নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। আমি মার্শাল আর্ট আর বক্সিং শিখতে চাই।
আব্বা বললেন- ওসব শিখতে চাস কেন? সেলফ ডিফেন্স, না গুন্ডামি করবি?
আমি একটু হেসে বললাম- যারা অন্যায় করে আমি তাদের শিক্ষা দিতে চাই।
আব্বা একটু করুন হাসি দিয়ে বললেন- সব অন্যায় কি শুধু গায়ের জোরে ঠেকানো যায়? আগে নিজে ন্যায়বান হতে হয়, সাহসী হতে হয়, মানুষকে ভালোবাসতে হয়। মানুষ কোথা থেকে জোর পায় জানিস? ভালোবাসা থেকে। দেশকে যদি ভালোবাসিস, মা-বাবাকে যদি ভালোবাসিস, ভাই-বোনদের যদি ভালোবাসিস, সবাইকে যদি ভালোবাসিস তাহলে দেখবি গায়ের জোরের তত দরকার হবে না। মনে রাখবি- মানুষের সবচেয়ে বড় অস্ত্র'ই হচ্ছে ভালোবাসা। স্বচ্ছ পবিত্রভাবে ভালোবাসতে পারলে আর কিছু লাগে না। তখন সব কিছুতেই জয়ী হওয়া যায়।
২। রোদ আর ধুলো-বালি উপেক্ষা করে বাসের জন্য দাঁড়িয়ে থাকি। বিশ মিনিট- ত্রিশ মিনিট। বাস আর আসে না। যখন রাগ করে হাঁটা শুরু করি- তখন একের পর এক বাস আসা শুরু করে। চলন্ত বাসে তো আর লাফ দিয়ে ওঠা যায় না। প্রতিদিন একই ঘটনা। গত দশ বছর আগেও এই সমস্যা ছিল আজও আছে। যাই হোক, আজ রাগ করেই সিনেমার নায়কদের মতো চলন্ত বাসেই লাফ দিয়ে উঠে পড়লাম। অনেক দূর যাওয়ার পর আবিস্কার করলাম ভুল বাসে উঠেছি। খুব রাগ লাগল। এই রাগ যে কার উপর জানি না। মনে মনে দুইটা কুৎসিত বকা দিলাম। কাকে বকা দিলাম জানি না।
৩। বুদ্ধদেব বসু আমার প্রিয় সাহিত্যিক। তার 'তিথিডোর' উপন্যাসটি তিনবার পড়েছি। চমৎকার বই। আবারও পড়বো।
রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যে বুদ্ধদেব বসুর মতো সব্যসাচী প্রতিভা আর কেউ কি এসেছেন? বুদ্ধদেব এর 'আমার যৌবন' বইটি আমার খুব ভালো লেগেছে। তাছাড়া তিনিই প্রথম শার্ল বোদলেয়রের কবিতা অনুবাদ করেন এবং জীবনানন্দ দাশের প্রকৃত মূল্যায়ন বুদ্ধদেব ছাড়া তৎকালীন কেউই করেনি।
প্রতিভা বসু ছিলেন তার স্ত্রী। প্রতিভা বসুর লেখা আত্নজীবনী "জীবনের জলছবি"র মাধ্যমে বুদ্ধদেবকে ভালোভাবে চেনা যায়।
৪। আমরা কেউ পরিবেশ দূষণ সম্পর্কে সচেতন না। একটাই পৃথিবী, এটাও যদি দিনদিন দুষিত হয়ে পড়ে তবে মানব জাতির ভবিষ্যত কি হবে?
