নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ৮৫

১৪ ই মার্চ, ২০১৯ দুপুর ২:২০

১। আমাদের দেশে ডাক্তার আর পুলিশদের অনেক বদনাম আছে। কিন্তু বিপদের সময় এই দুইজনই আমাদের সবচেয়ে বড় বন্ধু।

২। এক জীবনে যতটুকু ভালো ব্যবহার করবেন, ততটুকু ভালো ব্যবহার ফেরত পাবেন।
যতটুকু খারাপ ব্যবহার করবেন, ততটুকু খারাপ ব্যবহার পাবেন। এটাই অলিখিত নিয়ম।

৩। ঈশ্বরের কাছ থেকে ক্ষমা পাওয়া যায়। কিন্তু প্রকৃতি কাউকে ক্ষমা করে না। সে কঠিন প্রতিশোধ নেয়।

৪। বিশ্ব বিখ্যাত ডাচ আর্টিষ্ট 'Vincent van Gogh'। বিশ্বখ্যাত এই আর্টিষ্ট নিয়ে আমাদের শেখানো হয়, জীবনের শেষ দিকে সে তার মানষিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং যার ফলে সে নিজের কান নিজেই কেটে ফেলে। কথাটা কিন্তু একদম ভূল। কান কেটে ছিল ঠিকই কিন্তু তার বন্ধু আর্টিষ্ট 'Paul Gauguin' এর সাথে তরবারি খেলায় দূর্ঘটনাক্রমে কান কেটে যায়। তবে এই সত্য Vincent van Gogh এর মৃত্যুর আগ পর্যন্ত কেউ জানতে পারেন নাই। কোন এক অজ্ঞাত কারনে দু'জনেই এই বিষয়ে চুপ ছিল।

৫। আমি বুঝতে পারি গভীর-গভীর সংকট আমার, আর তার স্থায়িত্ব এবং কদর্য্তা এতো বেশী যে তা চিন্তা করে স্না্যুগুলো আর বশে থাকছে না । মাঝে মাঝে স্নায়ু এতোই অস্বাভাবিক ও উত্তেজিত হয়ে পড়ে যে ঘুম-ই আসে না । প্রথমে আমার চিন্তা গুলোর মধ্যে যুক্তি থাকে । তারপর একসময় যুক্তিগুলো ছিন্ন-ভিন্ন হয়ে যায় । এবং সাময়িক মস্তিস্ক বিকৃত ঘটে । আমি আমার ভবিষৎ জানি।

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৩৬

বোকা পুরুষ বলেছেন: খুব ভালো...ডাক্তার আর পুলিশ বিপদরে বস্ধু ঠিক আছে, কিন্তু তারা দুইজনি বিপদের সময় আপনার টাকা ভাঙিয়ে খাবে, এজন্য তাদের বদনাম বেশি।

১৫ ই মার্চ, ২০১৯ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: তা ঠিক।

২| ১৪ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৪৪

আমি মুক্তা বলেছেন: বরাবরের মতই আজকে ডাইরীটাও ভালো লাগলো। তবে বোকা পুরুষ মনে হয় কিছুটা ঠিক কথাই বলেছেন। তবে একটু যোগ করা যায় ডাক্তার ও পুলিশ একাই খায় না তাদের সাথে নিয়ে আরও অনেকেই বিপদের সময় মানুষের টাকায় ভাগ বসায়।

১৫ ই মার্চ, ২০১৯ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ১৪ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বোকা পুরুষ বলেছেন: খুব ভালো...ডাক্তার আর পুলিশ বিপদরে বস্ধু ঠিক আছে, কিন্তু তারা দুইজনি বিপদের সময় আপনার টাকা ভাঙিয়ে খাবে, এজন্য তাদের বদনাম বেশি।

লাখ টাকা দামের কথা।

পুলিশ আপনার বন্ধু এটা তো কেবল কাগজে লেখা থাকে। বাস্তবে তো সে....

১৫ ই মার্চ, ২০১৯ দুপুর ২:২৪

রাজীব নুর বলেছেন: এখন লোকে টাকা পয়সা দিয়ে পুলিশে ভর্তি হয় ঘুষ খাওয়ার জন্যে।

৪| ১৪ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:২০

চাঁদগাজী বলেছেন:


১ নং: আসলে, আপনি ছোট একটা ভুল করছেন; আমাদের ডাক্তার ও পুলিশ বিপদের সময় বিপদটা অনেক গুণে বাড়িয়ে দেয়, ওরা বিপদের সময়ের বন্ধু নয়!

১৫ ই মার্চ, ২০১৯ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৫| ১৪ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:১৮

নজসু বলেছেন:



সুন্দর কথন।

১৫ ই মার্চ, ২০১৯ দুপুর ২:২৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৬| ১৪ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: পুলিশরে ক্যান জানি এখন আর দুই চউক্ষে দেখতে পারি না

১৫ ই মার্চ, ২০১৯ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: ভালো পুলিশ নাই।

৭| ১৪ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২২

আকতার আর হোসাইন বলেছেন: এক নম্বরটা একদম ভুল...

