নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরী- ৪

২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪



ঘরের সাদা সিলিং ফ্যানটা কুচকুচে কালো হয়ে গেছে। এক গত মাস ধরে ভাবছি পরিস্কার করবো। কিন্তু পরিস্কার আর করা হয় না। আজ ঘুম থেকে উঠেই ফ্যান পরিস্কার করতে লেগে গেলাম। সুরভি শুরু করলো ঘ্যান ঘ্যান- ঘুম থেকে উঠছো আগে ফ্রেশ হও, নাস্তা খাও। পুরো ফ্যান পরিস্কার করতে আমার এক ঘন্টা সময় লাগলো। এখন ফ্যানটা চকচক করছে, মনে হচ্ছে এই মাত্র দোকান থেকে কিনে এনে লাগানো হয়েছে। বাতাসও মনে হয় আগে থেকে কিছু বেড়েছে। যাই হোক, আমি ফ্রেশ হয়ে নিচে নামলাম। এখন হোটেলে যাবো- নাস্তা খাবো। শুক্রবার আমরা হোটেলের নাস্তা খাই। আজ সুরভি নাস্তা খাবে না। সে রোজা রেখেছে। আমি মেয়েকে নিয়ে নাস্তা খেতে গেলাম।

গতকাল থেকে ছাদের টাংকির অটো-সুইচ টা কাজ করছে না। নাস্তা শেষ করে ইলেকট্রিক মিস্ত্রি নিয়ে বাসায় ফিরলাম। মিস্ত্রি বলল- অটোসুইচ নষ্ট হয়ে গেছে। আমি বললাম, আপনি'ই তো গতমাসে এই অটোসুইচ লাগিয়ে দিলেন, বললেন, এটা জাপানী সুইচ কমপক্ষে দুই বছর যাবে। আর দুই মাসও গেলো না! মিস্ত্রি বলে, আপনারা সুইচ বেশি ব্যবহার করেছেন- তাই নষ্ট হয়ে গেছে। আমি বললাম, পুরো বাড়িতে ১০/১২ জন লোক থাকে। কাজেই সুইচ খুব বেশি ব্যবহার করা হয়নি। মিস্ত্রি ঘ্যানঘ্যান শুরু করেছে। আসলে মিস্ত্রিজাতটাই খারাপ। ওরা এরকমই- নিজেকে বুঝালাম। এই সমস্ত কাজ গুলো আমার মা দেখাশোনা করে। কিন্তু মা আর ছোট গেছে কলকাতা। মিস্ত্রির সাথে আর কথা না বলে আমি চলে এলাম উপরে। আজ জুম্মাবার, নামাজ পড়তে হবে।

আজ দুপুরে দারুন খানাপিনা হলো। সুরভি ইলিশ মাছ রান্না করেছে দুই রকম করে। একটা হলো ভেজে ভূনা আরেকটা হলো সাদা ইলিশ। বেশি করে পেয়াজ দিয়ে। ভূনাটায় আছে ডিম। ইলিশ মাছের ডিমের মতো খাবার আর না। আরেকটা আইটেম আছে করলা দিয়ে ইলিশ মাছের ডিম। সুরভি এমনভাবে রান্না করে করলা একটুও তিতা লাগে না। ডাল তো থাকেই। ইলিশ মাছের মাথা দিয়ে কলমি শাক। খেতে দারুন। খেতে বসেছি তখন দোতালা থেকে ভাবী একবোল তেহারি পাঠিয়েছে। সাথে এক বোতল ফানটা। ভাবী জানেন আমি ফানটা পছন্দ করি এজন্য সে সব সময় খাবারের সাথে ফানটা পাঠায়। দুপুরে আমি আর পরী খেলাম। সুরভি রোজা। আসলে সে ডায়েট করছে। ডায়েট করে লাভ নেই। যখন মোটা হবার সময় হয়- তখন পানি খেলেও মানুষ মোটা হয়।

