নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
গতকাল রাত তিনটার ঘটনা।
আমি গভীর ঘুমে কিন্তু হুট করে ঘুম ভেঙ্গে গেল। কোনো স্বপ্ন দেখে ঘুম ভাঙ্গল কিনা জানি না। নিঃশ্বাস নিতে পারছিলাম না। মনে হচ্ছে কে যেন আমার গলা টিপে ধরে রেখেছে। আমি খুব ছটফট করছি। অথচ সুরভি আমার পাশে শোয়া- কিন্তু আমি তাকে ডাকছি না। তাকে ডাকলেই সে আমাকে দেখে ভয় পেয়ে যাবে হয়তো! কান্নাকাটি শুরু করবে। মনে হচ্ছে আমি মরে যাচ্ছি। সময় শেষ। এত তাড়াতাড়ি! আমি নড়াচড়া করতে পারছি না। পুরো শরীর অসাড়। মনে মনে ভাবছি মৃত্যুর আগে সুরভিকে কিছু বলে যাওয়া দরকার। খুব কষ্ট হচ্ছে! খুব যন্ত্রনা! বুকের ভেতর যে কেমন করছে- বলে বুঝাতে পারবো না।
ব্যাপারটা যদি এমন হতো- আমি ঠিক আছি।
যা ঘটছে তা স্বপ্নে ঘটছে। আমি দুঃস্বপ্ন দেখছি। না এটা দুঃস্বপ্ন নয়। কারন মোবাইলে আমি সময় দেখলাম রাত তিনটা। মনে হচ্ছে আমি স্ট্রোক করেছি। কয়েক মাস আগে আমার এক বন্ধু সৌদিতে রাত তিনটায় স্ট্রোক করে মারা যায়। আমিও কি এখন মরে যাচ্ছি? নিজেকে নিজে বুঝাচ্ছি- না তোমার কিছু হয়নি। পেটে গ্যাস জমেছে। সেই গ্যাস গলার দিকে কিক মারছে। তাই বমি বমি ভাব হচ্ছে। রাতে ঘুমের আগে একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেলে এই সমস্যা হতো না। হে আল্লাহ তাই যেন হয়। স্ট্রোক যেন না করি। আমি মরে গেলে বউ বাচ্চাকে দেখবে? আমার তো ব্যাংক ব্যালেন্স কিচ্ছু নেই।
সব মিলিয়ে দশ মিনিট হবে।
কিন্তু আমার কাছে মনে হলো যেন অনন্তকাল ধরে আমি কোমায় চলে গিয়েছিলাম। যাই হোক, দশ মিনিট পর ওয়াশ রুমে গেলাম। নিঃশ্বাস বেশ স্বাভাবিক হয়ে আসছে। আমি এক গ্লাস পানি খেয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালাম। এখনও আকাশ ফর্সা হতে শুরু করেনি। জানালার পর্দা সরিয়ে দেখলাম পরী আর সুরভি দু'জনেই বাম গালের উপর, বাম হাত রেখে, বাম পাশ ফিরে ঘুমাচ্ছে। বুঝাই যাচ্ছে বেশ আরামের ঘুম দিচ্ছে। এক কাপ চা খেতে পারলে ভালো লাগতো। সুরভিকে বললে সাথে সাথে চা করে দিবে। অবস্বাদ ভাবটা কাটানোর জন্য সিগারেট খেতে ইচ্ছা করছে। কিন্তু বেশ কিছু দিন ধরে সিগারেট খাচ্ছি না। দূরে কোথাও কুকুর ঘেউ ঘেউ করছে। এখন আর বিছানায় যাবো না। আকাশ ফর্সা হলে ছাদে যাবো।
যদি সত্যি সত্যি মরেই যেতাম!
