নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আল মাহমুদকে নিয়ে সাধারন মানুষ যা ভাবছেন

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩০



১। কবি আল মাহমুদ মারা গেছেন। প্রকাশ্যে শোক করতে লজ্জা লাগলে অন্তত মনে মনে শোক করুন। কেননা তিনি এদেশের বিশুদ্ধতম কাব্য প্রতিভা ছিলেন।

২। আল মাহমুদ সরকার বিরোধী নন, সে স্বাধীনতা বিরোধী। গোলাম আজমের তিন খন্ডের জীবনী সে রচনা ও সংকলন করেছেন, জামায়াতের হাতে একটি বড় মিথ্যাচরণ তুলে দিয়েছে। এই বুদ্ধিবৃত্তিক বেশ্যাগমন না করলেও উনার ভাত জুটতো এদেশে, কিন্তু তিনি জেনে শুনে বেশ্যাগমন করেছেন।

৩। কবি আল মাহমুদের মরদেহ শহীদ মিনারে না নেয়ার জন্য যে নাটক করলো সম্মিলিত সাংস্কৃতিক জোট, এরআগেও তাদের নাটক কাছ থেকে দেখেছি।

৪। এরচেয়েও নেক্কারজনক নাটক বাংলাদেশের মানুষ দেখেছিলো, যখন কবি শামসুর রাহমান মারা গিয়েছিলেন....সেদিন আজকের অনেক প্রতিবাদী কণ্ঠই মুখ বুজে মজা-দেখেছিলেন ....তবু এখন কেউ কেউ প্রতিবাদ করছেন। সময় ....বদলায়....এই সব নাটক একই থাকে।

৫। যে যত বড় কবি বা সাহিত্যিক বা রাজনীতিবিদ হোন না কেন যদি তিনি থাকেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা বিরোধী শক্তির সহায়ক ইন অ্যানি ফর্ম তার জন্য আমার কোন শ্রদ্ধাবোধ নেই বা থাকবে না।
বোল্ড এন্ড ক্লিয়ার।

৬। "ছাত্রশিবির একমাত্র সংগঠন যারা নৈতিকবোধ এবং ঈমানের উপর দাঁড়িয়ে আছে"।
- কবি আল মাহমুদ।
এ উচ্চারনের দিনেই কবি আমার কাছে মৃত লাশ।

৭। হ্যাঁ শেষ জীবনে তাঁর কিছু ভুল থাকতে পারে, তার মানে এই নয় তিনি রাজেকার। বাংলা ভাষার অন্যতম প্রধান কবি হিসেবেই তাকে আমরা মূল্যায়ন করব। কিছু অতি চেতনাধারী রাজাকার, রাজাকার বলে উল্লাশ করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, এর চেয়ে অনেক বড় রাজেকার আওয়ামী লীগে আছে।

৮। আমরা কবি ভাড়া করে আনি,হাসপাতালে শুয়ে থাকা,অর্থ কষ্টে ভোগা বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবির খবর নেই না।
আর মৃত্যুর পর সে কি দরদ ...।গুগল কী উপকারটাই না করেছে, আল মাহমুদ পুরো মুখস্ত,যে কোনো কবিতা উদ্ধৃত করতে পারি!!!

৯। তথাকথিত ধর্ম নিরপেক্ষবাদী না হয়ে ইসলামী ভাব ধারার কবি হওয়াতে উনাকে রাষ্ট্রীয়ভাবে অবহেলা করা হয়েছে l নায়ক নায়িকারা পেলেও প্রধান মন্ত্রীর তহবিল থেকে তিনি কোন অনুদান পান নি ।

১০। অবশেষে তিনি আবার সবার কবি হলেন!! এই বা কম কি? মাঝে মাঝে বোধহয় মৃত্যুও ভালো কিছু বয়ে আনে।

মন্তব্য ৬২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: :-< :-< :-<

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৮

রাজীব নুর বলেছেন: !

