নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। ডাক্তার বললেন "মনে করুন আপনি বাঘ শিকার করতে জঙ্গলে গেলেন, হঠাৎ আপনার সামনে একটা বাঘ চলে এলো। আপনি বাঘটাকে মারার জন্য বন্দুক তাক করলেন, কিন্তু বন্দুক কই আপনার হাতে তো ছাতা! জীবন বাচাঁতে আপনি ছাতা দিয়েই গুলি চালালেন, কিন্তু একি? গুলির শব্দ হলো, গুলিও বের হলো, বাঘও মরলো।
এবার বলুন এটা কিভাবে সম্ভব হলো?
২। ১৮ কোটি মানুষের বেশির ভাগ মানুষ যেদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে বলতে পারবে “আমি সত্যিকারভাবে একজন ভালো মানুষ, যোগ্য মানুষ, অন্তত পক্ষে সেরকম হওয়ার চেষ্টা করে যাচ্ছি” সেদিন শুধুমাত্র আমরা আমাদের স্বপ্নের দেশ পাবো। তার আগ পর্যন্ত কেবল “নিজে ভালো, অন্যরা খারাপ” বলে গলা ফাটিয়ে যাবো, কিংবা বিভিন্ন উন্নত দেশের এম্ব্যাসিতে লাইন দিয়ে দাঁড়িয়ে কোনোমতে এই মৃত্যু উপত্যকা থেকে পালানোর চেষ্টা করে যাবো।
৩। আমি ব্যক্তিগতভাবে জাদু, জ্বীন-পরী, জ্যোতিষবিদ্যা, কিংবা কোনো অদৃশ্য সত্ত্বায় বিশ্বাস করিনা। এগুলোর ব্যাপারে আমি সন্দিহান এবং আমি বিশ্বাস করি এগুলো সবকিছু অসম্ভব এবং হাস্যকর। এইসব অদৃশ্যে বিশ্বাস না করাটা আমার জীবনকে অনেক সমৃদ্ধ করেছে। একজন বাস্তববাদী মানুষ হিসেবে পৃথিবীকে আমি খুব যুক্তির জায়গা হিসেবে দেখি যেখানে প্রকৃতির তৈরি বৈজ্ঞানিক নিয়ম এবং মানুষের তৈরি সামাজিক নিয়ম অনুসারে সবকিছু চলে। এবং পৃথিবীকে এভাবে দেখার কারণে আমি অনেক সহজভাবে সবকিছু দেখতে পারি।
৪। আমাদের এলাকায় একজন লোক আছেন, নাসের নাম। বিরাট বদ লোক। অথচ এই লোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। নামাজ পড়তে পড়তে কপালে স্থায়ী কালো দাগ বসে গেছে। তার ছেলে মেয়ে বউ বাচ্চা সবই আছে। অথচ সে সারাদিন অন্যের ছেলে মেয়ে কি করে বেড়ায় সেদিকে তার খুব নজর। কোন বাড়িতে কে এলো, কে গেলো সে খবর রাখার জন্য সে সারাদিন সব বাড়িতে চোখ রাখে। মহল্লার সব বাড়ির হাড়ির খবর সে সব জানে। অন্যের বাড়ির ছেলে মেয়ের খবর রাখতে রাখতে নাসের সাহেব নিজের বাড়ির ছেলে মেয়ের খোজ খবর নেওয়ার সময় পান নি। তাই তার দুই মেয়ে পালায়ে গেছে। দুই বছর পর তার দুই মেয়ে বাচ্চা কোলে নিয়ে এসেছে। জামাই নাকি ছেড়ে দিয়েছে। এদিকে তার একমাত্র ছেলে ইয়াবা খায়, গাজা খায়। বেশ কয়েকবার থানা হাজতে গিয়েছে। আহারে----
২৪ শে মার্চ, ২০১৯ রাত ৮:১০
রাজীব নুর বলেছেন: আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে এই দরিদ্র দেশে কেন পাঠানো হলো আগে সেটা বলেন?
