নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ফেসবুকে বাংলা সিনেমার একটা ছোট্র ভিডিও ক্লিপ দেখলাম।
ভিডিও ক্লিপটি দেখে আমি মুগ্ধ! প্রচন্ড মেজাজ খারাপ ছিল, ভিডিওটি দেখে মেজাজ স্বচ্ছ দীঘির পানির মতো ঠান্ডা হয়েছে। বাংলা সিনেমাতে সেইরকম বিনোদন আছে। তাই আজও মানুষ সিনেমা দেখে। যাই হোক আজাইরা বকবক না করে ভিডিওতে যা দেখলাম- তাই বলি। যাহা বলিব সইত্য বলিব।
নায়ক শাকিব খান এফডিসিত ভেতরে এক গলির মধ্যে দিয়ে রিকশা চালিয়ে আসতে থাকেন। একেবারে নতুন রিকশা। রিকশায় কোনো যাত্রী ছিল না। শাকিব খান আপন মনে রিকশা চালাচ্ছিল। তার চুল পরিপাটি করে আচড়ানো। ঠিক উলটো দিক থেকে নায়িকা সাহারা গাড়ি চালিয়ে আসছিল। মনে হয় নায়িকার খুব তাড়া ছিল। সে দ্রুত গাড়ি চালাচ্ছিল। সময় তখন মধ্যদুপুর। নায়িকা সাহারা শাকিব খানের রিকশায় ধাক্কা দেন। শাকিব রিকশা সহ ছিটকে পরে। রিকশা কাত হয়ে যায়। তবে রিকশা চালক শাকিব আল্লাহর রহমতে কোনো ব্যাথা পায়নি।
একসিডেন্ট করেও নায়িকা সাহারা গাড়ি থামায়নি।
শাকিবের বেজায় রাগ হলো। কিন্তু সে লুঙ্গি পড়ে দৌড় দিতে পারবে না। বিশাল বিপদ। হঠাত শাকিব দেখতে পায় রাস্তার পাশে একটা বাইক দাঁড় করানো। সে বাইক চালিয়ে নায়িকা সাহার গাড়ি ধাওয়া করে। তার গলায় লাল গামছা। বেশ কিছুক্ষন চলতে থাকে ধাওয়া। একসময় নায়িকা রেডিশন হোটেলে ভেতরে ঢুকে যায়। নায়িকা একটা পিংক কালারের জামা পড়া। কোনো ওড়না নেই। নায়িকা হোটেলের ভিতরে প্রবেশ প্রচন্ড করে অবাক হয়ে যায়। ১৫/২০ জন্য তার জন্য কেক নিয়ে অপেক্ষা করছে। আজ তার জন্মদিন। আর এই জন্মদিনের কেক অনেক টাকা দিয়ে ক্রয় করেছে ভিলেন মিশা সওদাগত।
কেক কাটার আগে মিশা সওদাগর নায়িকা সাহারা খাতুনকে একটা বিশাল ফুলের তোরা উপহার দেয়। যাই হোক, নায়িকা কেট কাটার ঠিক এক সেকেন্ড আগে রিকশা চালক শাকিব খানের আগমন ঘটে। সে এসেই নায়িকার হাত ধরে। আরেক হাতে পুরান ঢাকার লোকদের মতো লুঙ্গি ধরা। শাকিব বলে- আমার রিকশা ভাইঙ্গা এইখানে কেক কাটতাছেন! চলেন আমার সাথে- বলেই শাকিব মানে রিকশাচালক আবার নায়িকা সাহার হাত ধরে টান দেয়। তখন সাহারা বলে- তোর মতো রিকশাওয়ালা ময়লা হাত দিয়ে আমাকে স্পর্শ করার সাহস কি করে হলো? এই সময় মিশা সওদাগর চেতে যায়। প্রচন্ড চেতে (রেগে) গিয়ে বলে ওই রিকশাওয়ালা তুই কই নিয়ে যাবি ললিতাকে (নায়িকার নাম)। তখন রিকশাওয়ালা শাকিব বলে- ওকে নিয়ে যাবো মানূষের দুঃখ-কষ্ট দেখাত-বুঝাতে। তখনও শাকিব একহাতে লুঙ্গি ধরে থাকে পুরান ঢাকার লোকদের মতোন।
ঠিক এই পর্যায়ে মিশা সওদাগর কোটের পকেট থেকে পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল বের করে শাকিবের মুখের উপর ছুড়ে মারে আর বলে- কত টাকা খরচ লাগবে তোর রিকশা ঠিক করতে। এই নে ৫০ হাজার টাকা। তখন নায়িকা ডায়লগ দেয়, এই ৫০ হাজারে যদি পেট না ভরে তাহলে বাইরে অপেক্ষা কর। অনুষ্ঠান শেষ হলে অনেক খাবার বেঁচে যাবে। বেঁচে যাওয়া দামী খাবার তোকে দিয়ে দিব। শাকিব রেগে গিয়ে বলে- আজ আমরা গরীব বলে তোদের জুটা খাবার খাবো? তখন সাহারা বলে, এটো খাবার হলেও, এই খাবারের দাম জানিস? হাজার টাকা!
