নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ষষ্ঠ ইন্দ্রিয় বলে কিছু নেই

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৩



আমাদের বিক্রমপুরে একটা কথা আছে- ''ছোটলোকের পোলায় যদি জমিদারী পায়, কানের আগায় কলম গুঁজে বাইজী নাচায়।'' কথাটা একদম সত্য। আমাদের এই সমাজ আজ কলুষিত। পচে গেছে, নষ্ট হয়ে গেছে। নষ্ট হতে কিছু আর বাকি নেই। কবি ঠিক'ই বুঝতে পেরেছিলেন। তাই কবি বলেছেন,- ''আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে।'' আজ কবির কথা সত্য হয়েছে। সব নষ্টদের দখলে চলে গেছে। আরেক কবি বলেছেন, ''উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ''। হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা। আমরা সবাই জানছি, দেখছি। কিন্তু কিচ্ছু করার নেই। আমার প্রিয় কবি বলেছেন, ''অদ্ভুত আঁধার এক এসেছে এ-পৃথিবীতে আজ। দিন যত গড়ায় মানুষের নোংরামি তত বাড়তে থাকে।

একটা ছেলে যখন দিনের পর দিন হাজার চেষ্টা করেও চাকরী না পায়... সেই বেকার ছেলেটা পরিবারের সবচেয়ে কাছের মানুষদের কাছেই উপেক্ষিত হয়। এটা প্রচন্ড যন্ত্রনার। একটা মেয়ের যখন বিয়ে হয় না সেই মেয়েকে কটু কথা শুনতে তার পরিবারের কাছ থেকেই বেশি! এটা প্রচন্ড লজ্জা আর অপমানের। একটা অটিস্টিক বাচ্চাও একসময় তার পরিবারে উপেক্ষিত হয়! কি অদ্ভুদ ব্যাপার...!!! যাদেরকে সেই কঠিন মুহূর্ত গুলোতে বেশি দরকার হয়, তারাই উপেক্ষা করে সবচেয়ে বেশি! নিজের মা-বাপ পর্যন্ত বদলে যায়। যে ছেলের ইনকাম আছে সেদিকেই তাদের নজর বেশি। বেকার ছেলে খেলে কি না খেলো সেদিকে তাদের নজর নেই। ভাবা যায়- নিজের জন্মদাতা বাপ-মা পর্যন্ত বদলে যায়!

আমাদের এলাকার মসজিদে মনে হয় নতুন মাইক লাগিয়েছে। প্রতিদিন হুজুর আমার ঘুম ভাঙ্গিয়ে দেয়। মনে হয়- হুজুর আমার কাছের কাছে মাইক নিয়ে আযান দিচ্ছেন। আমি ধড়ফড় করে লাফ দিয়ে উঠি। আমার বুক কাঁপতে থাকে। আমার একবার ঘুম ভেঙ্গে গেলে আর ঘুম আসে না। আমি অনেক রাত্রে ঘুমাই। তিনটার আগে বিছানায় যাই না। ঘুম আসে না, তাই বিছানায় যাই না। বিছানায় গিয়ে ছটফট করার কোনো মানে হয় না। ভোরবেলা খুব আরামের ঘুম আসে। কিন্তু হুজুর ঘুমাতে দেয় না। আযান আমার খুব পছন্দ কিন্তু এই হুজুরের গলা ভালো না। ভোরবেলা আযানের ধ্বনি শুনলে মনটা ভালো হয়ে যাবার কথা কিন্তু হুজুরের কন্ঠ শুনে বিরক্ত লাগে। মাঝে মাঝে ইচ্ছা করে মসজিদে গিয়ে নালিশ করে আসি।

