নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

\'বিমান ছিনতাই\' সাধারন মানুষ যা ভাবছেন

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০০



১। আগামী কিছুদিন নিরাপত্তা নিশ্চিতে আকাশ যাত্রীদের জীবন তামা তামা হয়ে যাবে গো!

২। বিমান ব‌লেই এত সহ‌জে ছিনতাই কর‌তে পারছে, লঞ্চ হই‌লে পার‌তো না!

৩। আমার মনে হয় হাইজ্যাকার মাহাদী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিমান বন্দরের নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে নিয়ে অভিযোগ করতে কথা বলতে চেয়েছিলেন।

৪। এত বড় ট্রাজেডির পর এমন একটা হাস্যকর জিনিস খুব কষ্ট দেয় । আমি ভাবছি চকবাজারের মৃত জনদের কথা।

৫। ঠান্ডা মাথায় যে বিমান বন্দরের নিরাপত্তা ব্যাবস্থাকে ছিদ্র করে দিতে পারে সে আর যাই হোক মানষিক ভাবে অসুস্থ্য নয় তা হলফ করে বলা যেতে পারে। অতএব, বড় কোন দুর্ঘটনার অপেক্ষায় না থেকে দেশ ও জাতির স্বার্থেই বিমান বন্দরের নিরাপত্তা ব্যাবস্থার গলদটি এখনি খুজে বের করা হোক।

৬। যে বিমান বন্দরে ঢুকার সময় পেন্টের বেল্ট পর্যন্ত চেক করে সেখানে এইটা কেমনে কী, বুঝলাম না কিছুই!!? সব মাথার উপর দিয়ে গেল!! মনে হচ্ছে গতকাল সন্ধ্যায় বিমান বন্দরে দায়িত্বপ্রাপ্তরা বিশেষ কিছু ফুকেছিল।

৭। উড়োযাহাজ ছিনতাই নিয়ে জমজমাট থ্রিলিং কোন বই আছে? যা পড়লে লোম খাড়া হয়ে যাবে! বা ধরুন এ্যরোপ্লেন দূর্ঘটনায় পরে জনবিরল কোন কোন জায়গায় আটকা পড়েছে,তারপর বেঁচে থাকার জন্য লড়াই। এই টাইপ। বাস্তব ঘটনার পরিপ্রেক্ষিতে লিখা, ফিকশন সামান্য থাকতে পারে।

৮। যেখানে গুলি করার দরকার ছিল সেখানে আপোষ আর যেখানে টিয়ার শেল হলেই হয় সেখানে এক গুলিতে সফল অভিযান।

৯। বিমানের ভেতর থাকা যাত্রীরা বললো ছিনতাইকারি কয়েক রাউন্ড ফায়ারও করেছে । কী যে কী বলতেছে কিছুই বুঝলাম না ।

১০। চারদিকের এত সব ঘটনায় দম বন্ধ লাগছে!

১১। ব্যাপারটা শুধু তিন, চারদিন আগে ঘটত, মেলায় আপনারা, বহু অজানা তথ্যসহ, বই পেতেন -- বিমান ছিনতাইয়ের চেষ্টা ও অন্যান্য।

১২। চারপাশের অবস্থা দেখে মনে হয় ধাম কইরা মাথায় একটা বাড়ি খাই আর তারপর বলি, 'আমি কে! তোমরা কারা? আমি এখানে কেন!!

১৩। গুলির শব্দ! বাদল! জিম্মি! ছিনতাই! বিদেশি ! আহত! নিহত! শিমলা! মাহাদি! ট্রমা! যাত্রীরা! খেলনা পিস্তল! কর্তৃপক্ষ! নিরাপত্তা! সাংবাদিকতা!