২| ২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৪০
জুনায়েদ বি রাহমান বলেছেন: ৪ নাম্বার পয়েন্টের ছায়াছবি আমিও আমার এলাকায় দেখেছি। দেখেছি, প্রেম করে বাড়িতে বউ নিয়ে আসার অপরাধে একটা নীরিহ পরিবারকে(ছেলে, মা আর বোন) একঘরে করতে এলাকায় যে মুরব্বী সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন; তিনার ছেলে পরকীয়া করতে গিয়ে ধরা পড়েছে। মেয়ের অবৈধ, অনৈতিক কর্মকান্ড করতে করতে পালিয়ে গেছে।
এমন স্বভাবের লোকগুলোকে প্রকৃতি উচিত শিক্ষা দেয়।
২৪ শে মার্চ, ২০১৯ রাত ৮:১১
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৩| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ৮:৫৬
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: বাঘের ভয়ে সাহসী হওয়া মানুষ দেখে লেখক আড়ালে থেকে গুলি চালিয়ে ছিলেন। হয়নি, আসলে হবে জানি না উত্তর।
২৪ শে মার্চ, ২০১৯ রাত ৯:০৬
রাজীব নুর বলেছেন: হা হা হা
৪| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ৯:১৮
ভুয়া মফিজ বলেছেন: ৩ নং এর ব্যাপারে আরেকটু চিন্তা-ভাবনা করেন। এখানের কিছু ব্যাপারে অবিশ্বাস থাকা ইসলাম ধর্মের পরিপন্থি, আর এ ব্যাপারে আপনি একেক পোষ্টে একেক কথা বলেন।
কামনা করি, আপনার চিন্তা-চেতনা স্থিরতা লাভ করবে।
২৫ শে মার্চ, ২০১৯ সকাল ৭:১৪
রাজীব নুর বলেছেন: আল্লাহ আমার মঙ্গল করুক।
৫| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ১০:৩১
মাহমুদুর রহমান বলেছেন: লেখক বলেছেন: আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে এই দরিদ্র দেশে কেন পাঠানো হলো আগে সেটা বলেন?
পবিত্র কোরআনে সূরা মূলক আয়াত, ১ এবং ২য়ে উল্লেখ করা হয়েছে।
বরকতময় তিনি যার হাতে সর্বময় কর্তৃত। আর তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে, কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম। আর তিনি মহাপরাক্রমশালী, অতিশয় ক্ষমাশীল।
২৫ শে মার্চ, ২০১৯ সকাল ৭:১৪
রাজীব নুর বলেছেন: হে হে হে
৬| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ১০:৩৭
মাহমুদুর রহমান বলেছেন: লেখক বলেছেন: আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে এই দরিদ্র দেশে কেন পাঠানো হলো আগে সেটা বলেন?
আপনি যখন শিশুবস্থায় ছিলেন তখন দুনিয়া সম্পর্কে আপনার কোন ধারনাই ছিল না বরং বড় হতে হতে পরিবেশ দ্বারা আপনি প্রভাবিত হন।যার জন্য আপনার মনে হচ্ছে .......................।
আর এভাবেই আল্লাহ আপনাকে পরীক্ষা করেন আপনি কোন পথে হাটবেন, ধৈর্য ধরবেন নাকি অধৈর্য হবেন না সীমালংঘন করবেন? যদি সীমালঙ্ঘনকারী হতে চান তাহলে মনে রাখবেন এর ফলাফল ভয়াবহ।আর যদি ধৈর্য ধরেন তাহলে আল্লাহ আপনাকে ভালো ফলাফল দান করবেন কেননা আমরা জানি ধৈর্যের ফল সুমিষ্ট হয়।
২৫ শে মার্চ, ২০১৯ সকাল ৭:১৬
রাজীব নুর বলেছেন: আমি তো পরীক্ষা দিতে পারবো না। আমিচ এয়েছি পরীক্ষা দিতে? আজীব!!!
