নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। দু:স্বপ্ন! ঠিক দুঃস্বপ্নও বলা চলে না সেটাকে। একটা অন্ধকার গলি। এক প্রান্তে দাঁড়িয়ে আছি আমি। গলির অন্য প্রান্তে খুব ক্ষীন একটা আলো। কেউ কোথাও নেই। চারিদিকে অন্ধকার। সামনে শুধু জনহীন একটি অন্ধকার গলি। কোনো কুকুর নেই, এত প্রানহীন গলি আগে কখনো দেখিনি। গাছ নেই, ছায়া নেই, শব্দ নেই, বাতাস নেই, জ্যোছনা নেই এমনকি বতাসও নেই। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। অলৌকিক কোনো ইশারায় এক পা-ও সামনে যেতে পারছি না। চোখ ভরা ভয়।
অন্ধকারটাকেই খুব বেশি ভয় পাচ্ছি। মনে হলো এখানেই সব শেষ। সভ্যতার শেষ, স্বপ্ন ও সাধ্যের শেষ। আর কোথাও যাওয়ার নেই। ওই অন্ধকার গলিই বলে দিচ্ছে, আর কিছু নেই, সব শেষ। খুব কষ্ট লাগছিল। এভাবেই সব শেষ হয়ে যায়!
রাত তিনটা। সুরভি গভীর ঘুমে। আমার যখন ঘুম ভাঙল তখন এক আকাশ ভয় আমাকে ঘিরে ধরলো। এত ভয় আগে কখনো পাইনি। কিন্তু মোটেও ভয়ের স্বপ্ন নয়। আশ্চর্য! তবে এত ভয় পেলাম কেন? গলা শুকিয়ে কাঠ। এক আকাশ ভয় আর হাহাকার বুকের ভেতর ঘুরপাক খাচ্ছিল। চোখের কোনায় পানি। সারা শরীর থরথর করে কাঁপছে। স্বপ্নটার মধ্যে ভয়ের বীজ কোথায়, ভেবে পাচ্ছি না। তবে কি কোনো সর্বনাশের সংকেত ছিল? কোনো অমঙ্গলের আভাস? আমি জানি, স্বপ্ন নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নেই। স্বপ্নের মধ্যে সত্য বলে কিছু থাকে না। আবার হয়তো থাকেও!
২। অনেক ভেবে ভেবে বলতে বাধ্য হলাম, বিএনপিকে আর ক্ষমতায় চাই না। বিএনপি ক্ষমতায় আসা মানে ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা আ.লীগের উপর প্রতিশোধ নিবে। শুরু হয়ে যাবে আ.লীগ সমর্থিত লোকদের উপর অত্যাচার আর তখন দেশে অরাজকতা পরিবেশ সৃষ্টি হবে। সাধারন মানুষের দুঃখ, কষ্ট বেড়ে যাবে। চোখ বন্ধ করেই বলা যায়, হাসিনা সরকারের পতন হলেই দেশে অস্থিতিশীল পরিবেশ শুরু হবে।
এদেশের মানুষ যে কোন মূল্যে শান্তি চায়, হোক না সেটা বিএনপিকে ধ্বংস করে। হাসিনার আমলে দেশে অশান্ত পরিবেশ সৃষ্টির সম্ভাবনাও খুব কম। আমি চাই, হাসিনা সরকার সারা জীবন ক্ষমতায় থাকুক। সাধারন মানুষ চায় শান্তি। দেশ তো ভালোই চলছে। বাজারে গেলে মনটা খুশিতে ভরে যায়, কোনো কিছুরই অভাব নেই। তিনি শক্ত হাতে দেশ পরিচালনা করছেন। আর তাই তো, ‘চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ’। ২০১৫-তে UNESCO থেকে এই শিরোপা যার মাথায় উঠেছে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামাজিক ও আর্থিক উন্নয়ন বিশ্বের বাকি দেশগুলোর তুলনায় সবথেকে এগিয়ে ছিল, আর যিনি তার কাণ্ডারী তিনি হলেন শেখ হাসিনা।
৩। এক কৃষক চাষ করে যে ধান পেলো তাতে তার ১১ মাস চলবে। আরেক কৃষক যা পেলো তাতে তার চলবে মাত্র এক মাস।
প্রথম কৃষকের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় একদিন ২য় কৃষক শুনতে পেলো বাড়ির ভিতরে বিলাপ হচ্ছে, ‘হে আল্লাহ, তুমি আমারে মাত্র ১১ মাসের ধান দিলা? বাকি এক মাস আমি কীভাবে চলবো?’