মিশা সওদাগর শাকিবের দিকে তাকিয়ে ইংরেজীতে বলে আউট, গেট আউট। শাকিব বলে যামু, তয় ওরে (সাহারা) নিয়া যামু। সাহারাকে টেনে নিয়ে যাওয়ার সময় মিশার লোকজন শাকিবকে এটাক করে। শাকিবের এক হাত নায়িকাকে ধরা অন্যহাত লুঙ্গি ধরা। লুঙ্গি ছেড়ে শাকিব মিশার লোকদের এক হাতে মারতে মারতে রেডিশন হোটেল থেকে বের হয়ে যায়- নায়িকাকে নিয়ে।
১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৯
রাজীব নুর বলেছেন: ফেসবুক থেকে ব্লগে লিংক দিতে পারি না।
২| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০১
মুচি বলেছেন: What is Radisson Hotel???? আমি আজও জানলাম না !!!
১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫০
রাজীব নুর বলেছেন: Radisson is an international hotel company and a subsidiary of the Radisson Hotel Group. It operates the brands Radisson, Radisson Blu, Radisson Red, Country Inns and Suites by Radisson and Park Inn by Radisson with more than 990 locations in 73 countries.
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৩
সুদীপ কুমার বলেছেন: লা জবাব।
১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫০
রাজীব নুর বলেছেন: হুম।
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:১২
হাসান কালবৈশাখী বলেছেন:
এক হাত নায়িকাকে ধরা অন্যহাত লুঙ্গি ধরা। লুঙ্গি ছেড়ে শাকিব মিশার লোকদের এক হাতে মারতে মারতে রেডিশন হোটেল থেকে বের হয়ে যায়- নায়িকাকে নিয়ে।
পরে লুঙ্গি টার কি হল?
১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫১
রাজীব নুর বলেছেন: এটা জানতে হলে ভিডীও ক্লিপটি দেখতে হবে।
৫| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:৫০
রোকসানা লেইস বলেছেন: বেশ বিনোদন
১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫১
রাজীব নুর বলেছেন: জ্বী।
১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫১
রাজীব নুর বলেছেন: জ্বী।
৬| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:১৪
সোহানী বলেছেন: হাহাহাহাহাহাহা.............. বিনোদিত হলাম!
১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ।
১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ।
৭| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:৫১
ভুয়া মফিজ বলেছেন: ব্যাফক বিনুদুন।
শাকিব লুঙ্গি ছেড়ে দেয়ার পর কোন দুর্ঘটনা ঘটে নাই তো!!
