধি নিয়ে কোনো সমস্যা নেই। বৌ এর শপিং এর ঝামেলা নেই। মোবাইল নেই। হরতাল নেই। কেউ কুপিয়ে মেরে ফেলবে এই ভয় নেই। সমুদ্র থেকে মাছ ধরি, বৌ আগুনে পুড়ে দেয়- ফরমালিন মুক্ত মাছ, আহ! ফরমালিন মুক্ত ফল। আমাদের বাচ্চা গুলোও খুব নাদুস-নুদুস হয়েছে। রাতের বেলা বৌ গান গেয়ে ঘুম পাড়িয়ে দেয়- "ঐ পাথুরে শহর ছেড়ে সবুজ তেপান্তরে/ স্বপ্ন কিছু সাজিয়ে নিতে সুখের বন্যা ধারায়/ শেষ হবেনা কোন দিন যুগল পথচলা।"
৪। হাবলু কমোডে বসে তার নতুন আইফোন-৫ দিয়ে কথা বলছিল। হটাৎ তার ফোন নিচে কমোডে পড়ে গেলো। সে দুঃখে কষ্টে অনেক কান্নাকাটি করতে লাগলো। তখন হঠাৎ এক দেবতা আসলো পানি থেকে উঠে আর তাকে একটা সোনার আইফোন দিল। হাবলুর তখন কাঠুরের গল্প মনে পড়লো আর সে বলল “না এটা আমার না” । দেবতা তখন বলল, “আরে গাধা... এটা ধুয়ে তো দ্যাখ”।
৫। এক ছোকরার বিয়ে করার বড়ই শখ, তার মতে এতেই তার সকল সুখ নিহিত। কিন্তু কিছুতে হয়ে ঊঠছে না। ওদের পরিবার একমাত্র শ্রী হনুমানের পূজো করে- অন্যে দেবতা সেখানে কল্কে পান না - তাই ছোকরা ত্রিসন্ধ্যা তারঁই পূজো করে কাকুতি-মিনতি করে, “হে ঠাকুর, আমায় একটি বউ জুটিয়ে দেও গো”। ওদিকে নিত্য এমন ঘ্যানর ঘ্যানর শুনে হনুমানের পিত্তি চটে গিয়েছে। শেষটায় একদিন স্বপ্নে দর্শন দিয়ে হুঙ্কার দিলেন, “ওরে বুদ্ধু, বউ যদি জোটাতেই পারতুম, তবে আমি নিজে বিয়ে না করে confirmed bachelor হয়ে রইলুম কেন?
১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০২
রাজীব নুর বলেছেন: দাদা স্যরি। ছবিটা ফান করে দিয়েছি।
ছবিটা কি সরিয়ে দিব।
২| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৬
হাবিব বলেছেন: ভাই ভূত সাজছেন কেন?
১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০২
রাজীব নুর বলেছেন: একটু মজা করলাম।
৩| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৪
বনসাই বলেছেন: নতুন বোতলে পুরোনো মদ।
৩ ৪ ৫ এবারই প্রথম নয়। আপনার স্বপ্নের স্টক দেখছি ফুরিয়ে গেছে।
১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৩
রাজীব নুর বলেছেন: নতুন স্বপ্ন আসবে।
৪| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৫
দিপু সিদ্দিকী বলেছেন: ভালো লেখা
১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।
৫| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০০
আরমান শুভ বলেছেন: আমরা আসলেই জাতিগতভাবে তেমন কিছু জানি, জানলে আমাদের এতো দূর্দশা হতনা।
১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৪
রাজীব নুর বলেছেন: কিন্তু আমাদের সত্যিকার ভাবে জানতে হবে। না জেনে জানার ভাব বাদ দিতে হবে।
৬| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ১, ২, ৪
১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৫
রাজীব নুর বলেছেন: ?