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০০

বিজন রয় বলেছেন: +++++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৪

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০২

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: গুণি এই কবি, সাংবাদিক এর প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা, চেতনার সাইনবোর্ড ধারী হলে এখন সবার চেতনা উতলে উঠতো, তিনি ছিলেন নীরব কলম সৈনিক , তিতাস পাড়ের কবিকে যার কর্মের মূল্যায়ন করেনি চেতনাধারীরা। অথচ এমন একজন কবি শত বছরে একবার জন্ম নিবে কিনা দেশে তা আমার জানা নেই ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৫

বন্ধুমল্ল বলেছেন: ++++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৬

কাউছার চৌধুরী বলেছেন: সবাই একই রকম চিন্তা করবে তা ভাবা অনুচিত। মত প্রকাশের স্বাধীনতা প্রত্যেক মানুষের আছে। স্বাধীনতা বিরোধীদের পক্ষ নিয়েছে তাই আমাদের মনক্ষুণ্ণ হতে পারে। তার ভালো কাজের মূল্যায়ন করা উচিৎ।
লেখক রাজিব ভাই কে ধন্যবাদ। পরিষ্কার চিন্তা ভাবনা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বড় ভাই।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২২

দেবদাস বাবু বলেছেন: সুন্দর চিন্তাধারায় কথাগুলো গুছিয়ে লিখেছেন, আপনার চিন্তাধারা ও মানুষের স্ফুটন্ত ভাবআবেগ আপনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম। ধন্যবাদ রাজীব ভাই

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৬

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১১

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: আল্লাহ কবিকে জান্নাতবাসী করুক আমিন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৬

রাজীব নুর বলেছেন: আমিন।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১২

সনেট কবি বলেছেন: আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৭

রাজীব নুর বলেছেন: আমিন।

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৩

এ্যান্টনি ফিরিঙ্গী বলেছেন: সবগুলো কথাই একেবারেই নিজস্ব চিন্তার জগতে দাঁড়িয়ে বলে গেলেন।।

কবি আল মাহমুদ স্বাধীনতা বিরোধী ছিলেন, কথাটার তথ্য সহ প্রমাণ চাই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৭

রাজীব নুর বলেছেন: প্রমান তো আমার কাছে নাই।

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৫

নজসু বলেছেন:




প্রিয় রাজীব ভাই।
আমরা কেউ কেউ মানবিকতার অতি নিন্মস্তরে বসবাস করছি।
পানি যেদিকে গড়ায়, আমরা সেদিকে দৌঁড়াই।
যতকিছুই হোক, শ্রদ্ধাভাজনদের আমাদের শ্রদ্ধাই করা উচিত।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। সঠিক কথা বলেছেন।

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৭

ঢাবিয়ান বলেছেন: আল মাহমুদকে নিয়ে বেশ বেকায়দায় পড়ে গেছেন,নিজেদের মুক্তমনা-প্রগতিশীল দাবিদার লেখক-কবি-সাংবাদিক-শিক্ষক তথা সাহিত্য-সংস্কৃতির ধারক-বাহকরা।
‘১৯৭১ সালে কী করেছিলেন’-আল মাহমুদের ক্ষেত্রে এই প্রশ্ন তোলা যাচ্ছে না।প্রশ্ন যে একেবারে উঠানো হয়নি তা নয়।’কোলকাতায় ছিলেন,যুদ্ধ তো করেননি’- প্রশ্ন তুলেছেন কেউ কেউ।
এই আলোচনাও বেশি দূর আগানো যাবে না।আহমদ ছফা’র লেখার রেফারেন্স চলে এলে,কতজনকে যে মুখ লুকাতে হবে!
আল মাহমুদের কবিতা,ছোট গল্প তথা সাহিত্য কর্ম এতটাই শক্তিশালী যে,তার শত্রুও তা অস্বীকার করতে পারেন না।
কবি জয় গোস্বামীর কাছে’আল মাহমুদের সঙ্গে দেখা হওয়া আমার কাছে তীর্থ-দর্শণের সামিল’।