সামুর কেউই জানতো না। কেউ হয়তো খোঁজও করতো না। তাছাড়া আমি তো বিখ্যাত কেউ না। কোনো টিভি চ্যানেল বা পত্রিকায় আসতো না আমার মৃত্যুর খবর। তবে মৃত্যু আমাকে দেখা দিয়ে গেছে। আমার বাড়ি চিনে গেছে। সে আবার আসবে। আসবেই। সে আমাকে না নিয়ে ছাড়বে না। অন্তত আমার তাই-ই মনে হচ্ছে। তবে আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। অনেক কাজ বাকি আছে। চল্লিশ বছরও এখনও হয়নি আমার। মৃত্যু বড় অদ্ভুর জিনিস! সে কোনো কিছুর পরোয়া করে না। তার কাছে ধনী গরীব নেই। হুট করে চলে আসবে একদিন, তারপর চিলের মতোন ছো মেরে নিয়ে যাবে।
তোমার সময় শেষ। সময় শেষ।
খুব ক্লান্ত লাগছিল। বিছানায় মাথা রাখলাম। সাথে সাথে ঘুমিয়ে পড়লাম। গভীর ঘুম। স্বপ্ন শুরু হলো। আমি একটা হাতিটার পিঠে উঠে বসলাম। হাতিটা চলতে শুরু করলো।
হাতির পিঠে চড়ে কিছুক্ষনের মধ্যেই একটা জঙ্গলে চলে এলাম। চারিদিক গাঢ় সবুজ। নানান রকম গাছপালা। প্রতিটা গাছ আমার অচেনা। গাছের পাতা গুলো অনেক বড় বড়। অসংখ্য নাম না জানা ফল আর ফুল। আকাশে বিশাল একটা চাঁদ। চাঁদ কি এত বড় হয়! চারিদিকে চাঁদের তীব্র স্বচ্ছ আলো। চাঁদের আলোতে খেলা করছে খরগোশ আর কাঠবিড়ালি। আর তিনটা ময়ূর খুব নাচছে। জায়গা খুব সুন্দর। আমি মনে মনে ভাবলাম- সুরভিকে এখানে নিয়ে আসবো একদিন। হঠাৎ বিকট শব্দ শুনতে পেলাম। জঙ্গলের ভেতর থেকে একলোক ছুটে এলো আমার সামনে। বলল, আপনার একটা চিঠি এসেছে। লোকটাকে ভালো করে লক্ষ্য করে দেখলাম, সে ইমাম সাহেবদের মতো আচকান পড়েছে।
আমি বললাম- আপনি কি পোষ্টম্যান?
হ্যাঁ। এই নিন আপনার চিঠি। আমার আরও চিঠি বিলাতে হবে। যাই।
খামের চিঠিটা হাতে নিয়ে দেখি, খামের মুখটা খোলা। চিঠিটা বের করে দেখলাম। চিঠিতে কিছু লেখা নেই। পুরোটাই সাদা। আমার খুব রাগ হলো। আমি চিঠিটা কুঁচিকুঁচি করে ছিঁড়ে ফেলাম।
১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৭
সূচরিতা সেন বলেছেন: সুন্দর ডায়েরী।
১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৪
রাজীব নুর বলেছেন: কিন্তু রাতে বেশ ভয় পেয়েছিলাম।
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০১
মনিরা সুলতানা বলেছেন: ভালো লিখেছেন ডায়েরি।
১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৫
রাজীব নুর বলেছেন: যা ঘটেছে তাই লিখেছি।
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৪
সাত সাগরের মাঝি ২ বলেছেন: সুন্দর ও সাবলীল লেখা
১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৫
রাজীব নুর বলেছেন: কিন্তু রাতে অই সময়টায় কি যে কষ্ট!
৫| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৭
এম.এ.জি তালুকদার বলেছেন: খুব সুন্দর লেখনি। অসংখ্য ধন্যবাদ
১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৬
রাজীব নুর বলেছেন: মরে গেলে লেখনী দিয়ে করবো?
৬| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৭
এস এম মামুন অর রশীদ বলেছেন: আপনার সুন্দর সুন্দর পোস্টগুলো নিয়ে বই লিখুন। প্রতি পোস্টে দুই পৃষ্ঠা: বামে আপনার বদনখানি, ডানে আপনার লেখনি।
১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৭| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৫
হাবিব বলেছেন: আপনার লেখা সব সময় ভালো লাগে রাজিব ভাই
১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৭
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৮| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৫
সেলিম আনোয়ার বলেছেন: আমার আবার ঘুম আসেনা.......
