নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

জীবনের গল্প- ৩

০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২



তুমি যদি রজনীগন্ধা ফুল হতে, তবে তোমাকে আমি রেখে দিতাম-
আমার জানালার পাশে।
সারারাত তুমি গন্ধ ছড়াতে ...আমি ঘুমিয়ে পড়তাম-
তবু তুমি গন্ধ ছড়াতে !


সকাল আটটা।
বাসা থেকে নাস্তা করে আয়রন করা জামা কাপড় পড়ে বের হয়েছি। যাবো উত্তরা। মনে মনে ভাবছি, নিজের জন্য যারা পড়াশোনা করেন তারা সম্মানিত কিন্তু চাকরির জন্য যারা পড়তে চায় তারা দেশের মেরুদন্ডটাকেই নড়বড়ে করে দেয়। বড় রাস্তার মুখে বাসের জন্য দাঁড়িয়ে আছি, এমন সময় দেখি একজন অল্প বয়সী মা তার ছয় মাসের বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। দেখেই বুঝেছি মা এবং কোলের শিশুটি প্রচন্ড অসহায়। মায়ের চোখে প্রচন্ড দিশেহারা ভাব। মায়ের সাথে কথা বললাম। তাদের থাকার জায়গা নেই। ফুটপাতে ঘুমায়। বাচ্চাটির নাম মানিক। মানিকের বাপ মারা গেছে মানিক পেটে থাকতেই। এখন এই মা তার শিশু সন্তানকে নিয়ে ফুটপাতে থাকে। এই অল্প বয়সী মা ভিক্ষা করার নিয়ম কানুনও কিছুই জানে না। সারা দিনে সে মানিককে কোলে নিয়ে এক শ" টাকাও ইনকাম করতে পারে না। খেয়ে না খেয়ে দিন যাচ্ছে। আমি মানিককে কোলে নিলাম। মানিক বেশ আগ্রহ নিয়েই আমার কোলে এলো। আমি বেশ কয়েকবার মানিক-মানিক বলে ডাকলাম। বাচ্চাটা জানে তার নাম মানিক। আমি যতবার মানিক-মানিক বলেছি বাচ্চাটা হেসে দিয়েছে।


ছবিতে মানিক ও তার মা।

কেউ কি বলতে পারবেন এই ঢাকা শহরে মানিক ও তার মায়ের মতো কত জন আছে? অথবা সমস্ত বাংলাদেশে কত মানিক ও তার মা আছেন? এই দেশের সমস্ত মানিক আর মানিকদের মা'দের গল্প প্রায় একই রকম। অল্প বয়সে বিয়ে হয়েছে। পেটে বাচ্চা এসে গেছে, স্বামী পালিয়ে গেছে, অথবা ছেড়ে চলে গেছে। থাকার জায়গা নেই, খাওয়ার ব্যবস্থা নেই। তারা জানেই না দেশে সরকার আছে। এবং তাদের সহযোগিতা করার জন্য মন্ত্রনালয় পর্যন্ত আছে। সমস্ত দেশে ধরে নিচ্ছি এরকম মানুষের সংখ্যা তিন লাখ। এই তিন লাখ মানূষের দ্বায়িত্ব কে নিবে? অবশ্যই সরকার। আচ্ছা, সরকার এদের জন্য কি কি করেছে? আমাদের দেশে 'মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়' (Ministry of Women and Children Affairs) আছে। এরা সম্ভবত দরিদ্র মহিলা ও শিশুদের জন্য কাজ করে থাকে। আমি আজ মানিকের মা-কে বললাম মগবাজার-ইস্কাটনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে যাওয়ার জন্য। সেখানে গেলে সে সরকারের পক্ষ থেকে উপকার পাবে, সাহায্য পাবে। কিন্তু মানিকের মা আমার কথা সম্ভবত বিশ্বাস করেনি।

