নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। জৈষ্ঠ্যের দাবদাহে জীবন অতিষ্ঠ। বাতাস এত আর্দ্র যে সামান্য পরিশ্রমে ঘেমে যাচ্ছি। আল্লার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে সমস্ত বিপদ- আপদ হতে রক্ষা করেন।আল্লাহ মেঘ দে,পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। কপোত কপোতি কান্দে খোপে তে বসিয়া।।
২। কোনো মানুষই ভালো নেই, সুখে নেই। মানুষের দিকে তাকালেই আমি তা টের পাই। আমি কান পেতে শুনি তাদের বুকে কত দুঃখ, কত ঝড়, কত না পাওয়া আর হাহাকার। আমি জানি, প্রতিনিয়ত তাদের কত রকম বিপদ-আপদ, নানান রকম দুঃখ যাতনা পোহাতে হয়, কারো অর্থ কষ্ট, কারো পুত্র কন্যাকে নিয়ে, কারোবা ভুল মানুষ অনুপ্রবেশ করায় সংসার ভেঙ্গে গেছে, চাকরির লাঞ্ছনা, জীবিকার গ্লানি, কাছের মানুষের কপটতা। এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে নানান রকম জটিলতা, কুটিলতায় ভরপুর।
তাই, মানূষকে কখনো আমি দোষ দেই না। তার উপর মন খারাপ করি না। এই মানুষকে আমি কতবার আড়ালে দুহাতে মুখ ঢেকে কাঁদতে দেখেছি। কেউ যখন আমার দিকে চোখ তুলে তাকায়, আমি দেখি তার চোখে কত বর্ষা জমা হয়ে আছে।
৩। এক রাজার হটাত শখ হলো নিজের ছবি আঁকাবে।
রাজ্যের সমস্ত চিত্রশিল্পীদের খবর দিয়ে আনানো হল। বলা হল যে সবচেয়ে সুন্দর এবং নিখুঁত ছবি আকবে তাকে পুরস্কৃত করা হবে। তবে যদি ছবি দেখতে সুন্দর না হয় তাহলে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড। কেউ রাজার ছবি আঁকতে রাজি হল না। কারন রাজার এক পা এবং এক চোখ ছিল না এবং তাকে দেখতে ভয়ঙ্কর লাগত! হটাত ভিড়ের মধ্য থেকে অল্প বয়সী এক ছেলে সামনে এসে দাঁড়ালো। সে রাজার ছবি আঁকতে চায়। ছবি আঁকা শেষ হল। রাজা ভীষণ খুশি হয়ে তাকে পুরস্কৃত করলেন। সবাই খুব অবাক। এটা কিভাবে সম্ভব! দেখা গেলো ছেলেটি একেছে রাজা একটি কাটা গাছের গুঁড়ির উপর এক হাটু ভাজ করে এক চোখ বন্ধ করে হরিন শিকার করছে। ছবিটি দেখে বুঝাই যাচ্ছে না রাজা অন্ধ এবং খোঁড়া।
এটাই হচ্ছে দৃষ্টি ভঙ্গির তফাৎ। আপনি একটা নির্দিষ্ট বিষয় কে কিভাবে দেখছেন তার উপর অনেক কিছু নির্ভর করে।
৪। টমাস আলভা অ্যাডিসনের গ্রামোফোন আবিষ্কার উপলক্ষে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে।
এক তরুণী তাঁর বক্তৃতায় অ্যাডিসনকে অযথাই আক্রমন করে বসল, ‘কী এক ঘোড়ার ডিমের যন্ত্র আবিষ্কার করেছেন, সারাক্ষণ কানের কাছে ঘ্যানর ঘ্যানর করতেই থাকে। আর তাই নিয়ে এত মাতামাতি! ইতিহাস আপনাকে ক্ষমা করবে না…।
তরুণী বলেই যাচ্ছে। থামার কোনো লক্ষণ নেই। অ্যাডিসন চুপ করে শুনে গেলেন। বক্তৃতা দিতে উঠে তিনি বললেন, ‘ম্যাডাম, আপনি ভুল করছেন। আসলে সারাক্ষণ কানের কাছে ঘ্যানর ঘ্যানর করার যন্ত্র আবিষ্কার করেছেন ঈশ্বর। আমি যেটা আবিষ্কার করেছি সেটি ইচ্ছেমতো থামানো যায়।
৫। ব্লগিং করার মধ্যে একটা অকৃত্রিম সুখ আছে।
৩০ শে মে, ২০১৯ রাত ১০:৩৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
২| ৩০ শে মে, ২০১৯ সকাল ১০:৩৮
এ.এস বাশার বলেছেন: সুন্দর............ ৫নং বেশ মনে ধরেছে..........
শুভকামনা...
৩০ শে মে, ২০১৯ রাত ১০:৩৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৩| ৩০ শে মে, ২০১৯ সকাল ১১:১১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আজকের পোস্টটি রাতে দেননি। এটা একটা ভালো বিষয়।
এডিসনের গ্রামোফোন যন্ত্র আমার খুবই প্রিয়।
৩০ শে মে, ২০১৯ রাত ১০:৩৫
রাজীব নুর বলেছেন: সাজ্জাত ভাই ঈদ কি ঢাকা করবেন?
