নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
রহমতের ঢালা নিয়ে আবার এলো যে মাহে রমজান
এই রমজানে করো সমস্ত পাপের অবসান, তবেই যে
হবে শক্ত ঈমান, হেলা নয়- নামাজ পড়ো, রোজা রাখো
দুই হাত ভরে করো দান। কোরআন পড়ো মন ভরে।
রমজান মানে নয় বাহারী ইফতারী-ভূরি ভোজ, বরং নাও
দরিদ্রলোকের খোঁজ। নইলে আখেরাতে পাবে ভয়ানক সাজা
মনে রেখ একবার মাগফিরাত আর নাজাত নিয়ে আসে রমজান
জানো নিশ্চয়ই, রোযাদারের পুরস্কার দিবেন আল্লাহ নিজহাতে।
জেগে উঠো মুমিন, জেগে উঠো রহমত ভরা এই মাসে
খোদার রহমত পেতে, বন্ধ করো মন্দ সকল ধান্দা
দু'হাত তুলো- আল্লাহ্ তায়ালা করবেন ক্ষমা সকল গোনাহ
রোজা যায় রোজা আসে, তবুও বদলায় না মানুষ, হয় না হুশ।
হে বন্ধু, রমজানের শিক্ষা নিয়ে বারোটি মাস থেকো ভালো ভাবে
হে মহান প্রভু, সবাই যেন ফিরে পাই আবার পবিত্র মাহে রমযান।
১৯ শে মে, ২০১৯ রাত ৮:১৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ১৯ শে মে, ২০১৯ রাত ১:৪৩
চাঁদগাজী বলেছেন:
হাজার বছর ধরে রোজা আসছে, যাচ্ছে; গত ২০ বছরে মানুষের মাঝে ভালো পরিবর্তন হয়েছে রোজার মাসে?
১৯ শে মে, ২০১৯ রাত ৮:২৬
রাজীব নুর বলেছেন: না হয়নি।
বরং দিন দিন মানুষ আরো বেশি বদ হচ্ছে।
৩| ১৯ শে মে, ২০১৯ রাত ১:৫৮
ডঃ এম এ আলী বলেছেন:
পবিত্র মাহে রমজানের গুরুত্ব, মহাত্বতা নিয়ে হৃদয় নিংরানো অনুভব ও
রমজান মাসকে আবার ফিরে পাওয়ার জন্য ব্যকুলতা জেনে ভাল লাগল।
এখন রমজান মাসের প্রায় মাঝামাঝি সময় চলছে ।
রমজানের চাঁদের আলোয় জগত উদ্ভাসিত । চাঁদের আলোয় উদ্ভাসিত
মাহে রমজানের শুভেচ্ছা রইল
১৯ শে মে, ২০১৯ রাত ৮:২৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৪| ১৯ শে মে, ২০১৯ রাত ২:২৬
মেঘ প্রিয় বালক বলেছেন: বাহ্,অনেক সুন্দর ও সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন।
১৯ শে মে, ২০১৯ রাত ৮:২৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৫| ১৯ শে মে, ২০১৯ রাত ২:৩৩
ল বলেছেন: আমীন,, আমীন।।।
কবুল করুন মাবুদ।।
১৯ শে মে, ২০১৯ রাত ৮:২৮
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৬| ১৯ শে মে, ২০১৯ সকাল ৯:৫২
তারেক_মাহমুদ বলেছেন: রমজানের শিক্ষা যে সারাবছর আমাদের জীবনে বাস্তবায়িত হয় সেটাই প্রত্যাশা।
১৯ শে মে, ২০১৯ রাত ৮:২৯
রাজীব নুর বলেছেন: আমিন।
৭| ১৯ শে মে, ২০১৯ সকাল ১০:৩৯
নীল আকাশ বলেছেন: চমৎকার ভাবে লেখা। ছবিটাও ভালো লেগেছে।
ধন্যবাদ।
১৯ শে মে, ২০১৯ রাত ৮:২৯
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
৮| ১৯ শে মে, ২০১৯ দুপুর ১:১৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: রানু তো দেখি ভালোই ধার্মিক হয়েছে। গুড
যাই। নামায পড়ে আসি....
১৯ শে মে, ২০১৯ রাত ৮:৩৫
রাজীব নুর বলেছেন: দোয়া করবেন।
৯| ১৯ শে মে, ২০১৯ বিকাল ৪:০৯
আকতার আর হোসাইন বলেছেন: সুন্দর।।
১৯ শে মে, ২০১৯ রাত ৮:৩৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১০| ১৯ শে মে, ২০১৯ বিকাল ৪:১৮
আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর হয়েছে
১৯ শে মে, ২০১৯ রাত ৮:৩৬
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
১১| ১৯ শে মে, ২০১৯ রাত ১১:৩৭
মাহমুদুর রহমান বলেছেন: আমীন।
খুব সুন্দর লিখেছেন।
২০ শে মে, ২০১৯ রাত ৮:২৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৯ শে মে, ২০১৯ রাত ১:০১
শরীফ বিন ঈসমাইল বলেছেন: আল্লাহ আমাকে আপনাকে সবাইকে পাপ মুক্ত করুক, সুন্দরহোক আগামীর দিনগুলো, রমজানের শিক্ষায় অতিবাহিত হোক বাকি ১১ টা মাস