নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরী- ৫

২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৮



নীলক্ষেতের পুরনো বইয়ের দোকানে এলে আমার একটা আশ্চর্য অনুভূতি হয়। নানান রকম পুরোনো বই নাড়াচাড়া করে দেখার কী আনন্দ, সেটা প্রকাশ করার ভাষা নেই! একেকটা বই কত হাত ঘুরে এসব দোকানে আসে। প্রতিটি পুরোনো বই এর ভেতরে প্রাক্তন গ্রন্থ মালিকের একটা ব্যক্তিগত সান্নিধ্য অনুভব করি। এ বই কিভাবে মালিকের ব্যক্তিগত সংগ্রহের ভান্ডার থেকে বেরিয়ে এসে পুরনো বইয়ের দোকানে ঠাই করে নিলো? আমি বই কিনতে আসিনি। এমননি পুরোনো বই নেড়ে চেড়ে দেখতে এসেছি। এই কাজটা করে আমি অনেক আনন্দ পাই। অবশ্য সব সময় শুধু নেড়ে চেড়ে দেখি না। কিনেও ফেলি দুই হাত ভরতি করে। তবে আজ বই কেনা হয়নি। টাকা নাই।

সুরভি বাসায় নেই। তার বাবার বাড়ি গেছে। রাতে ফিরবে। তাই আমি এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি। কোনো ছাড়াই চলে এলাম নীলক্ষেত। অলি গলি ঘুরতে ঘুরতে কখনো কখনো কোনো নির্জন মুহূর্তে নিজেকে অলৌকিক ক্ষমতাসম্পন্ন মানূষ বলে মনে হয়! এইবোধ আমাকে সাহস দেয়, শক্তি দেয়। সুন্দরের বাতাবরনের মধ্যে দিয়ে মিথ্যাকে সত্যে রুপান্তরিত করা যায়। কখনো কখনো মনে হয়- মেঘেতে গিয়ে ঠেকেছে আমার মাথা। নিজেকে মনে মনে সম্রাট ভাবি। আশে পাশের সমস্ত লোকজনদের মনে করি আমার প্রজা। আমি আরও ভাবি- এই পুরো নীলক্ষেত টাই আমার। শুধু নীলক্ষেত কি শাহবাগ মোড় পর্যন্ত আমার। এখানে যারা থাকছে- তাদের অন্য কোনো উপায় নেই, তাই তাদের থাকতে দিয়েছি।

গতকাল সারাটা রাত আমি জেগেছিলাম। একটুও ঘুম আসেনি। নানান রকম সাতপাঁচ ভাবনা ভাবতে-ভাবতে রাত পার হয়ে গেছে। রাতের গাঢ় নীল আকাশের মাঝে চাঁদ সাদা বলেই জোছনার কোমল শুভ্র আলো এত সুন্দর। আবার অন্যরকম উদাহরন দেওয়া যায়- কেউ তার অতীত ভুলে, অতীতের সমস্ত গ্লানি, দুঃখ, বেদনাকে মুছে ফেলে নতুন একটি জীবন শুরু করতে চায়, তখন প্রথমেই তার মনটাকে পরিস্কার করে, সাদা মন নিয়ে আবার নতুন করে জীবন শুরু করতে হবে। স্বচ্ছতা ও শুভ্রতা তার বিশ্বাসের তার ভালোবাসার, তার নতুন জীবনের সূচনার ভীত হবে। বিয়ের আগে সারারাত জেগে জেগে সুরভির সাথে গল্প করতাম। সুরভিকে শুধু কবিতা শুনাতাম- ''হাত বাড়ালেই ফুটে থাকা রক্তিম গোলাপ/ তবু যে যার কাটার কাছে ফিরে যায় একদিন/ একদিন যে যার নিঃসঙ্গতার কাছে।''

শীতকাল চলে এসেছে কিন্তু রোদের খুব তাপ। রোদে পুড়ে পুড়ে আমার চেহারা নষ্ট হয়ে গেছে। আয়নাতে নিজেকে দেখলে নিজেই আঁতকে উঠি। নায়কের মতো দেখতে ছিলাম আমি। শূটিং ক্লাবের সামনের ফুটপাতে এক ভদ্রলোক কান পরিস্কার করাচ্ছে। মাত্র দশ টাকা। ভাবলাম আমিও কান পরিস্কার করাই। দাঁড়িয়ে আছি, ভদ্রলোকেরটা শেষ হলে আমি বলল- এবার আমার কান পরিস্কার করুন। এমন সময় দেখি ভদ্রলোকের মোবাইলে ফোন এলো। তিনি নড়াচড়া না করে ফোনে কথা বলে যাচ্ছেন। কান পরিস্কার করার লোকটা কান পরিস্কার করে যাচ্ছে। এমন সময় আমার মোবাইলে ফোন এলো, সুরভি ফোন করেছে- বলল কি করো? আমি বললাম, কান পরিস্কার করাচ্ছি। সুরভি বলল ওয়াক ছিঃ।
সারাদিন ঘুরে ফিরে সন্ধ্যায় বাসায় ফেরার পথে দেখি এক লোক কাঁচা মরিচ বিক্রি করছে। একদম সস্তা, মাত্র ২৫ টাকা কেজি। এক কেজি কাঁচা মরিচ কিনে ফেললাম।

মন্তব্য ৬১ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

বলেছেন: কানে কি কম শোনেন ?

