নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরী- ৩

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৮



আজকের দিনটি চমৎকার কেটেছে।
বাসা থেকে বের হয়েই বিশাল সেই ভিক্ষুক হাতীর দেখা আবারও পেলাম। আজ দেখি দুইটি হাতী। হাতী আমার খুব'ই প্রিয় প্রানী। নাদুস নুদুস! কোনো অহংকার নেই। খুব ভদ্র আর বিনয়ী। উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ওভার ব্রীজের কাছে হাতীটির দেখা পাই। শূর দিয়ে দোকানের সামনে গিয়ে সালাম দিচ্ছে। দোকানদার টাকা না দেওয়া পর্যন্ত হাতীটি দোকানের সামনে থেকে নড়ে না। সবাই খুশি মনেই দশ টাকা করে দিচ্ছে। রাস্তার পাশের এক চায়ের দোকানদার টাকা না দিয়ে একটা রুটি দিল। হাটিটি খুব আগ্রহ নিয়ে রুটি খেল। বেশ আনন্দ নিয়ে এই হাতীর পেছন পেছন এক ঘন্টা ঘুরলাম।



বিএনপি'র পার্টি অফিসের সামনে অসংখ্য মানুষ।
চারিদিক বেশ জমজমাট। এতদিন এই পার্টি অফিস কেমন খা খা করেছে। আজ লোকজন মিছিল নিয়ে আসছে। আমি এই বিশাল জনতার সাথে মিশে গেলাম। আশে পাশের চায়ের দোকান গুলোতে প্রচন্ড ভীড়। চারপাশের সব কিছুই আমি খুব উপভোগ করছি। এর আগে আওয়ামীলীগের অফিসেও গিয়েছি। সেখানেও একই অবস্থা দেখেছি। কেউ কেউ ব্যান্ড পার্টি নিয়ে এসেছে। ঘোড়ার গাড়ি নিয়ে এসেছে। চারপাশে এত লোক অথচ আমি কাউকে চিনি না। আমাকেও কেউ চিনে না। রাস্তায় ভয়াবহ জ্যাম লেগে গেছে। পুলিশ সমানে হুইসেল বাজিয়েই যাচ্ছে।




দুপুরবেলা গেলাম মতিঝিল রুপালী ব্যাংকে।
এই ব্যাংকে এক উচ্চপদস্ত কর্মকর্তা আছেন। তিনি আমাকে খুব পছন্দ করেন। প্রায়ই আমাকে নানান রকম বই উপহার দেন। এমন কখনও হয়নি তার অফিসে গিয়েছি আর না খেয়ে ফিরেছি। আমি গেলেই উনি উনার পিয়নকে দিয়ে হাজীর বিরিয়ানী আনান। আর একটা ফানটা। আমি আরাম করে খাই। অনেকক্ষন গল্প টল্প করে চলে আসি। আজও গেলাম। বরাবরের মতোন বিরিয়ানী- ফানটা আর দু'টা বই নিয়ে আসলাম। উনার কাছ থেকে বিদায় নিয়ে বিকেল পর্যন্ত আজ মতিঝিলেই কাটিয়ে দিলাম। এর মধ্যে একবার স্যোশাল ইসলামী ব্যাংকে একজনের সাথে দেখা করতে গেলাম। ভদ্রলোক দেখা করলেন না। এর আগেও বেশ কয়েকবার গিয়েছি কিন্তু উনি দেখা করেন না। এক পিয়ন এসে বলে, স্যার মিটিং এ। স্যার অফিসে নাই।



সন্ধ্যা ৭ টায় হেঁটে হেঁটে বাসায় ফিরছি।
মনটা খুব খারাপ। সুরভি ফোন করে জানালো- পরী স্কুলে খেলতে গিয়ে ব্যাথা পেয়েছে। অনেকখানি ছিলে গেছে। টিটেনাস দিতে হবে। আমি যেন তাড়াতাড়ি বাসায় ফিরি। কিন্তু আমি দ্রুত হাঁটতে পারছি না। গত কয়েকদিন ধরে খুব বেশি হাঁটছি। পায়ের আঙ্গুল গুলোতে ঠোসা পড়ে গেছে। খুব ব্যথা। তারপরও আমি জোরে হাঁটছি- মেয়েটাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ফুটপাতে এক লোক বেগুন বিক্রি করছে। অথচ বলছে পাইলট---পাইলট। এটা কি বেগুনের নতুন কোনো জাত? আজিব ব্যাপার!