২য় কৃষক তার বাড়ি থেকে পুরো এক মাসের ধান ১ম কৃষককে দিয়ে বললো, ‘এই নাও ভাই, আমার চাষের ফসল থেকে তোমাকে এক মাসের ধান দিয়া দিলাম। এতে তোমার পুরা ১২ মাসই চলে যাবে।’
তারপর ঐ বাড়ি থেকে বের হতে হতে ২য় কৃষক বলে, ‘যে আল্লাহ আমারে ১১ মাস চালাইতে পারে, সেই আল্লা আমারে ১২ মাসই চালাইতে পারবো।’
৪। আবারো শেষ করলাম- 'ক্রীতদাসের হাসি'। শওকত ওসমান রচিত একটি চমৎকার উপন্যাস। ১৯৬২ সালে লেখক এ উপন্যাসটি রচনা করেন। তৎকালীন পাকিস্থানের স্বৈরশাসক আইয়ুব খানের শাসন ব্যবস্থাকে ব্যঙ্গ করে এ উপন্যাস রচিত হয়। এ উপন্যাসের মূল চরিত্র তাতারী। যারা উপন্যাসটি এখনও পড়েন তারা পড়ে ফেলুন।
১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৩
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৪
আরোগ্য বলেছেন: ১. মিশরে এক রাক্ষস রানী ছিল স্ফিঙ্কস। ধাঁধা ছলে মানুষ শিকার করত পরে নিজেই একদিন শিকার হয়।
২. এটা খুব ভাল লাগলো।
৩.পড়িনি।
১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১১
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,
পড়লুম। আপনার এই সিরিজে বেশ সুন্দর কিছু থাকে, ভাবনা ও আশা জাগানিয়া।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৩
রাজীব নুর বলেছেন: শুকরিয়া ভাই জান।
৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩০
মাহমুদুর রহমান বলেছেন: ১= আল্লাহ আপনার মঙ্গল করুন।
২= পড়লাম।
৩= সুবাহা'ন আল্লাহ।
৪= চেষ্টা করব।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৪
রাজীব নুর বলেছেন: লক্ষী ছেলে।
৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আল্লাহতে যার পূর্ণ ঈমান
কোথা সে মুসলমান ?
আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল থাকলে
কোন কিছুরই অভাব থাকেনা।
শেষ বিচারের দিন এমই পরীক্ষায় কেউ কেউ
পড়বে বলে শুনেছি।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৫
রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ আমি উতরে যাব।
৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৭
পদাতিক চৌধুরি বলেছেন: ব্লগে একমাত্র উল্টানোর ছবি আমিই দিতে পারি। আর কেউ ছবি উল্টাতে পারে না। আজ ভাইয়ের ছবিটা দেখে অবশ্যই আমার ভুল ভাঙল।
এক- দুঃস্বপ্নের অধ্যায় শেষ হোক।
দুই- রাজনীতি নিয়ে কথা বলতে চাই না।
তিন- ইলেভেন ইসটু ওয়ান অনুপাতের গল্পটি শিক্ষামূলক । আমি অবশ্য প্রথম কৃষকের মত। হা হা হা
চার - উপন্যাসটি সুযোগ এলে পড়বো।
শুভ কামনা প্রিয় ছোটভাইকে।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা, আমার পোষ্টে এসেছেন। সময় ব্যয় করেছেন।
৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০১
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: দারুণ!