১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৮
রাজীব নুর বলেছেন: কিছু ঘুম তো আসে। তা না হলে বেঁচে আছেন কেমন করে?
৯| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪৭
ল বলেছেন: হিরো
১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৮
রাজীব নুর বলেছেন: সারা জীবন হিরো হতেই চেয়ে ছিলাম।
১০| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫০
ভুয়া মফিজ বলেছেন: আপনার এই লেখা যদি সত্য ঘটনা হয়ে থাকে তাহলে যতো দ্রুত সম্ভব একটা ইটিটি (Exercise Tolerance Test, এটা ইলেক্ট্রোকার্ডিওগ্রাম বা ECG এর আপগ্রেডেড ভার্সান) করে ফেলুন। বেশীরভাগ হার্ট এ্যাটাক বা স্ট্রোক, মাইল্ড কিংবা সিভিয়ার, ভোরের দিকেই হয় এবং বেশীর ভাগ মানুষই এটাকে গ্যাস্ট্রিকের সমস্যা মনে করে অবহেলা করে।
মৃত্যু একটা অনিবার্য ঘটনা, তবে যতোদিন বাচবেন, সুস্থ্যভাবে বাচুন।
১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৯
রাজীব নুর বলেছেন: ঘটনা ১০০% সত্য।
শুধু শুধু মিথ্যা কেন লিখব?
আমি ডাক্তারের কাছে যাই না।
১১| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:২৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: শুভকামনা রাজীব ভাই।
শরীরের যন্ত নিয়েন।
১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫০
রাজীব নুর বলেছেন: যত্নটাই নেওয়া হয় না।
১২| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:৩৪
চাঁদগাজী বলেছেন:
চিঠিটাকে ঠান্ডা পানি ভেজানোর দরকার ছিলো, ওখানে সাদাকালিতে একটা ফোন নম্বর ছিলো।
১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫১
রাজীব নুর বলেছেন: মন্তব্যটা বুঝতে পারছি না।
১৩| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:৪৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গায়েবী পত্র
অনেক তথ্য ছিল,
আপনি সঠিক সময় মিস করেছেন ।
১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫২
রাজীব নুর বলেছেন: আপনি কি চাঁদ গাজীর মন্তব্যের উত্তর দিয়েছেন?
১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫২
রাজীব নুর বলেছেন: আপনি কি চাঁদ গাজীর মন্তব্যের উত্তর দিয়েছেন?
১৪| ১৩ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৩০
মেহেদী হাসান হাসিব বলেছেন: যমদূত আসছে শীঘ্রই
১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫২
রাজীব নুর বলেছেন: আহারে---
আপনাদের রেখে চলে যাবো, ভাবতেই কষ্ট হয়।
১৫| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩০
উম্মু আবদুল্লাহ বলেছেন: নামাজ রোজা করে ঈমান পাকাপোক্ত করুন। সবাইকে একদিন পৃথিবী থেকে বিদায় নিতে হবে।
১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২২
রাজীব নুর বলেছেন: পাপ তো খুব বেশী করি নাই।
অল্প পাপ করছি।
১৬| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০৩
ঋতো আহমেদ বলেছেন: বোবায় ধরছিলো। অনেকেরই এমন হয়। দুশ্চিন্তার কিছু নেই। যাই হোক নূর ভাই-
গাজী আংকেলের মন্তব্যটাই best.
১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৩
রাজীব নুর বলেছেন: না বোবায় ধরে নাই।
১৭| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
যাক, অবশেষে দুঃস্বপ্নটাকে চই করে ফেললেন।
রাজীব ভাই, একটা কথা খুবই খারাপ লাগলো!
