| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
রাজীব নুর
	আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
 
 শাহদ। শাহেদ জামাল আমার বন্ধু। 
শাহেদ প্রতি শুক্রবার আমার কাছে আসে। তার সাত দিনের জমে থাকা সুখ-দুঃখের কথা গুলো বলে। সন্ধ্যায় আসে রাতে চলে যায়। আমি জোর করে ধরে রাতে তাকে খাইয়ে দেই। খাওয়া দাওয়ায় তার আগ্রহ একেবারেই কম। আমি শুধু তাকে চা-টা আগ্রহ নিয়ে খেতে দেখি। শাহেদ আমাকে ছাড়া তার সমস্ত বন্ধু বান্ধব বাদ দিয়ে দিয়েছে। একদম ডিলিট করে দিয়েছে। সে বলে, দুষ্ট বন্ধুর চেয়ে বন্ধু না থাকা অনেক ভালো। মানুষ হিসেবে শাহেদ ভালো। একদম সহজ সরল। কোনো ঢং নেই, ভনিতা নেই। দরিদ্র মানুষের প্রতি তার সীমাহীন ভালোবাসা রয়েছে। শাহেদ গর্ব করে বলে, আমি দরিদ্র বলেই আমি দরিদ্র মানূষদের ভালোবাসি। ধনী হলে, ধনীদের ভালোবাসতাম। যাই হোক, শাহেদ কোনো এক বিশেষ কারনে আমাকে প্রচন্ড পছন্দ করে। বিশ্বাস করে। শাহেদ নামের এই চমৎকার ছেলেটি আজ প্রায় সাত মাস ধরে বেকার। তার কোনো ক্ষমতাবান মামা-চাচা নেই বলে তার চাকরি হচ্ছে না। এই সমাজে ক্ষমতাবান মামা-চাচা থাকলে চাকরি পেতে সহজ হয়।   
এই শহরে আমার পরিচিত লোকের সংখ্যা অনেক। 
কিন্তু মন খারাপ হলে কাঁধে মাথা রাখা যায় এমন লোক শুধু একজন'ই আছে- শাহেদ। শাহেদ চায়ের কাপে লম্বা চুমুক দিয়ে বলল, দোস্ত মজার কাহিনি শোন- গতকালের কাহিনি। আমি এবি অফিসের রিসিপশনে বসে আছি দুই ঘন্টা ধরে। জাবেদ নামে একজনের সাথে দেখা করতে আসছি। সে আমাকে একটা চাকরি দিতে পারে। তার কাছে একটা চাকরি দেওয়া কোনো ঘটনাই না। জাবেদ আহেব এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। আমাকে যে পাঠিয়েছে, সে বলেছে নিশ্চিন্তে থাক চাকরি হয়ে যাবে। রেফারেন্স দাতা বলেছেন, জাবেদ সাহেবের সাথে দেখা করে আমার নাম বললেই চাকরি হয়ে যাবে। আমি যা বলার বলে দিয়েছি ফোনে। আমি সকাল এগারোটা থেকে বসে আছি। কিন্তু জাবেদ সাহেব আমাকে ডাকেন না। তিনি নাকি মিটিং এ ব্যস্ত আছে। আমি অভিজ্ঞ লোক। এরকম অভিজ্ঞতা আমার অনেক আছে। এখন আর বিরক্ত লাগে না। বরং আনন্দ পাই। অফিসে লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে। সবাই ক্যান্টিনে চলে গেছে। রিসিপশনের মেয়েটি ক্যান্টিনে খায় না। সে বাসা থেকে খাবার নিয়ে আসে। 
শাহেদের কাছে সব সময় অদ্ভুত সব গল্প শুনি। 
একেকদিন সে একেকটা বিষয় নিয়ে গল্প বলে। আজ শুরু করেছে শুধু অফিসের গল্প। শাহেদ বলল, ব্যাংকের চাকরিতে মজা বেশি। এগারোটা বাজলেই পিয়ন এসে নাস্তা দিয়ে যায়। বেশ ভালো নাস্তা। আবার বিকেলে তিনটার পর আবার নাস্তা। আর সারাদিন যত ইচ্ছা চা-কফি খাও, কোনো বাধা-নিষেধ নেই। বেতন নিয়েও কোনো ঝামেলা নেই। এছাড়া আছে নানান রকম সুযোগ সুবিধা। বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করে আরাম আছে রে বন্ধু। ছোট প্রতিষ্ঠানে খাটনি বেশি আবার পয়সাও কম। বড় বড় প্রতিষ্ঠানে বাসা থেকে বাস দিয়ে নিয়ে যায়, দিয়ে যায়। বেতন ঠিক এক তারিখে দিয়ে দেয়। এদিকে হাতে গোনা দুই চারটা টিভি চ্যানেল আর পত্রিকা ছাড়া বেশির ভাগ প্রতিষ্ঠানের অবস্থাই ভালো না। তারা বেতনও ঠিক ভাবে দেয় না। তবে মোবাইল কোম্পানী গুলো বেশ ভালো অবস্থা। মাস শেষ হবার আগেই একাউন্টে বেতন ঢুকে যায়। সরকারী চাকরী পেলে ভিন্ন কথা। সরকারী চাকরি তারাই পায় যাদের রাজ কপাল। 
শাহেদ আগে একটা বায়িং হাউজে চাকরি করতো। 
বেশ ভালো চাকরি। অনেক টাকা বেতন পেত। আজকাল চাকরি করতে গেলে- যা যা লাগে তা শাহেদের নেই। একেবারেই নেই। সে তেলবাজি করতে পারে না,  মিথ্যা বলতে পারে না, কথায় কথায় জ্বী বস- জ্বী বস করতে পারে না, ঢেউয়ের সাথে তাল মিলিয়ে চলতে পারে না, সবচেয়ে বড় কথা সৎ মানুষ এ যুগে পুরোপুরি অচল। এযুগ হলো ভন্ডদের যুগ। শাহেদের জন্য আমার খুব মায়া হয়। অথচ তার জন্য আমি কিছুই করতে পারছি না। একটা ঘটনা বললে শাহেদের চরিত্রটা পরিস্কার বুঝা যাবে। একবার শাহেদ বাস থেকে নামার পর, তার মনে পড়লো বাসের ভাড়া দেওয়া হয়নি। ভাড়া বেশি না, মাত্র দশ টাকা। সকালবেলা অফিস না গিয়ে শাহেদ রাস্তার মোড়ে দাঁড়িয়ে রইল। তার ইচ্ছা বাসটা এই পথ দিয়ে ফেরার সময় এই দিক দিয়েই যাবে। তখন বাসের ভাড়া পরিশোধ করা যাবে। সেই বাস মগবাজার হয়ে গাজীপুর গিয়েছে। গাজীপুর থেকে মগবাজার এসেছে তখন শাহেদ বাসের ভাড়া ফেরত দিয়েছে। প্রায় সাড়ে পাঁচ ঘন্টা শাহেদ বাসের জন্য দাড়িয়েছিল রাস্তায়। 
 
