নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

একটি এলোমেলো কবিতা

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৩



যিশু কহিলেন, তুমি মন দিয়ে চাও, তোমাকে দেয়া হবে
খোঁজ করো, পাবে। দরজা খটখট করো, দরজা খুলে যাবে
প্রভুর বাক্য শুধু শুনলেই হবে না, সেভাবে কাজ করতে হবে
শুধু শুনে যাওয়া তো আত্ম প্রতারণারই শামিল, তাই নয় কি?
একদিন আমরা বিশ্বের সেরা জাতিতে পরিণত হবো, হবোই
খালেদা জিয়াকে গ্রেফতার করা উচিত হয়েছে কিনা, বলো?
ধার্মিকেরা মেয়েদের নানা রকম করে দাবিয়ে রাখতে চেয়েছে
কিন্তু পারেনি। তবু তারা তাদের চেষ্টা অব্যহাত রেখেছে খুব
মানুষ হিসেবে তুমি ভালো-যখন তুমি পরিবারের কাছে ভালো
যে সমস্ত ছেলে-মেয়েরা বাবা-মা'র সম্মতি ছাড়া বিয়ে করে
তাদের জীবন সুখের হয় না। বড়জোর ক্ষনস্থায়ী আনন্দ পায়
প্রচন্ড দাঁতে ব্যাথা। তবু ডাক্তার দেখাচ্ছি না। হেয়ালি করছি
হেয়ালি করে-করেই তো জীবনটা বেশ পার করে দিচ্ছি বন্ধু।


(দাঁতের ব্যাথায় এ পর্যন্ত ফার্মেসী থেকে পাঁচ শ' টাকার ওষুধ কিনে খেয়ে ফেলেছি। তবু দাঁতের ডাক্তার দেখাচ্ছি না। পিজি, ঢাকা মেডিকেল অথবা মিরপুর- ১৪ নম্বর গেলেই গেলেই ত্রিশ টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখাতে পারি। কিন্তু আমি যাচ্ছি না। আমার এক বন্ধু আছে দাঁতের ডাক্তার তার কাছেও যাচ্ছি না। এদিকে সুরভি গেছে তার বাবার বাড়ি। ফ্রিজে রান্না করে রেখে গেছে। বুয়া গরম করে দেয় আমি লক্ষ্মী ছেলের মতোন দাঁত ব্যাথা সহ্য করে খেয়ে নিচ্ছি। খালি বাসায় একা ভালো লাগে না। এর মধ্যে প্রতিদিন ভূতের মুভি দেখছি। আর ভয়ে মরছি। কাল তো ভয়ের চোটে লাইট ছেড়ে কম্বল গায়ে দিয়ে বসে ছিলাম। আগামীকাল সুরভিকে আনতে যাবো।)

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কিছু এলোমেলো কথা বা ফেবু স্টেটাস কবিতার পঙ্‌ক্তির মতো সাজিয়েছেন। কিন্তু চেষ্টা করলেই এটাও একটা কবিতা হিসাবে দাঁড়িয়ে যেতে পারে। একটা বিষয়ের মধ্যে সীমিত থাকলেই ভালো।

ঠান্ডা কিছু খাওয়া ভালো না। দাঁতের ব্যথার সাথে প্রধানত কিডনি, লিভার ও হার্ট কানেকটেড। শীঘ্র ডাক্তারের কাছে যান। যে-কোনো ঠান্ডা, বিশেষত আইসক্রিম খাওয়া অনুচিত হবে।

আমি জীবনে ভূতের ভয় পাইলাম না। আড়িয়াল বিলের মাঝখানে একা নৌকায় রাত কাটিয়েছি আসমানের তারা গুনে গুনে আর মশা মেরে মেরে হাত নষ্ট করে। গভীর রাতে গভীর বনের ভেতর দিয়ে হেঁটেছি। অনেক সময় ভূত দেখবো বলেও পণ করেছি (শ্রীকান্তের মতো), কিন্তু দুর্ভাগ্য, দেখা হয় নি ভূত চক্ষু মেলিয়া। আর আপোনি হরর মুভি দেখে ভয় পান কীভাবে?

