নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজ যে মুভি গুলো দেখলাম

০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৮



১। দুইটা বাঘ নিয়ে এই মুভির কাহিনি।
বিশাল এক বনে তাদের জন্ম হয়। বাবা-মা আর দুইজন নতুন জন্ম নেওয়া বাঘ। দু'টা বাঘের বাচ্চা সারাদিন খেলা করে। বাবা মা দু'জনই বাচ্চাটা দু'টাকে খুব আদর করে। মুভির নাম বাংলা করলে দাঁড়ায়- দুই ভাই। একটা ভাই খুব বেশি ভীতু। একদিন জঙ্গলে আক্রমন করে শহরের মানুষ। মা বাঘটা ভয়ে তার এক সন্তানকে নিয়ে পালিয়ে যায়। এদিকে বাবা এক সন্তানকে নিয়ে এক গুহায় লুকিয়ে থাকে। কিন্তু বাবা বাঘটা গুলি খেয়ে মরে। শিশু বাঘ নিজের চোখে বাবার মৃত্যু দেখে খুব বয় পেয়ে যায়। আরও অনেক কাহিনি আছে। চমৎকার একটি মুভি। শেষমেষ দুই ভাইয়ের দেখা হয়। তারা দু'জন দু'জনকে চিনতে পারে। বিরাট-বিরাট বিপদ থেকে তারা বেঁচে যায়। এক ভাইকে তো সার্কাসে বিক্রি করে দেওয়া হয়। সেখানে সীমাহীন অত্যাচার সহ্য করতে হয়। পশুদের মধ্যেও যে মানুষের মতো ভালোবাসা আছে তা এই মুভি আপনাকে পরিস্কার বুঝিয়ে দিবে। ইচ্ছা হলে মুভিটি দেখতে পারেন। অবশ্যই ভালো লাগবে।


২। মুভির নাম 'টিক টিক টিক'।
ফালতু একটা সিনেমা। এই মুভি দেখে আপনার মেজাজ প্রচন্ড খারাপ হবে। কাহিনি একটু বলি- চার-পাচজন মিলে চাঁদে যায়। চাঁদে পৌঁছে রকেটের ফুয়েল শেষ হয়ে যায়। রকেটের ভেতর থাকা লোকজন হেড অফিসে খবর পাঠায় ফুয়েল লাগবে। এদিকে দুষ্টলোকজন একটা মিসাইল চেন্নাই শহরে ফেলতে চায়। মিসাইল ফেলতে সক্ষম হলে পাঁচ কোটি লোক মরবে। নায়ক রকেট থেকে নেমে মিসাইল কোলে করে নিয়ে আসে। এই নায়ক আবার চোর। তার সবচেয়ে বড় ক্ষমতা যে কোনো তালা সে মুহুর্তের মধ্যে খুলে ফেলতে পারে। আর্মির অফিসার তাকে বুঝিয়ে সুঝিয়ে মিসাইল চুরী করে আনতে পাঠায়। মেজাজ খারাপ হবার জন্য সব উপাদান এই মুভিতে পাবেন। খুব মন দিয়ে আমি এই মুভি দেখেছি আর মনে মনে অকথ্য ভাষায় গালাগালি করেছি। কাকে গালাগালি করেছি জানি না। লিংক দিয়ে দিলাম কিন্তু দয়া করে এই মুভি দেখে সময় অপচয় করবেন না। সময়ের দাম আছে।


৩। মুভির নাম- ''The Stoneman Murders''।
ভালো মুভি বলা চলে। কাহিনি এই রকম- একদুষ্টলোক রাতের বেলা ফুটপাতে ঘুমিয়ে থাকা নিরীহ লোকদের মেরে ফেলে। পাথর দিয়ে মেরে মাথা থেতলে ফেলে। প্রতিদিন মারে না। সপ্তাহে দুইদিন মারে। পুলিশ কিছুতেই আসামীকে ধরতে পারে না। এদিকে যে পুলিশ অফিসার এই খুনীকে ধরতে চায়, এক অপরাধে তাকে চাকরি থেকে বহিস্কার করা হয়। সে তার বড় স্যারের হাত পা ধরে এই কেস হাতে নেয়। বড় স্যার বলেন যদি সে সত্যি সত্যি এই খুনের রহস্য ধরতে পারে তাহলে সে চাকরি ফিরে পাবে। উত্তেজনা আছে, রহস্য আছে। মুভিটি আপনার ভালো লাগতে পারে। শেষে জানা যায় কে খুনী। প্রচন্ড অবাক হতে হয়। মুভিটি দেখলাম। আমার কাছে ভালোই লেগেছে। ইচ্ছা হলে আপনারাও দেখতে পারেন।


