নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

জীবনটা একেবারে নায়ক \'জসিম\' এর মত হয়ে গেছে

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৬



আজ ইচ্ছা ছিল অনেকবেলা পর্যন্ত ঘুমাবো।
কিন্তু না, আজ আমাকে উঠতে হলো ভোর সড়ে ছয়টায়। অচেনা নাম্বার থেকে ফোন। ফোন ধরলাম। আমি রফিক কিনা জানতে চাইলো এক লোক। আমি বললাম, স্যরি আমি রফিক না। তাইলে আপনি কে? আমি বললাম, আমি কে এটা দিয়ে আপনারে দরকার কি? লোকটা বিরক্ত হয়ে বলল, আহ হা বলেন না আপনার নাম। আমি বললাম, আমার নাম জসিম। লোকটা ফোন কেটে দিল। একবার ঘুম ভেঙ্গে গেলে আমার আর ঘুম আসে না। তবু চেষ্টা করলাম ঘুমাতে কিন্তু ঘুম এলো না। অযথা বিছানায় শুয়ে না থেকে ছাদে গেলাম, গাছে পানি দিলাম, আগাছা পরিস্কার করলাম। আম গাছে মুকুল দিয়ে ভরে গেছে। শান্তি! পেয়ারা গাছেও অনেক গুলো পেয়ারা ধরেছে। মাশাল্লাহ। নিচে নেমে এলাম। আজ আবার মিরপুর যেতে হবে সুরভিকে আনতে।

মোবাইলে অসংখ্য গেমস নামিয়ে রেখেছি।
অদ্ভুত সব গেমস। ইচ্ছা হলো তো আঁকাবাকা রাস্তায় বিশাল কার্গো চালাই। কার্গো ভালো না লাগলে ট্রেন চালাই, ট্রেন ভালো না লাগলে প্লেন চালাই অথবা জাহাজ। একবার তো জাহাজ চালিয়ে আরব মহাসাগর থেকে আটলান্টিক চলে গিয়েছিলাম। মাঝ সাগরে গিয়ে বিরাট বিপদে পড়েছিলাম। উফ! আরেকটা মজার গেমস আছে, বাইসাইকেল। আমি লন্ডন শহরে বাইসাইকেল চালাই। কেউ ফোন দিলে তাকে তার গন্তব্যে পৌঁছে দেই। যথাসময়ে পৌঁছে দিতে পারলে যাত্রী আমাকে টাকা দেয়। সেই টাকা দিয়ে আরও ভালো সাইকেল কেনা যায়। আরেকটা গেম আছে ট্রেক্সি ড্রাইভার। আমি নিজেই ড্রাইভার। সুন্দরী মেয়েরা আমাকে ফোন দেয়। আমি তাদের গন্তব্যে নামিয়ে দিয়ে আসি। মেজাজ খারাপ থাকলে ইচ্ছা করে রাস্তার পথচারীদের চাপা দিয়ে মেরে ফেলি। সাথে সাথে পুলিশ এসে আমাকে এরেস্ট করে। সাথে দুইটা গালিও দেয়। জিপ গাড়ির একটা গেমস আছে। পাহাড়ের উঁচু নিচু রাস্তা দিয়ে যেতে হয়। অনেক কঠিন।

কিছু মানুষ, মানুষের জাত না।
একেবারে অমানুষ। এদের পথের কুকুর হবার কথা ছিল। কিন্তু কি করে যেন এরা মানুষ রুপ ধারন করে পৃথিবীতে এসে পরেছে। আমি সারা জীবন দুষ্টলোকদের কাছ থেকে দূরে থাকতে চেয়েছি। আমি সহজ সরল মানুষ এবং সহজ সরল জীবন যাপন করি বলে কিছু দুষ্টলোক আমাকে অশান্তি দিতে চেষ্টা করে। খোঁচা দিয়ে কথা বলে। তুচ্ছ তাচ্ছিল্য করে। ভাব নেয়। দুষ্টলোক গুলোকে বলতে ইচ্ছা করে- আমি কাউকে কোনো দিন লাথথি দেইনি তার মানে এই না যে আমি লাথথি দিতে জানি না। আমি কি পারি না- খোঁচা দিয়ে কথা বলতে, বদমাইশি করতে? পারি, খুব পারি। কিন্তু কেন আমি এরকম করবো? আমি মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আমার চিন্তা হলো- পারলে মানুষের ভালো করবো, উপকার করবো। পৃথিবীতে অল্প কিছু দিনের আয়ু আমাদের। কেন শুধু শুধু আরেকজনকে কটু কথা বলে কষ্ট দিব।