ইচ্ছা করে নির্জন কোনো দ্বীপে চলে যাই। এই সমাজের কাউকে আমার পছন্দ হয় না। সব ভন্ড, সব লোভী, সব স্বার্থপর। দ্বীপে যাওয়ার সময় আমি কিছু গানের সিডি, বই আর সর্বক্ষণের সঙ্গী হিসেবে একটি ল্যাপটপ নিয়ে যেতে চাই। মনের সুখে থাকব। বই পড়বো, লিখব আর ভাববো জটিল সব বিষয় নিয়ে। জটিল বিষয় বলতে- লিখিত রূপে জ্ঞানগত ও তাত্ত্বিক আলোচনা, জীবনবোধ, জীবনদর্শন, আত্মসমালোচনা, গঠনমূলক সমালোচনা- এগুলোই সর্বোত্তম সাহিত্য। যাই হোক, আমার লেখা শেষ। তবে, বিদায় নেওয়ার আগে শিরোনাম নিয়ে দু'টা কথা বলি- তা না হলে অনেকে বলবেন, শিরোনামের সাথে লেখার মিল নাই কেন? এটা কেমন ফাজলামো?

ষষ্ঠ বা সপ্তম ইন্দ্রিয় মানুষের রয়েছে। আর সেই ইন্দ্রিয়ানুভূতি মোটেও অলৌকিক কিছু নয়। ষষ্ঠ ইন্দ্রিয় সবার থাকে না। ষষ্ঠ ইন্দ্রিয়টি সাধারণত বিশেষ বিশেষ কিছু লোকের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। ষষ্ঠ ইন্দ্রিয়ের অধিকারী ব্যক্তি অতি সহজেই ভবিষ্যৎ বলে দিতে পারেন। সাইকিক দৃষ্টিতে ষষ্ঠ ইন্দ্রিয়কে বলা হয় বিধাতার আশীর্বাদ। মনস্তাত্ত্বিক দৃষ্টিতে চৌকস বা মেধাবী বলা হয়।

মন্তব্য ৪২ টি রেটিং +২/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২০

চাঁদগাজী বলেছেন:


ষষ্ঠ ইন্দ্রিয় মানে বুদ্ধিমত্তা; সব মানুষের আছে, তবে বিবিধ লেভেলের; আসলে, বানরেরও কিছু বুদ্ধিমত্তা আছে

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

রাজীব নুর বলেছেন: বানরের অনেক বুদ্ধি।

২| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৫

অপু দ্যা গ্রেট বলেছেন:


ষষ্ঠ ইন্দ্রিয় কিনা জানি না ভাই । তবে আগে থেকে অনেক কিছু বলে দিতে পারি । অনেক ভাবনা চিন্তা মিলে যায় । আন্দাজে বলি না তারপর ও । হয়ত প্রেডিকশন ক্ষমতার জন্য ।

তবে এটা বুঝতে পারি । আবার বলে দিতে পারি সামনে কিছু একটা ঘটবে সেটাই হয় ।

আমার ক্ষেত্রে অনেক বার ঘটেছে । তাই এটা নিয়ে চর্চা করি । ভাল লাগে ।

তবে হ্যা । আমারও এই জায়গা ছেড়ে দ্বীপে বা পাহাড়ে যেতে ইচ্ছে করে ।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

রাজীব নুর বলেছেন: আপনার পাওয়ার আছে। এই পাওয়ার কাজে লাগান।

৩| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আজ আপনি আমার মনের কথা চুরি করে লিখেছেন ৯৮%লেখা আমার মনেই ছিলো। ভয়ে লেখিনা। না জানি কে কি বলে।
ভাই নির্জন কোন দ্বীপে আমিও যেতে চাই। সাথে অনেক গুলো কবিতার বই নিয়ে যাবো। সেক্সপিয়র এর নাটক, জীবনানন্দ দাশ,
আর কাজী নজরুলের বই। নাটক আমার ভালো লাগে।।।



আমারো আজান ভালো লাগে। ছোট বেলা আমার মামা খুব সুন্দর আজান দিতো। সকালের আজান শুনে ঘুম থেকে উঠে মক্তবে যেতাম।।। ভালো ছিলো দিন গুলো।


এখন আর নাই দেই দিন। বলতে ইচ্ছা করে।
ফিরিয়ে দাও হাড়ানো দিন গুলো এভাবে ভালো লাগে না ( একটা গান আছে আইয়ুব বাচ্চুর মনে হয় সেটা নকল করলাম)

