নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৭৬

২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৬



১। আমাদের দেশ মাইকের ব্যবহার খুব বেশি। বাংলাদেশ যদি উন্নত কোন দেশ হতো, তাহলে শব্দ দুষনের জন্য মাইক ব্যবহারকারীদের অবশ্যই জেল জরিমানা হতো।

২। অবিশ্বাস্য হলেও সত্য- আমাদের সমাজে কালো মেয়েদের চাহিদা নেই। রবীন্দ্রনাথ যতই বলুক- 'কালো? তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ-চোখ।' সহজ সরল সত্য কথা হলো- জন্মের পর থেকেই তারা সংসারের বোঝা।
কালো রঙের মেয়েরাও যে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করতে পারে তা আমাদের অনেকেরই অজানা। বিশ্বের উন্নত দেশগুলোতে গায়ের রঙ নিয়ে কেউ মাথা ঘামায় না। ব্যাক্তির গুনই তাদের কাছে মুখ্য বিষয়।

৩। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ জীবনে কিছুই পায়নি।
শিক্ষা, বাসস্থান, খাদ্য, বিনোদন, চিকিৎসা অথবা ভালোবাসা, কিছুই না। জীবনে কিছু না পেয়েই তখন তারা ধর্মটাকে আঁকড়ে ধরে।
আজ একটি কিশোরী মেয়ে আমাকে জানালো সে সারাদিনে ৩০০ ইট ভেঙ্গে ২৪০ টাকা পায়। সারাদিন কাজ করার পর হাত ঠোসা পরে যায়, অবশ লাগে।

৪। "হে মূসা! তোমার ডান হাতে ওটা কি?
মূসা বললেন, 'এটা আমার লাঠি; আমি এতে ভর দিই এবং এর দ্বারা আমি আমার ভেড়া পালের জন্য লতা-পাতা ফেলে থাকি এবং এটা আমার অন্যান্য কাজেও লাগে।'
আল্লাহ বললেন, 'হে মূসা! তুমি ওটা নিক্ষেপ কর।'
অতঃপর সে তা নিক্ষেপ করল, সাথে সাথে তা সাপ হয়ে ছুটাছুটি করতে লাগল।
বাহ !!! সুবাহা্নাল্লাহ !!!অসাধারণ !!!
এরকম যদি আমার একটা লাঠি থাকতো!!

৫। গাড়ি নষ্ট। স্কুল থেকে মেয়েকে নিয়ে রিকশায় করে বাসায় ফিরছি। রাস্তায় সব সময়ের মতো লম্বা জ্যাম। মেয়ে হাত নেড়ে নেড়ে নানান রকম গল্প বলে যাচ্ছে। আমি মন দিয়ে শুনছি। হঠাত পরী বলল, রাস্তায় এত জ্যাম কেন জানো বাবা? কেউ নিয়ম মানতে চায় না। সবার মধ্যে খুব বেশী তাড়াহুড়া। দেখো বাবা, গাড়ি গুলো এক লাইনে থাকছে না। একবার ডানে যাচ্ছে, একবার বামে যাচ্ছে। দেখো, বাইকওয়ালারা ফুটপাতে উঠে যাচ্ছে। প্রত্যেকে অকারনে হর্ন দিচ্ছে। দিয়েই যাচ্ছে। চালকরা যদি নিয়ম মেনে রাস্তায় গাড়ি চালায় তাহলে জ্যাম অনেকখানি কমে যাবে।

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৮

আপেক্ষিক মানুষ বলেছেন: দেশে সাক্ষরতার হার কাগজে-কলমে ৭১ শতাংশ হলেও, নৈতিক শিক্ষায় শিক্ষিত লোকের সংখ্যা ১০ শতাংশ হবে কিনা সন্দেহ। যেদিন নৈতিক শিক্ষায় শিক্ষিতের হার পঞ্চাশের কোঠা পার করবে সেদিন রাস্তায় সবাই নিয়ম মানবে, মাইকের ভলিওম সহ্যের মধ্যে আসবে, যাদের মা-বাবার কোলে বসে ছড়া শোনার কথা তাদের ইট ভাঙ্গতে হবে না, সেদিন নিজের ভাগ্য বদলাতে অলিক গল্পে হায় হায় করবে না।

সৃষ্টিকর্তা তার পুস্তকে স্বয়ং বলেছেন, আমি তোমাদের ভাগ্য তখনই পরিবর্তন করব যখন তোমরা তা করতে চেষ্টা করবে।

২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

২| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩১

আপেক্ষিক মানুষ বলেছেন: ছবিতে জিলিপীর মত দেখতে মিষ্টি গুলোকে আমাদের মানিকগঞ্জে বলে আমেরতি। কালাই আমেরতি মানিকগঞ্জে খুবই জনপ্রিয়, খাওয়ার দাওয়াত রইল।

২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৯

রাজীব নুর বলেছেন: আসবো মানিকগঞ্জ।
খাবো ইচ্ছা মতো আমিত্তি।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনার মেয়ের মাথায় অনেক বুদ্ধি। তার জন্য শুভকামনা

২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৬

আরোহী আশা বলেছেন: জিলাপি খেতে ইচ্ছা করছে

২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৩

রাজীব নুর বলেছেন: শুক্রবার চলে আসেন আমার বাসায়।

৫| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: তিন নম্বর- দারিদ্রতা আমাদের অভিশাপ যার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় নেই।
পাঁচ নম্বর- ছোট্ট পরীকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সে অনেক অনেক বড় হয়ে উঠুক।

২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্য করার জন্য।

৬| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২১

হাবিব বলেছেন: কোথাকার জিলাপি এইগুলো???

