নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

পিঠা উৎসব (ছবি ব্লগ)

৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৯



পরীর স্কুলে পিঠা উৎসব।
ঢাকা শহরে অনেক জায়গায় পিঠা উৎসব হয়। আমি কখনই এসবে যাই না। কিন্তু মেয়ের স্কুলের পিঠা উতসবে তো যেতেই হবে। অবশ্য সুরভি আর পরী আগে গিয়েছে। আমি পিঠা উৎসব শেষ হবার কিছুক্ষন আগে গিয়েছি। সুরভি এবছর পিঠা বানিয়েছি। ভাবী পিঠা বানিয়েছেন। সুরভিদের বাসা থেকেও পিঠা এসেছে। আমার মা বাসায় বেশ কয়েক রকমের পিঠা বানিয়েছে। সত্য কথা বলতে কি মা'র হাতের বানানো পিঠাই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। খেয়ে আরাম পেয়েছি। আমি দোকান থেকে বেশ কয়েকবার পিঠা কিনে এনেছি। আজ পরীর স্কুলের পিঠা উৎসবের অনুষ্ঠান থেকে অনেক রকম পিঠা কিনেছি। খেয়েছি। আমি প্রায়'ই রাস্তা থেকে চিতই পিঠা কিনে খাই। সাথে তিন রকমের ভর্তা ফ্রি। এই ভর্তা গুলো ভয়াবহ ঝাল হয়। যাই হোক আর বক বক করবো না। এবার ছবি দেখুন। আল্লাহ হাফেজ।



১। স্কুলে গিয়ে মেয়েকে খুঁজে পাই না। সে খেলায় ব্যস্ত।


২। বাচ্চারা মন দিয়ে সেলফি তুলছে।


৩। এক পিচি চিৎকার করে কাঁদছে। মনে হয় ক্ষুধা লাগছে।


৪। পরীর স্কুল ফ্রেন্ড।


৫। নানান রকম পিঠা বিক্রি হচ্ছে।


৬। দুইজন খালা চিতই আর ভাপা পিঠা বানাতে ভীষণ ব্যস্ত।


৭। পিঠা খুব বিক্রি হচ্ছে।


৮। দুইজন লুকিয়ে আছে। আমরা ওদের খুঁজেই পাচ্ছিলাম না!


৯। অন্য বাচ্চারাও খুব খেলাধূলায় ব্যস্ত।


১০। আমাদের সেলফি।


১১। পিঠা উৎসবে দুইজন দর্শনার্থী।


১২। বাংলাদেশের পতাকা। পুরো পতাকা জুড়ে আছে আমাদের জাতীয় সংগীত।


১৩। মেয়ে আরো খেলবে। বাসায় যাবে না।


১৪। পিঠা উৎসব শেষ। এবার বাসায় ফিরছি।

মন্তব্য ৩৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: আহারে ! চোখের সামনে এত খাবার ! অথচ আমরা রবো নিস্ফলে হতাশার দলে ...
যাইহোক দেখেও শান্তি !!

শুভকামনা ও ভালোবাসার প্রিয় ছোট ভাইকে।

৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা। ভালো থাকুন। ঢাকায় আসুন। খাওয়াবো।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২১

অলিভিয়া আভা বলেছেন: খুব খুব সুন্দর ভাইয়া। আপনার মেয়েটা কি সুইট! পিঠা আনন্দ সত্যিই অন্যরকম অনুভূতির । ভালো থাকুন।

৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৭

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৭

সিগন্যাস বলেছেন: ঠিক বলেছেন রাজিব ভাই আমিও প্রায় রাস্তা থেকে চিতই পিঠা কিনে খায়। সাথে ভর্তা ফ্রি।এরকম ঝাল ভাই কি আর বলবো চোখের পানি বের হয়ে যায় খেলে। মানুষগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পিঠেব্লগ দেখে ভালো লাগলো। তবে আগের মতো আর পিঠের চল দেখা যায়না। গ্রামেও আজকাল পিঠে তৈরির আমেজ কমে হয়ে গেছে।

৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২২

রাজীব নুর বলেছেন: পিঠার ভবিষ্যৎ ভালো না। হয়তো আর ত্রিশ ৫০ বছর পর বাংলাদেশে পিঠা বলে কিছু থাকবে না।

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ছবি ও ছবির বর্ণনা অসাধরণ। পিঠা কি খেয়েছেন নাকি শুধুই ছবি তুলেছেন?

৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: খেয়েছি।
মন্দ নয়।

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৩

রাকু হাসান বলেছেন:

মনোমুগ্ধকর :)

৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১০

জাহিদ অনিক বলেছেন: চমতকার ! রাস্তার পাশে বিক্রি করা ভর্তা পিঠা আমিও খাই-- নাগরিক জীবনে কত মিল আমাদের।
পরীকে বেশ ভালো দেখাচ্ছে

৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৯

কাওসার চৌধুরী বলেছেন:



দারুণ কিছু ছবি পোস্ট করলেন রাজীব ভাই। স্কুলে পীঠা উৎসব হচ্ছে দেখলে খুব খুশি হই। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আমাদের এই ঐতিহ্যকে চিনবে, জানবে। এজন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ। একজন বাবা হিসেবে মেয়ের স্কুলের এই উৎসবে যোগ দেওয়ায় আপনাকেও ধন্যবাদ।

ভাবীর সাথে আপনার সেলফিটা দারুণ হয়েছে। এই ভালবাসা সারা জীবন অটুট থাকুক।

৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বড় ভাই।

৮| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৭

নজসু বলেছেন:



শীতের সন্ধ্যায় গ্রাম বাংলার ঘরে ঘরে পিঠা তৈরির যে ধুম পরে যায়, শহরের মানুষেরা সে আনন্দ থেকে বঞ্চিত হন।
পিঠা পুলির উৎসব করে তারা আনন্দ উপভোগ করেন।

যাদের গ্রামে যাবার সুযোগ আছে তারা গ্রামে যাবেন। এই মজা আর পাবেন না।
পরীর বাবা হয়তো সেই আনন্দ পেয়েছেন।
কিন্তু পরী নামের এই ফুটফুটে মেয়েটি শহরের বুকে বেড়ে ওঠার পাশাপাশি কি সেই আনন্দ উপভোগের সুযোগ পায়?

৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৫

রাজীব নুর বলেছেন: চমৎকার মন্তব্য করেছেন।

৯| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০১

শায়মা বলেছেন: বাহ আমাদের স্কুলেও হলো পিঠামেলা।

তবে সেটা বিক্রির জন্য নয়।

বাংলাদেশের ঐতিহ্য এবং সংস্কৃতির পাশাপাশি পিঠার উপকরণ, পিঠাদের নাম ধাম ও পরিচয় ছাড়াও এসব পিঠা কেনো বাংলাদেশীরা মেইনলী শীতকালে খায় ও হেমন্তের নতুন ধান খেঁজুর গুড়, নারকেলের সমারোহে যে এই সব পিঠার গড়ন সেসবও এক্সপ্লেইন ও হাতে কলমে দেখানো হলো .....

পুরো দিনটিই কাটলো মহানন্দে হেসে খেলে নেচে গেয়ে ও পিঠা খেয়ে .....

৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন মন্তব্য করার জন্য।

১০| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৪

আখেনাটেন বলেছেন: ওরে কত পিঠা খায় রে! পরীর জন্য পিঠালী ভালোবাসা।

শায়মা বলেছেন: বাহ আমাদের স্কুলেও হলো পিঠামেলা।===হুম, ব্লগেও একটু পিঠার ছিটা দিলেও তো হত। :(

৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন।

১১| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০২

ঠ্যঠা মফিজ বলেছেন: মনোমুগ্ধকর পরিবেশন :) ছবিগুলো খুব ভালো লাগল। কোথায় হয়ছিল পিঠা উৎসব।

৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৮

রাজীব নুর বলেছেন: স্কুলে। স্কুলের ভেতর খালি জায়গায়।

১২| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭

মুক্তা নীল বলেছেন: ওমামামামা.....কি সুন্দর লাল ড্রেস মা আর মেয়ের একইসঙ্গে।
দারুণ লাগছে পিঠা উৎসবে।
মাঝখানে আমার রাজিব ভাইয়ের ডাবল মজা হলো, পিঠা খাওয়া আর পরীর বন্ধুর মা'দের সাথে সাক্ষাৎ ( হি হি হি)

৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২১

রাজীব নুর বলেছেন: না না--
আমি ভীষন লাজুক মানুষ।
কারো সাথেই কথা বলতে পারি না।

১৩| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

শায়মা বলেছেন: আখেনাটেন ভাইয়া পিঠার ছিটা কেনো পিঠা নিয়ে তো মহাকাব্যই লিখেছিলাম কোনো এক কালে .......

এই দেখো .....

৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৯

রাজীব নুর বলেছেন: পিঠা নিয়ে আপনার পোষ্ট টা অসাধারন হয়েছে বোন।

১৪| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৬

ঢাবিয়ান বলেছেন: সুন্দর সব ছবি।

৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৫| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৬

আরোগ্য বলেছেন: কি খবর রাজীব ভাই মিস্টি পরী এতো শুকনা কেন,? ভালোমতো পিঠা খাওয়াবেন

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১৪

রাজীব নুর বলেছেন: পরীর খাওয়ার প্রতি কোনো আগ্রহ নেই।

১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:৩০

বলেছেন: কিউট ছবি, কিউট ক্যপশন, কিউট যুগলবন্দী জীবন।



ভালোলাগা যত +++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:২২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩০

জাতির বোঝা বলেছেন:
আগের দিনে দাদীরা নানীরা অনেক পিঠা বানাতে জানতেন। এখন কেউ পারে না। পিঠা সব হারিয়ে যেতে বসেছে।

বাংলাদেশের মহিলারা কি এখন মাথা ঢেকে রাখার জন্য অতিরিক্ত কাপড় পেচানো শুরু করেছেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:২৩

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩২

জুন বলেছেন: পরী তো সত্যিকারের পরীই আর সুরভী ভাবীকেও খুব ভালোলাগছে। সুন্দর পিঠার মেলা।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৮

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

১৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩২

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর পোস্ট..........

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০০

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.