১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৬
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৭
কিশোর মাইনু বলেছেন: ১/হুম
২/একমত
৩/আমি ও অনেকটা ২য়টার মত। বাট আমারটা মনে ভাল না। হয়ে যাবে টাইপের ছিলাম।
৪/জটিল প্রেক্ষাপট নিয়ে লেখা না আশা করি। পড়ে দেখব সময়, সুযোগ, বই সব পেলে।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৬
রাজীব নুর বলেছেন: মন্যব্য করার জন্য অনেক ধন্যবাদ।
৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:০৪
অপু দ্যা গ্রেট বলেছেন:
আমিও মাঝে মাঝে এভাবেই জেগে থাকি । রাত ভর ঘুম আসে না ।
যেমন আজ আসছে না ।
বই টা পড়ার ইচ্ছে অনেক দিন থেকে । কেনাই হচ্ছে না ।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৭
রাজীব নুর বলেছেন: আগামী শুক্রবার শাহবাগ আজিজ মার্কেট থেকে কিনে নিবেন।
১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৭
ল বলেছেন: মাঝখানে রাজনীতি ঢুকিয়ে দিলেন?
১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫
রাজীব নুর বলেছেন: রাজনীতি প্রতিটা মানুষের সাথে ওতোপ্রতো ভাবে জড়িয়ে।
১১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৪
চাঁদগাজী বলেছেন:
বিএনপি চাচ্ছে কমপক্ষে মিলিটারী ক্ষমতায় আসুক, ওরা জনে যে, ওরা আসতে পারবে না।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৬
রাজীব নুর বলেছেন: আমি চাই দেশের উন্নতি, দেশের ভালো। এখন মিলিটারী এলে কি দেশের ভালো হবে?
১২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩২
নজসু বলেছেন:
সবগুলোর ভিতরে ২য় কৃষকের শেষ কথাটায় মন ভরে গেলো।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩
রাজীব নুর বলেছেন: আমারও।
১৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পদাতিক চৌধুরি বলেছেন: ব্লগে একমাত্র উল্টানোর ছবি আমিই দিতে পারি। আর কেউ ছবি উল্টাতে পারে না। আজ ভাইয়ের ছবিটা দেখে অবশ্যই আমার ভুল ভাঙল।
উল্টানো ছবি প্রকাশ করা কি খুবই কঠিন কাজ ?
১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
রাজীব নুর বলেছেন: উলটানো ছবি দেওয়া কঠিন কাজ নয়।
১৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পদাতিক চৌধুরি বলেছেন: ব্লগে একমাত্র উল্টানোর ছবি আমিই দিতে পারি। আর কেউ ছবি উল্টাতে পারে না। আজ ভাইয়ের ছবিটা দেখে অবশ্যই আমার ভুল ভাঙল।
পদাতিক চৌধুরি বলেছেন: ব্লগে একমাত্র উল্টানোর ছবি আমিই দিতে পারি। আর কেউ ছবি উল্টাতে পারে না। আজ ভাইয়ের ছবিটা দেখে অবশ্যই আমার ভুল ভাঙল।
উল্টানো ছবি প্রকাশ করা কি খুবই কঠিন কাজ ?
১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
রাজীব নুর বলেছেন: আসল সমস্যা টা কোথায় সেটা লিখে লিখে বুঝাতে পারবো না। দেখা হলে আপনাকে বুঝিয়ে বলব।
১৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।
শুভকামনা
১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: আসল সমস্যা টা কোথায় সেটা লিখে লিখে বুঝাতে পারবো না। দেখা হলে আপনাকে বুঝিয়ে বলব।
আমার দেওয়া ছবি কি উল্টে যায়নি ?
২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৮
রাজীব নুর বলেছেন: গিয়েছে। কিন্তু আপনি যেভাবে উলটিয়েছেম। আমি বা পদাদিক দাদা আমরা ছবি এভাবে উলটাই না। আমাদের টা প্রাকিতিক।
১৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৩
ব্লগার_প্রান্ত বলেছেন: ক্রীতদাসের হাসি বুক সেলফে অবহেলায় পড়ে আছে...
২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৮
রাজীব নুর বলেছেন: পড়ে ফেলুন।
©somewhere in net ltd.
১| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৩
হাবিব বলেছেন: আপনার সাদা সাদা মিথ্যা আর পথে পাওয়া ডায়েরী ভালোই লাগে