নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৮১

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০০



১। সাধু বা শুদ্ধ মানুষ হওয়ার জন্য- দূরে কোথাও যেতে হয় না, ধ্যান বা তপস্যারও প্রয়োজন নেই।। অন্তরের কয়েকটা ময়লা জিনিস বাইরে ফেলে দিতে পারলেই একজন শুদ্ধ মানূষ হওয়া যায় অতি সহজেই।

২। মুসলমান সমাজের বয়স নিতান্ত কম নয়। কিন্তু এত দীর্ঘকালের মধ্যে, একজন রুশো, একজন পিকাসো, একজন নিউটন জন্মাননি। এই সমাজ একজন রাজা রামমোহন, একজন বিদ্যাসাগর, একজন রাম তনুলাহিড়ী তৈরি করতে পারে নি। তার কারন, আমাদের সু-শিক্ষা নাই। জ্ঞানের মর্যাদা বুঝি না। সাহিত্যের আদর করি না। তাই আমাদের মধ্যে বিদ্বান নাই, বৈজ্ঞানি নাই, সাহিত্যিক-দার্শনিক ঐতিহাসিক নাই। যা আছে উহারা চাটুকার, দালাল এবং দুষ্টলোক।

৩। তসলিমা নাসরিনের লেখা কাউকে আঘাত দেয়, কাউকে আহত করে, কাউকে অবমানিত করে, কাউকে আনন্দিত, উৎসাহিত ও আশার আশ্বাসে উজ্জীবিত করে। কিন্তু দুনিয়ার কোনো ধর্মশাস্ত্রই নারী স্বাধীনতা স্বীকার করে না।

৪। নদীর পাড়ে রোদ পোহাচ্ছে এক কুমীর, পাশ দিয়ে যেতে যেতে এক শেয়াল দেখে কুমীরের সারা গায়ে জোঁক, রক্ত খাচ্ছে।
শিয়াল বলল, আরে ব্যাটা কুমীর, লেজটাও ঝাড়লে তো পারিস। কিছু জোঁক তো ঝাপটা খেয়ে মরে পালিয়ে যায়। রক্ত শূন্য হয়ে মরে যাবি তো শেষে।
কুমীর বলল, রক্ত যা খাবার খেয়ে নিঃসাড়ে পড়ে আছে, এখন গা থেকে এগুলোকে আর সরিয়ে দিতে চাই না, সরালে আবার নতুন জোঁক আসবে, নতুন করে রক্ত খাবার পালা শুরু হবে, কাজ নেই তাতে।
আমাদের এই দেশে তো- এক রাজাকে তাড়িয়ে আরেক রাজা...

৫। প্রকাশকের সাথে কথা বলে জানলাম, এবার নতুন লেখকরা যারা বই ছাপিয়েছেন- তারা বেশ ধরা খেয়েছেন। কারো বিক্রি হয়েছে ১১ টা, কারো ১৩ টা, কারো ১৯ টা। সবচেয়ে বেশি যার বিক্রি হয়েছে তার সংখ্যা ২৯ টা। নতুন লেখকের বিক্রি হওয়া এই বই গুলো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং কিছু পরিচিতরা কিনেছেন। তাতে প্রকাশকের কিছুই যায় আসে না। কারন নতুন লেখক প্রত্যেকে নগদ টাকায় এক শ' বই কিনে নিয়েছেন। কারো কারো দুই' শ বই কিনতে হয়েছে। পাঁচ শ'র বেশি প্রকাশনী আমাদের দেশে আছে। তারা অনেক বই বের করেন। কিন্তু সহজ সরল সত্য কথা হলো আমাদের দেশে পাঠক খুব কম। ১৮ কোটি মানুষের দেশে তিন কোটি লোকও ঠিকভাবে বই পড়েন না।



মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৬

হাবিব বলেছেন: ১৪ নাম্বার তো খুব ভয়াবহ ব্যাপার

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: পয়েন্ট হলো পাঁচ টা। আপনি ১৪ পেলেন কোথায়?
আপনি কি ৪ নম্বর টার কথা বলছেন?

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১০

রাকিব আর পি এম সি বলেছেন: ভাল একটি বিষয় সামনে এনেছেন। সহমত পোষণ করছি।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১০

হাবিব বলেছেন: হা হা হা,,,,,,,,,,, আসলে আমি ৫ নাম্ব্রটা বলতে চেয়েছিলাম।
অফিসে একজনের সাথে ১৪ ...১৪ বলে কিছু একটা বুঝাচ্ছিলাম, আর তাই ভুলে ভুলে ভুল হয়েছে

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৯

রাজীব নুর বলেছেন: ওকে।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১১

হাবিব বলেছেন: আসলে আমি ৫ নম্বরটা বলতে চেয়েছিলাম।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: ওকে বুঝতে পেরেছি।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৪