১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৩
রাজীব নুর বলেছেন: ভিডিওটি দেখলে বাকিটা বুঝতে পারতেন সহজে।
৮| ১৬ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৩৫
স্বপ্নীল ফিরোজ বলেছেন:
অসাধারণ সিমেনা। আমি কাহিনী পড়ে বিমুগ্ধ। মন চাচ্ছে- উনার মতো রিক্সাঅলা হয়ে হোটেলে গিয়ে কোন একটা ঘটনা ঘটাইয়ে ফেলি।
সুন্দর পোস্ট।
১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৩
রাজীব নুর বলেছেন: বাস্তবে এরকম সম্ভব না।
৯| ১৬ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৫৭
পাকাচুল বলেছেন: মজা পেলাম। কাহিনী চমৎকার।
১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।এখানে আমি ৬ মিনিটের ঘটনা বলেছি। পুরো সিনেমা তো বাকি আছে।
১০| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৯
আর. এন. রাজু বলেছেন: হাহাহা । আসলের আনন্দের ।
১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৫
রাজীব নুর বলেছেন: আপনাদের ভিডিওটা দেখাতে পারলে আরও ভালো লাগতো।
১১| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০৬
মোঃ ইকবাল ২৭ বলেছেন: লুঙি পড়ে হোটেলে ঢুকে মেয়ে নিয়ে টানাটানি ওখানে কোন সিকিউরিটি বা পুলিশ ছিল না মনে হয়।হা হা --দেখে ও হয়তো মজা পেতাম না পড়ে যা মজা পেলাম। ভাল লাগল।ধন্যবাদ।
১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৫
রাজীব নুর বলেছেন: বাংলা সিনেমায় সব সম্ভব।
১২| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৫
পবিত্র হোসাইন বলেছেন: ভিডিওটি দেখাও একটা ধৈর্য পরীক্ষা ।
১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৬
রাজীব নুর বলেছেন: না না তা না।
বিনোদন হিসেবে দেখলে আনন্দ পাবেন।
১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৫
হাবিব বলেছেন: পাবো কোথায়??
১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৬
রাজীব নুর বলেছেন: জানি না কোথায় পাবেন।
আমি পেয়েছি ফেসবুকে।
১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৭
বাংলার মেলা বলেছেন: প্রশ্ন হল, মোটরসাইকেলটা নিয়ে। বর্তমানে দেশের যে পরিস্থিতি, তাতে কোন হাতেম তাঈ একটা আস্ত মটরসাইকেল রস্তার পাশে দাঁড় করিয়ে রেখেছিল? আর চাবি ছাড়া সেটা স্টার্ট নিল কি করে? ধরে নিলাম চাবিও ছিল, কিন্তু লুঙ্গি পড়া একটা লোক মোটরবাইক নিয়ে পালাচ্ছে - তাই দেখে আশপাশের লোক কিছু বলল না! কেন? নায়ক শাকিব খান বলে?
ছবিটা নিয়েও প্রশ্ন আছে।
তবে এই কাহিনী দেখে যে কোন রিকশাওয়ালাই গাড়ির ভেতরে বসে থাকা সুন্দরী মেয়েদের দিকে তাকাবে আর আফসোস করবে!
১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৮
রাজীব নুর বলেছেন: বাংলা সিনেমায় এরকম প্রশ্ন করলে পরিচালকগন সিনেমা বানাবেন কিভাবে?
১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হুম, দারুণ বলেছেন, পড়তে পড়তে মনে হলো ছবির দৃশ্য গুলো চোখের সামনে।
আমার ভাই ধনীর দোলালীদের প্রেমকাহিনী দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়, সেজন্য ছবিই দেখা ভুলে গেছি এখন, মনেই হয় না কবে শেষবার সিনেমা দেখেছি! কেন জানি রূপকথার প্রেমে কোন ইন্টারেস্ট লাগেনা বেশিক্ষণ, তারচেয়ে মটোপাতলু অনেক ভালো লাগে, আহ! মটো'র কি জনকল্যাণকর কাজ করার ইচ্ছা! ভালই লাগে আমার।
ভাই তো রিভিউ খুব সুন্দর লেখেন! সিনেমা দেখার স্বাদ জাগতাছে এখন।
১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৯
রাজীব নুর বলেছেন: আফসোস লাগছে ভিডিওটা আপনাদের দেখাতে পারছি না বলে।
১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৭
নীল আকাশ বলেছেন: রাজিব ভাই, এতো দেখি তামিল সিনেমা পর্যন্ত ফেইল! তাজ্জব কান্ড! পরিচালক তো দেখি গুরু মারা শিষ্য! এত কষ্ট করে পুরো গল্পটা লেখার জন্য ধন্যবাদ। ব্যাপক বিনোদন।
১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩০