আমি নিজেই গেলাম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে। সেখানে দেখলাম তারা বিশাল গেট করেছে। ডিজিটাল সাইন বোর্ড করেছে। তাদের উন্নয়নের কর্মকান্ড লিখে রেখেছে। (পোষ্টের শুরুতেই উপরের ছবিটা লক্ষ করুন) তারা কি কি কাজ করেছে সব লেখা আছে। বেশ কিছু ছবিও আছে। তারা যদি সত্যি সত্যিই নারী ও শিশুদের জন্য এত-এত কাজ করে থাকে তাহলে রাস্তায় রাস্তায় যারা সারাদিন ঘুরে বেড়ায় আর ভিক্ষা করে তারা কারা? অন্যান্য সরকারী অফিস যেরকম, এটাও সেরকম। কেউ কোনো সঠিক তথ্য দিতে পারে না। আমি ওদের কথা মতো এক টেবিল থেকে আরেক টেবিল ঘুরতে থাকলাম। এই টেবিলে গেলে, সে আরেক টেবিলে পাঠায়। আরেক টেবিলে গেলে সে আরেক টেবিলে পাঠায়। কোনো কোনো টেবিল খালি। ছুটিতে আছে। একজন আমাকে ডেকে বলল- কি মিয়া ভাই মেলার জন্য স্টল দিতে চান? আমি সব ব্যবস্থা করে দিতে পারি।

পৃথিবীতে তথা আমাদের দেশে কে কেমনভাবে বেঁচে আছে তা নিয়ে বহুকাল আমি সত্যিকারের মাথা ঘামাইনি। দুঃখ-দুর্দশায় নাভিশ্বাস ওঠা এই দেশে যে আমি নিজে সপরিবারে খেয়ে এবং মোটামোটি সুখেই থাকতে পারব এটা বুঝেই এতদিন তৃপ্ত ছিলাম। মাঝে মাঝে দরিদ্র মানুষকে সাহায্য দেওয়া, সমবেদনা বোধ করা এবং মানুষের জন্য কিছু করা উচিত বলে ভাবা, এছাড়া আর কিছু করার ছিল না আমার। সকালে বাস স্ট্যান্ডে অনেকক্ষন আজ দেশের মানুষজন নিয়ে ভাবলাম। বুকের মধ্যে কেমন একটা চাপ-চাপ কষ্ট হলো। মরেই যদি যাই- তাহলে পৃথিবীর আরও কিছু মানুষের সঙ্গে পরিচয় হোক। সারা পৃথিবীতে হাতে গোনা অল্প কিছু মানুষের সঙ্গেই আমার পরিচয় হয়েছে, অথচ পৃথিবীতে কত কোটি কোটি মানুষ।

মন্তব্য ৫৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬

নজসু বলেছেন:



বুকিং।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

রাজীব নুর বলেছেন: হা হা হা ----

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০০

নজসু বলেছেন:



মনটা খারাপ হয়ে গেল ভাই।
মানিক আর মানিকের মায়েরা কত মানবেতর জীবন যাপন করছে।
কোটি মানুষের ভীড়ে একজন রাজীব নূরের কথা শোনার কে আছে?

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬

মীর সাজ্জাদ বলেছেন: দিন শেষে নিজের কর্মকান্ডের উপর নিজের সন্তুষ্টি থাকাটাই আজকাল কঠিন হয়ে গিয়েছে। বুকের মধ্যে হাত দিয়ে আজ বলার সাহস পাই না যে আমি সঠিক, আমি নির্ভুল, আমি সৎ। তবুও অজানা এক আকর্ষণে দিনের পর দিন কাটিয়ে দিচ্ছি, নিজেকে শুধরানোটা আর হয়ে উঠছে না।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

রাজীব নুর বলেছেন: খুব কঠিন কিছু না, চেষ্টা করলে পারবেন।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩

চাঁদগাজী বলেছেন:


মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় দুস্হদের জন্য দেয়া পুরো টাকাটা ডাকাতী করে। বেগম জিয়া যদি এখন এই ধরণের মায়েদের সাহায্য করার জন্য কাজ করেন, সরকার হ্য়তো উনাকে বাসায় ফিরতে দিতে পারে।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

রাজীব নুর বলেছেন: এদের জন্য কাজ কেউ করে না।
কারন এদের কোনো নিদিষ্ট বাড়ি ঘর নেই। তাদের কোনো এমপি নেই। নেই তাদের জন্য কোনো ফাউন্ডেশন।
তাই তাদের দিকে কেউ তাকায় না।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২

