নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বেকারত্ব মুক্তি পাক

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৯



মতিঝিল কিংবা গুলশানে আমার জন্য চাকরি নেই
দুয়ারে দুয়ারে কত শত অফিসের যে কড়া নাড়ি
মাথা নিচু করে কতজনকে বলেছি চাকরি দরকার
অফিসপাড়া ঘুরে বেড়াতে-বেড়াতে বড্ড ক্লান্ত আজ
নেই ক্ষমতাবান মামা-চাচা অথবা টাকার বান্ডেল
লজ্জায় মরছে যে কত শত শিক্ষিত বেকার রোজ
দেখেও দেখে না তা উন্নয়নের মহাসড়কের সরকার
চাকরি-চাকরি করে কত জুতো হলো ক্ষয়, ক্ষুধার্থ
পথ ঘাট সব চেনা হল- অচেনা ছিল যত, বেদনার্ত
হেঁটে হেঁটে শীতেও কপাল বেয়ে পড়ে ঘাম, হাহাকার
ই-মেইল গুলো সীমাহীন আগ্রহ নিয়ে চেক করি রোজ
অপরিচিত নম্বর থেকে ফোন এলেই বুকের মধ্যে করে
করে ওঠে আনচান, চোখে মুখে হতাশার ছাপ বড় স্পষ্ট
বেকার আমি, ইচ্ছে হয়- হয়ে যাই কাঠ মিস্ত্রির হেল্পার
কি করছেন? কিছুই না। এই উত্তর দিবো কত শত বার?
শুয়োরের বাচ্চারা সব উপভোগ করছে গাড়ি-বাড়ি-নারী
হা হা হা, হে হে হে, হো হো হো- আমি এখনও বেকার!


মন্তব্য ৩৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৮

রাজু আহমেদ তন্ময় বলেছেন: বেকার !! দিন শেষে এখনও বেকার !!

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১১

রাজীব নুর বলেছেন: বেকার থাকার মজাই আলাদা। যা আমি বেশ উপভোগ করছি।
যে ডাকছে তার সাথেই চলে যেতে পারছি। মুভি দেখছি, লিখছি। পড়ছি। আড্ডা দিচ্ছি।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০২

চাঁদগাজী বলেছেন:


আপনি কি কাজ করছেন, নাকি কাজ নেই? কাজ না থাকলে, আপনি ছোটখাট কোন ব্যবসার কথা ভাবেন।

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১২

রাজীব নুর বলেছেন: আপাতত কিছুই করছি না। ব্যবসা আমি পারবো না। ব্যবসা করতে বুদ্ধি লাগে। দুষ্টলোক হতে হয়।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: এই রে! শাহেদের সেই বেকারদশা এখনো গেল না!! ছোটখাটো কোন ব্যবসা দিয়েই তো শুরু করা যেতে পারে। এক্ষেত্রে আমার সাজেশন ব্যাগ কিংবা বিকালে করে ফাস্টফুডের দোকান । তখন এমএ পড়ি। বিকালে মাঝে মাঝে এগ রোল খেতে যেতাম মোড়ের মাথায়। ভ্যানের বডিতে সামনে পিছনে চারটি চাকা খাটিয়ে দুটি ছেলেকে দেখতাম রাস্তার ধারে ঠোটের উপর দাঁড়িয়ে শুধু এগরোল বিক্রি করতে। রোলের মধ্যে শসা পেঁয়াজ বাদামের সঙ্গে আলুর কারি দিয়ে এত সুন্দর করে এগরোল করত ছেলে দুটি যে শহরের নামিদামী রেস্তোরাঁ বাদ দিয়ে লোকজন ঠেলা গাড়ির সামনে ভিড় জমাত। এই ছেলে দুটি শহরে থেকে চাকরি পরীক্ষায় চাকরি না পেয়ে ঠেলাগাড়িতে এগ রোল তৈরি দিয়ে ব্যবসা শুরু করেছিল। যখন মাস্টার্স কমপ্লিট করি তখন ছেলেটি ঠিক একই জায়গায় বিরাট জমি কিনে রেস্তোরাঁ বানাতে পেরেছিল।। অথচ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়েও ওরা কোনো সরকারি বা বেসরকারি চাকরি পায়নি। মেধাটাকে কাজল আগে ছিল ছোট্ট একটি ব্যবসা দিয়ে।


২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৭

রাজীব নুর বলেছেন: কারো কারো জন্মই হয় চাকরী করার জন্য। অন্য কিছু পারে না।

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুধু নিজের নয় হাজার লাখো কোটি বেকারের মনের দু:খ বেরিয়ে এল আপনার কাব্যে!