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৬

রাজীব নুর বলেছেন: যা মন চায় লিখবেন- তবেই না বুঝা যাবে কোনতা ভালো, কোনটা মন্দ।

৪| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩১

ঢাবিয়ান বলেছেন: বাবা মায়ের ক্ষেত্রে কথাটা ঠিক নয়। মা বাবার সেই সন্তানের জন্যই টান বেশি থাকে যে অন্য সন্তানের চেয়ে পিছিয়ে থাকে।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

রাজীব নুর বলেছেন: আমার ভুল হতে পারে।

৫| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪০

হাবিব বলেছেন: আমি বুঝতে পারছি আপনি অনেক কষ্টে আছেন..... প্রতিঠি লাইন তাই বলছে!

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের সব মানুষই কষ্টে আছে। ঈদ এশে জন্ম নেওয়াটাই পাপ।

৬| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৪

নজসু বলেছেন:



আমাদের অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে।
শেষ রাতে কিছু উৎসাহী লোক জানালা সোজা মাইক রেখে সেহরীর জন্য ডাকতে থাকে।
আমি শুনেছি এভাবে ডাকাডাকি করার কোন নিয়ম নাই।
কেন যে তারা এরকম করে বুঝিনা।
সেহরীর জন্য যার যার মতো জেগে উঠতে পারেন। মোবাইল বা ঘড়িতে এলার্ম দিয়ে রাখতে পারেন।
যারা জানালা সোজা মাইক রেখে ডাকাডাকি করেন তারা কি একবারও ভাবেন না ঘরে বৃদ্ধ লোক, অসুস্থ লোক
কিংবা শিশু থাকতে পারে।
তাদের কতখানি সমস্যা হতে পারে।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৪

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: যাই হোক। দেশ ছড়াতে হবে মনে হয়। এই দেশে চাকরি পাইনা। শান্তি পাইনা থেকে কি হবে? স্বাধীনতা নাই

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

রাজীব নুর বলেছেন: দেশ ছাড়ার দরকার নাই।
নিজেকে যোগ্য করে তুলুন।

৮| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ষষ্ঠ ইন্দ্রিয় প্রায় সবারই আছে...

১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫৬

রাজীব নুর বলেছেন: ও--
থাকা ভালো।

৯| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৬

সনেট কবি বলেছেন: আজ হয়ত আপনার মনে অশান্তি।

১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫৬

রাজীব নুর বলেছেন: এই দেশে জন্ম নেবো আর অশান্তি থাকবে না!

১০| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪০

জাহিদ অনিক বলেছেন: অলৌকিক বলে কিছু নেই- হয়ত কিছু কিছু ব্যাপারে তাৎক্ষনিক ব্যাখা পাওয়া যায় না।

১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫৭

রাজীব নুর বলেছেন: কবি জগতে অনেক অলৌকিক ব্যাপার ঘটে। যার কোনো কূল-কিনারা পাওয়া যায় না।

১১| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ২:১২

জুনায়েদ বি রাহমান বলেছেন: সৌদীতে এক্সিডেন্টে মারা যাওয়া বন্ধুর বাবামায়ের প্রতিক্রিয়া আপনার মনে গেড়ে বসে আছে। সব বাবামাও ভালো না হলেও ৯০% ভালো।

১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫৮

রাজীব নুর বলেছেন: ৭০% হবে। ৯০% না।

১২| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৪

সনজিত বলেছেন: অশান্ত হ্রদয়

১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: এই দেশে কার হৃদয় শান্ত আছে?

১৩| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৮

মাহবুবুল আজাদ বলেছেন: খাটি কথা বলেছেন

১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: আমি সব সময় খাঁটি কথাই বলি। কিন্তু লোকে আমার কথা বুঝে না।

১৪| ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: আমিও এরকম একটু সংকটের মধ্যে দিয়ে চলছি । চারপাশে শুধু হায়েনার ছড়াছড়ি। তবে চেষ্টায় আছি যত তাড়াতাড়ি মুক্তি পেতে ....