২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০১

রাজীব নুর বলেছেন: কানে কোনো সমস্যা নাই।
অই ভদ্রলোককে দেখে ইচ্ছা হলো।

২| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৪

শোভন শামস বলেছেন: আমার এক সময়ের শখ ছিল ঘুরে ঘুরে নানা রকম বই দেখা এবং কিছু কেনা

২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০১

রাজীব নুর বলেছেন: এই শখ আমার এখনও আছে।

২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০১

রাজীব নুর বলেছেন: এই শখ আমার এখনও আছে।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: আমি পুরনো বই বস্তা বস্তা কিনি

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২১

রাজীব নুর বলেছেন: গুড।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: আমি পুরনো বই বস্তা বস্তা কিনি

৫| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: আমি পুরনো বই বস্তা বস্তা কিনি

৬| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আমি পুরনো বই বস্তা বস্তা কিনি

৭| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৮

ঢাবিয়ান বলেছেন: নীলক্ষেত বড় স্মৃতিময় একটা জায়গা

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: তা ঠিক।

৮| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: প্রথমটা বাদে বাকি কমেন্টগুলো মুছে দিন

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: আমার সময় নাই।

৯| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৫

ফেইরি টেলার বলেছেন: রোদে বেশিক্ষণ ঘুরলে ডিহাইড্রেশান দেখা দিতে পারে রাজীব নূর। ডিহাইড্রেশান চেহারা, শরীর দুটোকেই নষ্ট করে দেয় ।এ সমস্যা এড়ানোর জন্য বেশি করে পানি খান, পারলে আধা ঘন্টা পর পর ।

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো কথা বলেছেন।

১০| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মাঝে মাঝে একা থাকতে আমার ভাল লাগে। তার শাস্তি এখন দীর্ঘ সময় একা থাকা...

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: হুম।

১১| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৩

পবিত্র হোসাইন বলেছেন: কাঁচামরিচের বোটা ছাড়িয়ে পলিব্যাগে করে ফ্রিজে রাখুন অনেকদিন থাকবে।

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৪

রাজীব নুর বলেছেন: এটা সুরভির ডিপার্টমেন্ট।

১২| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

তারেক ফাহিম বলেছেন: যাক শেষে পেয়েছি কাচা মরিচের সন্ধান B-)

আমিতো ভাবলাম এবারও আমাদের ফাঁকি দিবেন।

আপনার ডায়েরীর পাতায় ভাবিকে না যোগ করলে ব্লগটির রস হারিয়ে যায়। 8-|

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ও থাকবে।

১৩| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫১

সাত সাগরের মাঝি ২ বলেছেন: পুরোনো বই পড়তে আমার ভালো লাগে

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: আমারও।

১৪| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

হাবিব বলেছেন: কাঁচা মরিচ কত টাকা কেজি

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: আমি ২৫ টাকা দিয়ে এক কেজি কিনেছি।

১৫| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৭

চাঁদগাজী বলেছেন:



বইয়ের কথা মনে হলে মন খারাপ হয়, আমি চোখের ক্ষতি বে ভেবে পড়ি না

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: চশমপ পড়ে পড়বেন। ।

১৬| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২০

দিকশূন্যপুরের অভিযাত্রী বলেছেন: নতুন কিংবা পুরোনো, বই মানেই আনন্দ। আর রাজা যদি ভাবতেই হয় শুধু নীলক্ষেতের রাজা ভাববেন কেন। গোটা দেশটাই রাজত্য করেন। :P

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন।

১৭| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সুরভী ভাবি ভাল আছেন তো ভাই?

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৮

রাজীব নুর বলেছেন: ভাল'ই ছিল, ব্যায়াম করতে গিয়ে পিঠে ব্যথা পেয়েছে। খুব ব্যথা।
ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার এক সপাহের ওষুধ দিয়েছে। যদি ভালো না হয় তাহলে এক্সরে করে আবার যেতে হবে ডাক্তারের কাছে।

১৮| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৫

সাইন বোর্ড বলেছেন: নীলক্ষেত এ অনেক সস্তায় নতুন বইও কেনা যায়, যদিও সেগুলোর কাগজ, প্রিন্ট, বাইন্ডিং কোনটাই ভাল না । তারপরও অামি কিনি, কারন একবার পড়ার পর সেগুলো নতুনই থেকে যায় । ২৫ টাকায় ১ কেজি কাঁচা মরিচ কিনতে পারা দারুণ ব্যাপার । কৃষক নিশ্চয় অারো কম দামে বিক্রি করেছে । কত কেজি কাঁচা মরিচ বিক্রি করলে একজন কৃষক ১ কেজি গরুর মাংস কিনতে পারবে, ভেবে দেখা দরকার ।

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৯

রাজীব নুর বলেছেন: হয়েছে। কাঁচা মরিচ, পেপে, বেগুন এর ফলন এবার খুব বেশি ভাল

১৯| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১:১৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কাচামরিচগুলো মনে হচ্ছে ঝাল হবে। আপনি শেষ পর্যন্ত কান পরিষ্কার কতে পেরেছিলেন?