০৮ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৭:৫১
রাজীব নুর বলেছেন: ঠিক আছে।
২| 
০৭ ই জানুয়ারি, ২০১৯  রাত ১১:১৭
মাহমুদুর রহমান বলেছেন: শাহেদ চরিত্রটা বেশীরভাগ ক্ষেত্রেই দুঃখী হয়ে থাকে।আমারও পড়তে বেশ আরাম লাগে। 
গল্পটা সবসময়ের মত সুন্দর হয়েছে।
 
০৮ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৭:৫২
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ রহমান সাহেব। 
ভালো থাকুন।
৩| 
০৭ ই জানুয়ারি, ২০১৯  রাত ১১:২৩
নীল আকাশ বলেছেন: শুভ রাত্রী,
এত সহজ করে চমৎকার একটা মানুষের কথা বলেছেন যে, আমি শাহেদ কে নিয় মুগ্ধ। এই দেশে দিন দিন মানুষের সংখ্যা কমে যাচ্ছে আর পশুর সংখ্যা বেড়ে যাচ্ছে। শাহেদ যদি সত্যিকারের একজন মানুষ হয়ে থাকেন তবে তাকে আমার সালাম পৌঁছে দিবেন। এই সব মানুষকে সালাম দেয়াও সম্মানের কাজ। 
ধন্যবাদ।
 
