নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ইদানিং আমার মন মেজাজ বিক্ষিপ্ত হয়েছে।
ঘর সংসার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিচিত-অপরিচিত কাউকেই ভালো লাগছে না। ইচ্ছা করছে রসুলপুরের গ্রামে চলে যাই। শহরের জীবন অসহ্য লাগছে। দম বন্ধ হয়ে আসছে। কিন্তু বঊ আর বাচ্চার জন্য বাঁধা পড়ে যাচ্ছি।
একদিন সুরভিকে সাহস করে বলেই ফেললাম।
আমি কিছু দিনের জন্য ঢাকার বাইরে যেতে চাচ্ছি। তোমরা সুন্দরভাবে থাকো। আমি যথাসময়ে চলে আসবো। তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি দুই মাসের বাজার একসাথে করে দিয়ে যাবো। যাবতীয় সব খরচ দিয়ে যাচ্ছি। আমাকে যেতে দাও। আমি না বলেও চলে যেতে পারতাম। কিন্তু বলে যাওয়াটাই শোভন। তাছাড়া আমি পালিয়ে যাচ্ছি না, কিছুদিন পর ফিরে আসবো। তোমাদের ছাড়া বাকি জীবন আমি পার করতে পারবো না। তা তো ভালো করেই জানো।
এই কথা শুনেই সুরভি কান্নাকাটি করে অস্থির। চিৎকার চেচামেচি করে পুরো বাড়ি মাথায় তুললো। আর আমি তো চোখের পানি সহ্য করতে পারি না। বললাম, ঠিক আছে যাবো না। কান্নাকাটি বন্ধ করো। আমি তোমাদের খুব ভালোবাসি, তাতো জানো। কিন্তু সুরভি ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে। বলছে, কোন মেয়ের সাথে তোমার সম্পর্ক হয়েছে? নাম কি? আমি পড়ে গেলাম বিরাট বিপদে- বউ বলে কি? সহজ সরল ভাবে নিজের একটা ইচ্ছা প্রকাশ করে ঝামেলা বাঁধিয়ে ফেললাম নাকি? আমি আবারও কঠিন গলায় বললাম, কোথাও যাবো না আমি। কোথাও না। থামো। প্লীজ থামো।
সন্ধ্যায় বাসার সবাই মিলে বাইরে গেলাম।
রাতে সবাইকে চায়নিজ খাওয়াবো। বাসার পরিস্থিতি শান্ত করার জন্য- অন্য কোনো উপায় নেই। কিন্তু আমার মন পড়ে আছে মাটির রাস্তায়। ধুলো উড়িয়ে সারা বিকাল মাটির রাস্তায় হেঁটে বেড়াবো। মাইলের পর মাইল ধানী জমি। সেই জমিতে কৃষকের সাথে সারাদিন পাল্লা দিয়ে কাজ করবো। বিশাল পুকুর। পুকুরে দাপাদাপি করে গোছল করবো। জাল ফেলে পাঁচ মিশালী মাছ ধরবো। আকাশ ছোয়া বিশাল বিশাল গাছ। গাছের পাতার ফাঁক দিয়ে আকাশ দেখবো। স্কুলে গিয়ে বাচ্চাদের গল্প শোনাবো। বিকেলে স্কুল মাঠে বাচ্চাদের সাথে ফুটবল খেলব, ক্রিকেট খেলবো। রাতে হারিকেন জ্বালিয়ে উঠোনে খেতে বসবো। পাশেই থাকবে বিড়াল। সে একটু পরপর মিউ মিউ করে তার উপস্থিতি জানান দিবে। তাকে মাছের কাটা খেতে দিব। হারিকেনের আলোয় ঘুম না আসা পর্যন্ত বই পড়বো। খুব ভোরে মাটির পথ দিয়ে হেঁটে যাবো রসুলপুর বাজারে।
এখানে বনের কাছে ক্যাম্প আমি ফেলিয়াছি;
সারারাত দখিনা বাতাসে
আকাশের চাঁদের আলোয়
এক ঘাইহরিণীর ডাকে শুনি –
কাহারে সে ডাকে!
