নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজ বইমেলায় গিয়েছিলাম

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৫



হুট করে আজ বইমেলায় গিয়েছিলাম।
যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না। কি মনে করে একাই চলে গেলাম মেলায়। বেশ কিছু বই কিনেছি। সবচেয়ে বড় কথা ইমদাদুল হক মিলনের নূরজাহান কিনেছি। অখন্ড। দাম নিয়েছে ১১৩০ টাকা। বইয়ের গায়ের দাম পনের শ' টাকা। বইটা এক বন্ধুর কাছ থেকে এনে পড়েছিলাম। ভাবলাম নিজের সংগ্রহে একটা থাকা উচিত। বইটা সংগ্রহ করে বেশ আনন্দ পেয়েছি। ৯৭৮ পাতার বই।



শরৎ রচনা সমগ্র কিনেছি।
মাঝে মাঝে শরৎ পড়তে মন চায়। হাতের কাছে পাই না। খুব রাগ লাগে। তাই আজ কিনেই ফেললাম। দাম বেশি নয় মাত্র ৩০০ টাকা। তবে বইয়ের পাতা ভালো নয়। ক'দিন ধরে দত্তা পড়ার স্বাদ জেগেছে। সাবের ভাইয়ের (মঈনুল আহসান সাবের) কাফকা আসবে বইটি কিনেছি। আগামী শুক্রবার এই বইটা পড়ে শেষ করবো। ইশতিয়াক আহমেদ ভাইয়ের সাদা প্রাইভেট বইটি কিনেছি। আরাম করে শুয়ে বসে পড়বো। সালমা লুনা'র পরীরা উড়ে যায় বইটি কিনেছি। ৯৬ পাতার বই। এক বসায় শেষ করে ফেলব।



মাসরুর আরেফিন এর আগষ্ট আবছায়া বইটি কিনেছি প্রথমা থেকে। প্রথমা'র বইয়ের অনেক দাম। বইটির দাম নিয়েছে ৭০০ টাকা। ৩২৮ পাতা। এই লেখক এর আগে কোনো কিছু পড়া হয়নি। তবে মন বলছে বইটি ভালো হবে। আরু বেশ কিছু বই কিনেছি। এগুলো নিয়ে পরে লিখব। লিস্টে আরও অনেক বই বাদ রয়ে গেছে। খুব শিগগির'ই কিনে ফেলব। তবে আজ শিবরাম সমগ্র খুজেছিলাম পাইনি। বইয়ের দাম অনেক বেশি। আর একটু কম হলে আমার মতো পাঠকদের জন্য খুব ভালো হতো।




মন্তব্য ৫৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৪

চাঁদগাজী বলেছেন:


আপনার প্রকাশক হওয়ার ইচ্ছা এখনো ঠিক আছে তো?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৫

রাজীব নুর বলেছেন: অবশ্যই।
আপনি আমার প্রকাশনীর একটা নাম ঠিক করে দিবেন।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৭

মেহেদী হাসান হাসিব বলেছেন: B-)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০২

রাজীব নুর বলেছেন: !

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫০

প্রামানিক বলেছেন: আমিও গিয়েছিলাম, লেখাজোকা কিনেছি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: এই বইটা আমিও কিনব।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৬

ডার্ক ম্যান বলেছেন: আপনিও আমার মত প্রকাশক হবার লাইনে আছেন ???? সুরা প্রকাশনী নাম দিতে পারেন ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: নামটা ভালোই। টূকে রাখলাম।
অনেক ধন্যবাদ।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৬

হাসাস হোসেন বলেছেন: বই মেলাটা আসলে কি?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: আনন্দ।
প্রতিযোগিতা।
আন্তরিকতা।
ভালোবাসা।
মানবতা।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫১

হাসাস হোসেন বলেছেন: বই মেলাটা আসলে কি? বই মেলা মানে কি বই মেলা না কোনটা?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২৫

রাজীব নুর বলেছেন: বইমেলা নিয়ে একেক জন একেক রকম করে ভাবেন। বলেন।
প্রানের মেলা, শ্রেষ্ঠ মেলা। লেখক প্রকাশক মেলবন্ধন।

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৫

শায়মা বলেছেন: ভাইয়া বইগুলো দেখে মানে মোটা মোটা বইগুলো কেমনে ধরে পড়বে ভাবছি!





