নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ঢাকার পথে পথে- ৭ (ছবি ব্লগ)

২৫ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:০৪



ঢাকা শহরে থাকি।
মাঝে মাঝে প্রয়োজনে, অপ্রয়োজনে নানান জায়গা ঘুরে বেড়াই। অনেক কিছু চোখে পড়ে। পকেটে মোবাইল থাকে তাই ইচ্ছা হলেই সাথে সাথে ছবি তুলে নিই। ছবি গুলো আপনাদের দেখাবো বলে। প্রতিটা ছবি'ই হুট করে তোলা। কোনো রকম আয়োজন নেই। এদিকে আমার দাত ব্যাথা খুব বেড়েছে। ইচ্ছা করেই দাতের ডাক্তারের কাছে যাচ্ছি না। দেখি, কতদিন না গিয়ে পারি। সময় পার করছি সাউথ ইন্ডিয়ান মুভি দেখে আর বই পড়ে।
এদিকে সামু নিয়ে আমি বেশ চিন্তিত। কবে আবার সামু আগের মতোন হবে। আগে একটা লেখা প্রথম পাতায় দশ মিনিটও থাকতো না। এখন প্রথম পাতায় একটা লেখা দশ ঘন্টার বেশি সময় থাকে। পাঠক নাই। লেখক নাই। মন্তব্য নাই। এই দুঃসময় কবে কাটবে? কি অপরাধ আমাদের? কেন এই শাস্তি? এর জবাব কে দিবে? সব কিছু মিলিয়ে আমার ভালো লাগে না। কিচ্ছু ভালো লাগে না।


১।
কড়া রোদ ছিল। হুট করে দেখি রোদ চলে গিয়ে আকাশ মেঘলা হতে শুরু করেছে। যখন আকাশ মেঘলা হতে থাকে, তখন মনটা যেন কেমন আনচান করে।

২।
ওই যে পুলিশ প্লাজা শপিং মল দেখা যাচ্ছে। আচ্ছা, এটা কি পুলিশদের মার্কেট?

৩।
আমার পরিচিত তারা। তারা দুইজন বেশ আছে। দোয়া করি তারা ভালো থাকুক। সুস্থ থাকুক।

৪।
ফুটপাত দিয়ে শান্তিতে হাঁটার মতো পরিবেশ নেই। খুব রাগ লাগে। কাকে বলল?

৫।
সেদিন সকালে আমি বাসে করে আগার গা যাছিলাম। জানালা দিয়ে দেখি এক পুলিশ পাগলের মতোন আচরন করছে। কোনো কথা নেই, বার্তা নেই একটা রিকশা উলটো ফেলে দিল। কেন? সমস্যা কি?

৬।
বনানী এলাকায় একজন পুলিশ ভিক্ষুক প্রবেশ করতে দিচ্ছে না। ভিক্ষা না করলে বেচারা খাবে কি?

৭।
চারিদিকে বিকট শব্দ। কড়া রোদ। বাংলাদেশ ব্যাংকের গেটের কাছে মাইক লাগিয়েছে। একটু পর পর মাইকে দেশের গান বাজছে, আর বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন চলছে।

৮।
গ্রেট মতিঝিল। এখন মতিঝিলের চেয়ে গুলশান এলাকা বেশি জমজমাট।

৯।
ফুটপাতের পাশে পরোটা ভাজছে। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে সকালের নাস্তা করে। ঢাকা শহরের প্রায় সব এলাকাতেই এরকম অসংখ্য ফুটপাতে হোটেল আছে। তারা পুলিশকে টাকা দিয়ে বেশ ভালো ভাবেই ব্যবসা করে যাচ্ছে।

১০।
হকাররা মতিঝিল এলাকায় মিছিল করছে- ভাত দে, কাপড় দে, নইলে ফুটপাতে বসতে দে।

১১।
সিসিমপুর। খুব জনপ্রিয় অনুষ্ঠান। শিশুদের প্রিয় অনুষ্ঠান। শিশু একাডেমীতে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান।

১২।
শিলপাটা ধার করছে। ছোটবেলা এদের অনেক দেখতাম । আজকাল তাদের দেখাই যায় না। তারা রাস্তা দিয়ে হেঁটে যেত আর বলতো শিলপাটা ধার করাই...