আল মাহমুদকে কোনঠাসা করা যায় জামায়াত কানেকশনে,সেটাই করা হয়েছে।মূলত অর্থের কারণে তিনি জামায়াতের কাছে গেছেন।প্রগতিশীল দাবিদার দুর্বল কবি-সাহিত্যিকরা তাকে জামায়াতের দিকে ঠেলে দিয়েছেন।সংসারের দায়,একটি চাকরি জোটেনি আল মাহমুদের।সবাই দেখেছেন-জেনেছেন,সহায়তা করেননি কেউ।সুযোগটা নিয়েছে জামায়াত।আল মাহমুদের জীবন-দর্শন,বেঁচে-থাকা,টিকে থাকার সংগ্রাম,এত সরল বিশ্লেষণের বিষয় নয়।মুক্তিযুদ্ধ, মার্কসবাদ,জাসদ-গণকণ্ঠ,বঙ্গবন্ধু- শিল্পকলা,সংগ্রাম-জামায়াত এবং বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিছু কবিতা,ছোট গল্প,সবকিছু মিলিয়ে আল মাহমুদ।সরল অংকবাজদের পক্ষে এই আল মাহমুদকে জানা- বোঝা অসম্ভব,যেভাবে হয়ত কিছুটা জেনেছেন- বুঝেছেন জয় গোস্বামী।

অর্থ বা ঠেলে দিয়েছেন বলে চলে গেছেন,এই যুক্তিতে দায়মুক্ত হওয়ার সুযোগ নেই।দায় অবশ্যই কবি আল মাহমুদকেই নিতে হবে।তার মূল্যায়ন এই অংশ বাদ দিয়ে করা যাবে না।

আমাদের কবি-সাহিত্যিকরা ( পাতিদের কথা বলছি না) যে আল মাহমুদের সঙ্গে অন্যায় করেছেন,সেই অপরাধবোধ তাদের ভেতরে রয়ে গেছে।আল মাহমুদকে নিয়ে এখন যা ঘটছে,তারা প্রকাশ্যে এসে তার পক্ষে যুক্তি দিয়ে কথা বলতে পারছেন না।তারা সবাই পালিয়ে আছেন।উট পাখির মত বালুতে মুখ লুকিয়ে আছেন।
মৃত আল মাহমুদও তাদের ভয়ের-ঈর্ষার কারণ হয়েই থাকলেো।
-(সাংবাদিক Golam Mortoza র আজকের ফেসবুক স্ট্যটাস)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫২

রাজীব নুর বলেছেন: দেশের কথিত বুদ্ধিজীবীরা মারা যাওয়ার পর শহীদ মিনারে তাদের লাশ নিয়ে ‘পূজা’ করা হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় ‘লোকদেখানো’ জানাজা। এতে অংশগ্রহণকারীদের কতজনের ওজু থাকে সেটা বলা মুশকিল। দেশের সেরা কবি আল মাহমুদকে শহীদ মিনারে না নেয়ার সিদ্ধান্তটিও সেরা।
.
তাঁর জানাজা হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। সেখানে যারা অংশ নিয়েছেন তাদের বেশির ভাগ আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহর প্রিয়দের দোয়ার উসিলায় একজন বিশ্বাসী কবিকে আল্লাহ ক্ষমা করে দেবেন-সেটাই সবার বিশ্বাস। হে আল্লাহ! আল মাহমুদকে ক্ষমা করে দিন।

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২০

হাবিব বলেছেন: আল্লাহ ওনাকে জান্নাত নসীব করুন

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৩

রাজীব নুর বলেছেন: আমিন।

১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পঁচে যাওয়া কবি।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৩

রাজীব নুর বলেছেন: নো নেভার।

১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩২

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: কবি আল মাহমুদ বলেছিলেন, প্রত্যেকের জীবনেই কিছু না পাওয়া বিষয় থাকে, তা বাদে কেউ কি কি পেয়েছে জীবনে তাই দেখবার বিষয়। তিনি বলছেন, আমার চাওয়ার চেয়ে বেশি কিছু পেয়েছি আমি জীবনে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৪