আমার ভাগ্যটা খুব ভালো।
বাসায় ফেরার পথে আবারও সকালে হাতীটির সাথে দেখা। হাতীর মাহুতের সাথে চা খেলাম আর অনেক গল্প করলাম। গল্প করে জানতে পারলাম- এই হাতীর মালিক টঙ্গী থাকেন। হাতীর বয়স-৭। এটা সার্কাসের হাতী। আপাতত সার্কাস বন্ধ। তাই মাহুত হাতী নিয়ে সারা ঢাকা শহর ঘুরে ঘুরে ভিক্ষা করে। তাদের অনেক খরচ। হাতীটির জন্য প্রতিদিন ৭/৮ শ' টাকার খাবার লাগে। মাহুতের নিজের খরচ আছে। এভাবে টাকা সংগ্রহ না করলে খাবে কি? চলবে কি করে?

যাই হোক, বাসায় গেলাম। মেয়েকে নিয়ে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার বললেন, টিটেনাস দিতে হবে না। মেয়ে খুব খুশি ইনজেকশোন দিতে হবে না বলে। বাপ আর মেয়ে চকবার আইসক্রীম খেলাম লুকিয়ে লুকিয়ে। সুরভি জানলে চিল্লাচিল্লি করবে। মেয়ের ঠান্ডার সমস্যা আছে।

মন্তব্য ৬১ টি রেটিং +২/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫১

মনিরা সুলতানা বলেছেন: পরী আশা করছি ভালো আছে !
শুভ কামনা।

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১৪

রাজীব নুর বলেছেন: পরী ভালো আছে বোন।

২| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৮

ইসমত বলেছেন: ৩য় ছবিটি দেখছি আমার পাশে থেকেই তুলেছেন; গতকাল থেকেই আমাদের নাকাল অবস্থা। মাইক, মিছিল, শ্লোগানে টিকে থাকাই দায়।

পরীর দ্রুত সুস্থতা কামনা করি, কাল কি স্কুলে যেতে পারবে?

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১৬

রাজীব নুর বলেছেন: পরী ঠিক আছে।
স্কুলে অবশ্যই যাবে। শিশু একাডেমীতে তার কবিতা আর ড্রয়িং ক্লাশ আছে।

৩| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০২

চাঁদগাজী বলেছেন:


আপনি ঢাকার ছেলে, একটা ব্যবসা দেখেন; অথবা সরকারী কন্ত্রাক্টটর হওয়ার চেষ্টা করেন।

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১৭

রাজীব নুর বলেছেন: যাক না আরও কিছু দিন।
এত তাড়াহুড়ার কি আছে!
জন্ম ঢাকায়। এরপর থেকেই ঢাকা আছি। এখন ঢাকা শহর অসহ্য লাগে।

৪| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দারুণ কালেকশন। ছবিগুলো আলাদা ধাচের কিছু মনে হয়েছে।

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১৮

রাজীব নুর বলেছেন: পথে যেতে যেতে মোবাইল দিয়ে তুলে নিয়েছি।
অনেকদিন আপানকে ব্লগে দেখি না!!

