নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

চকবাজার অগ্নিকান্ডে সাধারন মানুষ যা ভাবছেন

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯



১। ঢাকার চকবাজারে আগুনে পুড়ে মারা যাওয়া লাশের সংখ্যা এখন ৭৬ জন।

২। আবাসিক এলাকায় আর নয় কেমিক্যাল কারখানা, কেমিক্যাল গোডাউন। ঢাকার চক বাজারে অগ্নি কাণ্ডে পুরো জাতি আজ গভীরভাবে শোকাহত!

৩। ঢাকাৱ বাতাসে মানুষ পোড়া গন্ধ! এক হৃদয় বিদাৱক একুশ!

৪। এইটা দুর্ঘটনা না, এইটা ঘটনা। এই দেশে কোন দুর্ঘটনা ঘটে না, সবই ঘটনা।

৫। নিমতলী থেকে চকবাজার, অগ্নিদগ্ধ মানুষ! মূল্যহীন মানুষ!! শুধু সংখ্যা আর 'ট্র্যাজেডি' শব্দটি উচ্চারণ করেই আমাদের দায় সারা হয়...

৬। চকবাজার অগ্নিকান্ডে যেসব ঘরবাড়িতে মানুষ পুড়ে মারা গেছে, আমি প্রায় নিশ্চিত, এরপরও সেসব বাড়ির মালিক তাদের রাসায়নিকের গোডাউন সরাবেন না। কয়েকদিন মিডিয়া কাভারেজ, প্রশাসনের কঠোর হুশিয়ারি, দু-চারটা মানবিক স্টোরি, মানববন্ধন বা টকশো চলবে যা আমাদের মুখস্ত হয়ে গেছে।

৭। আমরা মেলায় যাবো। পাঠক আসবে,বই কিনবে,অটোগ্রাফ দিবো, সেলফি তুলবো। সব একই। শুধু চারপাশে বয়ে বেড়াবো অসংখ্য লাশের পোড়া গন্ধ।

৮। হে অগ্নিদগ্ধ মৃতরা তোমরা এদেশের মানুষকে ধ্বংস হওয়ার অভিশাপ দাও। কখনও ক্ষমা করো না।

৯। মৃত্যু কতটা নির্মম আর নিষ্ঠুর হয়ে নিজেকে প্রকাশ করতে পারে তা কোন মানুষের অনুভূতি শক্তিতে উপলব্ধি করার ক্ষমতা নেই। শুধু এইটুকুই অনুরোধ মৃত্যু তুমি কারো জন্য আর এতোটা নিষ্ঠুর হয়োনা।

১০। ২০১০ সালে নীমতলীর অগ্নিকাণ্ডের পর আজকের এই ভয়াবহ একইরকম আরেকটা ঘটনা ঘটতো না আমাদের পরিকল্পনাহীনতা আর সচেতনতাহীনতার কারনে আবারো পুড়ে মারা গেলো শ'খানেক মানুষ। একুশের বড় শোকের দিনে আরো একটা সাময়িক শোক হয়ত আমাদের ইতিহাসে যোগ হলো, কিন্তু আমরা তো জানি, এই শোকও আমরা একদিন ভুলে যাবো। সবকিছুই আবার স্বাভাবিক হয়ে যাবে। আমরা এভাবেই বাঁচবো- দেশপ্রেম, সাহস আর মেধা নিয়ে যেভাবে বেঁচে আছি।

১১। পুরান ঢাকার এই মানুষগুলো বহু আগে থেকেই মাইনফিল্ডে বাস করে। আমরাই বা কতটা নিরাপদ? প্রতিনিয়ত যে গাড়িটাতে চড়ছি, সেটার সিলিন্ডার কতটা নিরাপদ? গ্যাস সিলিন্ডারের এই শহর, কতটা ভয়ঙ্কর মরণফাঁদ নিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য! নিমতলি থেকে আমরা শিক্ষা নেইনি, কাজেই একের পর এক উচিত শিক্ষা প্রকৃতিই দেবে, এই ই নিয়ম।

১২। এবার আগুনে দ্বগ্ধ নিহতদের পরিবারকে কিছু টাকা দেয়া হবে। এরপর একটি চার সদস্ত বিশিষ্ট তদন্ত টিম হবে। তদন্ত রিপোর্ট ডিপ ফ্রিজে রাখা হবে। সর্বশেষ কোন রকমে এক সপ্তাহ কেটে গেলে আমাদের আর কিছু মনে থাকবে না, সব ভুলে যাবো।


মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০০

পদাতিক চৌধুরি বলেছেন: আজ আর পোস্ট না পড়ে মন্তব্য করব।
মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের মাগফিরাত কামনা করি। পরিবার পরিজন এর প্রতি রইল সমবেদনা। পাশাপাশি সমস্ত শ্রেণীর মানুষ এগিয়ে এসে যৌথভাবে যদি আর্থিক সাপোর্ট করা যায় ভুক্তভোগী পরিবারগুলিকে তাহলে মানসিক শান্তি পাওয়া যাবে।।।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৩

রাজীব নুর বলেছেন: সরকার অবশ্যই তাদের টাকা দিবে।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এ দুর্ঘটনার জন্য দায়ী কে? উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর ঐতিহ্য তো আমাদের দেশের আছেই।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৫

রাজীব নুর বলেছেন: দায়ী কে? এর চেয়ে দরকার এরকম ঘটনা যেন আর না ঘটে সেই ব্যবস্থা নেওয়া।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২২

ইব্‌রাহীম আই কে বলেছেন: ~মৃতের পরিবারকে ১ লক্ষ টাকা আর আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়ে গেছে।

~সামগ্রিক বিষয় নিয়ে তদন্ত করার জন্য ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৭

রাজীব নুর বলেছেন: তদন্ত কমিটির চেয়ে বেশি দরকার- আর যেন এরকম ঘটনা না ঘটে সেই ব্যবস্থা নেওয়া।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

মাহমুদুর রহমান বলেছেন: ভাই,পুরো স্তব্ধ হয়ে গেলাম।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৮

রাজীব নুর বলেছেন: পুরো দেশ স্তব্ধ!!