বিকেলে গেলাম ছাদে। পেয়ারা গাছটার আগাছা পরিস্কার করলাম। গত বছর এই পেয়ারা গাছে অনেক গুলো পেয়ারা হয়েছিল। মাঝদিয়ে অনেকদিন গাছের যত্ন নেওয়া হয় নাই, কড়া রোদ ছিল। রোদে গাছ প্রায় পুড়েই গিয়েছিল। সেখান থেকে যত্ন দিয়ে-দিয়ে গাছটাকে বাঁচিয়ে তুলেছি। পেয়ারার ফুল এসে গেছে- আশা করি এবার অনেক পেয়ারা পাবো। পেয়ারা গুলো অনেক মিষ্টি। কিন্তু আম গাছটা শান্তি দিচ্ছে না। পাঁচ বছর ধরে একবারও ফল দেয়নি। অনেক যত্ন করেছি। পাশের বিল্ডিং এর আম গাছে বারো মাস আম ধরে থাকে। এবার যদি আম না দেয় তাহলে এটা ফেলে দিব। অবশ্যই ফেলে দিব। এবছর একটা হিমসাগর আম খেয়ে আমি এই আমের গাছের ড্রামে ফেলেছি। সেটা তরতর করে বেড়ে উঠেছে।

মিস্ত্রি ব্যাটা টাংকির অটোসুইচ ঠিক করে দুই হাজার টাকার একটা মেমো ধরিয়ে দিয়ে গেছে। আমি বলেছি, মা আসুক। মার কাছে দিও। সে বলে তাইলে চায়ের পয়সা দেন। আমি দশ টাকা দিলাম। মিস্ত্রি অবাক হয়ে আমার দিকে তাকালো। নিচে ময়লার স্তূপ জমে গেছে। সবাই তাদের রান্না ঘরের ময়লা এনে নিচে জমা করেছে। মা বাসায় নেই আজ চার দিন। নিচের কলাপসিবল গেট থাকে লাগানো। ময়লাওয়ালা এসে ফিরে গেছে। মা এসে হইচই শুরু করবে নিশ্চিত। আমার মা খুব হইচই করে। আমি নিশ্চয়'ই ময়লা গুলো নিয়ে রাস্তার অই পারে গিয়ে ফেলে দিয়ে আসতে পারি না। আমার ছোট ভাইটাকে বললাম- ময়লা গুলো ফেলানোর ব্যবস্থা কর। পুরা বাড়ি গন্ধ হয়ে গেছে। সে আমার কথা গায়েই মাখলো না!

মন্তব্য ৪৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

চাঁদগাজী বলেছেন:


"ফ্রেশ হলাম, ফ্রেশ হওয়ার জন্য বার্থ রুমে প্রবেশ", ইত্যাদি শুনতে আমার ভালো লাগে না; "হাত মুখ ধুয়ে নিলাম", ইত্যাদি লেখা যেতে পারে।

২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ, শিখলাম। জানলাম।

২| ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

শাহিন-৯৯ বলেছেন:


আসলে মিস্ত্রিরজাতটাই খারাপ।
এই কথায় আমার ভীষণ আপত্তি আছে কারণ আমি একজন মিস্ত্রির সন্তান। আমি আমার বাবা কে খুব ভাল করে চিনি, তিনি কখনও কাউকে ঠকিয়ে ইনকাম করেন নি। তিনি সবসময় বলতেন বাবা আমি কখনও তোমাদের হারাম টাকা খাওয়াবো না, তোমরাও কখনও হারাম টাকা রোজগারের চেষ্টা করবা না।
একজনের জন্য সব মিস্ত্রিকে গালি দেওয়া দেখে আপনার বিবেকবোধ নিয়ে আমার সন্দেহ আছে।

২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

রাজীব নুর বলেছেন: আপনি ঠিক বলছেন। আমার ভুল হয়েছে।
শুধরে নিলাম।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

আরোগ্য বলেছেন: শুক্রবারে আমাদের আবার পোলাও কোর্মা না হলে ভালো লাগে না।
ডায়েট এর নিয়তে রোজা রাখা ঠিক না। শুক্রবার নফল রোজা না রাখা উত্তম।

২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

রাজীব নুর বলেছেন: শুক্রবার আসলেই একটা স্পেশাল দিন।
স্পেশাল ভাবেই কাটানো উচিত।

৪| ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

ব্লগার_সামুরা বলেছেন:

ভাল

ভাল

ভাল!!!