৫| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমি ইলেকশনের পর ব্লগে নিয়মিত হবো। ইলেকশনের আগে আমার মা আমাকে অনলাইনে সময় কম দিতে বলেছেন।

১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৪

রাজীব নুর বলেছেন: ও আচ্ছা।
গুড। মায়ের কথা শুনতে হয়।

৬| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৩

বলেছেন: পাঠে আরম পেলাম

১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৩

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আগে কইবেন না -ভাইসাব আমার অফিসের কোনায় আজ পয়লা হাতি দর্শন! জানলে অফিসে আইনা আফনেরে কফি ভি খিলাইতাম।

১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৫

রাজীব নুর বলেছেন: কফি'র চেয়ে চা-ই ভাল লাগে আমার।

৮| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১:২১

ওমেরা বলেছেন: আমিও সেদিন হাতি দেখেছি আমার স্কুলের সামনে।

১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর প্রানী- তাই না?

৯| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ২:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হিজড়া যন্ত্রণা আর হাতি যন্ত্রণা। দুইটাই 'হ' দিয়ে শুরু...

১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৭

রাজীব নুর বলেছেন: কিন্তু হিজড়ারা বিরক্তকর, হাতি আনন্দদায়ক।

১০| ১৪ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:০৯

এস এ মেহেদী বলেছেন: বাহ্! আপনার দিনের গল্পটা ভালোই লাগলো, সাথে সুন্দর ছবিগুলো। ভালো যাক প্রতিদিন।

১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১১| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০২

নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ।

১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১২| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৭

সনজিত বলেছেন: পরী এখন কেমন আছে জানাবেন।
শতত শুভ কামনা আপনার জন্য।
ক্ষুরধার লিখনী।

১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬

রাজীব নুর বলেছেন: বেশ ভালো আছে।

১৩| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনার মেয়ের প্রতি প্রেম দেখে অনেক ভালো লাগলো। লুকিয়ে খাওয়া জিনিসটা আমার বাবার সাথে কোনদিন হয়নি। কারন আমার ছোট বয়সে তিনি শহরে আর আমি গ্রামে থাকতাম। তবে দাদার সাথে আছে।তিনি মিষ্টি খেতে পছন্দ করতেন। আর তার ছিলো ডাইবেটিস।

১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭

রাজীব নুর বলেছেন: দাদা নাতীর সম্পর্ক সুন্দর।

১৪| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩

নজসু বলেছেন:




ছবিগুলোও চমৎকার।

১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৫| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

ফোয়ারা বলেছেন:

হাতি গুলো কে নিয়ে তারা যত্তসব ভন্ডামীর করে আসছে।

১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

রাজীব নুর বলেছেন: কি করবে?
দরিদ্র দেশের মানুষের এই অবস্থায়ই হয়।

১৬| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

আকতার আর হোসাইন বলেছেন: বাহ, ছবিগুলো সুন্দর।

হাতি নিয়ে এক প্রকার ব্যবসা করা হচ্ছে। কিন্তু সেটা তারা গোপন রাখছে না। অন্যদিকে এসির তলে বসে বিভিন্ন উপরের লেভেলের কর্মকর্তাগন যা করে তা আমাদের দৃষ্টির আড়ালে(এই মন্তব্যটা ফোয়ারার জন্যে।)

পরী মামুনি এখনো ভালো তো??

আপনি তো দেখছি ভীষণ বউভীতু লোক.

১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

রাজীব নুর বলেছেন: হা হা হা-----

১৭| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

জাহিদ অনিক বলেছেন: হাতি দেখা হলো তাহলে ----
পরীর জন্য শুভকামনা

১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

রাজীব নুর বলেছেন: পরী ভালো আছে।

১৮| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

মাহমুদুর রহমান বলেছেন: হাতি এতো বিশাল দেহের প্রানী অথচ সে অহংকার করে না।অথচ মানুষের কিসের এতো অহংকার যার শুরু একফোটা রক্তবিন্দু দিয়ে আর শেষ হয় মৃত্তিকায় !

পরী এখন কেমন আছে?