১৪। ব্যাটার পকেটে পিস্তল ছিল না। ততক্ষণে পাইলটের কাছে ম্যাসেজ যায়। পাইলট ব্যাটা টাওয়ারে বিমান ছিনতাইয়ের ম্যাসেজ থ্রু করে দেয়। ইন্টারন্যাশনাল রুটে প্লেন বিধায় তথ্যটি সব বিমানবন্দরে জেনে যায়। পরে কিন্তু ক্র্যাক পার্টিকে সহজে ধরে ফেলে। কিন্তু ছিনতাই হয়েছে বিমান, তাই তো পরবর্তীতে ক্রসফায়ার, এরপর অস্ত্রের গল্প। বিমান ছিনতাইয়ের ম্যাসেজ প্রচার হয়ে গেছে বিধায়, পরবর্তীতে অভিযান এবং অস্ত্র দিয়ে ঘটনার সফল পরিসমাপ্তি।


(পোষ্টে ছবিটা আমারই তোলা)

মন্তব্য ৫৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩২

মাহমুদুর রহমান বলেছেন: সাধারন পাবলিক অনেক কথাই বলেন।তবে অধিকাংশরাই অবাস্তব যুক্তিহীন কথা বলেন যা সত্যিই ধিক্কার জনক। তবে তাঁদের আমি ধিক্কার জানাবো না এই ধিক্কার তাঁদের যাদের থেকে এই সমস্ত কথা সূত্রপাত ঘটেছে।তারা কেমন মানুষ আমার জানা নেই।তবে তারা ভালো ভালো পদে বহাল আছেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৩

মাহমুদুর রহমান বলেছেন: আর ছবিটা কিন্তু সুন্দর হয়েছে খুব।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৫

নাহিদ০৯ বলেছেন: র‌্যাব, পুলিশ, সোয়াট, প্যারাকমান্ডো, আর্মি, এয়ারফোর্স সবাইকে শ্বাসরুদ্ধ করে দেওয়া এত সহজ!! ভাবতেই হাসি পায়।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: ছেলে টাকে না মারলে ভালো হতো।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০২

মেমননীয় বলেছেন: নিরস্ত্র, অল্প শিক্ষিত, বোকা মানুষটাকে না মারলেও চলতো!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: না মেরে তাকে জনসমক্ষ্যে আনা উচিত ছিল।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১২

প্রথমকথা বলেছেন:


ছবিটি খুব সুন্দর। যাই ঘটুক! বিমান বন্দরের নিরাপত্তা আরো জোর দার করা অতীব জরুরী।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩১

মা.হাসান বলেছেন: বিমান বলেই পারছে, লঞ্চ হইলে পারতো না।
সত্য বলেছেন।
১, ২, ৬ , ৮ , ১১, ১২- সব গুলো পয়েন্ট অতিরিক্ত ভালো লাগছে। তথ্য মন্ত্রী নীরব কেন জানিতে চাই।

১৯৭৩ সালে আন্ডিজ পর্বতমালায় উরুগুয়ের বিমান ক্রাশ করে। ৭২ দিন পরে ৪৫ জন যাত্রির মধ্যে ১৮জনকে জীবিত উদ্ধার করা হয়। ঘটনা নিয়ে অনেক বই লেখা হয়েছে, কয়েকটা মুভি ও হয়েছে। Alive- The story of the Andes survivors- by Piers Paul Read পড়তে পারেন।
Trapped- Alive in the Andes নামে ন্যাশনাল জিওগ্রাফিক একটা সিরিজ করেছে।
Alive নামে ১৯৯৩ সালের একটা সিনেমাও আছে।
১৯৭৭ সালে ঢাকার তেজগাঁও বিমান বন্দরে জাপানি বিমান হাইজ্যাকের একটা ঘটনা ঘটেছিল। ব্লগে এবিষয়ে একটা লেখাও গত কয়েক মাসের মাঝে চোখে পড়েছে।
Flightplan, Air Force One, Con Air, দেখতে পারেন, এগুলো অ্যাকশন মুভি। Flight 93 সত্য ঘটনা অবলম্বনে (৯/১১-২০০১) এর উপর।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: লঞ্চও হাইজ্যাক করা সম্ভব।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪০

নীল আকাশ বলেছেন: বিমান বলেই পারছে, লঞ্চ হইলে পারতো না। রিক্সা হলে আরও পারতো না......... X(
পাবলিককে এরা যে কি মনে করে সেটা খুব করে জানতে ইচ্ছে করে! :(
এই কাহিনী শুনার পর কেন যেন রেশমার কথা খুব করে মনে পড়ে গেল :P
সিনেমার নামগুলি হাসান ভাই অলরেডি দিয়ে দিয়েছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৮