রাজীব নুর বলেছেন: কবি বলে কথা। সাহসী উচ্চারন।

১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৪

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ভাষা আন্দোলনে তিনি ছিলেন এক তরুণ হাতিয়ার।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৫

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৬

মাহমুদুর রহমান বলেছেন: যার যার চিন্তাভাবনা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৫

রাজীব নুর বলেছেন: হুম।

১৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৬

প্রামানিক বলেছেন: মানুষের শুধু খারাপ দিকটার সমালোচনা না করে ভালো দিকগুলোও আলোচনা করা দরকার। রাজীব নুরের কথাগুলো খুব ভালো লাগল। ধন্যবাদ

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৬

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ ভাইজান।

১৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:০৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবির কবিতা, লিখা আর আদর্শ কবিকে বাঁচিয়ে রাখবেন যুগ যুগ ধরে। ওপাড়ে কবির নাজাত-ই আসল বিষয়। আল্লাহ কবিকে জান্নাত দান করুন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

রাজীব নুর বলেছেন: আমিন।

১৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:২৮

উম্মু আবদুল্লাহ বলেছেন: কবির আত্মার মাগফেরাত কামনা করছি। জীবদ্দশায় তিনি মানুষকে শুধু বিনোদনই দেন নি, দিয়েছেন চিন্তার খোরাকও। সংকীর্নমনা এবং ছিদ্রান্বেষীরা তাকে জামাত লেবেল দিয়ে তার এইসব অবদানকে ধূলায় মিশিয়ে দিতে চায়। সেটি হবার নয়।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫

রাজীব নুর বলেছেন: চমৎকার মন্তব্য করেছেন।

২০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৩১

বলেছেন: স্মৃতির মেঘলাভোরে’

__আল মাহমুদ

কোনো এক ভোরবেলা, রাত্রিশেষে শুভ শুক্রবারে

মৃত্যুর ফেরেস্তা এসে যদি দেয় যাওয়ার তাকিদ;

অপ্রস্তুত এলোমেলো এ গৃহের আলো অন্ধকারে

ভালোমন্দ যা ঘটুক মেনে নেবো এ আমার ঈদ।

ফেলে যাচ্ছি খড়কুটো, পরিধেয়, আহার, মৈথুন–

নিরুপায় কিছু নাম, কিছু স্মৃতি কিংবা কিছু নয়;

অশ্রুভারাক্রান্ত চোখে জমে আছে শোকের লেগুন

কার হাত ভাঙে চুড়ি? কে ফোঁপায়? পৃথিবী নিশ্চয়।

স্মৃতির মেঘলাভোরে শেষ ডাক ডাকছে ডাহুক

অদৃশ্য আত্মার তরী কোন ঘাটে ভিড়ল কোথায়?

কেন দোলে হৃদপিণ্ড, আমার কি ভয়ের অসুখ?

নাকি সেই শিহরণ পুলকিত মাস্তুল দোলায়!

আমার যাওয়ার কালে খোলা থাক জানালা দুয়ার

যদি হয় ভোরবেলা স্বপ্নাচ্ছন্ন শুভ শুক্রবার।

নোট- কবি আল মাহমুদ তার কবিতার আহ্বানের মতোই শুভ শুক্রবারে চলে গেলেন চির শোভাযাত্রায়।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

রাজীব নুর বলেছেন: যারা এরকম তাকে নিয়ে লাফাচ্ছে পারলে এরকম একটা কবিতা লিখে দেখাক।

২১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৩৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: মুক্তিযুদ্ধের সময় আলমাহমুদ কি রাজাকার/আলবদর অথবা পাকিদের সহযোগী ছিলেন কি ? আর যদি তিনি রাজাকার না হয়ে থাকেন তবে তিনি অন্তত দেশবিরোধী নন বলা যেতে পারে | নাকি তিনি আওয়ামী বিরোধী হওয়ার কারণে তাকে রাজাকারদের কাতারে ফেলা হলো ? যেভাবে রাজাকারের তকমা পরানো হচ্ছে কাদের সিদ্দিকীকে?