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০১

রাজীব নুর বলেছেন: আসলেই দাঁত নিয়ে খুব বেশি অবহেলা করছি। এটা ঠিক না।
আমি আইসক্রীম খাই না। সুরভি খায়। খুব বেশি খায়।
আমি তো বাসায় একা এই জন্যই ভয়টা বেশি পাচ্ছি। এদিকে আমি থাকি ছয় তলায়। ৩,৪,৫ তলায় কেউ নাই।

২| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৮

আরাফাত আবীর বলেছেন: আসলেই এলোমেলো :D
তবে, এসব এলোমেলো কথাই মনের খোরাক :)

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা কোথা থেকে কোথা গেলেন সুপ্রিয় ভাই!! হঠাৎ আবার খালেদা জিয়ার কাছেও চলে গেলেন! আবার দাঁতের ব্যথায় কাতরানী আহ! বড্ড এলোমেলো, অাসলে দাঁতের ব্যথা শুরু হলে সবকিছু এমনিতেই এলোমেলো হয়ে যায় হা হা হা

আমারও দাঁতের ব্যথা ছিল ভাই, এখন নাই, অনেক বড়ি খেয়েছি, শেষে প্রোটিং করে ঠিক হয়েছে। একটা অলিখিত কথা, আমি পান খাই জর্দা দিয়ে সেই থেকে, এখন আর দাঁতের ব্যথা হয়না আমার।

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৩

রাজীব নুর বলেছেন: পান জিনিসটা আমি কোনো কালেও খাইনি। একদিন খেয়ে দেখতে হবে।

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৭

মাহমুদুর রহমান বলেছেন: তাদের জীবন সুখের হয় না। বড়জোর ক্ষনস্থায়ী আনন্দ পায়
প্রচন্ড দাঁতে ব্যাথা। তবু ডাক্তার দেখাচ্ছি না।

এ আমি কি শুনলাম! B-)) B-))

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৪

রাজীব নুর বলেছেন: হা হা হা হে হে হে হো হো হো----

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২২

দীপঙ্কর বেরা বলেছেন: যা বলেছেন।

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৪

রাজীব নুর বলেছেন: হুম।

৭| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৫

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: বেশ মজাই পেলাম ভাই।শুভ কামনা।

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৪

রাজীব নুর বলেছেন: ভালো থাকবেন।

৮| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রাজীব ভাই দাঁতের ব্যাথার জন্য
ওষুদ না খেয়ে সেবন করে দেখুন
ফল পেলেও পেতে পারেন।

কবিকে স্বাগতম কাব্যের ভূবনে।

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৬

রাজীব নুর বলেছেন: আসলে ভয়ে যাই না দাঁতের ডাক্তারের কাছে। আমি নিশ্চিত ডাক্তারের কাছে গেলেই ডাক্তার আমার দাঁত তুলে ফেলবেন। তার আগে মাড়িতে ইনজেকশন দিবেন। এর আগেও এমন হয়েছে।

৯| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৫

হাবিব বলেছেন: ভালো লাগলো

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ।

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৩:৩৯

কাওসার চৌধুরী বলেছেন:



আহা রে!! ভাাবীটা বড়ই পাষাণ!! এতো লক্ষী হাজবেন্ডকে কেমতে একা পেলে বুয়ার তত্বাবধানে রেখে গেলেন। তার উপরে ভাইজানের দাঁতে ব্যাথা। এতো কষ্ট করে আবার আনতেও যেতে হবে কেন? তিনি পতি ভক্ত হইলে অবশ্যই দৌড়ে ছুটে আসার কথা। যাক, কি আর করা রাজীব ভাই; ভাবী মনে হয় সরকার দলীয় সমর্থক!!

দোয়া করি, দাঁতের ব্যথা যেন সহজে সেরে যায়।

২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১১| ২৫ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:২৭

চাঁদগাজী বলেছেন:


দাঁতের ব্যথা একটু টের পেলেই ডাক্তারের কাছে যেতে হয়।

২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০২

রাজীব নুর বলেছেন: কেন যে যাচ্ছি না। আমি নিজেই জানি না।

১২| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৭

নজসু বলেছেন:



দাঁত আর পেট ব্যথা দুটোই অসহনীয়।
হেলা করবেন না প্রিয় ভাই।
ভাবীকে নিয়ে আসুন।
ফ্রিজের ঠান্ডা খাবার গরম করে খাওয়ার কারণে এটা হচ্ছে কিনা কে জানে।

২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৭

রাজীব নুর বলেছেন: আজ যাবো আনতে।
ওষুধ খাচ্ছি কমছে না তবু।

১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫২

বলেছেন: ব্যথা কেমন এখন?

২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

রাজীব নুর বলেছেন: আজ সকাল থেকে ব্যথা বেশ কম।

১৪| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: দাঁতের ডাক্তার দেখাতে খরচ অনেক, তার চেয়ে মুখ বুঝে ব্যথা সহ্য করে যাওয়াই ভালো B-)

২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

রাজীব নুর বলেছেন: না, সরকারী হাসপাতালে খরচ কম।

১৫| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

সনেট কবি বলেছেন: সুন্দর++

২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ চাচাজ্বী।

১৬| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৬

নতুন নকিব বলেছেন:



দাঁতের ডক্টর দেখানো উচিত।

আমিও আপনার মতই এ বিষয়ে খুব বেখেয়ালি।

ভালো থাকুন।

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪০

রাজীব নুর বলেছেন: আগামী তিন দিনের মধ্যে ব্যথা না কমলে ডাক্তার দেখাবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.