৪। ''A Wednesday'' মুভির নাম।
খুব মন দিয়ে দেখলাম। আমার কাছে ভালোই লেগেছে। ইন্ডিয়ান মুভি। এই মুভির কাহিনি আমি কিছুই বলব না। তবে এই মুভি দেখে বিরক্ত হবেন না এতটুকু বলতে পারি। নাসিরুদ্দিন শাহ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিনে আছেন অনুপম খের। তবে এই মুভিতে একজন পুলিশ আছেন। তার অনেক রাগ। সে আসামীদের খুব মারে। সব আসামীরা তাকে খুব ভয় পায়। এমন কি সে পুলিশদেরও মারে। পুলিশরাও তাকে ভয় পায়। কাহিনিটা বেশ। চারজন জঙ্গীকে মেরে ফেলে। তিনজন মরে বোমা খেয়ে, একজন গুলি খেয়ে।


৫। পানিতে বসবাসকারী শিকারি প্রাণীগুলোর মধ্যে হাঙ্গর আর শার্ক সবচে বেশি পরিচিত। হিংস্রতার দিক দিয়েও এদের তুলনা হয় না। ৬ ফিটের বেশি লম্বা হাঙ্গর আর শার্ক মানুষের জন্য বিপজ্জনক। এই মুভির নাম- 3-Headed Shark Attack। তিন মাথাওয়ালা একটা শার্ক। সে খুব ক্ষুধার্থ। পরিবেশ দুষনের কারনে তার খাবারের অভাব হয়েছে। ক্ষুধায় সে প্রায় পাগল। এখন সে মানুষ খেয়ে ফেলছে। অলরেডি সে তিনজনকে খেয়ে ফেলে তবু তার পেট ভরে না। একের পর এক মানুষকে খেয়েই যাচ্ছে। যথেষ্ঠ ফালতু মুভি। এই মুভি আবার হিন্দি ডাবিং। এই তিন মাথাওয়ালা শার্কের অনেক শক্তি। সে একটা স্প্রীড বোট উলতে দিতে পারে। মাঝারি সাইজের লঞ্চ গুলোও উলটে ফেলে দিতে পারে। গুলি করলেও তার কিছুই হয় না।


(আজ সারাদিন শুয়ে বসে একের পর এক এই মুভি গুলো দেখেছি। সুরভি খুব বিরক্ত। চা চেয়েছি, চা-ও দেয়নি। পাশের ঘরে গিয়ে বসে আছে। দুপুরের খানা খেয়েছি সাড়ে তিনটায় তাও একা। এরকম ফালতু মুভি দেখার কারনে সে গাল ফুলিয়েছে। একটানা পাঁচটা মুভি দেখে আমি ক্লান্ত। চোখ জ্বলছে।

মন্তব্য ৩৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৩

জাহিদ অনিক বলেছেন:
আমিও আজ ২ টা মুভি দেখেছি। যদিও ২টাই আগে কয়েকবার করে দেখা ছিল।
pride and prejudice আর Inglourious Basterd

০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৬

রাজীব নুর বলেছেন: এ দু'টা আমিও দেখেছি।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৪

চাঁদগাজী বলেছেন:


এখন বুঝলাম আপনার চোখের সমস্যার কারণ

০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৭

রাজীব নুর বলেছেন: সময় তো পার করতে হবে।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৪

কাওসার চৌধুরী বলেছেন:



রাজীব ভাই, এক দিনে পাঁচ-পাঁচটি মুভি!! B:-) B:-)

০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৭

রাজীব নুর বলেছেন: দেখে ফেললাম।
মুভি দেখলে দ্রুত সময় পার হয়।

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পাঁচটি মুভি আজই দেখে ফেললেন!! দারুণ পারেন ভাই। তিন নম্বর মুভিটার কাহিনী আমার কৌতুহল বাড়াচ্ছে, দেখতে মন চাইছে।