আর প্রামানিকভাইয়া গুড! শান্তি পেলাম শুনে। সেদিন পাওনি জেনে খারাপ লাগছিলো!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: আমি তো আরাম করে শুয়ে বুকের উপর রেখে বই পড়ি। অভ্যাস আছে।

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২২

মিঃ হাসান বলেছেন: ভাই "কাফকা আসবে" হাতে মডেল-বাবু কে ?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: ছোট ভাইয়ের ছেলে আরিশ।

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৮

আখেনাটেন বলেছেন: মাঝে মাঝে আমারও দত্তা পড়ার ইচ্ছে জাগে। বিজয়া আর নরেনের কেমিস্ট্রি.....ওয়াও.....। আমার পড়া রোমান্টিক উপন্যাসগুলোর (দূরবীন, যাও পাখি, আ ফেয়ারওয়েল টু আর্মস...) মধ্যে অন্যতম বেশিবার পঠিত এটি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: দয়া করে শীর্ষেন্দুর পার্থিব এবং চক্র অবশ্যই পড়বেন। খুব ভালো লাগবে।

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি এবার যেতে পারিনাই,এবছর আর হয়ত যাওয়া হবেও না ।তবে গুরু ভাই আপনি গেছেন জেনে ভালো লাগছে ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: না গিয়ে ভালোই করেছেন।
প্রচুর ভিড় হয়। আর ধুলোবালি তো আছেই।

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:১৫

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: শিবরাম সমগ্র পাবেন চারুলিপি প্রকাশনী তে।সালাম চত্তর(ফোয়ারার আশেপাশে স্টল নং চারশ কত যেন।১ম খন্ড মার্কেট আউট)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:৪৯

সোহানী বলেছেন: ব্লগারদের বই কিনেননি? B:-)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: খুব কিনেছি।
ব্লগারদের বই নিয়ে পোষ্ট আসবে বোন।
চোর খাখুন আমার পোষ্টে।

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:০৩

মাহমুদুর রহমান বলেছেন: জেনে খুব ভালো লাগলো যে আপনিও বই মেলায় গিয়েছেন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: আবার যেতে হবে। আরও অনেক বই কেনা বাকি আছে।

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বায়স্কোপ কিনলেন না?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: অবশ্যই কিনব।
লিস্টের সব বই এখনও কেনা হয় নাই।

১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বইয়ের দাম পাঠকের সাধ্যের মধ্যে রাখা উচিত।
এ ব্যাপারে বাংলা একাডেমী এগিয়ে আসতে পারে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: বাংলা একাডেমি দুর্বল।

১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: ভাইয়ের বই সিলেকশন গুলো বেশ ভালো হয়েছে । সাথে সাথে প্রকাশক হওয়ার স্বপ্নও যেন খুব শীঘ্রই বাস্তবায়িত হয় - কামনা করি। ভাই এর প্রকাশনা সংস্থার লাইনে সবার আগে আমি আছি হা হা হা .....

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: আমি তো আগেই বলেছি- দাদা আপনার বই আমি ছাপাবো।

১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৪

তারেক_মাহমুদ বলেছেন: ম্যালা টাকার বই কিনে ফেলেছেন মনে হচ্ছে, বেশ একটাতো ব্লগারদের বই কেনেনি দেখছি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: ব্লগারদের বই নিয়ে পোষ্ট দেওয়া হবে।

১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২৪

শোভ বলেছেন: আমি আপানকে বই মেলায় দেখেছি । নিশ্চিৎ হতে পারিনি আপনি রাজিব নুর তাই কথা বলেনি । কথা বলতে গেলে কি মনে করেন , ব্লগার মানুষ ত তাই ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: হা হা হা-----
আসলে আপনি আপন ভাবেন নি। তাই কাছে আসেন নি।