রাজীব নুর বলেছেন: এই সিনেমার ৬ মিনিটের কাহিনি বলেছি। পুরো সিনেমার গল্প এটা নয়।
১৭| ১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২১
রায়হানুল এফ রাজ বলেছেন: সাধের বাংলা ছবি।
১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩১
রাজীব নুর বলেছেন: বিনোদন।
১৮| ১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৩
নীলপরি বলেছেন: ব্যপক তো ।
১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৮
রাজীব নুর বলেছেন: হুম।
১৯| ১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০১
তেলাপোকা রোমেন বলেছেন: খান সাহেবকে দেখে ইর্ষা হয় কারন আমি এখনো লুংগিটা ঠিকঠাক পরতে পারিনা -_-
১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৮
রাজীব নুর বলেছেন: আমিও পারি না।
২০| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২০
নজসু বলেছেন:
বাংলা ছবির গল্পের গরু গাছে ওঠে ভাই।
১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৯
রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।
২১| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৮
তারেক ফাহিম বলেছেন: খাঁনের ভিডিও আমার ভালোলাগে না ।
১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৯
রাজীব নুর বলেছেন: হুম।
২২| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমাদের দোহারে আগে অনেকগুলো সিনেমা হল ছিল। ১। জয়পাড়া সিনেমা হল ( যেটা পরে জয়পাড়া বাজার পুরান সিনেমা হল হিসাবে খ্যাত ছিল)। ২। অবকাশ সিনেমা হল। ৩। কিছুক্ষণ সিনেমা হল। ৪। কাচারীঘাট ছবি মহল সিনেমা হল ৫। সুন্দর মিয়ার বাজারের সোহাগ সিনেমা হল। এই সব হল সব সময় শোতে হাউজফুল থাকতো। কালক্রমে সব গুলো হলই আজ ডায়নোসরের মতো বিলুপ্ত হয়ে গেছে।
আপনার কাহিনী পড়ে আমাদের দোহারের সিনেমাহলগুলোকে খুব মিস করছি।
বেঁচে থাক বাছারা দোহার বাসীর মনে।
১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১১
রাজীব নুর বলেছেন: আপনি দোহার। আর আমি বিক্রমপুর।
২৩| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩১
ফয়সাল রকি বলেছেন: আমার ধারণা, ক্লিপ দেখে যতটা না মজা পাবার কথা, তারচেয়ে আপনার লেখায় বেশি মজা পাওয়া পেলাম
১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪০
রাজীব নুর বলেছেন: ক্লিপ টা খুজছি পেয়ে গেলে আপনাদের দেখাবো।
২৪| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৬
মোঃ মঈনুদ্দিন বলেছেন: রাজিব ভাই, জবাব নাই।ধন্যবাদ বিনোদন পোস্টের জন্য। গরীব আর ধনীর বিবাদ বিসম্বাদ নিয়েই তো আমাদের এদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি চলে। একই কাহিনী একই ডায়ালগ একই পরিণতি! সত্যিই একেই বলে ছিহঃনেমা!! আর কাহিনী খুঁজে পায় না আমাদের গল্পকার, সিনেমাকারগণ!
১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪১
রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।
২৫| ১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৭
মাহমুদুর রহমান বলেছেন: লুঙ্গী পুরুষের অহংকার।যদিও বাংলা সিনেমা এখন আর দেখি না তার পরও আপনার লিখা পড়ে মনে হলো আমি বাংলা সিনেমাই দেখলাম এতোক্ষন ধরে।সুন্দর উপস্থাপনা।
২৬| ১৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৩
জাহিদ অনিক বলেছেন:
ব্যাপক বিনোদোন। আমি দেখেছি ভিডিওটা। আপনি লিংক দিয়েছেন
১৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৫
রাজীব নুর বলেছেন: গুড।
ভেরি গুড।
২৭| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৩
অপু দ্যা গ্রেট বলেছেন:
বাংলা ছবি তো দেখি ই না
১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০১
রাজীব নুর বলেছেন: আমিও দেখি না।
©somewhere in net ltd.
১| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫২
ল বলেছেন: লিংক টা দেন আমরাও দেখি!!