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৯

রাজীব নুর বলেছেন: না, করিনি।
সুরভি ধমক দিয়েছে।

২০| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১:২৮

আরোগ্য বলেছেন: রাজীব ভাই আপনার কি প্রেম বিবাহ?

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩০

রাজীব নুর বলেছেন: হা হা হা---
বলব না।

২১| ৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪১

কালা মনের ধলা মানুষ বলেছেন: নীলক্ষেত আমার কাছে তীর্থের মত !! কলেজ আর ভার্সিটি তে পড়ার সময় কত সময় যে ওখানে কাটিয়েছি !! শুধুই ঘুরতাম...আর মাঝে মাঝে কিনতাম !!

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: ভালো ;লাগে জায়গাটা। এত এত বই, নানান রকম বই!!!

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: ভালো ;লাগে জায়গাটা। এত এত বই, নানান রকম বই!!!

২২| ৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৬

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! ওপারে নীলক্ষেত আর এপারে কলেজস্ট্রিট ; চিত্রটি যেন একই।

আর শেষে বাড়ি ফেরার সময় কাঁচা মরিচ। হাহা তাহলে রাতের বেলা কাঁচা মরিচের ঝোল..... ভালোই জমবে তাহলে।

শুভ কামনা প্রিয় ছোট ভাইকে।

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩২

রাজীব নুর বলেছেন: কলকাতার অনেক বইয়ে কলেজস্ট্রিট এর নাম অসংখ্যবার পড়েছি।

২৩| ৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:২১

পদাতিক চৌধুরি বলেছেন: ছবিতে যেটা দেখছি এটাকে আমরা কাঁচালঙ্কা বলি। আর কাঁচামরিচ বলতে আমরা গোলমরিচকে বলি। উড়িষ্যার দারিংবাড়িতে গাছে ঝোলা বা ঝুলন্ত গোলমরিচ,



শুভকামনা রইলো।

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩২

রাজীব নুর বলেছেন: জীবনে প্রথম দেখলাম।

২৪| ৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১২

সমালোচক মন্তব্যকারী বলেছেন:

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৩

রাজীব নুর বলেছেন: জ্বী আচ্ছা।

২৫| ৩০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ইচ্ছা করেই??? ভালো ভালো।


ভালো ভাল আছেন ভাই?

৩০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

রাজীব নুর বলেছেন: ভাল আছি।

২৬| ৩০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১০

জাহিদ অনিক বলেছেন:

আপনার লেখায় শহুরে নাগরিক জীবনের ছাপ থাকে। সেখানে হতাশা থাকে প্রেম থাকে। অভাব থাকে, ভাব থাকে।

কান পরিষ্কারকারীদের দিয়ে প্লিজ আর কান পরিষ্কার করাবেন না। ওদের কারও কোন প্রশিক্ষণ নেই। কখন এক গুঁতো দিয়ে কানের বারোটা বাজিয়ে দেবে, তখন সুরভী ভাবী কি বললে আপনি কিছুই শুনতে পাবেন না।
২৫ টাকা কেজী কাঁচামরিচ ! সত্যি নাকি !

নীলক্ষেত নিয়ে আপনার ক্রেজ আমার ভালো লাগে।
শুভেচ্ছা রাজীব নুর ভাই। আপনার ডায়েরী পড়ে ভালো লাগলো।

৩০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

ভালো থাকুন।

২৭| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। কাচা মরিচ গুলো ঝাল হবে অনেক!!!

০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১১

রাজীব নুর বলেছেন: ঝাল হলেই ভালো।
মিষ্টি কাঁচা মরিচ ভালো লাগার কথা না।

২৮| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫২

অগ্নি সারথি বলেছেন: আজ কাচা মরিচের কেজি কত?

২৯| ০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩

রাজীব নুর বলেছেন: !

৩০| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: হাতে একটা ক্যামেরা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো কে আমার নেশায় পরিণত করতে চাই। লোকে কি বলে কিছু যায় আসেনা...

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৪

রাজীব নুর বলেছেন: এটা

৩১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৫

অপু দ্যা গ্রেট বলেছেন:



নীলক্ষেত গেলেই আমার পকেট ফাকা হয়ে যায় । বাস ভাড়া ছাড়া আর কিছুই থাকে না ।

তাই ভয়ে যাই না ।

তবুও কোন টানে চলে যাই ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৬

রাজীব নুর বলেছেন: যাবেন, বই কিনইবেন- এটাই তো আনন্দ।

৩২| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৮

মাহমুদুর রহমান বলেছেন: একাকী নিভৃত নির্জনে হাটলে আমিও তাই কল্পনা করি।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: মিল আছে।চিমটি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.