০৮ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৭:৫২
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
সালাম পৌঁছে দিব।
৪| 
০৭ ই জানুয়ারি, ২০১৯  রাত ১১:৩২
ফেনা বলেছেন: এমন শাহেদ এখন আর আমাদের সমাজে নেই। এইটা বলতে পারেন বিলুপ্ত হয়ে যাওয়া এক চরিত্র।
 
০৮ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৭:৫৩
রাজীব নুর বলেছেন: না, আছে। আছে।
৫| 
০৭ ই জানুয়ারি, ২০১৯  রাত ১১:৫১
পদাতিক চৌধুরি বলেছেন: শাহেদের জন্য শুভকামনা রইলো।
অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় ছোটভাইকে।
 
০৮ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৭:৫৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।
বেশ কয়েকদিন আপনাকে দেখিনি।
৬| 
০৭ ই জানুয়ারি, ২০১৯  রাত ১১:৫৩
সনেট কবি বলেছেন: অবশেষে আপনিও একটা চরিত্র নির্মাণ করতে পারলেন। শুভ কামনা রইলো।
 
০৮ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৭:৫৪
রাজীব নুর বলেছেন: চাচা দোয়া করবেন।
৭| 
০৮ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৭:১০
জুনায়েদ বি রাহমান বলেছেন: শাহেদ চরিত্রটা পছন্দ হয়েছে।
মা চাচার চাহিদা আর বোধহয় ফুরাবে না।
 
০৮ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৭:৫৫
রাজীব নুর বলেছেন: শাহেদ অব্যহত থাকবে।
৮| 
০৮ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৭:৩১
এম এ কাশেম বলেছেন: বাস্তব চিত্র।
ভাল লেগেছে।
 
০৮ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৭:৫৫
রাজীব নুর বলেছেন: ইয়েস। বাস্তব।
৯| 
০৮ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৭:৫০
ল বলেছেন: শাহেদ আপনার ছায়ার মতো --
এই রাজীব নুরকে আমরা চাই --- দারুণ স্বপ্নবাজ তরুণ। +++
 
০৮ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৭:৫৬
রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
ইনশাল্লাহ।
১০| 
০৮ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৮:০০
নজসু বলেছেন: 
(১) পৃথিবীতে  শাহেদের মতো সৎ ও ভালো লোকদের দুর্ভোগ থাকে বেশি। এটা আমার কাছে এক আশ্চর্যের বিষয়। 
(২) জাবেদ সাহেবদের ভিতরে যদি মানবিকতা থাকতো তাহলে শাহেদদের মতো যুবকদের ভালো মানুষদের মূল্যাণ হতো। 
(৩)  রাজ কপাল সবার হয়না। তবে, শাহেদের মতো ভালো মানুষদেরও একটা গতি হয়। আনন্দিত হয় জীবন। 
(৪) শাহেদের জন্য শুভকামনা।
 
০৮ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১:৪০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
১১| 
০৮ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:৫৪
সোহানী বলেছেন: এ দেশ শাহেদদের জন্য নয়....। ভালো থাকুন রজিব ভাই....
 
০৮ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১:৪১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।
 
০৮ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১:৪১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।
১২| 
০৮ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:৫৭
বাংলার মেলা বলেছেন: তার সংসার চলছে কি করে? শাহেদের মত অবস্থা আমাদের যে কারোরই হতে পারে - তাই জেনে রাখলাম আর কি!
 
০৮ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১:৪২
রাজীব নুর বলেছেন: অবাক এবং মজার ব্যাপার হলো- আল্লাহর দুনিয়ায় কেউ না খেয়ে থাকে না।
১৩| 
০৮ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:১৬
চাঙ্কু বলেছেন: শাহেদের জন্য শুভকামনা রইলো।
 
০৮ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১:৪২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৪| 
০৮ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ২:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: মাঝ পথেই গল্প শেষ ?
 
০৮ ই জানুয়ারি, ২০১৯  রাত ৮:৪০
রাজীব নুর বলেছেন: হুট করে ঘুম এসে পড়ছিল।
১৫| 
০৮ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:৫৯
নীলপরি বলেছেন: এরকম মানুষ , অল্প হলেও সমাজে আছে ।  
ভালো লিখেছেন । 
শুভকামনা
 
০৮ ই জানুয়ারি, ২০১৯  রাত ৮:৪১
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ পরী।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৯  রাত ১১:১০
হাবিব বলেছেন: শাহেদের জন্য শুভকামনা রইলো...........