৭| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ১১:১৩
আবদুল মমিন বলেছেন: বলেছেন: আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে এই দরিদ্র দেশে কেন পাঠানো হলো আগে সেটা বলেন?[/sb
এটা আপনার ইচ্ছার বুরুদ্ধ ছিল বা আপনার ইচ্ছা অন্য কিছু ছিল এ রকম কোন প্রুফ কি আপনার কাছে আছে ? নাই তার মানে আপনি নিজে এখন একটা অদৃশ্য বিশয় যে টা আবিস্কার করতে চাচ্ছেন মাত্র । আর জিন পরি ? এক বার বাগে পড়েন খালি তার পর বুজবেন , তবে এ নিয়ে ধান্দা বাজির বাজার খুব গরম ।
২৫ শে মার্চ, ২০১৯ সকাল ৭:১৭
রাজীব নুর বলেছেন: ধর্ম ব্যবহার করে ধান্ধাবাজি করা সব চেয়ে সহজ।
৮| ২৫ শে মার্চ, ২০১৯ রাত ১২:০৪
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।
২৫ শে মার্চ, ২০১৯ সকাল ৭:১৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৯| ২৫ শে মার্চ, ২০১৯ রাত ১:৩১
নতুন বলেছেন: ১) স্বপ্নে
২৫ শে মার্চ, ২০১৯ সকাল ৭:১৯
রাজীব নুর বলেছেন: হুম।
১০| ২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:২৪
বোকা পুরুষ বলেছেন: খুব ভালো....ফল গুলা খেতে পারলে আরো ভালো লাগত।
২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৪৬
রাজীব নুর বলেছেন: ফল খাওয়া ভালো।
১১| ২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ১:১৮
পদাতিক চৌধুরি বলেছেন: আচ্ছা আমি কালকে এই পোস্ট একটা মন্তব্য করেছিলাম। যেখানে 1,2,3 ছেড়ে দিয়ে চার নম্বরে নাসের সাহেবকে নিয়ে মন্তব্য করেছিলেন । কিন্তু এখন দেখি আমার মন্তব্যটির নেই ? আমি বুঝতে পারছি না আমার মন্তব্যটি কোথায় গেল ?
২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৪৭
রাজীব নুর বলেছেন: আমি নিজেও অবাক!!!
ঘটনা কি দাদা?
কি হচ্ছে এসব???!!!
১২| ২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৫১
আনু মোল্লাহ বলেছেন: নিজে ভাল হলেই কেবল অন্যকেও ভাল করা সমভব।
২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৪৮
রাজীব নুর বলেছেন: ঠিক।
১৩| ২৫ শে মার্চ, ২০১৯ রাত ৯:২৬
জাহিদ অনিক বলেছেন:
জেমস বন্ড ছাতা হলে সম্ভব ! ওদের ছাতার মধ্যে ছুরি, কাচি,ব্লেড গুলি পিস্তল সব লুকানো থাকে
২৫ শে মার্চ, ২০১৯ রাত ৯:৩৪
রাজীব নুর বলেছেন: হা হা হা----
ভালো বলেছেন।
১৪| ০৬ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:৫২
অন্তরা রহমান বলেছেন: ১ নাম্বারের উত্তর চাই।
৩ নাম্বার নিয়ে ইদানীং এর একটা অভিজ্ঞতা আমার যুক্তিবাদী মনকে পুরো এলোমেলো করে দিয়েছে।
০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:২৫
রাজীব নুর বলেছেন: উত্তর তো আমি দিবো না।
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:২৭
মাহমুদুর রহমান বলেছেন: আমি ব্যক্তিগতভাবে জাদু, জ্বীন-পরী, জ্যোতিষবিদ্যা, কিংবা কোনো অদৃশ্য সত্ত্বায় বিশ্বাস করিনা। এগুলোর ব্যাপারে আমি সন্দিহান এবং আমি বিশ্বাস করি এগুলো সবকিছু অসম্ভব এবং হাস্যকর। এইসব অদৃশ্যে বিশ্বাস না করাটা আমার জীবনকে অনেক সমৃদ্ধ করেছে। একজন বাস্তববাদী মানুষ হিসেবে পৃথিবীকে আমি খুব যুক্তির জায়গা হিসেবে দেখি যেখানে প্রকৃতির তৈরি বৈজ্ঞানিক নিয়ম এবং মানুষের তৈরি সামাজিক নিয়ম অনুসারে সবকিছু চলে। এবং পৃথিবীকে এভাবে দেখার কারণে আমি অনেক সহজভাবে সবকিছু দেখতে পারি।
প্রকৃতির সংজ্ঞা কি এবং এর আবিষ্কারক কে?
আর আপনাকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য কি?