১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

রাজীব নুর বলেছেন: পরী বেশ ভালো আছে।
অতি সামান্য লেগেছে।

১৯| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর ,




সারাদিন এই যে টোটো করে ঘুরলেন তাতে অফিসের কাজকাম এর বারোটা বাজলো কিনা ? :||
হাতির প্রথম ছবিটি দারুন হয়েছে ।

১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

রাজীব নুর বলেছেন: টো টো করে ঘুরাই আমার অফিস।

২০| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

সনেট কবি বলেছেন: পরীর জন্য শুভকামনা

১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ চাচাজ্বী।

২১| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫০

মাহমুদুর রহমান বলেছেন: পরী বেশ ভালো আছে।
অতি সামান্য লেগেছে।

আল্লাহ তাকে ভালো রাখুক সেই সাথে তার বাবা মাকেও।

১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৭

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। অনেক।

২২| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমার ক্ষেত্রে উলটা হয়। আমি আর মা লুকিয়ে আইসক্রিম খাই, আমার পছন্দ চকবার ও মা'র মালাই।
আশা করি স্যার পরী ভালো আছে। ম্যাডামকে আমার সালাম জানাবেন।

১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৭

রাজীব নুর বলেছেন: পড়ি ভালো আছে।
আপনিও ভালো থাকুন।

২৩| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪২

ANIKAT KAMAL বলেছেন: অনন্য ভা‌লো লাগায়‌ মুগ্ধ হলাম । পরীর‌ জন্য খারাপ হ‌লে ও স্রষ্টার নিকট প্রার্থনা রইল

১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৯

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

২৪| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০৬

ইয়োডা বলেছেন: ডাইরি পড়তে পড়তে ক্লান্ত।কাল কি থাকছে ডাইরিতে? অগ্রিম একটা বিজ্ঞাপন দিলে ভাল হত।

১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৯

রাজীব নুর বলেছেন: আগামীকাল ডায়েরী নেই। গল্প থাকবে।

২৫| ১৫ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:২০

এস এম মামুন অর রশীদ বলেছেন: টিটেনাস কী জিনিস, আপনার মতো শিক্ষিত লোক মেয়েকে টিটেনাস দেবার কথা ভাবলেন কীভাবে? শুধু পোস্টের পর পোস্ট লিখলে হবে না, বেসিক পড়তে হবে, জানতে হবে।

১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৮

রাজীব নুর বলেছেন: টিটেনাস কি?
ব্যাপারটা আপনি ক্লিয়ার করে দেন।
আমার ভুল হতে পারে।

২৬| ১৫ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:০৫

জাতির বোঝা বলেছেন:
সুপ্রভাত!
আপনি কেমন আছেন, মহাশয়?
আপনার গেজেট পাঠ করিয়া আমি খুবই আমোদিত হই।
আপনি একজন উত্তম লেখক।

১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৬

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
শুকরিয়া।

২৭| ১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪১

রক বেনন বলেছেন: রাজীব ভাই, যখন আবার কর্মব্যস্ত হয়ে পড়বেন, তখন এই সময়গুলো অনেক অনেক মিস করবেন!!

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫

রাজীব নুর বলেছেন: জীবন এই রকমই।

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫

রাজীব নুর বলেছেন: জীবন এই রকমই।

২৮| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৮

নতুন নকিব বলেছেন:



ভাবীকে না জানিয়ে লুকিয়ে বাপ মেয়ের আইসক্রিম খাওয়ার খবরে আনন্দ পেয়েছি।

ডায়েরি লিখন সুন্দর হচ্ছে। চালিয়ে যান।

১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ।

২৯| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৯

শাহারিয়ার ইমন বলেছেন: মনে হচ্ছে খুব সুখেই দিন কাটাচ্ছেন ,পড়ে মনে হল আরকি ।

৩০| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৫

রাজীব নুর বলেছেন: আল্লাহর রহমতে আমি ভালো আছি।

৩১| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

অপু দ্যা গ্রেট বলেছেন:



পরী ভাল আছে?

পরিশ্রম একটু কমিয়ে দিন । এত এত পরিশ্রম করলে পরে আবার শুয়ে পরতে হয় ।

ভাল থাকবেন সব সময় ।

১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৫

রাজীব নুর বলেছেন: পরিশ্রম করি বলেই ভালো আছি। অসুখ বিসুখ কাছে আসতে পারে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.