সোনালী ঈগল২৭৪ বলেছেন: মানুষ বোধহয় আর এসব নিয়ে মাথা ঘামায় না

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৩

রাজীব নুর বলেছেন: এই বিষয় নিয়ে মানুষই সবচেয়ে বেশি মাথা ঘামায়।

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৩

শাহাদাত নিরব বলেছেন: আমাদের বাহিনী গুলো অনেক প্রখর
সেনা বাহিনি,বিমান বাহিনি,র‍্যাব,বিজিবি তাদের প্রশংসা না করলেই নয়
মাত্র ৮ মিনিটে একটি সফল অভিযান এতই সফল যে অভিযান টির কোনো নাম দেওয়ার সুযোগ পায়নি।
এমনি ভাবে উৎকণ্ঠার সাথে বলতে এই বাহিনী গুলো যদি ৮ মিনিটে চক বাজারের আগুন টা নেভানোর চেষ্টা করত তাহলে কতগুলো মানুষ বেঁচে যেত,কতগুলো পরিবার আহাজারি থেকে রক্ষা পেতো।
কত সন্তান তার বাবা কে দেখতে পেতো,কত বাবা তার সন্তান কে দেখতে পেতো।
তবুও বলি তোমরা বলীয়ান ।

ছবি টা অনেক সুন্দর হয়েছে ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: কম্বিং নাম দিয়েছে। তারপর অপারেশন শুরু করেছে।

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৫

শাহাদাত নিরব বলেছেন: কম্বিং নাম দিয়েছে। তারপর অপারেশন শুরু করেছে।
সময় টিভির একটা প্রতিবেদনে দেখলাম ফ্রেস ব্রিপিংয়ে বলেছে অভিযান টির কোনো নাম দেওয়া হয়নি।
সময় সংকির্নতার কারনে ।
https://www.youtube.com/watch?v=M11DUgmNAPQ

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৮

রাজীব নুর বলেছেন: আমি তো আজ সকালে পত্রিকাতে পড়লাম। নাম দিয়েছে।

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৮

ভুয়া মফিজ বলেছেন: আন্দিজ পর্বতমালায় বিমান ক্রাশের ঘটনাটা ব্লগার সম্রাট ইজ বেস্ট লিখেছিল। পড়েন, ভালো লাগবে।
১২ নাম্বারটা সবচেয়ে ভালো হয়েছে। :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩০

হাসান কালবৈশাখী বলেছেন:
সব বিমানযাত্রীরাই নেমে এসে বলছে পিস্তল থেকে ৩ রাউন্ড গুলি করা হইছে।
ফোর্স কমান্ড থেকেও প্রথম বক্তব্যে নিহত ব্যাক্তির সাথে পিস্তলের কথা বলা হয়েছে।

এখন কতৃপক্ষ গা বাচাতে খেলনা পিস্তলের কথা বলছে।
নিজেদের নিরাপত্তা গাফলতি ঢাকতে, বিমানবন্দরের নিরাপত্তা স্কোর নেমে যাওয়া ঠেকাতেই খেলনা পিস্তলের কথা বলছে। সীমলা কাহিনী বলছে।
শালায় কোনমতে ককপিটে ঢুকতে পারলেই খবর কইরা ছাড়তো।
র‍্যাবের সন্ত্রসি তালিকায় তার নাম ছিল।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: কি যে হচ্ছে আমাদের দেশটার!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: কি যে হচ্ছে আমাদের দেশটার!!

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমরা যে হতবাগা! আহম্মক রাজার দেশে বাস করছি। তাই চারদিকে এতো সব ধোঁয়াশা। আপনার সবকয়টি কোড ভালো লেগেছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০১

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫০

গরল বলেছেন: বিমানের ছবিটা সুন্দর হয়েছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৮

বাকপ্রবাস বলেছেন: ১২ নাম্বার জোশ ছিল

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫

রাজীব নুর বলেছেন: ঠিক।

১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

ঢাবিয়ান বলেছেন: চট্টগ্রামে এই সংবাদ কভার করতে যাওয়া এক সাংবাদিক বলেছে পুরো ঘটনাটাই একটা নাটক ছাড়া আর কিছু মনে হয়নি তার কাছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