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৬

রাজীব নুর বলেছেন: মোটেও ভালো নয়।

৫| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৭

পৌষ বলেছেন: আপনি হিমসাগর আম খেয়ে যে বীজ ফেলেছেন, সে বীজ থেকে যে গাছ হয়েছে সেটা হিমসাগর আম হবে না। এটা আপনি নিশ্চিত থাকেন। কারণ আমের বীজ থেকে কখনো ঐ জাতের আম হয় না। হয় গুটি আম

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৭

রাজীব নুর বলেছেন: জানতাম না ।নাজলাম। ধন্যবাদ।

৬| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো ডাইরীর পাতা। শেষের পৌষ যে মন্তব্য করেছে। আমিও দেখেছি। বিজ থেকে গাছ হলে কোন জাতের ই আসল বংশ ঠিক থাকে না৷ আমি ফজলি আমের চারা বড় করেছি। বিজ থেকে। আরো ভালো কয়েকটা গাছ হয়েছিল। একটাও বাপের মতো হয়নাই।
আমের জাত ই অন্যটা হয়ে গেছে।

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৮

রাজীব নুর বলেছেন: হা হা হা---------
ঠিক আছে।

৭| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৬

স্বপ্নীল ফিরোজ বলেছেন: আপনা‌কে অ‌নেক অ‌নেক ধন্যবাদ। ভা‌লো থাকুন সব সময়। সুন্দ‌রের প্রত্যাশায়।

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ফিরোজ ভাই।

৮| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৯

ঢাবিয়ান বলেছেন: করলা দিয়ে ইলিশ মাছ!! এই প্রথম শুনলাম :-<

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৯

রাজীব নুর বলেছেন: করলা দিয়ে ইলিশ মাছ না। করলা দিয়ে ইলিশ মাছের ডিম।

৯| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৭

অপু দ্যা গ্রেট বলেছেন:




আবার ইলিশ

ধুররর

যাই এখন কিছু পাই কিনা দেখি ।

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৯

রাজীব নুর বলেছেন: হুম।

১০| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালই তো দিন যাচ্ছে...

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩০

রাজীব নুর বলেছেন: সব আল্লাহর ইচ্ছা।

১১| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সংসারি ছেলে...

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩০

রাজীব নুর বলেছেন: হতে হয়।
কিছু করার নাই।

১২| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৭

সোহানী বলেছেন: ভাই দেশে অাছেন তাই কি সুখে যে দিন কাটাচ্ছেন বুঝতেই পারবেন না। ৪/৫ রকম তরকারী, ইলিশ ভাজা, ইলিশের মাথা কত কিছু যে খাচ্ছেন। হিংসে হচ্ছে!!!! আর আমরা লান্চে কাঁচা ব্রকলির সালাদ বা একটা অখাদ্য বার্গার দিয়ে দিন শেষ করি। খুব সময় পেলে কোনরকমে মুরগির মাংসে কেনা সব সমলা দিয়ে ৪০ মিনিট চুলায় রেখে তারপর খেয়ে ফেলি........হাহাহাহাহাহা। সেটা খেয়ে নিজেই নিজেকে বাহবা দেই, এতো ভালো রান্না কিভাবে করলাম ;) ;)

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩২

রাজীব নুর বলেছেন: বিদেশে যারা থাকে- তাদের সুন্দর সময় গুলো ইদুরেরা চিবিয়ে খায়।

১৩| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৭

জাহিদ অনিক বলেছেন: আপনার ডায়েরী পড়তে ভালো লাগে।
আমিও লিখি- তবে সেগুলোকে মানুষ কবিতা বলে

২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৫

রাজীব নুর বলেছেন: কবির সব কিছুই কবিতা।
কবিতা লেখা অনেক বড় ব্যাপার। সবাই পারে না।
যারা উপন্যাস লিখেন তারা বলেন উপন্যাস লেখা সহজ কবিতা নয়।