১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: সত্যিকার অর্থে মুক্তি পাওয়া যায় না। পেয়াজের মতোন। একটার পর একটা লেয়ার আসতেই থাকে। হায়েনারাও এরকম।

১৫| ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৫

পুলক ঢালী বলেছেন: আপনার আজান বিষয়ক কথা একদম ঠিক। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য আজানতো অবশ্যম্ভাবী, কিন্তু আমি যেখানে থাকি সেখানে হর্নের মত অনেক মাইক লাগানো যেগুলো হাই এম্লিফায়িং করা । হুজুর মাইকের সামনে খালি গলায় আজান দিলে যেভাবে চিৎকার করতে (উচ্চস্বরে) হয় সেভাবে আজান দেন ভুলেই যান যে ওনার হয়ে চিৎকার করার দায়িত্বটা মাইকের। ঢাকা শহর বা সারা দেশের জন্য সরকারের উচিৎ ম্যানুয়াল সেট করে দেওয়া যাতে শব্দের মাত্রা সহশীল ডেসিবলের মধ্যে সীমাবদ্ধ থাকে। বরিশালে গুঠিয়া মসজিদের আজান শুনছি, এত সুমধুর যে কান পেতে শুনতে ইচ্ছে করে আর এখানে হুজুর আর মসজিদ কমিটির কাছে নালিশ করতে ইচ্ছে করে।

নির্জন দ্বীপে যেতে চান ভাল কথা কিন্তু পেটটা কোথায় রেখে যাবেন !!? ওটাই তো যত নষ্টের গোড়া। :D
ভাল থাকুন।

১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: চমৎকার মন্তব্য করেছেন।
সরকারের একটা নিতিমালা করা উচিত। অবশ্য এনীতিমালা করা যাবে না। তেঁতুল হুজুরের দল আছে না!!

দ্বীপে নতুন করে চাষবাস শুরু করে দিব।

১৬| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কি রানু ভাই?

দেশতো উন্নয়নের মহাসড়কে! ''উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ'' এসব কথা পান কোথায়???



[পোস্ট না পড়ে উল্টাপাল্টা কমেন্ট করা যদি দেখি, মেরে হাড় গুড়ো গুড়ো করে দেব..:P)

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৪

রাজীব নুর বলেছেন: দেন গুড়ো করে। জীবন তো এমনিতেই গুড়ো গুড়ো হয়ে গেছে।

১৭| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৩

মীর সাজ্জাদ বলেছেন: আযানের বিষয়টা একটু খারাপ লাগলো।

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

রাজীব নুর বলেছেন: স্যরি ফর দ্যাট।

১৮| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৯

ফেইরি টেলার বলেছেন: অন্ধকারের যাত্রীর হাতে আলোর মশাল পড়লে যা হয় , সুশীলের ছদ্মবেশে নেকড়ে সমাজের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে । প্রকৃত জ্ঞানী , বিশুদ্ধতার চর্চাকারীদের অসভ্য বর্বর ট্যাগ দিয়ে সমাজে অপাংক্তেয় করে রাখা হয়েছে

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০১

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

১৯| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৪

মায়াবী ঘাতক বলেছেন: আপনার মত আমিও কোন দ্বীপে যাওয়ার কথা ভাবি মাঝে মাঝে। কিন্তু সেটা যদি এই দেশের দ্বীপ হয় তাহলে কপালে আরো খারাবি আছে।

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৯

রাজীব নুর বলেছেন: না না দ্বীপ বলতে আমি আন্দামান এর কোনো দ্বীপ বুঝিয়েছি।

২০| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ধৈর্যশীল হতে হবে আমাদের তবেই সফলতা একদিন আসবে....
ভালো লিখেছেন।

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৭

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
ভালো থাকুন।

২১| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১:২১

মাহমুদুর রহমান বলেছেন: ভালো পোষ্ট।

২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.