১৩।
ছবিটা গতকাল তুলেছি। সময় তখন মধ্যদুপুর। হঠাত করে দেখি রাস্তা ঘাট ফাঁকা ফাঁকা। আমি বাসের জন্য একটা দাঁড়িয়ে ছিলাম। বাস পাইনি।

মন্তব্য ৪৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: মতিঝিলে আসছিলেন নাকি ভাইয়া। আমার অফিসের কাছে এসে চলে গেলেন যে। চা খেয়ে যেতেন।

২৫ শে মার্চ, ২০১৯ রাত ৯:১৬

রাজীব নুর বলেছেন: শুধু চা খেলে আসবো না। সাথে একটা বার্গার লাগবে।

২| ২৫ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৪১

চাঁদগাজী বলেছেন:


আপনি ব্লগার কাজী ফাতেমা ছবির অফিস চেনেন?

আপনার দাঁত ফেলে দিতে হবে; আপনার ভুলের জন্য দাঁতে ইনফেকশান হয়ে গেছে; প্রথমে ৫/৬ ঘন্টার মাঝে, ৫/১০ বার মাউথওয়াশ দিয়ে মুখ পরিস্কার করেন, টুথব্রাশ দিয়ে আস্তে আস্তে ঘসে দাঁতের ভাংগা এলাকা পরিস্কার করেন ও মাউথ ওয়াশ দ্বারা ধুয়ে ফেলেন।

২৫ শে মার্চ, ২০১৯ রাত ৯:১৮

রাজীব নুর বলেছেন: না তার অফিস চিনি না। কখনও যাই নি।

সারা জীবন দাঁতের খুব যত্ন নিয়েছি আর আমার দাঁতেই সমস্যা। পোড়া কপাল আমার।

৩| ২৫ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৪৪

মা.হাসান বলেছেন: আমিও কামনা করি আপনার পরিচিত তারা দুই বা আরো বেশি জন সব সময় ভালো থাকুক।

২৫ শে মার্চ, ২০১৯ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ২৫ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৫১

নতুন নকিব বলেছেন:



মা.হাসান বলেছেন: আমিও কামনা করি আপনার পরিচিত তারা দুই বা আরো বেশি জন সব সময় ভালো থাকুক।

-সহমত।

২৫ শে মার্চ, ২০১৯ রাত ৯:২০

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৫| ২৫ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ! সুন্দর ছবি ব্লগ। ছবিতে ভালো লাগা ভাই ও ভাইয়ের পরিবারের প্রতি থাকলো শুভেচ্ছা ও ভালোবাসা ।

শ্রদ্ধেয় গাজী সাহেবের মন্তব্যটি মনে ধরেছে । তাহলে ছবি আপুর অফিস থেকে চা-যোগটা হয়ে যেতেই পারে । হাহাহা .....
আচ্ছা! একটা কথা, আমরা অনেকেই তো ছবি পোস্ট করতে পারছি না; অথচ কেউ কেউ পারছে। এর রসায়নটি কি ????

২৫ শে মার্চ, ২০১৯ রাত ৯:২১

রাজীব নুর বলেছেন: হে হে বলব না।

৬| ২৫ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: #পদাতিক ভাইয়া অন্য ওয়েবসাইটে ছবি আপলোড করে এখানে লিংক দিয়ে কাজটি সাড়তে হয়। এ বিষয়ে আমার একটা পোস্ট আছে অনেক আগের । দেখে নিতে পারেন । কিন্তু খুঁজতে হবে হাহাহা

২৫ শে মার্চ, ২০১৯ রাত ৯:২১

রাজীব নুর বলেছেন: হুম।

৭| ২৫ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:২৪

বলেছেন: শুলপাটা,
ফুটপাত হোটেল
রাজীব ভাইয়ের ভুরি
সবকিছু নিয়ে অসম্ভব ভালোলাগা ছবি ব্লগ।

২৫ শে মার্চ, ২০১৯ রাত ৯:২২

রাজীব নুর বলেছেন: হা হা হা
ধন্যবাদ। ভালো থাকুন।

৮| ২৫ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৩০

ভুয়া মফিজ বলেছেন: প্রায় প্রতিটা পোষ্টেই দেখি বলেন, আপনার মন টন খারাপ! ভুড়ির সাইজ দেখে তো তা মনে হচ্ছে না। বেশ সুখী চেহারার নাদুস-নুদুস ভুড়ি!

