নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
‘জলপাই রঙের দিনরাত’-২০০৭ সালের এক-এগারোর পটে লেখা। মধ্যবিত্ত একটি পরিবারের ভাঙা-গড়ার কাহিনি। সমতালে এগিয়েছে তখনকার রাজনৈতিক প্রেক্ষাপট। পরিবর্তিত পরিস্থিতিতে রাজনীতিকদের ভাগ্যে যা ঘটেছিল, তা কিছুটা উঠে এসেছে গল্পের প্রয়োজনে।
এটি মোটেও কোনো ইতিহাস নয়। একটি সময়কে ঘিরে লেখা উপন্যাস মাত্র। কাহিনির বর্ণনায় কল্পনা-জগতেও হাঁটতে হয়েছে। সাহিত্যে এই স্বাধীনতাটুকু তো থাকেই!
তাই এই উপন্যাসের সঙ্গে সেই সময়ের ঘটন-অঘটন ও আলোচিত চরিত্রের হুবহু মিল খোঁজা অনর্থক। তবে কাহিনির পরতে পরতে দেওয়া তথ্যের সত্যতা নিশ্চিতে যতটুকু সম্ভব সতর্ক থাকা হয়েছে।
এক-এগারোর পটে এর আগেও অনেক সাহিত্য রচনা হয়েছে। এটি সেই তালিকায় নতুন সংযোজন তখনই হতে পারে, যখন পাঠক গ্রহণ করবেন।
..............
প্রচ্ছদ: ধ্রুব এষ।
একুশে (২০১৯) বইমেলায় ‘সময় প্রকাশন’ থেকে প্রকাশিত।
তরুণ এই লেখক বলেন, ‘দেশ পরিচালনার সামগ্রিক ব্যবস্থার সঙ্গে নাগরিকের জীবনযাত্রাও ঘনিষ্ঠ হয়ে আছে। এক-এগারোর পর দেশে যে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু হয়েছিল, তা নাগরিক জীবনকেও প্রভাবিত করেছে। ‘জলপাই রঙের দিনরাতে’ ওই সময়ের টানাপোড়েনকে তুলে আনার চেষ্টা করেছি’।
ব্যক্তিগতভাবে আমি এই লেখকে চিনি, জানি। তাকে আমি বড় ভাইয়ের মতোন শ্রদ্ধা করি। প্রচন্ড পরিশ্রমী একজন মানুষ। হাসিখুশি প্রানবন্ত একজন মানুষ। ফাহাদ ভাই একবার বিরাট বিপদ থেকে আমাকে বাঁচিয়েছিলেন। সেদিন তিনি না বাঁচালে আমি মরেই যেতাম। লেখক হাবিবুল্লাহ ফাহাদ ভাই ‘জলপাই রঙের দিনরাত’- পান্ডুলিপি শেষ করে আমাকে পড়তে দিয়েছিলেন। আমি খুব মন দিয়ে পড়েছি। খুব সহজ সরল ভাষায় তিনি উপন্যাসটি লিখেছেন। গত বছর তিনি বঙ্গবন্ধুকে নিয়ে বই লিখেছিলেন- 'আমাদের বঙ্গবন্ধু'। এ বইটিও তিনি আমাকে আগে পড়তে দিয়েছিলেন।
তার লেখা অন্যান্য বইগুলো হচ্ছে- উপন্যাস ‘বসন্ত রোদন’ (পার্ল পাবলিকেশন্স), গল্পগ্রন্থ ‘দরজার ওপাশে ভোর’ (সময় প্রকাশন), ‘দানা মাঝির বউ’ (রোদেলা প্রকাশনী), প্রবন্ধগ্রন্থ ‘আমাদের বঙ্গবন্ধু’ (বিদ্যাপ্রকাশ), সেক্টর কমান্ডারদের সাক্ষাৎকার ‘তিনযোদ্ধার মুখোমুখি’ (বিদ্যাপ্রকাশ)।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৬
রাজীব নুর বলেছেন: সাক্ষাৎকার।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৯
শাহারিয়ার ইমন বলেছেন: আপনার বই কবে আসবে?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৭
রাজীব নুর বলেছেন: আগামী বছর।
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩১
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো লাগলো রিভিউটি। আশাকরি বইটি সাফল্য পাবে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বেশ ভালো লাগলো রিভিউটি। বইটির বহুল প্রচার কামনা করছি।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৬
রাজীব নুর বলেছেন: ধনবাদ। ভালো থাকুন।
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩০
হাবিব বলেছেন: ভালো লাগলো বুক রিভিও
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৫
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন:
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৫
রাজীব নুর বলেছেন: হুম।
৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৪
অপু দ্যা গ্রেট বলেছেন:
আবার যাবো যখন পেলে কিনব
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৫
রাজীব নুর বলেছেন: হুম।
©somewhere in net ltd.
১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২০
চাঁদগাজী বলেছেন:
সেক্টর কমান্ডারদের নিয়ে উনার লেখার সারমর্ম কি?