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২১

এখওয়ানআখী বলেছেন: কে দায়ী- এপ্রশ্ন যখন তোলা যাবেনা তখন কি করলে এমন ঘটনা ঘটবেনা সে আলোচনা করা যেতে পারে। সাথে কারা সেটি বাস্তবায়ন করবে তাও বলা হোক। নতুবা ব্লগ লেখার মানে হয়না। এটাও জনমত।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৩

কাউছার চৌধুরী বলেছেন: এত মৃত্যুর দায় নিবে কে? রাষ্ট্র, রাষ্ট্রীয় বিভিন্ন দপ্তর না তাদের কর্মকর্তারা? সরকারী কর্মকর্তারা এখন বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। কি হবে! আমরা কখনো আগুনে পুড়িয়ে মরব, কখনো বা রাজপথে পিষ্ঠ হব। এটায় আমাদের ভাগ্য। আমাদের কষ্টে অর্জিত সম্পদের উপর বিভিন্ন দপ্তরে বিভিন্ন ধরনের কর দিয়ে আসছি তার বিনিময়ে রাষ্ট্রীয় কর্মচারীদের অবহেলার ফল এই মৃত্যু। কোন মন্ত্রী বলবে আমি তদারকি করার জন্য বলছি কিন্তু কাজ হয়নি, কোন মন্ত্রী বলবে আমরা তদন্ত কমিটি গঠন করছি, কোন মন্ত্রী বলবে পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিব। কি হবে? এত মৃত্যু এত কান্না আর সহ্য হয় না। আমার বিচার হীনতার ফসল এই মৃত্যু, দূর্নীতির ফসল এই মৃত্যু, দূর্বল গণতন্ত্রের ফসল এই মৃত্যু,।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪০

রাজীব নুর বলেছেন: চমৎকার বলেছেন।

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩০

বিদ্যুৎ বলেছেন: মৃত ব্যাক্তির জন্য ১ লাখ আর আহত ব্যাক্তির জন্য ৫০ হাজার। ব্যাস খালাস! হায়রে সরকার! মনে হয় লাশের নিলাম তুলেছে সরকার। কবে যে আমাদের বোধদয় হবে?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪১

রাজীব নুর বলেছেন: নষ্ট হয়ে যাওয়া আর পচে যাওয়া দেশ এর বেশি আর কি করবে?

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০১

সুদীপ কুমার বলেছেন: সামাজিক আন্দোলন ছাড়া এসব ঘটনা চলতেই থাকবে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪১

রাজীব নুর বলেছেন: সামাজিক আন্দোলন করে লাভ হবে না।
সরকার জেলে ঢুকিয়ে দিবে।

৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

নিমতলী< চক বাজার< ----

এভাবেই কি চলতে থাকবে?

সুন্দর বাংলাদেশ চাই।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪২

রাজীব নুর বলেছেন: সুন্দর বাংলাদেশ ইনশাল্লাহ হবে একদিন।

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: স্বল্প মেয়াদে কারখানাগুলো শহর থেকে সরানো, জনগণকে আগুন ও দুর্যোগে নিরাপত্তার ড্রিল প্রশিক্ষণ সহ নিরাপত্তামূলক ব্যবস্থা সরকার নিতে পারেন | দীর্ঘমেয়াদে ঢাকা থেকে অফিস আদালত অন্যান্য জেলায় বিকেন্দ্রীকরণ ছাড়া আর কোনো উপায় নেই এই জাতিকে রক্ষার জন্য | একমাত্র অফিস আদালত চারিদিকে ছড়িয়ে দিতে পারলেই একটি শহরের উপর অত্যাধিক জনসংখ্যার চাপ কমানো সম্ভব | নতুবা ঢাকা, চিটাগাংসহ বড়ো শহর গুলো কংক্রিটের বসতবাড়িতে কিলবিল করবে |

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৪

রাজীব নুর বলেছেন: সহমত।

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১৭

নীলপরি বলেছেন: মর্মান্তিক ঘটনা ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৪

রাজীব নুর বলেছেন: এই ঘটনা যেন আর না ঘটে তাই আজই কঠিন কঠিন পদক্ষেপ নিতে হবে।

১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৮

সাহিনুর বলেছেন: পর পর দুটো মর্মান্তিক ঘটনায় শোকাহত পুরো দুনিয়া জম্ম-কাশ্মীরে সৈনিক এর প্রাণ আর চকবাজারের মানুষের প্রাণ । মানুষের কিছু কিছু ভুলের জন্য এত গুলো প্রাণ চলে গেল । আমরা আল্লাহ কাছে তাদের সবার আত্মার শান্তি কামনা করি ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৮

রাজীব নুর বলেছেন: আমিন।

১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৩

চাঁদগাজী বলেছেন:


ঢাকায় নাকি কিসব বিখ্যাত বিখ্যাত বাংগালীরা মেয়র হয়েছে?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৯

রাজীব নুর বলেছেন: তাতে লাভ কি?
তাদের থাকা না থাকা সমান।

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৬

হোয়ারইজসাগর বলেছেন: এবং এখন পর্যন্ত যতগুলো চার সদস্যের টিম গঠিত হয়েছে তাদের বৃত্তান্ত তো দূরে থাক; কেউ নামও বলতে পারবে না!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: তারপরও কোনো ঘটনা ঘটে গেলে তদন্ত কমিটি ঘঠন করা হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.