হাজারে একজন বা দুজন ডাক্তার আপনার উপকারে আসতে পারে। বাকী সব বিপদকে আরো ভয়ংকর বিপদ করে তুলবে।

পুলিশের সাথে ভাল ব্যবহার করেও অপমান অপদস্ত হবার নজির অনেক..

১৫ ই মার্চ, ২০১৯ দুপুর ২:২৮

রাজীব নুর বলেছেন: আপনি ঠিকই বলেছেন।

৮| ১৪ ই মার্চ, ২০১৯ রাত ৮:০৭

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,




ভবিষ্যত জানলে, সংকট আর সংকট থাকার কথা নয়, মস্তিষ্ক গরম হওয়ারও কথা নয়।

১৫ ই মার্চ, ২০১৯ দুপুর ২:২৮

রাজীব নুর বলেছেন: হা হা হা----

৯| ১৪ ই মার্চ, ২০১৯ রাত ১১:১১

বলেছেন: বন্ধু যদি সত্যিই বন্ধু হয়, তবে সে আপনার সমস্যা বুঝবে।
বন্ধু যদি সত্যিকারের বন্ধু হয় তার দৃষ্টিভঙ্গি হবে ইতিবাচক ও সদর্থক ---------


বিশ্বসাহিত্যের মহৎ গল্পকার ও হেনরি বলেছেন, কারও জীবনে কল্যাণকামী বন্ধু না থাকলে সেটা দুর্ঘটনা

১৫ ই মার্চ, ২০১৯ দুপুর ২:২৯

রাজীব নুর বলেছেন: ঠিক।

১০| ১৫ ই মার্চ, ২০১৯ ভোর ৫:৩৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: ২,৩ খুব খুব সত্য।

১৫ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৩০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১১| ১৫ ই মার্চ, ২০১৯ ভোর ৫:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শিরক করলে কোন ক্ষমা নাই।
কারো কাছে যদি ঋণ রেখে মরেন সেই ঋণের কোন ক্ষমা নাই।
ক্ষমা এতো সোজা বিষয় না্।

১৫ ই মার্চ, ২০১৯ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: আল্লাহ ক্ষমা করে দিলে আর কারো ক্ষমা লাগবে না।

১২| ১৫ ই মার্চ, ২০১৯ সকাল ১০:২৯

নীলপরি বলেছেন: ৫নংটা বেশ লাগলো ।

১৫ ই মার্চ, ২০১৯ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১৩| ১৫ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:০০

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: দারুণ!

১৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১৪| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ২:১২

মাহমুদুর রহমান বলেছেন: ৩। ঈশ্বরের কাছ থেকে ক্ষমা পাওয়া যায়। কিন্তু প্রকৃতি কাউকে ক্ষমা করে না। সে কঠিন প্রতিশোধ নেয়।
প্রকৃতির নিজস্ব কোন ক্ষমতা নেই।কারন প্রকৃতি নিজেই সৃষ্টি।বাস্তবতা হলো আল্লাহ অন্যায়কারীকে তার অন্যায় পরিমান শাস্তি দিয়ে তারপর তাকে ক্ষমা করেন যদি সে অনুতপ্ত হয়।আর নাহলে তার জন্য কঠিন আজাব অপেক্ষা করছে।বস্তুত আমরা আজাব দেখি না তাই বিশ্বাস করি না।এটা আমাদের জন্য চোখ থাকিতেও অন্ধের মতো।

আল্লাহ সবাইকে সঠিকবুঝ দান করুন।

১৫| ১৬ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৩৬

রাজীব নুর বলেছেন: আগে বলেন আল্লাহ কি শুধু মুসলিমদের? না দুনিয়ার সমস্ত মানূষদের?

১৬| ১৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৫৩

মাহমুদুর রহমান বলেছেন: রাজীব নুর বলেছেন: আগে বলেন আল্লাহ কি শুধু মুসলিমদের? না দুনিয়ার সমস্ত মানূষদের?

পুরো দুনিয়াটাই আল্লাহর সৃষ্টি।আর দুনিয়ায় যত মাখলুকাত আছে সবাইকে আল্লাহই সৃষ্টি করেছেন।তন্মধ্যে বিবেকবান দুই জাতি।জিন ও ইনসান।এদের কেউ কেউ আল্লাহকে মানে কেউবা চোখ থাকিতে অন্ধ।অথচ আল্লাহ সবার প্রতিই সহানুভুতিশীল এবং ক্ষমাপরায়ন। আর সে জন্য দুনিয়াটা টিকে আছে নাহলে কত আগেই ধ্বংস হয়ে যেত।

১৬ ই মার্চ, ২০১৯ রাত ৯:১৪

রাজীব নুর বলেছেন: দুনিয়া ধ্বংস হয়ে যাবে। সেই দিন খুব দূরে নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.