'কেউ হয়তো খোঁজই করতো না!" কথাটা মানক্তে পারলাম না! দাঁড়ান দেখাচ্ছি মজা।
আপনারে নিয়ে একটা ফাজলামি পোস্ট দিমু! শুনেন, এখনো সময় আছে, মামলাটা তুলে নেন
আর শুভকামনা আপনার জন্য।
১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৪
রাজীব নুর বলেছেন: আপনার পোষ্টের অপেক্ষায়।
১৮| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৮
সোহানী বলেছেন: চাঁদগাজী বলেছেন: চিঠিটাকে ঠান্ডা পানি ভেজানোর দরকার ছিলো, ওখানে সাদাকালিতে একটা ফোন নম্বর ছিলো।
লেখক বলেছেন: মন্তব্যটা বুঝতে পারছি না।
আরে রাজিব ভাই, ওটা খুব সহজ টেকনিক ইনভিজিবল লিখা পড়ার। আমার বাচ্চারা প্রায় এটা করে। কাগজে যদি লেবু, দুধ বা অন্য ঘনত্বের কিছু দিয়ে লিখেন তারপর শুকান সেটাতে কিছুই দেখা যায় না। হয় ভেজালে বা আলোর বিপরিতে ধরলে তা বোঝা যায়।
আর স্বপ্ন আপনার সারাদিনের চিন্তা ভাবনার রিফ্লেকশান। টেনশান কম করার চেস্টা করবেন, যদিও তা অনেক কঠিন কাজ!
১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।
১৯| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৪
আর্কিওপটেরিক্স বলেছেন: ডায়েরি ভালো লেগেছে
গাজীসাবের চোখ সেই
১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৭
রাজীব নুর বলেছেন: উনি অভিজ্ঞ লোক।
২০| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৫
পদাতিক চৌধুরি বলেছেন: গভীর রাতে গ্যাস্ট্রিক বা এই জাতীয় কোন সমস্যা থেকে ভয়ানক কোন দুর্ঘটনা অনেকেরই হয়ে থাকে। যে কারণে ভাইয়ের এই খবরে অত্যন্ত কষ্ট পেলাম যাই হোক গ্যাসের ট্যাবলেট বা ওষুধ বাড়িতে সর্বেক্ষণ রাখাটা জরুরী।
রাতের পরবর্তী অংশের স্বপ্ন টিকে দেখে গৌতম বুদ্ধের মায়ের স্বপ্নে শ্বেত হস্তি দর্শন এর কথাটি মনে পড়ল। তবে পার্থক্যটা হলো ভাইয়ের অবশ্য হাতির পিঠে চললেও পোস্টম্যানের কাছে কি সাদা খাম মাত্র। সুন্দর ডায়েরি লিখন চলতে থাকুক...
শুভকামনা ও ভালোবাসার প্রিয় ছোট ভাইকে।
১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৮
রাজীব নুর বলেছেন: দাদা অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
২১| ১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৭
নজসু বলেছেন:
এটাকে আমরা গ্রাম এলাকায় বোবা ধরা বলি।
ঘুমের ভিতর ওটাকেই সত্যি বলে মনে হয়।
যখন জাগনা পাই তখন পরিপূর্ণ একটা তৃপ্তিতে মন ভরে যায়।
১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৯
রাজীব নুর বলেছেন: না বোবায় ধরেনি।
আমার গ্যাস্ট্রিক থেকেই এই সমস্যার সুত্রপাত।
২২| ১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৯
ইসিয়াক বলেছেন: রাজীব ভায়ের আয়ু হোক আরো শত বর্ষ
জীবন ভরে বয়ে যাক সুখ আনন্দ হর্ষ
১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৩
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
ভালো থাকুন।
২৩| ১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৪
মাহমুদুর রহমান বলেছেন: চিল দিয়ে মৃত্যুর উদাহরণটা খুব ভালো লাগলো।উচিত কাজ তার আগেই অনন্ত জীবনের জন্য প্রস্তুতি নেয়া।
১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৬
রাজীব নুর বলেছেন: দোয়া করবেন।
২৪| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রাজীব ভাই দুঃস্বপ্ন হয়েই থাক গতকালের ঘটনা!
আমরা এত সকালে আপনাকে হারাতে চাইনা।
সুরভী ভাবীর ভালোবাসা নিয়ে বেচেঁ থাকুন আরো,
অনেক বছর।
তবে হ্যা বাড়িটা আমাদের চিনিয়ে দিন!
ভাবীর হাতের সুস্বাদূ খাবার আর আপনার
আন্তরিক আতিথিয়তায় মুগ্ধ হই আর মৃত্যুর পরে
কেউ না কেউ যেন খবরটা সামুকে জানাতে পারে।
অন্তত আপনান গুরু যেন জানতে পায়। তার শরীর এখন কেমন?