২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৪

রাজীব নুর বলেছেন: গ্রাম দেশের।
জিলাই না, আমিত্তি বলে।

৭| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৪

প্রামানিক বলেছেন: আপনার মেয়ের মাথায় অনেক বুদ্ধি আছে যা এদেশের বড়দের মাথায় নাই।

২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৪

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। সুস্থ থাকুন।

৮| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
১্। গাড়ীর ড্র্রাইভারদের কি হবে ফাঁসি!!

২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৫

রাজীব নুর বলেছেন: না। জেল জরিমানা হয়।

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৪

জাহিদ অনিক বলেছেন: আমাদের দেশে সত্যিই মাইক লাউডস্পিকারের ব্যবহার স্বেচ্ছাচারিতায় পৌছে গেছে। যার যখন ইচ্ছে মাইক লাগিয়ে যা তা চালাচ্ছে। আমি এক তলায় থাকি -লাউড স্পিকারে প্রায়ই আমার ঘুম মেজাজ খিটিখিটে থাকে।
শব্দ দূষণে মানুষের মেজাজ ভালো থাকে না। ব্রেইন ক্ষয় হয়। আমাদের দেশের লোকজন অচিরেই নানা রকম দূষনের ফলে মানসিক ভারসাম্যহীন হয়ে যাবে, তবুও প্রশাসন কিছুই করে না।

ছবিটা আমৃতি/অমৃত/অমৃত্তী ? ছোটবেলায় খুব খেতাম গরম গরম ভাজা। আজকাল অবশ্য মিষ্টির ধারেকাছে যাই না।
কেমন আছেন রাজীব ভাই ?

২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আমি ভালোয়া ছি। বেশ আছি।

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
৪। নং পয়েন্ট। হে মুসা তোমার হতে কী?

আল্লাহ হি জানতেন না যে মুসার হাতে কী?

২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৬

রাজীব নুর বলেছেন: ভালো প্যাঁচ ধরেছেন?

১১| ২৩ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মনে রাখতে হবে ঢাকা শহরে কম করে হলেও ৩ কোটি লোকের বসবাস।

পুরো মালয়েশিয়ার লোক সংখ্যা তিন কোটির একটু বেশী।

২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৭

রাজীব নুর বলেছেন: ভয়াবহ অবস্থা।

১২| ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৯

বাংলার মেলা বলেছেন: ২। কালো মেয়ের ব্যাপারে আপনার ধারণা ১০০% সঠিক নয়। আমার পরিচিত সমস্ত কালো মেয়েরাই সংসার জীবনে খুব সুখী আছে - একজনেরও বিয়ে ভাঙেনি। কিন্তু পরিচিত সুন্দরী মেয়েদের মধ্যে অন্তত ৩ জনের বিয়ে ভেঙে গেছে - একজন আবার ৩বছরের বিবাহিত জীবন ভেঙে সিঙ্গেল লাইফ কাটাচ্ছে। মেয়েদের গায়ের রং শুধু বিয়ের সময়েই ভাল লাগে। সংসার জীবনে যেসব পরীক্ষা আসে, কেন যেন মনে হয় কালো মেয়েরাই সেসবের জন্য বেশি ফিট।

আমার এক সুদর্শন বন্ধু প্রেম করে একটা কালো মেয়ে বিয়ে করা প্রসঙ্গে জানতে চাইলে খুব খোলামেলা উত্তর দিল "অন্ধকারে সবই সমান" ;)

২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: চমৎকার মন্তব্য করেছেন।
ভালো থাকুন।

১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২২

সোনালী ঈগল২৭৪ বলেছেন: মিষ্টি গুলো দেখে খেতে ইচ্ছে করছে

২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: খাওয়াবো একদিন।

১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

মাহমুদুর রহমান বলেছেন: ১.অসহ্যকর লাগে।
২.কালো মানুষের মন ভালো হয়ে থাকে।একথাটা সবার মুখে মুখে অথচ কালো মেয়েদের বিয়ে করলে অলক্ষ্মী।
৩.দেশ উন্নয়নের মহা-সড়কে।
৪.সে দিন একলোকের দোকানে পুরি খেয়ে দেয়ে।টিস্যু চাইলাম সেই লোক আমাকে কাগজ ধরিয়ে দিলেন।আমি কাগজটা দিয়ে যেই না মুখ মুছতে যাব সেই দেখি আরবিতা কোরয়ান শরীফের একটা আয়াত লেখা।আমি লোকটাকে দেখালাম।সে আমার হাত থেকে কাগজটা নিয়ে হাতমুচড়ে ফেলে দিল।আর বললো এসব দিয়ে চলে না এখন আর।অথচ সে মুসলমান।অথচ সেও চায় জান্নাতে যেতে।

৫- বুদ্ধিমতী মেয়ে।

২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৮

রাজীব নুর বলেছেন: ৪ নম্বর পড়ে আমি থ। পুরাই থ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.