সোনালী কাবিন ছাড়া আমি তার আর কোনো কবিতা পড়িনি, তবে তার কবিতার মান যদি সত্যি প্রশংসনীয় হয় তবে তাকে সেইটুকু সম্মান প্রদর্শন করা যেতেই পারে |

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০২

রাজীব নুর বলেছেন: আল মাহমুদ এর কাবিলের বোন এবং উপমহাদেশ অবশ্যই পড়বেন।

২২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৩৮

অনল চৌধুরী বলেছেন: আল মাহমুদ ছিলো একটা বকা--ধার্মিক।
তার লেখা নোংরামী অার অশ্লীলতায় পুর্ণ,যা ধর্মবিরোধী।যে কেউ তার লেখা পুরুষ সুন্দর পড়ে দেখেন।বুঝবেন কি মাত্রার বিকৃত ছিলো সে।
মুক্তিযুদ্ধের পক্ষশক্তি নামধারী অনেককেই দেখি তার মৃত্যুতে শোক করতে।এদের মধ্যে অাবার কয়েকজন বিধর্মীও অাছে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৩

রাজীব নুর বলেছেন: আপনি আল মাহমুদ এর কাবিলের বোন এবং উপমহাদেশ অবশ্যই পড়বেন।

২৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:২৪

বাকপ্রবাস বলেছেন: মুক্তিযুদ্ধ করেও স্বাধীনতা বিরোধী আলমাহমুদ অথচ ওপারে গিয়ে সহিসালামতে থেকেও তারা আজ স্বাধীনতার রক্ষকবচ, তারা নির্ধারণ করে দেবে কে সবকিছু, কে নাগরিক, কে রাজাকার। একটা চরম ফেসিবাদ জনগোষ্ঠী। সামুও একটু শোক প্রকাশ করলনা। আলমাহমুদকে ব্যান্ড করলেই পারে, বাজেয়াপ্ত করা হোক তা সৃষ্টি। স্বাধীনতা বিরোধী হলে তার সাহিত্য কেন বাংলা নেবে। একরাশ ছি প্রকাশ করছি এসব চরম ফ্যাসিবাদি দেশ রক্ষকদের

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৫

রাজীব নুর বলেছেন: সহমত।

২৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:২৭

রানার ব্লগ বলেছেন: তিনি যত না জামাতের কাছে গেছেন এর থেকে বেশি জামাত তাকে কোলে টেনে নিয়েছে, দুর্জন তার প্রতিষ্ঠার জন্য অনেক কিছু করে তাই বলে কেউ কে দোশারুপ করা ঠিক হবেনা। তিনি একজন শুদ্ধ কবি ছিলেন। তার শুদ্ধতায় কোন প্রশ্ন নাই। মানুষ ভুল করে রিপুর তাগিদে পতিতার কাছে যায় তাই বলে তাকে যদি ওই কারনে বিচার করা হয় এটা অন্যায় হবে তার প্রতি। মানুষ মাত্রই ভুল তাকে তার ভুলের জন্য অবশ্যই ক্ষমা সুন্দর চোখে দেখা উচিত।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৬

রাজীব নুর বলেছেন: চমৎকার মন্তব্য করেছেন।

২৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪২

হাসান কালবৈশাখী বলেছেন:
সে যত বড় কবিই হোক,
জেনেশুনে ঘাতক পক্ষের কাছে মাথা বিক্রি করে ফেললে আর কিছু অবশিষ্ট থাকে না।

এই একটি মাত্র অর্জনের কারণেই সামুর চিহ্নিত ঘাতক সমর্থকেরা তার কবিতা না পড়েই অন্ধভাবে উলংগ ভাবে তাকে সমর্থন করে যাচ্ছে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৭

রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৫

নতুন নকিব বলেছেন:



দারুন বলেছেন-

দেশের কথিত বুদ্ধিজীবীরা মারা যাওয়ার পর শহীদ মিনারে তাদের লাশ নিয়ে ‘পূজা’ করা হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় ‘লোকদেখানো’ জানাজা। এতে অংশগ্রহণকারীদের কতজনের ওজু থাকে সেটা বলা মুশকিল। দেশের সেরা কবি আল মাহমুদকে শহীদ মিনারে না নেয়ার সিদ্ধান্তটিও সেরা।
.
তাঁর জানাজা হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। সেখানে যারা অংশ নিয়েছেন তাদের বেশির ভাগ আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহর প্রিয়দের দোয়ার উসিলায় একজন বিশ্বাসী কবিকে আল্লাহ ক্ষমা করে দেবেন-সেটাই সবার বিশ্বাস। হে আল্লাহ! আল মাহমুদকে ক্ষমা করে দিন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৮

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

২৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: যাদের কাছে শহীদ মিনারে যাওয়া বেদাতি কাজকর্ম, তাদের লাশ শহীদ মিনারে যাওয়ার যোগ্য হবে কেমনে!!!

বাংলাদেশের একমাত্র আদর্শের ছাত্রসংগঠন যার কাছে ইসলামিক ছাত্র শিবির তার শহীদ মিনারে যেতে পারে কেমনে!!!

যার কাছে দেশের শত্রুরা সবচেয়ে প্রিয় ও আদর্শিক ব্যক্তিত্ব তার লাশ আপাতত বাংলাদেশের কোন গৌরবময় ঐতিহাসিক স্থান প্রদক্ষিণ করতে পারে না।

সে একজন গুণী লেখক তাকে সন্দেহ রাখি না, কিন্তু দেশের শত্রুরা যার প্রিয় ব্যক্তিত্ব তাকে শ্রদ্ধা নিবেদন করতে আমার বিবেকে বাঁধছে। তবুও আল্লাহ মাফ করে শান্তি দিক তার আত্মার।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৯

রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন।

২৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৪

বোকা পুরুষ বলেছেন: শুধু একটা কথাই বলতে পারি "৭ কোটি জনতার জননী বাংলাদেশ, রেখেছো বাঙালি করে মানুষ করোনি" ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১০

রাজীব নুর বলেছেন: ৭ কটির জাগায় এখন ১৮ কোটি।

২৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩১

রানার ব্লগ বলেছেন: শেষ হয়নি কি, আমাদের দেয়া-নেয়া?
হাত তুলে আছে, পাড়ানি মেয়েটি
বিদায়ের শেষ খেয়া,
ডাকছে আমাকে হাঁকছে আমাকে
আমিই শেষের লোক।
শ্লোক শেষ হলো, অন্ত-মিলেরও শেষ।
কাঁপছে নায়ের পাটাতন বুঝি
ছেড়ে যেতে উৎসুক।

আমি চলে গেলে এ পারে আঁধারে কেউ থাকবে না আর
সব ভেসে গেছে এবার তবে কি ভাসাবো অন্ধকার?
আলো-আঁধারির এই খেলা তবে আমাকে নিয়েই শেষ
আমার শরীর কাঁপছে যেমন কাঁপছে বাংলাদেশ।


- আল মাহমুদ

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১২

রাজীব নুর বলেছেন: দারুন কবিতা।

৩০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩০

ডার্ক ম্যান বলেছেন: সাধারণ মানুষ কবি আল মাহমুদের নাম জানে না । এদেশের দুই একজন কবি সাহিত্যিক ছাড়া বাকিদের সাধারণ মানুষ চিনে না ।
হুমায়ন আহমেদ নাটক সিনেমা না বানালে উনার নামও সাধারণ বাংলাদেশীরা জানতো না।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৩১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৫৮

ভাবুক খোকা বলেছেন: বাঙালিরা কবির সম্পর্কে জানতে চায় না কবিতা পড়ে আনন্দ পায় ।
আর কবিতা পড়ার মদ্ধে দিয়ে কবি আল মাহমুদ বেঁচে থাকুক চিরকাল এই প্রত্যশা ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৪

রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.