-------- জীবনানন্দ দাশ
১২ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:০৯
রাজীব নুর বলেছেন: হায় হায়----
২| ১২ ই জুন, ২০১৯ বিকাল ৫:১৭
পবিত্র হোসাইন বলেছেন: কোন মেয়ের সাথে সম্পর্ক হয়েছে?
নাম কি?
১২ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:১০
রাজীব নুর বলেছেন: হে হে
৩| ১২ ই জুন, ২০১৯ বিকাল ৫:১৯
ভুয়া মফিজ বলেছেন: গ্রামে যাওয়ার জন্য ভূমিকা আর নাটকীয়তা বেশী করে ফেলেছেন.....সেজন্যেই এই সমস্যা। সাধারনভাবে চলে গেলে কোন সমস্যা হতো না। এখন আর কি করবেন, ঢাকা শহরেই ঘুরে বেড়ান; আর চাইনীজ খান।
১২ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:১২
রাজীব নুর বলেছেন: তা যা বলেছেন মশাই।
৪| ১২ ই জুন, ২০১৯ বিকাল ৫:৪৭
তারেক_মাহমুদ বলেছেন: হা হা
১২ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:১২
রাজীব নুর বলেছেন: হে হে---
৫| ১২ ই জুন, ২০১৯ বিকাল ৫:৪৮
তারেক_মাহমুদ বলেছেন: হা হা, এমনটা আমারও মাঝে মাঝে মনে হয় , কিন্তু বউকে বলার সাহস হয় না
১২ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:১২
রাজীব নুর বলেছেন: একই অবস্থা।
৬| ১২ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:১২
আর্কিওপটেরিক্স বলেছেন:
১২ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:১৩
রাজীব নুর বলেছেন: !
৭| ১২ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭
সায়ন্তন রফিক বলেছেন: এই রসুলপুর কি আসমানির রসুলপুর?
১২ ই জুন, ২০১৯ রাত ৯:০৮
রাজীব নুর বলেছেন: না। বাগের হাটের রায়েন্দা'র রসুলপুর গ্রাম। সুন্দর বনের কাছে।
৮| ১২ ই জুন, ২০১৯ রাত ৮:১১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: যেখানে যেতে চেয়েছেন মশাই সেখানে কোন মানুষ বাস করে কি?
১২ ই জুন, ২০১৯ রাত ৯:০৯
রাজীব নুর বলেছেন: বাংলাদেশের এমন কোনো জায়গা আছে কি যেখানে মানুষ নেই??
সুন্দরবনের পাশের একটা ছোট্র গ্রাম।
৯| ১২ ই জুন, ২০১৯ রাত ৮:২৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কুলার ছবি না দিয়ে দিয়েছেন গোলাপ ফুলের ছবি। নাকি কুলা বি চৌধুরী স্যারের মার্কা বলে? গ্রামে যেতে চাইলে চলে যান। এ নিয়ে নিয়ে ঝগড়া করার কি আছে।
১২ ই জুন, ২০১৯ রাত ৯:০৯
রাজীব নুর বলেছেন: কুলার ছবি নাই। হাতের কাছে এই ছবিটাই পেয়েছি।
১০| ১২ ই জুন, ২০১৯ রাত ১০:১৩
জুন বলেছেন: আমিতো ছাই খুজতে গিয়ে গোলাপ খুজে পেলাম রাজীব নুর !!
ভালোলাগা রইলো সহজ সরল লেখায় ।
১২ ই জুন, ২০১৯ রাত ১০:১৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।
১১| ১৩ ই জুন, ২০১৯ ভোর ৪:১২
রাকু হাসান বলেছেন:
এটা ভালো । প্রশান্তি এনে দেয় । আমারও েএমন প্লান করা দরকার হুটহাট ।
১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:০৩
রাজীব নুর বলেছেন: চলেন একসাথে বের হই।
১২| ১৩ ই জুন, ২০১৯ ভোর ৫:৫২
হাবিব বলেছেন:
১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:০৪
রাজীব নুর বলেছেন: হুম।
©somewhere in net ltd.
১| ১২ ই জুন, ২০১৯ বিকাল ৫:১৬
চাঁদগাজী বলেছেন:
কোন সব মেয়ে আপনাকে স্যান্ড-উইচ ও কোক নিনে দেয়, সেগুলোর লিষ্ট একদিন সুরভী'কে দিতে হবে!