২৫ শে মার্চ, ২০১৯ রাত ৯:২২

রাজীব নুর বলেছেন: না মানে। ইয়ে-- আর কি !!

৯| ২৫ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনি ও ভাবি কিছুটা মুটিয়ে গেছেন।

২৫ শে মার্চ, ২০১৯ রাত ৯:২০

রাজীব নুর বলেছেন: আসলে বয়স বাড়ছে। খাই ভেজাল খাবার। সব মিলিয়ে মুটিয়ে যাচ্ছি।

১০| ২৫ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার দাঁতে 'প্রোটিন'(দাঁতের ডাক্তার বলে) করাতে হবে। আমি দশ সালে চাপার দুটো দাঁতে প্রোটিন করিয়েছিলাম রামু'তে(তখন পার্বত্য অঞ্চলে পোষ্টিং ছিল) অনেক ব্যথার বড়ি খেয়েছি, কিছুদিন পরপর ব্যথা উঠতেই থাকে। রামুতে সেই ডাক্তারের কাছে দাঁত ফেলে দিতেই গিয়েছিলাম, কিন্তু ডাক্তার বললো দাঁত ফেলে দিলে পাশের দাঁত দুর্বল হয়ে যায়, সে প্রোটিন করার পরামর্শ দিলো, আমি করিয়ে ভালোই আছি। তবে, গ্যাস্টিক একটু বেড়ে গেলে দাঁতের ব্যথা উঠতে পারে, আবার শীতের ঠাণ্ডায়ও।


হ্যা ভাই, ওটা পুলিশের কমপ্লেক্স, পল্টনের পাওয়েল মার্কেটের অন্য আরেকটি শাখা।(আমি এরকমই শুনেছিলাম)

ঢাকা শহরের কিছুকিছু রাস্তায় রিক্সা চলা নিষেধ, কিন্তু রিকসাওয়ালা'রা ঢুকেই যায় প্রায় প্রায়ই যাত্রীদের কথা বা চাপে।

আপনার পরিচিত দুজনের জন্য আমিও শুভকামনা রাখলাম, আল্লাহ তাদের সুখসমৃদ্ধিতে রাখুক জীবনভর।

আপনার ছবিগুলো সুন্দর তুলেছেন, ভালো লাগলো জায়গা গুলো দেখে।

শুভকামনা জানবেন ভাই সবসময়

২৫ শে মার্চ, ২০১৯ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে মন দিয়ে প্রতিটা ছবি দেখার জন্য।

১১| ২৫ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৫৬

আরোগ্য বলেছেন: দিনকাল ভালোই যাচ্ছে মনে হয়।

ছবি দিলেন কিভাবে?

২৫ শে মার্চ, ২০১৯ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: আমার কাছে যাদু আছে।

১২| ২৫ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০০

তারেক_মাহমুদ বলেছেন: ৩ নং ছবির নায়ক নায়িকার জন্য শুভ কামনা।

৬নং ঢাকা শহরে কিছু কিছু এলাকা ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।

৭ নং বাংলাদেশ ব্যাংক, ভিতরে ঢুকে পড়লে কাজী ফাতেমা ছবি আপুর কাছ থেকে এককাপ চা খেয়ে আসতে পারতেন।

৯ নং ফুটপাতের পরোটার দোকান এটা অনেকেই সকালের নাস্তার প্রধান উৎস, তবে পুলিশ এখন আর মতিঝিলের ফুটপাতে হোটেল বসতে দেয়। তাই বড় হোটেলগুলোতে নাস্তা পাওয়া দায় হয়েছে।

২৫ শে মার্চ, ২০১৯ রাত ৯:৩২

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য। ভালো থাকুন।

১৩| ২৫ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

ঢাবিয়ান বলেছেন: প্রিয় ঢাকা শহড়।জীবনের সুন্দর সময়গুলো কাটিয়েছি এই শহরে। অনেক অনেক ভাললাগা পোস্টে।।

২৫ শে মার্চ, ২০১৯ রাত ৯:৩২

রাজীব নুর বলেছেন: এখন আপনি কি বিদেশে থাকেন?