৫। গতকাল সন্ধ্যার একটা ঘটনা বলি-
হলি ফ্যামিলি হাসপাতালের সামনের রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম। হাসপাতালের গেট দিয়ে একটা প্রাইভেট কার বের হচ্ছিল। গাড়ির নিচে ছিল একটা বিড়াল। বাচ্চা বিড়াল। ড্রাইভার হয়তো খেয়াল করেনি। বিড়ালের উপর দিয়েই গাড়ি চালিয়ে দিল। আমি দেখলাম, নিজের চোখে দেখলাম। বিড়ালটা দাঁড়াতে চেষ্টা করছিল কিন্তু সব গুলো পা'ই ভেঙ্গে গেছে।
বিড়ালটা মুহুর্তের মধ্যে কাঁপতে কাঁপতে মরে গেল।
আমি যখন চিৎকার দিলাম ততক্ষনে গাড়ি অনেক দূর চলে গেছে।
খুব খারাপ লেগেছে বিড়ালের মৃত্যুটা দেখে।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৬
রাজীব নুর বলেছেন: দাদা আমার পোষ্ট টি মন দিয়ে পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৫
আর্কিওপটেরিক্স বলেছেন: শুধু মার্শাল আর্ট ক্যান
কুংফু, কারাতে,যুযুৎসু,তাইকোয়ান্দো সবই শিখুন
০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪
রাজীব নুর বলেছেন: এখন তো আর বয়স নেই।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪
রাজীব নুর বলেছেন: এখন তো আর বয়স নেই।
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫
হাবিব বলেছেন: দুপুরে লান্চ করছেন??
০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
রাজীব নুর বলেছেন: জ্বী করেছি।
৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬
ডার্ক ম্যান বলেছেন: মানুষের মৃত্যু দেখেও এখন আমার কোন অনুভূতি হয় না। কারণ আমি নিজেই মরে গেছি অনেক আগে।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
রাজীব নুর বলেছেন: ভুল কথা।
৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩
আলমগীর কাইজার বলেছেন: ১ নম্বরটা খুব ভালো লাগলো। ভালোবাসা। ১ নম্বরটা পড়ার পর আর কিছুই পড়তে ইচ্ছা হচ্ছে না। তবুও পড়লাম। ২ নম্বরটা প্রায়ই ঘটে।
৩ জেনে ভালো লাগলো।
৫ নম্বর পড়ে কষ্ট লাগছে।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আলমগীর ভাই।
আমার স্কুলের লাইফের এক বন্ধ আছে। নাম আলমগীর।
৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০১
হাসান জাকির ৭১৭১ বলেছেন: আব্বা ঠিক কথাই বলেছে- মানুষের সবচেয়ে বড় অস্ত্রই হচ্ছে ভালবাসা।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
রাজীব নুর বলেছেন: আসলেই দুষ্টলোককেও ভালোবাসলে সে একদিন না একদিন ভালোবাসার কাছে মাথানত করে।
৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮
সাইন বোর্ড বলেছেন: কিছু অনুভবকে উপলব্ধি করার চেষ্টা, ভাল লাগল ।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
রাজীব নুর বলেছেন: কেমন আছেন? দিনকাল কেমন যাচ্ছে?
৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১০
নজসু বলেছেন:
সবার সাথে তাল মিলিয়ে আমিও বলতে চাই, বাবার কথা একদম ঠিক।
পরিবেশ দূষনরোধে সত্যিই আমাদের সচেতনতা দরকার।
বিড়ালটির বিষয়ে মন খারাপ হয়েছিল খুব।
কিন্তু প্রিয় ও শ্রদ্ধেয় পদাতিক চৌধুরির কমেন্ট পাঠ করে কিছুটা শান্ত্বনা পেলাম।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুজন ভাই।
পদাতিক দাদা আপনাকে অনেক পছন্দ করেন।
১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩
আরোগ্য বলেছেন: বিড়ালের ঘটনাটা জেনে খারাপ লাগলো । আমরাও বিড়াল পুষি।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
রাজীব নুর বলেছেন: ছোটবেলায় আমি বিড়াল পালতাম।
১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯
জাহিদ অনিক বলেছেন:
জাপানে lucky cat বলে একটা কথা আছে, এই বিড়ালটা নেহায়েত আনলাকী। ড্রাইভারের আর কি বলব! বলে কী হবে?