নয়া পাঠক বলেছেন: হ্যাঁ ভাই, আজকাল মানুষের মানবিকতা, বা মানবিক মূল্যবোধ একদমই ০ পর্যায়ে চলে গিয়েছে। আজ কেউ কারও দিকে তাকাতে চায় না, কেউ কাউকে সাহায্য করতে চায় না যাদের ক্ষমতা আছে তা তারা অন্য বাজে কাজে ব্যয় করে। কিন্তু এই আমরা যারা অতি সাধারণ মানুষ, তাদেরই কেবল এই সমস্ত নিঃস্ব মানুষদের জন্য হৃদয় কেঁদে উঠে। কিন্তু ভাই আপনি যেমন উপলিব্দ করতে পারেন যারা এদের জন্য লক্ষ লক্ষ টাকা আয় করে নিজের বাচ্চাদের বিদেশে লেখাপড়া করাতে পারছে তাদের দ্বারা এদের কোনদিনই কোন উপকার হবে না। তবে হ্যাঁ এদের রাজনৈতিক কারণে ব্যবহার করার সুযোগ পেলে তখন দেখবেন সাহায্যকারীর অভাব হবে না। কেউ কেউ দেখি এই সব মানবিক পোষ্টে এসে মূল বিষয়টি অনুধাবন না করে তাদের জ্ঞানগর্ভ (!?) মন্তব্য করে বিতর্কের জন্ম দেওয়ার চেষ্টা করে।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০১

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের গরীব মানুষগুলো আসলেই এত অসহায়, তাদের বেঁচে থাকার অবলম্বন এতই সামান্য যে তাদেরকে কে যে কেউ যেভাবে খুশি ব্যবহার করতে পারে।...

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৬

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমাদের সমাজে হাজারো মানিক ও তার মা আছে। চোখে কয়জনকে পরে? আমরা দেখে কি করব? দেশের সরকারই তো দেখছে না। দেশে সমাজ সেবামূলক প্রতিষ্ঠানের সংখ্যা বাড়াতে হবে।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন মন্তব্য করার জন্য।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬

আরোগ্য বলেছেন: তুমি যদি রজনীগন্ধা ফুল হতে, তবে তোমাকে
আমি রেখে দিতাম-
আমার জানালার পাশে।
সারারাত তুমি গন্ধ ছড়াতে ...আমি ঘুমিয়ে
পড়তাম-
তবু তুমি গন্ধ ছড়াতে
লাইনগুলোর নিগূঢ় অর্থ আছে।
সরকার চাইলেই যথাযথ ব্যবস্হা নিতে পারে।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৫

রাজীব নুর বলেছেন: সব কিছু সরকার করবে? সব কিছুতেই সরকারের দিকে তাকিয়ে থাকতে হবে?
জনগনের কোনো দায় দায়িত্ব নেই?

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুবই বাস্তবতা তুলে ধরেছেন ভাই, এরকম অনেক মানিক মানিকের মা'রা রয়েছে, যারা সরকার বা সরকারের কার্যক্রম কিছুই বুঝেনা, পায়না সরকারে কোন সুযোগ সুবিধা, আর সরকারের টাকা খাওয়া দায়িত্বশীল ব্যক্তিবর্গ'রা এইসব মানিকের বা মানিকের মা'দের খবর রাখার প্রয়োজনও মনে করেননা কখনও!!

এখনও রাস্তার পাশে দেখি মানুষ শুয়ে থাকে! তাদের সহযোগিতা করবার ইচ্ছে থাকলেও সামর্থ্য কোলায়না এমন অনেক লোক এখনও আছেন, কিন্তু যাদের সামর্থ্য সুযোগ আছে তারা এদের কোন সহযোগিতা করার মানসিকতাই রাখেনা!!

আল্লাহ ভাসমান মানুষদের সহায় থাকুক, দৃষ্টি পড়ুক সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গের।

শুভকামনা আপনার জন্য

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৩

রাজীব নুর বলেছেন: প্রচুর ক্ষমতা নিয়েই জন্মেছিলাম কিন্তু কিচ্ছু হচ্ছে না ।

৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: সাহায্য করবার জন্য চাই ইচ্ছা

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০১

রাজীব নুর বলেছেন: ইচ্ছা।
হ্যা ইচ্ছা। ঠিক বলেছেন।

১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৯

আরোগ্য বলেছেন: রাজীব ভাই আপনি একা কয়জনকে সাহায্য করবেন। অথচ সরকারি ব্যবস্হা থাকলে সহজেই উপকারে আসা সম্ভব।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৬

রাজীব নুর বলেছেন: তা ঠিক।
ভালো থাকুন।

১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩০

হাবিব বলেছেন: আমাদের সচেতনতা ও সরকারের উন্নয়ন উভয় মিলেই তাদের উপকার করা সম্ভব

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫০

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঐক্যফ্রন্ট ক্ষমতায় গেলে বেকার ভাতা চালু করবে...