আর ছয়দিন পর বইমেলা।
অথচ আমার মনটা খুব খারাপ। গত তিন বছর আমার কোনো বই বের হয়নি। অথচ চারটা বইয়ের কাজ অর্ধেক পর্যন্ত করে রেখেছি। দেশভাগ ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধ নিয়ে একটা উপন্যাস লেখা শুরু করেছিলাম। অর্ধেক লেখা শেষ কিন্তু বাকিটা কিছুতেই আর শেষ করতে পারছি না। একটা ফোটোগ্রাফী নিয়ে লেখা শুরু করেছি চার বছর হলো কিন্তু আজও শেষ করতে পারলাম না। একটা গল্পের পান্ডুলিপি অর্ধেক করে ফেলে রেখেছি। আশে পাশের সবাই দারুন দারুন গল্প উপন্যাস আর কবিতার বই লিখছেন। সে সব বইয়ের প্রচ্ছদ গুলো দারুন সুন্দর হয়েছে। ব্লগে ফেসবুকে তাদের বইয়ের কথা দিয়ে রমরমা অবস্থা। কেন জানি মনে হচ্ছে এবার বইমেলাটা খুব বেশি জমজমাট হবে। আমি যাবো মেলায়। খুব আনন্দময় সময় কাটবে এবার মেলায়।

সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। প্রার্থনা করি জীবন হোক আনন্দময়। আর হ্যাঁ বিদ্যুৎ, পানি আর গ্যাস অপচয় বন্ধ করুন। মানুষকে ভালোবাসুন। নিজের মধ্যে মানবতাবোধ সব সময় জাগ্রত রাখবেন। ভালোবাসা নিরন্তর।

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৫

হাবিব বলেছেন: গীটার বাজাতে পারেন?

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১১

রাজীব নুর বলেছেন: গীটার বাজানো শিখেছিলাম।
এখন পুরোপুরি ভুলমেরে বসে আছি।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সব হবে।
ড্যাশিং হিরো জসিম।

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৭

রাজীব নুর বলেছেন: Rowdy Hero

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৩

নজসু বলেছেন:




বেশিরভাগ সিনেমায় নায়ক জসিম ঠেলাগাড়ি চালক কিংবা চানাচুরওয়ালা থেকে
কোটিপতি হয়েছেন। সেক্ষেত্রে জসিমকে আমরা ভাগ্যবান বলতে পারি।

তবে এটা সত্য যে জীবনটা বেদনার। :-B

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫০

রাজীব নুর বলেছেন: দেখুন জসিম কিভাবে মদ খেয়ে গান গায়।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন: কিছু মানুষ, মানুষের জাত না। - কিছু করার নেই এদের সংখ্যা বেশী !!! আমি পারিতো অদৃশ্য হয়ে থাকতে চাই।

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫০

রাজীব নুর বলেছেন: হুম।

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৭

বলেছেন: শুভ কামনা নিরন্তর --- সবাই মানুষ কেউ কেউ আবার অমানুষ

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫১

রাজীব নুর বলেছেন: ঠিক। একদম ঠিক।

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪০

রানার ব্লগ বলেছেন: আমি আমার মোবাইলে গেমস ডাউনলোড করি খেলি তারপরে আনইন্সটল করে দেই।

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫২

রাজীব নুর বলেছেন: আমিও।

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০১

আরোহী আশা বলেছেন: আহা........

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৪

রাজীব নুর বলেছেন: আহা আহা!

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা জসীমের জীবনতো ভাই দুঃখকষ্টের, আপনার জীবন এতটা দুঃখকষ্টের মনে হলো না।

ভালো লাগলো আপনার জীবনের কিছু গল্প শুনে। শুভকামনা রইল আপনার জন্য, তাড়াতাড়ি আপনার অসমাপ্ত বইগুলো বের হোক।

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমার চলমান পোষ্ট আপনার নামে উৎসর্গ করা হয়েছে-

মানুষকে পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ কেন তাদেরকে কষ্ট দিচ্ছেন?

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২০

রাজীব নুর বলেছেন: গ্রেট চাচাজ্বী। আপনি গ্রেট।

১০| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৭

সোনালী ঈগল২৭৪ বলেছেন: আপনার recent ছবি এটা ??

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০২

রাজীব নুর বলেছেন: না চার বছর আগের।

১১| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৪

দিকশূন্যপুরের অভিযাত্রী বলেছেন: এতদিন শুধু আপনার নাম আর পাশে ছোট করে ক্যামেরা হাতে একজনের ছবি দেখতাম। এই প্রথমবারের মত আপনার ছবি দেখলাম আজ। আমার মনের কল্পনার ছবির সাথে অনেকটাই মিলে গেছে। শুধু কল্পনায় আঁকা ছবিতে আপনার চেহারায় আরেকটু বয়োজ্যেষ্ঠের ছাপ ছিল। একদিন আপনার গিটার বাজানো শুনব। এই প্রত্যাশা। :)

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১২| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২০

অপু দ্যা গ্রেট বলেছেন:


একদিন গিটার নিয়ে আড্ডা হবে ।

বই মেলায় দেখা হবে ।

আপনার বই ও পাওয়া যাবে ।

সেই পর্যন্ত বেচে থাকতে চাই ।

২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:২৬

রাজীব নুর বলেছেন: অবশ্যই বেঁচে থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.