১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৭

জাহিদ অনিক বলেছেন:


চাঁদগাজী বলেছেন:


আপনার প্রকাশক হওয়ার ইচ্ছা এখনো ঠিক আছে তো?
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৫ ০

লেখক বলেছেন: অবশ্যই।
আপনি আমার প্রকাশনীর একটা নাম ঠিক করে দিবেন।
রাজীব ভাই আমার বই প্রকাশ করবেন মনে আছে তো !!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৫

রাজীব নুর বলেছেন: অবশ্যই মনে আছে।
আমি কথা দিলে কথা রাখি।

২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৬

অপু দ্যা গ্রেট বলেছেন:



ভাই আমারও একই কথা যদি বইয়ের দাম একটু কম হতো ।

আর আপনি প্রকাশ হলে সত্যি বলছি এক খানা বই লেখার ইচ্ছে আছে । লিখে ফেলব ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫১

রাজীব নুর বলেছেন: দোয়া করেন যেন প্রকাশনী টা দিয়েই দিতে পারি।

২১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৬

ঢাবিয়ান বলেছেন: মইনুল আহসান সাবেরের '' কাফকা'' বইটার রিভিউ দিয়ে একটা পোস্ট দিয়েন। বেশ ভিন্নধর্মী লেখা তার। তৌকির আহমেদ তার লেখার অনলম্বনে একটি নাটকে অভিনয় করে সর্বপ্রথম লাইমলাইটে এসেছিল। আচ্ছা অরুন চৌধুরি কোন বই বের করেছেন।? আমাদের ছাত্রবস্থায় দারুন জনপ্রিয় লেখক ছিলেন তিনি। টিভিতে তার লেখা বই এর অনেক নাটক রচিত হত সেসময়।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫২

রাজীব নুর বলেছেন: সাবের ভাই এর বই নিয়ে অবশ্যই রিভিউ দিব।

২২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৯

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: প্রথমা কি ছাড় দিচ্ছে না কিছুই।

ওদের ওখানে বই কিনতে ভালোই লাগে। কি সুন্দর মেয়েরা অনুরোধ করে বার বার।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৮

রাজীব নুর বলেছেন: হা হা হা---

২৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৯

বলেছেন: আপনাকে প্রকাশক হিসাবে দেখতে চাই

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৯

রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ।

২৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৫

কাওসার চৌধুরী বলেছেন:



রাজীব ভাই, আপনাকে মিস করলাম :(। আর কবে বইমেলায় যাবেন? আমি ২১শে ফেব্রুয়ারি থেকে আবার বইমেলায় থাকবো। সময় সুযোগ হলে আসবেন, ভাবী সহ। সামনা সামনি দেখার খুব ইচ্ছে আপনাকে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪০

রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ দেখা হবে।

২৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৯

ন্যািন্স েদওয়ান বলেছেন: Himur collection amr chilo.

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪১

রাজীব নুর বলেছেন: এখন নাই কেন?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪১

রাজীব নুর বলেছেন: এখন নাই কেন?

২৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:৫০

উম্মু আবদুল্লাহ বলেছেন: পোস্টে প্লাস। ঈশ কতদিন নিউমার্কেট যাই না। দেশে গেলে যানজটের কারনে আমার আর ওদিকে যাওয়া হয় না। যার ফলে এসব সাহিত্য সমগ্রও কেনা হয় না।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৩

রাজীব নুর বলেছেন: নিউ মার্কেট ছাড়াও এখন অনেক জায়গায় সমগ্র গুলো পাওয়া যায়। এমন কি আপনি ফোনে অর্ডার দিলেও বাসায় এসে দিয়ে যাবে।

২৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৬

রানার ব্লগ বলেছেন: আপনি প্রকাশনি দিলে আমি আপনার প্রকাশনি থেকে বই বের করার চেস্টা করব ভাবছি। চেনা জানা হলে ভাল অয় আর কি যদি দয়া দাক্ষিণ্য করে বই খানা ছাপিয়ে দেয়।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.