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫১

রাজীব নুর বলেছেন: বেকার ভাতা চালু করা সম্ভব নয়।
এই দেশে বেকার তো লাখ না কোটির উপরে।

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৮

বলেছেন: মানিক মানিক ---মনটা ভরে গেলো

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫২

রাজীব নুর বলেছেন: মানিকদের ভালোবাসুন।

১৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৪

মনিরা সুলতানা বলেছেন: উন্নয়ন মেলার স্টল চান ? উনি সেই ব্যবস্থা করে দিবেন :(
কতশত অসহায় মুখ যে আসে পাশে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫২

রাজীব নুর বলেছেন: অসহায় মানুষ থাকার কথা না আমাদের দেশে অথচ স্নদর পরিকল্পনা আর দক্ষ লোকের অভাবে আজ আমাদের এই অবস্থা।

১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৯

অপু দ্যা গ্রেট বলেছেন:


নুর ভাই,

আমার ইচ্ছে আছে । যদি সুযোগ হয় এই মানুষ গুলোর জন্য কিছু করে যাবো ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫০

রাজীব নুর বলেছেন: গুড।

১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৮

সনজিত বলেছেন: ইস!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

রাজীব নুর বলেছেন: কি হলো?

১৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এদেশে পয়সাওয়ালা অনেক বরাহশাবক আছে, এরা কখনো কারও জন্য কিছু করে না। মালপানি কামাচ্ছে, তো কামাচ্ছেই। একদিন যে মরতে হবে ভুলেই গেছে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

রাজীব নুর বলেছেন: না তারা মাঝে মাঝে করেন। অনেকের তো দরিদ্রদের জন্য ফাউ ন্ডেশন করেছেন।
আসলে এত এত দরিদ্র লোক যে দুই হাত দিয়ে করেও তাদের ক্ষুধা শেষ হচ্ছে।

১৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: কিছু মানুষ চিরকালই গরীব ও দুঃখ কষ্টে জীবন পার করে অথচ দুনিয়াটা কত রঙিন।
+++

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

রাজীব নুর বলেছেন: গরীব মানুষের সংখ্যাই বেশি।

১৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২২

শিখা রহমান বলেছেন: লেখাটা মন খারাপ করে দিলো। :( তবে এমন মনখারাপ করা লেখারও দরকার আছে আর মনখারাপটারও।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯

ফ্রিটক বলেছেন: বাস্তবতায় এ উন্নয়নের কোন মিল দেখি না।মুখ বন্ধ, কিছু বলাও যায় না।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

রাজীব নুর বলেছেন: কিছু বললে চাকরি থাকবে না না না -----

২১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮

অন্তরন্তর বলেছেন: এমন পোস্টে কি মন্তব্য করব বুঝতে পারছি না। মন খারাপ করে দিল। আমাদের দেশের কোন সরকার কোন কালেই এদের নিয়ে ভাবেনি এবং কিছু করেনি। এদের পুরো দায়িত্ব সরকারের এবং সরকারকেই এদের জন্য কিছু করতে হবে। ভাল থাকুন এবং সকলকে ভাল রাখুন।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

রাজীব নুর বলেছেন: সরকারের পক্ষে সম্ভব না এত বিশাল জনগোষ্ঠির জন্য করা।
দেশের ধনী লোকদের এগিয়ে আসতে হবে।

২২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর অনুভূতির প্রকাশ। তবে হাজার হাজার মানিকের অার্থ- সামাজিক পরিবর্তন বুঝি যাবার নয়।

শুভকামনা প্রিয় ছোটভাইকে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে দুষ্টলোক বেশি। দক্ষ লোক কম। এটাই আমাদের প্রধান সমস্যা।

২৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১

আলমগীর কাইজার বলেছেন: মনটা ভীষণ বিষণ্ণ হয়ে গেলো।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

রাজীব নুর বলেছেন: ও !

২৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
এরা পথনারী। এরা পথ শিশু। এরা পথকলি।
এদেরকে নিয়ে কেউ ভাবে না। ভাববে না।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮

রাজীব নুর বলেছেন: এরশাদ সাহেব এদের নিয়ে ভাবতেন, কবিতা লিখতেন।

২৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৯

অগ্নি সারথি বলেছেন: :( :( :(

০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

রাজীব নুর বলেছেন: !!!

২৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৮

মাহমুদুর রহমান বলেছেন: একটি দীর্ঘশ্বাস ।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫১

রাজীব নুর বলেছেন: !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.