নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

জ্যাকসন হাইটস (মিনি বাংলাদেশ)

২১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭



আমেরিকাতে 'হোমলেস' শব্দটি খুব পরিচিত। বিশেষ করে উত্তর আমেরিকায়। যাদের বাড়িঘর নেই, চাকরিবাকরি নেই, থাকার জায়গা নেই, খাওয়ার কোনো নিশ্চয়তা নেই, তাদেরই হোমলেস বলে। হোমলেসদের জন্য এখানে বিভিন্ন রকম আশ্রয়কেন্দ্র আছে। সরকারিভাবে এই হোমলেসদের সাহায্য-সহযোগিতা করা হয়। তাদের বিনা মূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থাও করা হয়। এই হোমলেসদের সাথে একজন বাঙ্গালী নেশাগ্রস্ত তরুনী মিশে গিয়েছি। মাঝে এই তরুনী জ্যাকসন হাইটস আসতো। একবার স্বামী এবং একবার প্রেমিকের কাছ থেকে আঘাত পেয়ে এই তরুনী নেশায় বুঁদ হন। তারপর প্রায় পাগল-পাগল। এখন এই তরুনী প্রায় বুড়ি হয়ে গেছেন। তার ভাই বাংলাদেশের একজন সংসদ সদস্য।

আমেরিকার জ্যাকসন হাইটস যেন এক ছোট্ট বাংলাদেশ!
চায়না টাউন আমেরিকার যেকোনো বড় নগরীর এক পরিচিত নাম। তেমনি নিউইয়র্কের জ্যাকসন হাইটস হয়ে উঠেছে বাংলাদেশিদের পরিচয়ে এক পরিচিত নাম। অনেকে ঢাকারে গুলিস্তান বলে জ্যাকসন হাইটসকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে খুব ভীড়। আর ছুটির দিনে আপনি এখানে গাড়ি পার্ক করার জায়গা'ই খুজে পাবেন না। ফুটপাত দিয়েও আপনি শান্তিতে হাঁটতে পারবেন না। দোকান বসে যায়। পান থেকে শুরু করে ঝালমুড়ি, চটপটি, হালীম, বিরানী, কাচ্চি বা তেহারী সব পাওয়া যায়। বাংলাদেশ থেকে আসা সব রকম তরিতরকারী পাবেন। দোকানের সাইনবোর্ড গুলোও বাংলায় লেখা। দূর দূরান্ত থেকে দেশের খাবারের স্বাদ নিতে অনেকেই ছুটে আসেন এ এলাকায়।



জ্যাকসন হাইটস এখন মূলত নিউইয়র্কে বাংলাদেশিদের ঠিকানা। এখানে সবাই বাংলায় কথা বলে। যার যেখানে ইচ্ছা গাড়ি পার্কিং করে রেখেছে। রাস্তায় খাম্বার মধ্যে বাংলায় লেখা টুলেট লাগানো অথবা রুমমেট আবশ্যক বিজ্ঞাপন। বাংলাদেশী মিষ্টির দোকানে নকল মিষ্টি পাওয়া যায় পাঁচ ডলার এক কিলো। আসল মিষ্টি খেতে চাইলে আপনাকে ইন্ডিয়ান মিষ্টির দোকানে যেতে হবে। দশ ডলার এক কিলো। অরজিনাল মিষ্টি। বাংলাদেশীদের মতোন চালের গুড়ি মিশায় না। জ্যাকসন হাইটস এ জিনিসপত্রের দাম অনেক বেশি। দোকান ভাড়া অনেক বেশি কিন্তু কোনো দোকান খালি নেই। তিন দশক ধরে জ্যাকসন হাটসে বাংলাদেশী কমিউনিটি গড়ে উঠেছে। বাঙ্গালী রেস্টুটেন্ট গুলি মূলতঃ জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ম্যানহাটান এই এলাকাগুলিতে ছড়িয়ে আছে।

বাংলাদেশ থেকে কেউ আমেরিকা বেড়াতে এলে জ্যাকসন হাইটসে একবারের জন্য হলেও ঢুঁ মারে। ঈদের সময় বাংলাদেশে ঈদে ঢাকা ছেড়ে মফস্বলমুখী হয় মানুষ। আর এখানে আমেরিকার বিভিন্ন শহর থেকে নিউইয়র্কে আসে সবাই ঈদ করতে। জ্যাকসন হাইটস মেয়েরা হাতে মেহেদি দেয়। অনেক রাত পর্যন্ত আড্ডা চলে। ঈদের কেনাকাটা করতে ভীড় লেগে যায়। নিউইয়র্ক শহরে বর্তমানে পাঁচ লাখেরও বেশি বাংলাদেশি থাকে। এর মধ্যে প্রায় সাড়ে চার লাখ মুসলমান। জ্যাকসন হাইটসে যেসব বাঙ্গালী ব্যবসা করেন, তাদের একটা সমিতি আছে। (জেবিবিএ)



জ্যাকসন হাইটসকে বলা হয় মৌসুমী ফলের বাজার। সারা পৃথিবীর আমের রাজধানীও জ্যাকসন হাইটস। পৃথিবীর প্রায় সব দেশের সেরা আমগুলো পাওয়া যায় এখানে। আমেরিকার সবচেয়ে জনপ্রিয় আম হলো ফ্রান্সিস। এর দাম অন্য আমের চেয়ে চড়া। আমেরিকাতে বাঙ্গালীরা কি কাজ করে? রেস্টুরেন্টে কাজ করে। হোটেলে কাজ করে। ট্যাক্সি চালায়। কারো কারো হাস মূরগীর ফার্ম আছে। ফার্মেসী চালায়। ডাক্তারী করে, কেউ নার্স। বয়স্করা সিকিউরিটি কোম্পানীতে কাজ করেন। ফাস্ট ফুডের দোকানে কাজ করে। এদের বেশির ভাগ'ই মেয়ে। কেউ ব্যাংকে চাকরি করে, ব্যবসা করে। আমেরিকায় বাঙ্গালীরা দুর্নীতি করে না, ঘুষ খায় না। কেউ কিন্তু থেমে নেই, বসে নেই। বাঁচার জন্য কিছু না কিছু করতেই হয় মানুষকে।

