নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ৮৮

২৭ শে মার্চ, ২০১৯ রাত ৯:১০



১। সব ছেলেদের বলছি- আপনারা অনেক ধৈর্যশীল হন এবং অনেক সহনশীল হন । তাহলে দেখবেন- ঝগড়া ঝাঁটি হবে না । শুধু সহ্য করে যাবেন । তারপর শান্তি আর শান্তি ।

২। আমাদের হারিয়ে যাওয়া জ্ঞানীগুনী ব্যক্তিদের ফিরিয়ে আনতে হবে । আমি একটি লিস্ট তৈরি করেছি । যেমন- সক্রেটিস, আইনষ্টাইন,পীথাগোরাস, ব্রাট্রান্ড রাসেল, ফ্রয়েড, ডারউইন, দ্যানিস দিদরো, হ্যাবলক এলিস, এডিসন, ভিঞ্চি, হো চো মিন, রবীন্দ্রনাথ, হোমার, টমাস ম্যান, উইলিয়াম ফকনার, বিটোফেন এমন কি আব্রাহাম লিংকন ।

৩। একটা মেয়ে পাঁচ মিনিটে একটি মালা গাঁথতে পারলে,ওই সময়ে পাঁচটি মেয়ে কয়টি মালা গাঁথতে পারবে?

৪। আজ আপনাদের এমন একটি আমল শিখিয়ে দেব যার দ্বারা সারাদিনের ক্লান্তি, অবসাদ দুর হয়ে যাবে ।যখন বিছানায় শুতে যাবেন তখন ৩৪ বার আল্লাহু আকবার, ৩৩ বার সুবহান আল্লাহ্ এবং ৩৩ বার আলহামদুলিল্লাহ্ পড়বেন। এটাকে তসবিহ ফাতেমী বলা হয়। আসুন আজ থেকেই আমল শুরু করি।

৫। সকালে ঘুম থেকে উঠেই আমি ছাদে যাই। গাছের যত্ন নেই। মাশাল্লাহ পেয়ারা আর আম গাছ ভর্তি ফল হয়েছে। অনেক বড় হয়েছে। দুই একদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে ফল পারবো। প্রস্তুতি নেওয়া শেষ। বাড়ির সবাইকে নিয়ে ছাদে গিয়েছি। হায় আল্লাহ!! ছাদে গিয়ে দেখি সব ফল কে বা কারা চুরী করে নিয়ে গেছে। খুব কষ্ট লাগলো। আসলে আমাদের এলাকায় সব বাড়ি গুলো একটার সাথে আরেকটা লাগানো। কে চুরী করেছে কে জানে! মোট পেয়ারার সংখ্যা ১৩ টা। ইয়া বড় বড়। আমি গুলো বেশ বড় হয়েছে। কিন্তু চেয়েছি আম গুলো সব পাকাবো। কাচা আম ডাল দিয়ে না খেয়ে। পাকা আম খুব বেশী ভালো লাগে।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৯ রাত ৯:১৭

ভুয়া মফিজ বলেছেন: ১। অমেরুদন্ডী প্রাণী হয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন? :(
৪। আপনি তো ইসলাম ধর্মের অনেক কিছুই বিশ্বাস করেন না। :P
৫। ছাদে ইলেক্ট্রিক কাটাতারের বেড়া লাগান। এই প্রযুক্তি ভারত থেকে আমদানী করতে পারেন। =p~

২৮ শে মার্চ, ২০১৯ সকাল ৭:০১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

২| ২৭ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: ১। সহনশীল হলে যদি ঝগড়া ঝাটি কিছুটা কমে তাহলে সহনশীল হয়ে ট্রাই করা যেতে পারে।
২। সমকালীন বা বর্তমান জ্ঞানী গুণীদের সম্মান দিলেই জ্ঞানীগুণীদের ফিরে পাবো। (জ্ঞানীগুণীরা মরে যাওয়ার পর আমাদের কাছে অমূল্য হয়ে ওঠেন।)
৩। ৫টি।
৪। ভালো পরামর্শ। (বিশ্বাসে ফল মিলে।)
৫। ভুয়া মফিজ ভাই ভালো পরামর্শ দিয়েছেন।

২৮ শে মার্চ, ২০১৯ সকাল ৭:০২

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।

৩| ২৭ শে মার্চ, ২০১৯ রাত ৯:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ঢাকা শহরে যার একটি বাড়ী আছে তার কোন চাকরির দরকার নেই।
তবে দুঃখের বিষয় বাড়িওয়ালারা কোটি কোটি টাকা বাসা ভাড়া পায়। কিন্তু কর ফাকি দেয়ার জন্য উকিল নিযুক্ত করে।

২৮ শে মার্চ, ২০১৯ সকাল ৭:০৪

রাজীব নুর বলেছেন: কারো ঢাকা শহরে একটা ছয় তলা বাড়ি থাকলে। আর সেই বাড়িতে প্রতি ফ্লোরে দুইটা করে ফ্লোর থাকলে ১২ টা ফ্লোর থাকার কথা। আর একটা ফ্লোর ২০/২৫ হাজার টাকা করে ভাড়া হলে কোটি কোটি টাকা হবার কথা না। মাসেও হবে না। বছরেও হবে না।

৪| ২৮ শে মার্চ, ২০১৯ রাত ১২:০৩

মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

২৮ শে মার্চ, ২০১৯ সকাল ৭:০৪

রাজীব নুর বলেছেন: শুধু মঙ্গল করলে হবে না। সাথে অনেক টাকাও লাগবে।

৫| ২৮ শে মার্চ, ২০১৯ রাত ১২:২৭

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ৫টি। সাথে কলম্বাসকেও আনা যায়, ইদানিং সবকিছু ভুলে আবিষ্কার না হলে সামাজিক মর্যাদা পাওয়া যায় না।

২৮ শে মার্চ, ২০১৯ সকাল ৭:০৫

রাজীব নুর বলেছেন: হা হা হা----

৬| ২৮ শে মার্চ, ২০১৯ রাত ১:৫৪

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: যেখানে বেশী শান্তি বিরাজ করে সেখানে অশান্তি ডিম পারে। অন্যায়ের প্রতিবাদ করলে একটু গোলমাল হবেই। অশান্তিকে ডিম পেরে বংশবিস্তার করতে দেয়া যাবে না। আশা করি ভেবে উত্তর দিবেন!

৭| ২৮ শে মার্চ, ২০১৯ সকাল ৭:০৫

রাজীব নুর বলেছেন: না। কোনো উত্তর দিব না।
চুপ থাকাই ভালো মনে করছি।

৮| ২৮ শে মার্চ, ২০১৯ সকাল ৭:২৪

চাঁদগাজী বলেছেন:


ঢাকা শহর চোরের কারখানা

২৮ শে মার্চ, ২০১৯ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: ঢাকা শহর দুষ্ট লোকদের আডদাখানা।

৯| ২৮ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: সবগুলো সুন্দর। তবে আইটেম নম্বর চার থেকে বুঝতে পারছি ভাইয়ের বয়স বাড়ছে । যাই হোক , আমল করার সুযোগ পেলাম হা হা হা হা হা ..

২৮ শে মার্চ, ২০১৯ দুপুর ২:০৩

রাজীব নুর বলেছেন: হে হে হে
হো হো হো----

১০| ২৯ শে মার্চ, ২০১৯ সকাল ১০:১৬

আকতার আর হোসাইন বলেছেন: কেমন আছেন রাজিব ভাই...?

২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:০৪

রাজীব নুর বলেছেন: আলহামদুলিল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.