বেশী নড়াচড়া করতে দেখছিনাযে!!
১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৫
রাজীব নুর বলেছেন: আমার ওস্তাদ ভালো আছেন। তবে চোখে সাময়িক বেশি সমসয়া দেখা দিয়েছে। ঠিক হয়ে যাবে।
আমার মনে হয় আমি মরতে মরতে কুড়ি বছর লাগবে।
আপনাকে আমার বাসায় নিয়ে আসবো। সুরভির রান্না খাওয়াবো।
২৫| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩০
শিখা রহমান বলেছেন: আজকের ডিজিটাল ডায়েরী ভালো লেগেছে।
শুভকামনা। ভালো থাকুন, সুস্থ থাকুন।
১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।
২৬| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৭
সাইন বোর্ড বলেছেন: মৃত্যু চিন্তা সৃষ্টিশীল মানুষকে আরো বেশি সৃষ্টিশীল করে তোলে ।
১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪
রাজীব নুর বলেছেন: একটা দামী কথা বলেছেন।
২৭| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২২
আরোগ্য বলেছেন: আল্লাহ ভরসা। কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হয়।
১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬
রাজীব নুর বলেছেন: কোথাও পাখির শব্দ শুনি;
কোনো দিকে সমুদ্রের সুর;
২৮| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসম্ভব সুন্দর লিখেছেন ভাই, পুরোটাই পড়েছি, কোথাও ছাড়তে ইচ্ছে হলো না!
আপনার জন্য শুভ হোক পৃথিবীর প্রতিটি মুহূর্ত, সুখসমৃদ্ধি আর সুস্থ্যতায় ঘিরে থাকুক আপনার চারিপাশ।
ভালোবাসা জানবেন ভাই সবসময়।
১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭
রাজীব নুর বলেছেন: দুঃখের কথা বারবার বললে দুঃখ কমে, সুখের কথা বারবার বললে সুখ বাড়ে- এই জন্য সুখ-দুঃখের কথা বারবার বলতে হয় ।
২৯| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২২
নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ।
শুভকামনা
১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮
রাজীব নুর বলেছেন: যা ঘটেছে তাই ই লিখেছি।
৩০| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২০
তারেক ফাহিম বলেছেন: রাজীব ভাই,
আমার বাবাকে প্রায় বোবা ধরে, বলতে পারেন প্রতি সপ্তাহে ৩ বার
আম্মু পাশে না থাকলে মনে হয় প্রতি রাতেই ধরতো। আমাকেও এ নিয়ে প্রায় ৩-৪ বার ধরেছে। অনুভুতিটা মনে হয় মৃত্যুর আগ মুহুর্ত।
অর যদি অন্য কোন কারনে হয়ে থাকলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
এত তাড়াতাড়ি ভাইকে হারাতে চাই না।
ভালো থাকবেন সর্বদায়।
১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:২৯
রাজীব নুর বলেছেন: না এটা বোবায় ধরা না।
গ্যাস্ট্রিক থেকে এই সমস্যা।
৩১| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৮
কাওসার চৌধুরী বলেছেন:
বাহ!! রাজীব ভাই। এত চমৎকার বিষয়গুলো কেমনে পান; স্বপন তো স্বপনই। +++
১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩০
রাজীব নুর বলেছেন: কাওসার ভাই। আমার বড় ভাই- ইদানিং ব্লগে আপনাকে কম দেখি কেন?
৩২| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৬
অপু দ্যা গ্রেট বলেছেন:
ভাই সুস্থ থাকুন । আমাদের ভাল ভাল ছবি আর লেখা দিন ।
আমিও একদিন আপনার বাড়ি চিনে আসব ।
১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৪
রাজীব নুর বলেছেন: অবশ্যই আসবেন।
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৭
ডার্ক ম্যান বলেছেন: আপনার মত অতি সাধারণ জীবন পেলে খুব ভাল হত । মাঝে মধ্যে আপনার সংসার জীবনের গল্প খুব ভাল লাগে ।