নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
তোমার জীবনে কিছু ঘটতে যাচ্ছে, অনূভব করো
তৃপ্তি পেতে চাইলে মানবের কল্যাণ করে যাও
অযথা দুঃখবোধ বুকের ভেতর জমিয়ে রেখো না
হাসো, খুব হেসে যাও কিন্তু অভিযোগ করো না
পরামর্শ নাও নিয়মিত তবে মন্দলোক থেকে নয়
মেধা কম সমস্যা নেই, পরিশ্রম দিয়ে পুষিয়ে নিও
তোমাকে রবীন্দ্রনাথ, আইনস্টাইন বা বারট্রান্ড রাসেল
হতে হবে না, আগে সৎ বা ভালো মানুষ হয়ে দেখাও
ভাবো, কেন প্রভু তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন?
০২ রা মার্চ, ২০১৯ রাত ৯:২৮
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
২| ০২ রা মার্চ, ২০১৯ রাত ৯:২৫
হাবিব বলেছেন: কবিতাটি পড়ে মনটা ফুরফুরে হয়ে গেলো। ধন্যবাদ রাজীব ভাই
০২ রা মার্চ, ২০১৯ রাত ৯:২৮
রাজীব নুর বলেছেন: আবারও শুকরিয়া।
৩| ০২ রা মার্চ, ২০১৯ রাত ৯:৫৪
মাহমুদুর রহমান বলেছেন: একজন ব্যক্তিকে যদি খারাপ কিংবা ভালো হয় আর তার প্রতি যদি আমরা যথাযথ সম্মান প্রদর্শন না করি তাহলে মহান স্রষ্টার প্রতি আমরা সম্মান প্রদর্শন করবো কি করে যাকে আমরা কখনওই দেখিনি?
কাজেই সময় থাকতেই পরিবর্তন হয়ে যাওয়া উচিৎ।
০২ রা মার্চ, ২০১৯ রাত ১০:৩৯
রাজীব নুর বলেছেন: হঠাত করে এত ধার্মিক হয়ে গেলেন!!!!
০২ রা মার্চ, ২০১৯ রাত ১০:৩৯
রাজীব নুর বলেছেন: হঠাত করে এত ধার্মিক হয়ে গেলেন!!!!
৪| ০২ রা মার্চ, ২০১৯ রাত ১০:২৭
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: আবেগ গুলো ছাপ ফেলে না আমার মনে তা সঠিক নয়। বরং বিরোধী দল যখন আবেগের সুযোগ নিয়ে ক্ষতি করতে চায় আমার তখনই আমি বদলে যাই। বদলে দিই সবকিছু। প্রেমের টান দেখাই না, পরীক্ষায় পাশ করি না, দেশের উন্নয়নে পাশে থাকি না। ওরা বলে কঠিন পুরুষ। মেয়েদের জন্য ভাল স্বামী নয়।
হা হা হা....., আমার অবুঝ প্রেমিকা ওদের কথায় সায় দেয়। আমাকে আঘাত করে।
তাই মানুষের পরাজয়, একটা মানুষের মত মানুষ খুঁজে ফিরে। যাকে সে সঠিক মানদণ্ড ধরতে বিশ্বাস করতে পারবে।
[মানুষ হওয়া প্রসঙ্গে আবেগ যুক্ত......... ]
০২ রা মার্চ, ২০১৯ রাত ১০:৪০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
৫| ০২ রা মার্চ, ২০১৯ রাত ১০:৪৮
মাহমুদুর রহমান বলেছেন: হঠাত করে এত ধার্মিক হয়ে গেলেন!!!!
আমি ধার্মিক ব্যক্তি নয় তবে চেষ্টা করি নিজ ধর্ম ও ধর্মের নিয়মকে যথাযথভাবে পালন করতে।
মাঝে মাঝে মনে হয় আমি মহান খোদার সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় নাফরমান বান্দা।ইশ! যদি তিনি দয়া করে আমাকে ক্ষমা করেন,আর সঠিক পথ দেখান তবে আমি একজন ভালো বান্দা হতে পারবো।এটা আমি বিশ্বাস করি।
০৩ রা মার্চ, ২০১৯ সকাল ৭:১৮
রাজীব নুর বলেছেন: বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর।
৬| ০২ রা মার্চ, ২০১৯ রাত ১০:৫৭
চাঁদগাজী বলেছেন:
প্রভু যাদের পাঠিয়েছেন, প্রভু তাদের দেখবেন, যত্ন করবেন; প্রভু যাদের পাঠানি, তারা বেঘোরে মরবেন, জন্মের সাথে সাথে মা
বা নিকটজন কর্তৃক আবর্জনার মাঝে নিক্ষিপ্ত হবেন।
০৩ রা মার্চ, ২০১৯ সকাল ৭:১৮
রাজীব নুর বলেছেন: হাসি পাছে।
৭| ০২ রা মার্চ, ২০১৯ রাত ১১:২০
ওমেরা বলেছেন: এটা কি কবিতা রাজীব ভাইয়া? কথা গুলো ভালো বলেছেন।
০৩ রা মার্চ, ২০১৯ সকাল ৭:১৯
রাজীব নুর বলেছেন: অবশ্যই কবিতা।
আধুনিক কবিতা।
৮| ০৩ রা মার্চ, ২০১৯ সকাল ৮:২৮
ল বলেছেন: বিশ্বাস হৃদয়ে হবেই হবে জয় অজানাতে -+++
০৩ রা মার্চ, ২০১৯ দুপুর ১:০৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০১৯ রাত ৯:২২
হাবিব বলেছেন: দারুন কবিতা