১৪| ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:১১

নজসু বলেছেন:


সংসারের টুকটাক এইসব কাজ অনেকেই করার সময় পান না।
অথবা করতে চান না। আসলে আপনার মতো আমাদের এই জাতীয়
টকুরো কাজগুলো করা উচিত।

একদিন আপনার বাসায় দাওয়াত খেতে যাবো ভাই। :`>

২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৬

রাজীব নুর বলেছেন: অবশ্যই আসবেন।
আমি খুব খুশি হবো।

১৫| ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৬

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,




এটা হলো শুক্রবারের ডায়েরী। ছুটির দিনে ঘরবাড়ীর কতো জমে থাকা খুচরো খাচরা কাজ যে সারতে হয়!
নিটোল একটি দিনের কড়চা ।

২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৬| ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৩

নতুন নকিব বলেছেন:



সুন্দর।

২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ নকিব ভাই।

১৭| ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৭

তারেক ফাহিম বলেছেন: চিংড়ির থালা দেখে ভাবলাম রাজিব ভাই হয়ত বাজারে গিয়ে চিংড়িওয়ার সাথে কি ঠক্কর বাঁধিয়ে আসলো একবার ঘূরে আসি। দেখি কি ইলিশের ডিমের সাথে করলা ;)

২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭

রাজীব নুর বলেছেন: হা হা আহ---
আমি এরকমই বলি একটা, করি আরেকটা।
অবশ্য মন্দ কিছু করি না।

২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭

রাজীব নুর বলেছেন: হা হা আহ---
আমি এরকমই বলি একটা, করি আরেকটা।
অবশ্য মন্দ কিছু করি না।

১৮| ২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২

পবন সরকার বলেছেন: লেখা পড়ে ভালই লাগল। ধন্যবাদ

২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: শুকরিয়া। ধন্যবাদ।

১৯| ২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:০১

হাসান রাজু বলেছেন: হিমসাগর আমের বীজ থেকে যে চারা গজিয়েছে তা থেকে কিন্তু ৫ বছরে অন্তত আম পাবেন না। এটা বীজের গাছ স্বাভাবিক সময় লাগবে আম আসতে। টবে ! তবে আসবে কি না সন্দেহ আছে।
এক কাজ করতে পারেন, ভাল জাতের আমগাছ থেকে সায়ন সংগ্রহ করে কলম করে নিতে পারেন। ২/৩ বছরের মধ্যে আম পাবেন আশা রাখা যায়।

২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: আমিও এই সন্দেহ করেছি।
ভাবছি হিমসাগর টা তুলে গ্রামের বাড়ি নিয়ে যাব।

২০| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাহ! ঘরোয়া স্বভাবের হওয়া অনেক ভাল....

২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২১| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৩

মাহমুদুর রহমান বলেছেন: পড়ে ভালো লাগল।

২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৫

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যাদ।

২২| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮

সোনালী ঈগল২৭৪ বলেছেন: সুন্দর দিনলিপি , যদিও আমার বেলা কখন শুরু হয় আর শেষ হয় আমি হিসাব রাখতে পারিনা , আপনার স্ত্রী যদি ডায়েট কিংবা ওজন কমানোর জন্য না খেয়ে থাকে তাহলে কিন্তু কোনো লাভ হবে না , এতে বরং ওজন বেড়ে যাবার রিস্ক থাকে , কিছুটা পরিমিত খাওয়া দাওয়া করে হালকা এক্সারসাইজ করা সবচেয়ে ভালো

২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

রাজীব নুর বলেছেন: আসলে যখন ওজন বাড়ার সময় হয়- শুধু পানি খেলেও ওজন বাড়ে।

২৩| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৪

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: এ ধরণের পোষ্টে ছোটদের মন্তব্য মানায় না। এটা সংসার সংসার পোষ্ট। তাই মন্তব্য করতে পারলাম না। দুঃখিত।

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: ছোটরাও একদিন বড় হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.