৪| ৩০ শে মে, ২০১৯ দুপুর ১২:০৫
তারেক_মাহমুদ বলেছেন: সত্যি গরমে জীবন অতিষ্ঠ, চাই শান্তির বৃষ্টি। ব্লগিংয়ে শান্তি আছে কিন্তু এখন ব্লগারের সংখ্যা একেবারেই নগন্য।
৩০ শে মে, ২০১৯ রাত ১০:৩৬
রাজীব নুর বলেছেন: হুম। আগে একটা পোষ্ট প্রথম পাতায় দশ মিনিট থাকতো না। এখন ২৪ ঘন্টার বেশি সময় থাকে।
৫| ৩০ শে মে, ২০১৯ দুপুর ১২:৩৩
মেঘ প্রিয় বালক বলেছেন: ৩, ৪ খুব মজার ছিলো।
৩০ শে মে, ২০১৯ রাত ১০:৩৭
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৬| ৩০ শে মে, ২০১৯ বিকাল ৩:৫০
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।
৩০ শে মে, ২০১৯ রাত ১০:৩৯
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৭| ৩০ শে মে, ২০১৯ বিকাল ৪:২৯
ঢাবিয়ান বলেছেন: চারটাই ভাল লেগেছে
৩০ শে মে, ২০১৯ রাত ১০:৪০
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
৮| ৩০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭
হাবিব বলেছেন: সবাই কি কানের কাছে ঘ্যানর ঘ্যানর করে?
৩০ শে মে, ২০১৯ রাত ১০:৪১
রাজীব নুর বলেছেন: না, কেউ কেউ।
৯| ৩০ শে মে, ২০১৯ রাত ১০:০৭
ল বলেছেন: বেশ ভাল লাগলো
৩০ শে মে, ২০১৯ রাত ১০:৪৫
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
১০| ৩০ শে মে, ২০১৯ রাত ১১:০৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: সাজ্জাত ভাই ঈদ কি ঢাকা করবেন?
ভাই আপনি আমার খোঁজ নিয়েছেন । খুবই আবেগ আপ্লুত হলাম। বাংলাদেশ আমার থাকার মত কোন জায়গা নাই। যদি যেতে হয় থাকতে হবে হোটেলে।
ছোটখাটো কাজ করি বলে আমার অত টাকা ও নেই। ঈদের দিন কুয়ালালামপুর এর আনাচে কানাচে ঘুরে বেড়াবো।
কেন জানি মনে হচ্ছে হঠাৎ করেই কোন একদিন আপনার সাথে আমার দেখা হয়ে যাবে!
৩০ শে মে, ২০১৯ রাত ১১:১১
রাজীব নুর বলেছেন: যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি, আমার বাসায় থাকুন। আমি খুব খেয়াল রাখবো আপনার যেন কোনো সমস্যা না হয়।
৩০ শে মে, ২০১৯ রাত ১১:১৩
রাজীব নুর বলেছেন: ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনুন।
তীব্র ইচ্ছা থাকলে অসম্ভব না।
১১| ৩১ শে মে, ২০১৯ ভোর ৫:৩৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনুন।
তীব্র ইচ্ছা থাকলে অসম্ভব না।
পুনরায় আবেগে মহাআপ্লুত হলাম।
ঢাকা শহরে একটি ছোটখাট ফ্ল্যাট কিনতে গেলেও এক কোটি টাকা লাগে।
আমি এক জন প্রবাসী কামলা মানুষ।
এক কোটি টাকা থাকলে আমি নিজেকে বাংলাল নতুন নবাব ঘোষণা করে দিতাম।
বাকি আল্লাহ ভরসা।
৩১ শে মে, ২০১৯ সকাল ১০:৩২
রাজীব নুর বলেছেন: শেলটেক কোম্পানীতে এক কোটি টাকার নিচে ফ্ল্যাট পাওয়া যায় না। এটা ঠিক।
কিন্তু বাংলাদেশে বহু রিয়েল এসস্টেট কোম্পানী আছে। ৫০ টাখ টাকা দিয়েও ফ্ল্যাট পাওয়া যায়। আর টাকা একসাথে দিতে হয় না। কিস্তিতেও দেওয়া যায়।
এতদিন প্রবাসে আছেন, কি করলেন?
আমি চাই আগামী এক বছরের মধ্যে আপনার যেন ঢাকা শহরে একটা ফ্ল্যাট থাকে।
১২| ৩১ শে মে, ২০১৯ দুপুর ১২:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি মৌলানা ভাসানী সাহেবের ধাঁচে ওয়ালাইকুম আসসালাম প্রস্তাব বাস্তবায়নের চেষ্টা করছি। বাকিটা আল্লার ইচ্ছা। তিনি সর্বজ্ঞ । তিনি সব জানেন। দেখি আমার ওয়ালাইকুমআসসালাম প্রস্তাব টা উনি পাস করেন কিনা।
১৩| ৩১ শে মে, ২০১৯ দুপুর ১:২৩
রাজীব নুর বলেছেন: ভাল থাকুন।
©somewhere in net ltd.
১| ৩০ শে মে, ২০১৯ সকাল ১০:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ৫ নাম্বার
যদি সবাই স্বর্ত:স্ফুর্তভাবে ব্লগ পড়ে কমেন্ট করে তবেই ভালো লাগে
ভালো লাগলো পোস্ট