৭| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৫
ব্লগার_প্রান্ত বলেছেন: পৃথিবীতে বদ্ধ পাগল এবং শিশু ছাড়া কেহই নিরপেক্ষ নয়
১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৫
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৮| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৮
ফেনা বলেছেন: জ্ঞানের কথা। জ্ঞান পেলাম।
ভাল থাকবেন।
১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৬
রাজীব নুর বলেছেন: আপনিও ভালো থাকবেন।
৯| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৯
তারেক ফাহিম বলেছেন: আপনি, বাঘ আর মেয়েটির গল্প অারেকবার পড়ছিলাম।
ভুত ভুুতুড়ে।
১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৬
রাজীব নুর বলেছেন: হতে পারে।
১০| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩১
শাহারিয়ার ইমন বলেছেন: ৪ নং আগেই পড়েছি । আমারো খুব ইচ্ছে হয় জঙ্গলে যেতে ,রবিনক্রুসোর মত দিন যাপন করতে ।
১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১১| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪২
চাঁদগাজী বলেছেন:
৩নং:
আপনার নিজস্ব একটি ফ্যানটাসী জগৎ আছে, ভালো।
আমার চোখের অবস্হা ভালোর দিকে যায়নি, পোষ্ট টোষ্ট কম পড়ছি; সহজভাবে নেবেন।
১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৬
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
আগে সুস্থ হোন।
১২| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৬
আরোগ্য বলেছেন: রাজীব ভাই এক স্বপ্ন দুই বার দেখার রহস্য কি,? মাঝে মাঝে আমারও দেখতে মন চায়।
১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৭
রাজীব নুর বলেছেন: ভুলে দেখে ফেলেছি।
১৩| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ৩ নং টা হেব্বি লাগছে। আপনার কল্পনা প্রসূত স্বপ্ন । সুন্দর।।।
১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৪| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৪
আর্কিওপটেরিক্স বলেছেন: ১ নং টা পৃথিবীর প্রথম Paradox
১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৭
রাজীব নুর বলেছেন: জ্বী।
১৫| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১২
কালো_পালকের_কলম বলেছেন: ৩ নম্বর টাই বেস্ট... বাকিগুলো.... থাক
১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৭
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
১৬| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৮
মলাসইলমুইনা বলেছেন: দুই নং কে এক নং-এর এপ্রোপ্রিয়েট ভাব সংক্ষেপ বা একটা উপসংহার মনে হলো ।
১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৮
রাজীব নুর বলেছেন: হা হা হা---
১৭| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৫
নজসু বলেছেন:
কৌতুক দুটো মজার হয়েছে।
শিক্ষণীয়ও বটে।
শুভ সকাল।
১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৭
রাজীব নুর বলেছেন: শুভ সকাল জানাতে পারলাম না।
এখন রাত।
১৮| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছবিতে হ্যালোইন এর আমেজ এনেছেন।
ভালই লাগলো।
১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৯| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২১
নয়ন বিন বাহার বলেছেন: দুর্ভাগ্য আমাদের ।
সক্রেটিস আমাদেরকে কিছুই শেখাতে পারেনি।
১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৯
রাজীব নুর বলেছেন: আসলে আমরাই শিখতে পারিনি।
২০| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাই, ছবির সাথে লেখার সামঞ্জস্য কী?
১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৯
রাজীব নুর বলেছেন: সামঞ্জস্য আছে।
অবশ্যই আছে। একটু চেষ্টা করুন।
২১| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৯
টিয়া রহমান বলেছেন: ৪ আর ৫ পড়ে সেই মজা পেলুম ভাইয়া।
আর ৩ নম্বরে কি মেয়েটা সুরভি ভাবি ছিলেন?
১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২০
রাজীব নুর বলেছেন: না সুরভি না।
২২| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১১
মাহমুদুর রহমান বলেছেন: ১-পড়ে মুগ্ধ হলাম।
২-সহমত।
৩-সুন্দর।
৪-৫-ভীষন মজার।
১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২০
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
২৩| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৭
সামিয়া বলেছেন: হাহাহাহা আইফোনেরটা মজার ছিল।।
১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।
২৪| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪
হাসান জাকির ৭১৭১ বলেছেন: বাহ্!
স্বপ্নটা দারুণ ছিল!!
১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২৫| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৪
টারজান০০০০৭ বলেছেন: স্বপ্নেও টারজান হওন যাইত ন ! কপিরাইট লঙ্ঘনের দায়ে মামলা হইবেক !!
১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২২
রাজীব নুর বলেছেন: খাইছে আমারে।
২৬| ১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
বাকপ্রবাস বলেছেন: চাঁদগাজী বলেছেন:
৩নং:
আপনার নিজস্ব একটি ফ্যানটাসী জগৎ আছে, ভালো।
১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২১
রাজীব নুর বলেছেন: উনি বুদ্ধিমান।
২৭| ১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১
সৈয়দ ইসলাম বলেছেন:
রাজিব ভাই,
অনেক দিন পর আসলাম, ভাল আছেন তো?
ছবিতে কি আপনি?
১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৮
রাজীব নুর বলেছেন: আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
ছবিতে আমি।
২৮| ১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬
ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাহ মজার ছিলো।
ছবিটি আপনার নিশ্চয়ই?
১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৭
রাজীব নুর বলেছেন: জ্বী আমার।
২৯| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সপ্নেও বাচ্চা পয়দা দিতে ছাড়লেন না !!
তাও দুই মিনিটের দিবা স্বপ্নে ৩ টা !!
ঘন্টা খানেক সময় পেলেতো নরক গুলজার করে ছাড়তেন।
১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১১
রাজীব নুর বলেছেন: স্বপ্ন তো স্বপ্নই।
৩০| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৫
করুণাধারা বলেছেন: আপনার পোস্ট মজারু, আরো মজারু ২৯ নাম্বার মন্তব্য।
১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৩
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
৩১| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৪
শুভ পাটগ্রাম বলেছেন: সুন্দর। স্বপ্নটা দারুন লিখেছেন।
১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৬
পদাতিক চৌধুরি বলেছেন: ঠিক আছে ,পড়লাম,। তবে ছবিটি ভালো লাগলো না।
শুভ কামনা প্রিয় ভাইকে।