খুবই দু:সহ বেদনাময় সময়! বেকারত্ব!
দ্রুতই আপনার কর্মসংষ্থানের শুভকামনা রইল

২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৭

রাজীব নুর বলেছেন: এটা আমি হাজারো বেকারের কথা মনে করেই লিখেছি।

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৯

জাহিদ অনিক বলেছেন: শেষ লাইনটা খুব সুন্দর, চমৎকার হয়েছে।
উপহাস কিংবা পরিহাস;
হা হা হা হা হো হো হো হো, আমিও এখন বেকার।

২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৮

রাজীব নুর বলেছেন: হি হি হি---

২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৮

রাজীব নুর বলেছেন: হি হি হি---

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কষ্ট লাগে বেকার থাকতে থাকতে আর পারছিনা মাঝে মাঝে মন চায় বিষ খেয়ে মরি কিন্তু মহাপাপ বলে করেও করি না। |-)

২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৮

রাজীব নুর বলেছেন: দারুন ডায়লগ।

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৭

নূর ইমাম শেখ বাবু বলেছেন: হুম! এত্ত সুন্দর লেখেন, আর বলেন কবিতা লিখতে পারেন না? একটা সমস্যাকে সনাক্ত করে তাকে কাব্যিক রূপ দেবার অসাধারণ চিন্তাশীল ক্ষমতা রয়েছে আপনার। আপনি একদিন অনেক বড় হবেন। অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় নুর ভাই।

২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন। সুস্থ থাকুন।

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১০

নূর ইমাম শেখ বাবু বলেছেন: কবিতা পড়ে কখনো কবির জীবনকে বোঝা যায় না। আন্দাজ করা যায় কিন্তু তা ঠিক নাও হতে পারে। কবি সমাজের আয়না, সে আয়নায় সমাজকে দেখা যায়।

২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৯

রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন।

৯| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪২

মাহমুদুর রহমান বলেছেন: একটি মানুষ চাকুরীজীবী
একটি মানুষ বেকার।
একটি মানুষ মহাসুখে
বুক চিরে হাহাকার!

২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১০

রাজীব নুর বলেছেন: আহা !!!

১০| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫২

প্রামানিক বলেছেন: বেকার জীবন যে কি কষ্টের তা ভুক্তভুগি ছাড়া বোঝানো যাবে না।

২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১০

রাজীব নুর বলেছেন: একদম ঠিক।

১১| ২০ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৪:২৩

বলেছেন: রাজীব ভাই একটা প্রকাশনা খুলে দেন!! পড়া হবে সাথে সম্পাদনা আর টাকা পয়সা যা আসে সময় তো ভালো কাটবে।


কোন সাহায্য করতে পারলে সাথে আছি।

২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১১

রাজীব নুর বলেছেন: আমার মনের মতো একটা কথা বলেছেন।

১২| ২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
রেমিট্যান্স যোদ্ধা হোন! মধ্যপ্রাচ্য কিংবা মালয়েশিয়া চলে যান। দেশের জন্য ভূমিকা রাখুন।
যারা বিদেশে কামলা দেয়া তারা অনেক বড় মাপের মানুষ।
মানুষ হিসাবে আপনার মাপটি নিতে পারেন।

২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৩| ২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০১

জুনাইদ-বিন-কায়েস বলেছেন: বেকারত্বের শেকলে বন্দী বাংলার পা

২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশ কোনো বেকার থাকবে না।

১৪| ২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৬

সাইন বোর্ড বলেছেন: বেকারত্বকে কেউ যদি এনজয় করে তার চাকরি এত সহজে হবেনা, আমার মনে হয় চাকরি না করেও আপনি আর্থিক দিক দিয়ে যথেষ্ট ভাল অবস্থায় আছেন । অবশ্য সেটা শ্বশুর বাড়ির পক্ষ্য থেকেও হতে পারে ।

২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: হা হা হা----
তর্কে যাব না।

১৫| ২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৯

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: তবু মাথা নিচু করে থাকি, চাই চাকরি এবং মন প্রেমিকার।

২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: বেকার সমস্যার সমাধান করবেন শেখ হাসিনা। ইনশাল্লাহ।

১৬| ২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৫

হাবিব বলেছেন: আপনার জন্য দোয়া করি

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৭| ২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩১

তারেক ফাহিম বলেছেন: গোটা বেকারদের নিয়ে লেখা কবিতা।

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫২

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১৮| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:২১

ঠ্যঠা মফিজ বলেছেন: বেষ্ট অফ কষ্ট দায়ক একটা জীবন যা অন্য কেউ বুঝেনা ।যার ব্যথা সেই বুঝে।

২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৮

রাজীব নুর বলেছেন: ঠিক।

১৯| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৪

অপু দ্যা গ্রেট বলেছেন:




ভাই কি বলেন,

ব্যবসা শুরু করেন । আপনি তো দারুন ছবি তোলেন । এই টাকেই প্রোফেশন করে নিন ।

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ অপু ভাই পরামর্শ দেওয়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.