নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। একটা বই খুলে মাসখানেক ধরে যদি সেটা না-ই পড়া যায়, কুড়ি পঁচিশটা জটিল চরিত্র যদি তাতে না-ই থাকে, এক এক অধ্যায় শেষ করে যদি রাতে ঘুমানোর আগে সেগুলো নিয়ে একটু চিন্তা না করা যায়, তাহলে ওটা একটা ছাতার উপন্যাস।
২। জীবন হচ্ছে ত্রুটিপূর্ণ জিনিস এবং ত্রুটিপূর্ণ মানুষের সমষ্টি। জীবন খুবই ছোট, প্রতিদিন ঘুম থেকে উঠে অনুতপ্ত বোধ করার কোন মানেই হয় না। যে মানুষগুলো আপনাকে যথার্থ মূল্যায়ন করে তাদের ভালোবাসুন আর যারা আপনাকে মূল্যায়ন করে না তাদের প্রতিও সহানুভূতিশীল হন।
৩। রোমিও-জুলিয়েট, হ্যামলেট, বোমকেশ, মিসির আলী, হিমু, টেনিদা, ম্যাকবেথ বা কিং লিয়র সবগুলোই মানুষের নাম হলেও ওরা কেউ-ই কিন্তু সত্যিকারের মানুষ নন। ওরা সবাই এক- একটি নাটকের প্রধান চরিত্র।
৪। পৃথিবীতে যত জন্তু-জানোয়ার আছে, তার মধ্যে মানুষই সবচেয়ে বেশী নিষ্ঠুর।
৫। বেশী কৌতুহল ভালো নয়। জলের মাছ যখন বেশী কৌতুহল দেখায়, তখনই বড়ঁশিতে গেঁথে যায়। বনের হরিণ যখন বেশী কৌতুহল দেখায় অমনি সে ফাঁদে ধরা পড়ে। এমন কী বাঘও যখন বাঁধা ছাগল দেখে কৌতুহল সামলাতে পারে না, অমনি গুলি খেয়ে মরে। আর মানূষ বেশী কৌতুহল দেখায় বলেই এত বড়-বড় জিনিস আবিস্কার করে।
৬। সত্যি মিথ্যায় জড়ানো এ জগত। মিথ্যারও মহত্ব আছে। হাজার হাজার মানুষকে পাগল করে দিতে পারে মিথ্যার মোহ। শোক, দুঃখ, জীবনের অসহ্য ক্লান্তি এ সব তো তুচ্ছ, মরনকে পর্যন্ত মানুষ মনের জোরে জয় করতে পারে।
৭। আজ জুম্মা বার। আজ একটি বিশেষ দিন। সাত দিনের মধ্যে জুম্মা হলো শ্রেষ্ঠ দিন। আজ শুক্রবার। মুসলিম জাহানের এক পবিত্র দিন। আল্লাহ আপনাদের সবাইকে হেদায়েত করুন-- সবাই বলেন আমিন।
০১ লা মার্চ, ২০১৯ দুপুর ২:০৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ০১ লা মার্চ, ২০১৯ দুপুর ২:০০
হাবিব বলেছেন: লাউ গাছটা কি ভাবি লাগিয়েছে? ১নং পয়েন্ট মনের মতো হয়েছে। পোস্টে লাইক
০১ লা মার্চ, ২০১৯ দুপুর ২:০৮
রাজীব নুর বলেছেন: হুম।
৩| ০১ লা মার্চ, ২০১৯ দুপুর ২:১১
নয়া পাঠক বলেছেন: আমিন, পোষ্টটি ভালো লাগল। তবে ৫ নং টির ক্ষেত্রে মাঝে মাঝে হিতে বিপরীতও হয়ে যায়। বাকীগুলোও ঠিক।
০১ লা মার্চ, ২০১৯ দুপুর ২:১৪
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৪| ০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৩:০৪
ওমেরা বলেছেন: জুম্মার নামাজ কি পড়েছেন?
০১ লা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০৮
রাজীব নুর বলেছেন: না। মিস হয়ে গেল।
৫| ০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৩:৩১
রূপক বিধৌত সাধু বলেছেন: নতুনত্ব নেই।
০১ লা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০৮
রাজীব নুর বলেছেন: আসবে।
৬| ০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৪:০২
মাহমুদুর রহমান বলেছেন: আমীন,সব গুলোই আমার ভালো লাগলো।
০১ লা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০৯
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৭| ০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৫:৩১
পদাতিক চৌধুরি বলেছেন: আজকের পোস্টটি আমার চলনসই লাগলো।
শুভকামনা প্রিয় ছোটভাইকে।
০১ লা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১০
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ দাদা।
৮| ০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৫:১২
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মিথ্যার মায়াবী জাদু আছে! সে দুর্বল স্থান চিনে তার পিছনে সাজায় মিথ্যে গুলো। যাতে অন্যায়ভাবে সবকিছু চলতে থাকে।
০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২৪
রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০১৯ দুপুর ১:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভালো লাগলো।
বই পড়ে জ্ঞান অর্জন দরকার।