ভালো লাগলো ভাই মুভিগুলো সম্পর্কে শর্টকাট জেনে।
ভালো থাকুন, সুস্থ থাকুক আপনার মন, শুভকামনা সবসময়

০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৮

রাজীব নুর বলেছেন: ৩ নং দেখে ফেলুন।
ভালো লাগবে।

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৫

আরোগ্য বলেছেন: ছবি টবি দেখতে এখন আর তেমন ভালো লাগে না। তবে পিহু মুভিটা দেখার অনেক ইচ্ছা।

০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৯

রাজীব নুর বলেছেন: পিহু টা ভূতের মুভি।
একটা ছোট বাচ্চাকে নিয়ে।
তামিল মুভি।

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫০

মা.হাসান বলেছেন: আমি দু-একবার কান পরিস্কার করিয়েছি , ভালই লাগে।আমার এখানে মরিচের দাম কিন্তু অনেক।

০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২১

সমালোচক মন্তব্যকারী বলেছেন: You can enjoy life of pi. A young man who survives a disaster at sea is hurtled into an epic journey of adventure and discovery. While cast away, he forms an unexpected connection with another survivor: a fearsome Bengal tiger

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩১

রাজীব নুর বলেছেন: লাইফ অফ পাই দেখেছি ।
দারুন লেগেছে।

৯| ০১ লা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৪

করুণাধারা বলেছেন: একদিনে বসে পাঁচটা মুভি দেখলেন! তারপর আবার বসে সেগুলো সম্পর্কে লিখলেন! আপনার মনে হয় বাসায় কোন কাজ করতে হয় না! স্ত্রী ভাগ্য অতি ভাল।

০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪

রাজীব নুর বলেছেন: তা ঠিক।

১০| ০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫

নতুন-আলো বলেছেন: মুভি দেখলে মন মরে যায়

০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

রাজীব নুর বলেছেন: মন বেঁচে থাকলেইবা লাভ কি?

১১| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

খায়রুল আহসান বলেছেন: অসাধারণ ধৈর্য্য আপনার! আমি কখনোই এক বসায় একটার বেশী দুটো মুভি দেখতে পারিনা।

০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

রাজীব নুর বলেছেন: আমি আসলে রাগে জিদ্দে মুভি গুলো দেখেছি।

১২| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৬

নজসু বলেছেন:



১ নং মুভিটার কাহিনিই ভালো লাগলো।
কি নাম এটার।? ডাউনলোড দিতে বা ইউটিউবে দেখতে চাই।

০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৮

রাজীব নুর বলেছেন: দেখুন।
নাম দেওয়া আছে।

১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো ;)

০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৯

রাজীব নুর বলেছেন: ভালো হলেই ভালো।

১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৮

ছণ্ণ্ ছাড়া বলেছেন: https://www.youtube.com/watch?v=_1MDrwqjeGo

১৫| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১০

রাজীব নুর বলেছেন: Camp X-Ray

১৬| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৭

নজসু বলেছেন:

১ নং এ দেয়া আছে বাংলা নাম দুই ভাই

০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২২

রাজীব নুর বলেছেন: টু ব্রাদার।

১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ৪ ও ৫ নং এর মুভি দুইটি দেখেছি। আমারও আপনার মতো মুভি দেখতে অনেক ভাল লাগে জনাব।
"the countess" মুভিটি দেখবেন। রহস্য আছে অনেক মুভির ভিতরে।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৮

রাজীব নুর বলেছেন: ঠিক আছে দেখব।

১৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৬

রানার ব্লগ বলেছেন: wunderland দেখেন বেশ ভাল মুভি

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৪

রাজীব নুর বলেছেন: দেখব।

১৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪২

অপু দ্যা গ্রেট বলেছেন:




আজ কোন মুভি দেখি নাই । বই ও পড়তে পারি নাই ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৫

রাজীব নুর বলেছেন: ব্যাড লাক।

২০| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩১

মাহমুদুর রহমান বলেছেন: পড়ে ভালোই লেগেছে আমার কাছে।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.