মন্তব্য ৩৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৫

জাহিদ হাসান বলেছেন: আগেই জানতাম । তারপরও পড়তে খুব ভালো লাগলো ।

২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩১

চাঁদগাজী বলেছেন:


ভেজাল বাংগালীর ভেজাল মিষ্টি আমেরিকায়ও চলছে; বেহেশতে যদি বাংগালীকে খাবার বানাতে দেন আল্লাহ, সেখানেও একই মিষ্টি পাওয়া যাবে; জাতির নাম বদলায়ে "ভেজাল" রাখার সময় হয়ে গেছে অনেক আগেই!

২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩

রাজীব নুর বলেছেন: হা হা হা----
ওস্তাদ আপনিও তো বাঙ্গালী।

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন:
আমেরিকায় বাঙ্গালীরা দুর্নীতি করেনা - ভুলকথা।

অধিকাংশ বাঙ্গালী IRS এর কাছে তথ্য গোপন করে ট্যাক্স ফাকি দেয় + সরকারি ভাতা মেরে খায়।
সন্ধ্যায় মসজিদে আমেরিকার ধ্বংশ কামনা করে।

২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩

রাজীব নুর বলেছেন: ঠিকই বলেছেন।

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১২

তারেক_মাহমুদ বলেছেন: ভাই আপনি কি গিয়েছিলেন? বেশ ভাল লাগলো পড়তে।

২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪

রাজীব নুর বলেছেন: হুম গিয়েছিলাম।

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০১

মুক্তাদীর রহমান বলেছেন: ভালো লাগলো।

২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯

মাহমুদুর রহমান বলেছেন: একটা অজানা বিষয় জানিয়ে দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭

রাজীব নুর বলেছেন: পৃথিবীতে সুন্দরভাবে জীবন যাপন করার জন্য সব কিছু জানতে হবে। অথবা বলা যায় জানার জন্য চেষ্টা থাকতে হবে।

৭| ২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮

করুণাধারা বলেছেন: পড়তে ভালো লাগলো, ছবিগুলো সুন্দর!

২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৮| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

ইলি বলেছেন: ভাই, দুনিয়াতে আমরাই একমাত্র জাতি যে সজাতির ক্ষতি করি।

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: আমাদের বদলাতে হবে।

৯| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৭

শহীদুল সোহাগ বলেছেন: অসাধারণ লিখেছেন

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১০| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৯

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১১| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এরা তাহলে দুর্নীতি, ভেজাল এগুলো আমেরিকা গিয়েও ছাড়তে পারেনি?

২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৮

রাজীব নুর বলেছেন: তা কি সম্ভব?

১২| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১১

সাজিদ শুভ বলেছেন: ভালো লিখেছেন

২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৯

অপু দ্যা গ্রেট বলেছেন:


আসলে ভেজাল দিতে দিতে সব কিছুই ভেজালে পরিনত করে ফেলেছি ।

দারুন তথ্যপুর্ন পোষ্ট ।

আপনাকে মিস করেছি ।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১০

রাজীব নুর বলেছেন: দেরী হোক, যায়নি সময়।
দেখা হবেই।

১৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:২৬

রাফা বলেছেন: আপনার আমেরিকা দর্শণ শুধুই কি জ্যাকসন হাইটস-ময় ? বাঙালীরা আরো অনেক যায়গায় আছে কিন্তু। ড. ইন্জিয়ার , বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ,নাসা,গুগল,মাইক্রোসফট কোথায় নেই বাঙালীরা !!

২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১১

রাজীব নুর বলেছেন: অবশ্যই আছে।
তবে যারা বেশি সংখ্যায় যেখানে আছে, আমি তাদের কথাই বলেছি।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১১

রাজীব নুর বলেছেন: অবশ্যই আছে।
তবে যারা বেশি সংখ্যায় যেখানে আছে, আমি তাদের কথাই বলেছি।

১৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৫

হাবিব বলেছেন: রাজীব ভাই আপনি গেট টুগেদারে জাননি?

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: ঢাকার বাইরে ছিলাম। তাই যেতে পারিনি।

১৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

নজসু বলেছেন:




আমেরিকায় আছে হোমলেস।
বাংলাদেশে আমরা আছি হোপলেস। :D

সরকার যদি আমাদের মতো হতাশাদের জন্য হোমলেসদের অনুকরণে অন্য একটা সুন্দর ব্যবস্থা করতো তাহলে খুব ভালো হতো। :-B

প্রিয় ভাই, পোষ্টটা পাঠ করলাম। আমি জানতাম না। আপনার প্রতি কৃতজ্ঞতা। আশা করি ভালো আছেন।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২০

রাজীব নুর বলেছেন: প্রচুর পড়ুন । প্রচুর লিখুন।

১৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তিনি বাঙ্গালী না (!)
ময়ুর পুচ্ছ ধারী দাড় কাক।
তাই বাঙ্গালীদের একদম সইতে পারেন না।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২১

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৭

টুনটুনি০৪ বলেছেন: সুন্দর পোষ্ট।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.