নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৯৬

০৪ ঠা জুন, ২০১৯ সকাল ১১:২২



১। বিটিআরসি এর কাছে আমারা সকল ব্লগাররা আবেদন করছি যে, আপনারা ২৪ ঘন্টা হিন্দি সিরিয়াল দেখায় এমন যত চ্যানেল আছে সব বন্ধ করে দেন। তবু আমাদের ব্লগ খুলে দেন। সারা বাংলাদেশে বা বিদেশ মিলিয়ে হয়তো সব মিলিয়ে ৫ হাজার ব্লগার একটিভ আছে। তাদের ভয় পাওয়ার কিছু নেই। তারা শুধু লিখবে। দেশের কথা লিখবে। মনের কথা লিখবে। ব্লগারদের ভয় পাওয়ার কিছু নেই। ব্লগাররা তো আর ছাত্রলীগ না। যে মারামারি কাটাকাটি করবে। ব্লগাররা অতি নিরীহ। ব্লগারদের বন্ধু ভাবুন।
আমার ধারনা ছিল এবার প্রধানমন্ত্রীর তরফ থেকে ইফতারীর দাওয়াত পাবো। দাওয়াতে যাবো এবং তার সঙ্গে দেখা হবে। তখন তাকে বলব, ব্লগটা খুলে দেওয়ার জন্য। এবং তিনি আমার কথা অবশ্যই রাখতেন।

২। কোথাও বেড়াতে যাওয়ার সময় মেয়েরা গড়ে ২৬ টা জিনিস তার ব্যাগে ঢোকায় যা কখনোই তার দরকার পরে না।

৩। প্রকৃত পক্ষে বিড়াল মিউ মিউ করে মানুষের সাথে যোগাযোগ করারা জন্য , নিজেদের সাথে যোগাযোগের জন্য নয়।

৪। ভালো হইতে পয়সা লাগে না। আর রক্ত দিতে টাকা লাগে না।

৫। আপনার যদি ভোর ৬ টায় ঘুম ভাঙ্গে এবং আপনি অতিরিক্ত ৫ মিনিট ঘুমানোর জন্য আবার চোখ বন্ধ করেন, চোখ খুলে দেখবেন যে ৭.৪৫ বাজে !!

৬। আমাদের ইর‍্যাশনাল চিন্তাই আমাদের এত দুর্দশার কারণ! আমরা যদি র‍্যাশনাল হতে পারি তাহলে সব বাংলাদেশীরই জীবন আমরা সুন্দর করতে পারব! আমরা সবাই সুখী হতে পারব!

৭। মনুষ্য চরিত্রে এ রকম একটি দিক আছে যে, তোমাকে যদি কেউ অনবরত আঘাত করে, বিদ্রুপ ও গঞ্জনা দেয়, তুমি যদি তার প্রতিবাদ না কর, চুপ করে সব সহ্য করে যাও, তা হলে আঘাতকারীর রাগ ক্রমশ বাড়তে থাকে, সে একটা কিছু চরম আঘাত হানতে চায়।

৮। মা বলছে ছেলেকে- স্কুলে যা।
ছেলে না যাবো না, আমি জব করবো।
মা- ফাজিল, ক্লাস টু'তে পড়িস তুই কি জব করবি?
ছেলে- ক্লাস ওয়ান এর মেয়েকে পড়াব।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৯ সকাল ১১:৩১

ভুয়া মফিজ বলেছেন: ১.....অরন্যে রোদন। :)
৮.....আপনার ছেলেবেলা। B-)

০৪ ঠা জুন, ২০১৯ সকাল ১১:৪০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ০৪ ঠা জুন, ২০১৯ সকাল ১১:৪০

রোকসানা লেইস বলেছেন: ইদ উপলক্ষে চলে যাও প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে.....

০৪ ঠা জুন, ২০১৯ দুপুর ১২:৪২

রাজীব নুর বলেছেন: হুম প্রধানমন্ত্রী আমার সাথে দেখা করার জন্য বসে আছেন।

৩| ০৪ ঠা জুন, ২০১৯ দুপুর ১:৫৩

ঢাবিয়ান বলেছেন: জুয়ারীর আবদার দ্যাখে বিস্মিত =p~

০৪ ঠা জুন, ২০১৯ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: ব্লগিং করেই তো সময় পাই না। জুয়া খেলবো কখন??
আর জুয়া কিভাব খেলে জানি না।

৪| ০৪ ঠা জুন, ২০১৯ দুপুর ২:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: টুকরো টুকরো সত্য মিথ্যা যাই হোক আট নম্বরটা আমার বেশ ভাল লেগেছে। হা হা হা ...

০৪ ঠা জুন, ২০১৯ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: হে হে

৫| ০৪ ঠা জুন, ২০১৯ বিকাল ৪:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আড়ং এর ঘটনা নিয়ে কিছু একটা লেখেন। তাদের কার্যক্রম তো খুব একটা সুবিধার মনে হলো না।

০৪ ঠা জুন, ২০১৯ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: কিছু হবে না জেনেও অনেকে প্রতিবাদ করে। তাদের স্যলুট জানাই।

৬| ০৪ ঠা জুন, ২০১৯ বিকাল ৪:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ৮ নং :D

১ নং কবে হবে কে জানে !

০৪ ঠা জুন, ২০১৯ রাত ১০:৩৭

রাজীব নুর বলেছেন: হুম।

৭| ০৪ ঠা জুন, ২০১৯ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:


৬ নং: উন্নত জাতিগুলোর বেশির ভাগ মানুষের ভাবনা মোটামুটি রেশানেল; যে জাতির বেশীর ভাগ মানুষের ভাবনায় রেশানেলিটি নেই, তারা বিশৃংখল জাতি

০৪ ঠা জুন, ২০১৯ রাত ১০:৩৯

রাজীব নুর বলেছেন: মঙ্গলবার পৃথিবীর অধিকাংশ দেশে ঈদ হয়ে গেছে, বুধবার ভারত ও পাকিস্তানে। সবার শেষে বৃহস্পতিবার আমরা। এক আল্লাহ, এক চাঁদ। এত বিভক্তি কেন!??

৮| ০৪ ঠা জুন, ২০১৯ রাত ১০:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ।

***ঈদ মোবারক ***

০৪ ঠা জুন, ২০১৯ রাত ১০:৫৩

রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক! ঈদ মোবারক!! ঈদ মোবারক!!!

৯| ০৫ ই জুন, ২০১৯ রাত ১২:৪২

মেঘ প্রিয় বালক বলেছেন: ১.২.৮ খুব ভালো লেগেছে। সংশোধিত ঈদের শুভেচ্ছা জানিবেন।

০৫ ই জুন, ২০১৯ রাত ১২:৪৮

রাজীব নুর বলেছেন: ঈদ মুবারক।

১০| ০৫ ই জুন, ২০১৯ সকাল ১১:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ।

***ঈদ মোবারক *** ।

পৃথিবীর কোন দেশে বাংলাদেশের মতো 500 টাকা দামের পাঞ্জাবি পনেরশো টাকায় বিক্রি করে না।
তাদের শরম লজ্জা আছে।

০৫ ই জুন, ২০১৯ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: আহ হা--- ব্যাপারটা এইভাবে দেখছেন কেন???

ব্যবসা সবাই করে লাভের আশায়। সারা বছর তো আর খুব বেচা কেনা হয় না। তাই ব্যবসায়ীরা ঈদের সময় একটু বেশি নিবে এটাই তো স্বাভাবিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.