বাকপ্রবাস বলেছেন: দুই নাম্বারটা গুরুত্বপূর্ণ, ইসলাম নিজেই রক্ষণশীল কিনা ভাবার বিষয়, না হলে কোন সাইডেই তার অবদান দেখছিনা, যেটা দেখছি তার সাতেও ইসলামের মিল নেই, ভোগ বিলাশ আর দ্বন্দ চাটুকিরি এসবও ইসলাম সমর্থন করেনা, তাহলে গলদ কোথায়?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: মাথা খাটান। আর গলদ খুঁজে বের করুন ।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৭

চাঁদগাজী বলেছেন:

(৫ নং) বই প্রকাশ নিয়ে; নতুন/পুরান কোন লেখক কোথায় বলেনি যে, এই দেশের মানুষকে ফ্রি পড়াতে হবে; তাদের লেখা কে পড়বে?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০১

রাজীব নুর বলেছেন: ফ্রি পেলেও পড়বে কিনা সন্দেহ।

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৪

ম্যাড ফর সামু বলেছেন: দারুণ, আপনার এই টুকরো সাদা মিথ্যে আর রাস্তায় পাওয়া ডায়েরী'র লেখাগুলো সত্যি দার্শনকি পর্যায়ের। দারুণ আপনার পর্যবেক্ষণ ক্ষমতা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৭

নীলপরি বলেছেন: বরাবরের মতো ভালো লাগলো । তবে ৩নং এর সাথে একমত হতে পারলাম না ।

শুভকামনা

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৭

মাহমুদুর রহমান বলেছেন: প্রথমত মুসলমান সমাজে সাহিত্যিক থেকে শুরু করে বিজ্ঞানী পর্যন্ত সবাই আছেন।এটা একটা চিরন্তন সত্য কথা এবং চাটুকার, দালাল এবং দুষ্টলোক এদের বাস সব সমাজেই।

নারী স্বাধীনতা বলতে যদি বোঝান বর্তমান নারীবাদীদের মত করে, তবে আপনি অন্ধকারে ডুবে আছেন।ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে অন্য কোন ধর্ম সেটা দেয়নি।আপনি একটু ভালো করে ঘাটবেন তাহলেই বুঝতে পারবেন।

ক্ষমা করবেন গুরু।আমি সত্য বলতে পিছপা হই না।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: প্রচুর পড়তে হবে ভাই।

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০০

রাইন অপরাজিত বলেছেন: বই কেনার পাঠক আরও কম ভাই , ১ কোটি লোকও বই কেনে না , যদিও গাইড বইয়ের ক্রেতা অনেক ২-৩ কোটিও হতে পারে

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: আজকের প্রত্যেকটা খুব ভালো লেগেছে। ++++

অফুরান শুভেচ্ছা ছোট ভাইকে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভালো লাগল সবকয়টিই। তবে ৫ নম্বরের টাতো অল্পে অনেক বলে দিলেন!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৮

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৫

গুলশান কিবরীয়া বলেছেন: খুবই মূল্যবান কথা বলেছেন। তবে ৪ নাম্বারটা পড়ে চিন্তায় পরে গেলাম- এটাই আসল সত্য। আর ৫ নম্বরে যা বললেন তাতে মনটাই খারাপ হয়ে গেল। প্রকাশকরা লেখকের কাছ থেকেই ব্যবসা করে নিচ্ছে তাই তারা আর পাঠক যোগাড় করার দায়িত্ব নেন না। যে যাই লিখুক প্রকাশ করে যান পয়সার বিনিময়ে। দুঃখজনক।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ৪নাম্বারে টেকনিক্যাল সমস্যা আছে। কুমিরের চামড়া অনেক পুরু, জোঁকের সাধ্যি নেই তাঁর শরীর থেকে রক্ত চোষার।
তবে ভেতরের কথাটা বাস্তব সম্মত।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫২

জাহিদ অনিক বলেছেন:


ধরেন রাজীব ভাই-- আমি যদি কবিতার বই বের করি। কয় কপি বিক্রি হবে?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৫

রাজীব নুর বলেছেন: এইসন কথা সাক্ষাতে আলাপ করবো।

১৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৯

অপু দ্যা গ্রেট বলেছেন:




আমাকে একদিন এক বড় ভাই বলেছিল তুমি শুদ্ধ মানুষ । সেদিন তাকে বলেছি এখনও শুদ্ধ হতে পারিনি । যেদিন হবো সেদিন আপনার সামনে যাবো ।

বইয়ের ব্যাপারে বলব যে তাদের লেখা হয়ত মান সম্মত নয় বা প্রচার হয়নি । তবে মান সম্মত হয়নি বলেই আমার ধারনা বেশি ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪১

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২০

আলমগীর কাইজার বলেছেন: কেনো যে এতো ভালো লেখেন? ১ ও ২ নম্বর পড়ার পর,,,,,,, অসাধারণ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.