০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
রাজীব নুর বলেছেন: নিজের চোখে বিড়ালের মৃত্যু দেখলাম। খুব কষ্ট পেয়েছি খুব।
১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৩
এস এম মামুন অর রশীদ বলেছেন: ১ নম্বরে বাবার উপদেশ ২ নম্বরে খেয়ে ফেললেন; নিয়ম ভাঙলেন, গালি দিলেন, ভালোবাসার কোনো ছিঁটেফোঁটা নাই। এজন্যই পরিবর্তন হয় না বুঝলেন। পোস্টের জন্য খালি আবোলতাবোল লিখলেই হয় না কেষ্ট।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
রাজীব নুর বলেছেন: জ্বী, ধন্যবাদ। ভালো থাকুন। দোয়া করবেন।
১৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৯
ঝিগাতলা বলেছেন: কোন রাস্তায় পাওয়া ডায়েরী?
০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৩
রাজীব নুর বলেছেন: ঝিগাতলা।
১৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
মাহমুদুর রহমান বলেছেন: ভালো লাগলো এক দুই তিন চার,পাচ নম্বরটা মনটা খারাপ করে দিল।হায় আফসোস!
০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৪
অপু দ্যা গ্রেট বলেছেন:
ভাই,
১ নং আমিও শিখতে চাই । চেষ্টায় আছি । সময় হচ্ছে না ।
২ নং প্রায় দিন ই আমি সিনেমার নায়ক হয়ে যাই । ছোট খাট শরীর টা কে বল্ডিবিডার বানিয়ে ফেলতেছি ।
৩ নং বইটা কিনতে পারিনি । কিনে পড়ব ।
৪ নং আমি নিজের জায়গা থেকে চেষ্টা করছি ।
৫ নং খুব ই দুঃখ জনক । আমি হলে ড্রাইভার কে থামানোর চেষ্টা করতাম হাসপাতালের গেটেই ধরতাম ।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৫
রাজীব নুর বলেছেন: আপনি আস্লেই একজন গ্রেট মানুষ।
১৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ২ নং ব্যপারটা আমার সাথেও হয়!
০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫১
রাজীব নুর বলেছেন: নিজে গাড়ি কিনে ফেলুন। তাহলে আর এরকম ঘটবে না।
১৭| ১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ১নং ঘটনাটি একদম সত্যি ও বাস্তব।
২নং ঘটনাটির জন্য আপনাকে অনেক কষ্ট করতে হয়েছে নিশ্চয়ই?
৫নং ঘটনাটির মত আরো হাজারো ঘটনা দিনে-দুপুরে হরহামেশাই হয়ে থাকে। কি করার আছে!
১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন বোন।
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৮
পদাতিক চৌধুরি বলেছেন: 1 নম্বর প্রসঙ্গে বাবা-মায়েরাও এ রকমই হয়। যে কারণে আঙ্কেল যে পরামর্শ দিয়েছেন তাকে শ্রদ্ধা জানাই।
দু'নম্বরে আমারও এরকম হয় । যখন বাসের আশা ছেড়ে দিই তখনই দেখি পাশ কাটিয়ে বাসটি চলে যায় ।
তিন নম্বরে বইটি আমার পড়া নেই।
4 নম্বরে পরিবেশ সম্পর্কে আমাদের সফরে সন্তান হতে হবে।
5 নম্বরে রাস্তাঘাট এরকম হামেশাই হয় । কি আর করা যাবে । কত মানুষ বা স্কুল পড়ুয়ারাও যেখানে অ্যাক্সিডেন্টে মারা যায় সেখানে বিড়াল তো দূরের কথা। তবে চোখের সামনে যে কোন প্রাণীর এভাবে মরে যাওয়াটা নিঃসন্দেহে দুঃখজনক।
শুভকামনা প্রিয় ছোটভাইকে।