১৪| ২৫ শে মার্চ, ২০১৯ রাত ৮:১৫

মাহমুদুর রহমান বলেছেন: মন ছুঁয়ে গেল।

২৫ শে মার্চ, ২০১৯ রাত ৯:৩২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১৫| ২৫ শে মার্চ, ২০১৯ রাত ৯:০০

জাহিদ অনিক বলেছেন:
এক টুকরা ঢাকা !
আপনাদের দুইজনকে ভালো মানিয়েছে, সবার আগে পরির ছবিটা দারুণ

২৫ শে মার্চ, ২০১৯ রাত ৯:২৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবি।
ভালোবাসা নিরন্তর।

১৬| ২৫ শে মার্চ, ২০১৯ রাত ৯:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
খাবারের দোকানকে তো হোটেল বলে না।
বলে- রেস্টুরেন্ট কিংবা রেস্তোরা।

পোস্ট ভালো হয়েছে।

২৫ শে মার্চ, ২০১৯ রাত ৯:৩১

রাজীব নুর বলেছেন: তা ঠিক।
কিন্তু আমি হোটেলই বলি।

১৭| ২৫ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: তা ঠিক।
কিন্তু আমি হোটেলই বলি।

কেন বলবেন কারণ ব্যাখ্যা করুন।

২৬ শে মার্চ, ২০১৯ দুপুর ২:১৮

রাজীব নুর বলেছেন: ছোট বেলা থেকেই হোটেল বলতে বলতে আজও হোটেল বলি।

১৮| ২৬ শে মার্চ, ২০১৯ ভোর ৫:০১

স্বপ্নের আগামী বলেছেন: সুন্দর পোস্ট!! ছবি পোস্ট নিসিদ্ধ অথচ আপনার বেলায়..?

২৬ শে মার্চ, ২০১৯ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: আহ হা---
সহজ ভাবে দেখুন। তাহলেই হয়।

১৯| ২৬ শে মার্চ, ২০১৯ সকাল ৯:২৪

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: :)

২৬ শে মার্চ, ২০১৯ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: !

২০| ২৬ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৩৫

সায়ন্তন রফিক বলেছেন: জীবনের বাস্তব খণ্ডচিত্র। সুন্দর।

২৬ শে মার্চ, ২০১৯ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২১| ২৬ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৫৪

লক্ষণ ভান্ডারী বলেছেন: চোখের সামনে ভেসে উঠল নতুন বাংলার, সোনার বাংলার জীবন্ত ছবি।
ফটোগ্রাফারকে অান্তরিক শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!

২৬ শে মার্চ, ২০১৯ রাত ৮:৫৩

রাজীব নুর বলেছেন: জয় গুরু।

২২| ২৬ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৫৮

তাহমিদ তাজ ওয়ার বলেছেন: ঢাকা শহর বড়ই বিচিত্র
মানুষের জীবন কে করেছে চলচ্চিত্র ।

২৬ শে মার্চ, ২০১৯ রাত ৮:৫৪

রাজীব নুর বলেছেন: নিষ্ঠুর শহর।

২৩| ২৬ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪৫

প্রামানিক বলেছেন: দারুণ ছবি পোষ্ট। ধন্যবাদ

২৬ শে মার্চ, ২০১৯ রাত ৯:৫০

রাজীব নুর বলেছেন: অনেকদিন পর আপনাকে ব্লগে দেখে ভালো লাগছে।

২৪| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ৩:২৪

স্বপ্নের আগামী বলেছেন: সহজভাবে দেখা ছাড়া উপায় নেই। বুঝতে পেরেছি বয়স্ক ব্লগার বলে ছবি পোস্ট করা অনুমতি পেয়েছেন। আমিও বয়স্ক আমার বয়স ৭+ তবে প্রমাণ নেই। প্রমাণ ব্লগ কর্তৃপক্ষ ব্লক করে দিয়েছেন ৬বছর আগে। ব্লগের দুঃসময় বলেই নতুন একটি আইড়ি খুলে আপনাদের সাথ দিচ্ছে। সুমহোয়্যার ইন ব্লগ মুক্তহোক। আওয়াজ ছড়িয়ে পড়ুক চারদিকে।

৩০ শে মার্চ, ২০১৯ রাত ৮:৫৮

রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ সামু সকল বিপদ মুক্ত হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.