রাজীব নুর বলেছেন: আমারও তাই মনে হয়।

১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

ডার্ক ম্যান বলেছেন: আমার ধারণা , পলাশ আদম ব্যাপারী সিন্ডিকেটের সদস্য ছিল। খবরে দেখলাম, সে বিভিন্ন দেশ ঘুরে বেরিয়েছে। সে চাকরি করতো না। তার পরিবারের অবস্থাও আহামরি নই। মিডিয়ার সাথে তার দহরম মহরম ছিল। গত বছর বাংলাদেশের অনেক তারকা মালেশিয়ায় আটকে ছিল।
আদম ব্যাপারী গডফাদারদের বাঁচাতে এই ঘটনা বলে মনে হচ্ছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০০

রাজীব নুর বলেছেন: দুই একদিনের মধ্যে রহস্য পরিস্কার হবে আশা করি।

১৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৫

হাবিব বলেছেন: এতো নিরাপত্তার মধ্যেও এমন ঘটনা? সব কি সাজানো?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৯

রাজীব নুর বলেছেন: দুই একদিনের মধ্যে সব পরিস্কার হয়ে যাবে।

১৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:২০

মেহেদী হাসান হাসিব বলেছেন: আরো কত কী যে ঘটবে!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: ছোট ছোট দেশে এরকম ঘটনা ঘটতেই থাকে।

২০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৩০

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: একটি মর্মান্তিক মৃত্যু । আর একটা জাতির ব্যবস্থাপনায় দায়িত্বহীনতা প্রকাশ । জনগণের ভয়ংকর আতংক ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: এই দেশে প্রয়োজনের তুলনায় জনগন বেশি হয়ে গেছে। হুট করে দুই কোটি লোক মরে গেলে দেশের উপকার হবে।

২১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বিমানটির আচরণও আমার কাছে লোকাল ট্রেনের মতো মনে হয়েছে। ঢাকা থেকে কিছু যাত্রী নিয়ে বিমানটি চট্টগ্রাম গেছে। সেখানে চট্টগ্রামের কিছু লোকাল যাত্রী নেমে যাবে আবার কিছু দুবাইয়ের যাত্রী উঠবে।

এই জিনিসটি আমার কাছে ভালো লাগেনি। একটি ফ্লাইট একই সাথে ডমেস্টিক ও আন্তর্জাতিক। বড়ই অদ্ভুত চিন্তাধারা বাবুমশাইদের।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: কেন এই রকম? এটা খতিয়ে দেখা দরকার।

২২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৬

আখ্যাত বলেছেন:
চকবাজারের যন্ত্রণা ভুলে থাকার জন্য উপযুক্ত একটি দাওয়া।
সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: চকবাজারের ঘটনা মনে রেখেই বা কি লাভ হবে?

২৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৮

সোহানী বলেছেন: ভালোতো ভালো না....প্রেমে ব্যার্থ হলে করবেন ছিনতাই করবেন, পার্টিতে পদ না পেলে ভাংচুর করবেন, ...... সব পাগলের কারখানা........।


তবে কানাডায় এ ছিনতাই এর ঘটনা খুব গুড়ত্ব পেয়েছে। সব দৈনিকে এ খবর ছাপা হয়েছে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: ভালোই হলো অন্য দেশও আমাদের দেশের ঘটনা থেকে শিক্ষা নিবে।

২৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:০৯

চাঁদগাজী বলেছেন:


অদক্ষ ছিনতাইকারী?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: আসলে নেশাখোর। কি করতে কি করেছে!

২৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:১০

আবু হাসান লাবলু বলেছেন: "A Bangladeshi man who tried to hijack a Dubai bound flight was carrying a toy gun, say police" গতকালের আল জাজিরা নিউজের ভাষ্য। আসলে হচ্ছেটা কি?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: তিল থেকে তাল হচ্ছে।

২৬| ০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:২২

আবেরু বলেছেন: ‌বিমান ছিনতাই সম্পূর্নটাই নাটক ## এটা কি বুঝ‌তে বা‌কি অা‌ছে ভাই ##

০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

রাজীব নুর বলেছেন: নাটক?

০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

রাজীব নুর বলেছেন: নাটক?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.