নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ৯৭

১৪ ই জুন, ২০১৯ বিকাল ৫:৩১



১। আজ ভালো করে খেয়াল করে দেখলাম- আমার একটা চোখ বড়, একটা ছোট।

২। আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন কেন আপনি পৃথিবী এসেছেন ?অধিকাংশ মানুষ তাদের নিজের জীবন-উদ্দেশ্য জানে না।

৩। বিশ্বে আজ পর্যন্ত যত জন মানুষকে নিয়ে সবচেয়ে বেশী সংখ্যক বই প্রকাশিত হয়েছে তার মধ্যে সাম্যবাদী বিপ্লবের প্রতীক চে আর্নেস্তো গ্যেভারা অন্যতম ।যুগে যুগে মুক্তিকামী মানুষের সংগ্রাম আর আত্মত্যাগের প্রতীক এখন চে গুয়েভারা ।
গুয়েভারা পরিবারে ছিল ৩০০০ এরও বেশি বই যা গুয়েভারাকে করে তোলে একজন জ্ঞান পিপাসু ও আক্লান্ত পাঠক যার মধ্যে কার্ল মার্ক্স, উইলিয়াম ফকনার, এমিলিও সলগারির বই। পাশাপাশি জওহরলাল নেহেরু, আলবার্ট ক্যামাস,লেলিন, রবার্ট ফ্রস্ট এর বইও তিনি পড়তেন ।
মৃত্যুর আগ মুহূর্তে, গুলিবিদ্ধ হওয়ার পূর্ব সময়ে আর্নেস্তো চে গুয়েভারাকে জিজ্ঞাসা করা হয়, তিনি কি তার অমরত্বের কথা ভাবছেন? চে জবাব দেন ‘আমি ভাবছি, বিপ্লবের অমরত্বের কথা’ । চে নিজেই বলে গেছেন, ‘আমরা যেন বিষয় কিংবা অর্থের প্রতি অনুরক্ত না হই। আমাদের অনুরাগ থাকা উচিত চেতনার প্রতি, আদর্শের প্রতি ।

৪। চূড়ায় কি করে উঠতে হয় তা নিয়ে ভাবতে হয় না। চূড়ায় উঠতেই হবে, শুধু এটাই ভাবতে হয়।

৫। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لاَ يَرْجُونَ لِقَاءنَا ائْتِ بِقُرْآنٍ غَيْرِ هَـذَا أَوْ بَدِّلْهُ قُلْ مَا يَكُونُ لِي أَنْ أُبَدِّلَهُ
مِن تِلْقَاء نَفْسِي إِنْ أَتَّبِعُ إِلاَّ مَا يُوحَى إِلَيَّ إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ

আর যখন তাদের কাছে আমার প্রকৃষ্ট আয়াত সমূহ পাঠ করা হয়, তখন সে সমস্ত লোক বলে, যাদের আশা নেই আমার সাক্ষাতের, নিয়ে এসো কোন কোরআন এটি ছাড়া, অথবা একে পরিবর্তিত করে দাও। তাহলে বলে দাও, একে নিজের পক্ষ থেকে পরিবর্তিত করা আমার কাজ নয়। আমি সে নির্দেশেরই আনুগত্য করি, যা আমার কাছে আসে। আমি যদি স্বীয় পরওয়ারদেগারের নাফরমানী করি, তবে কঠিন দিবসের আযাবের ভয় করি।

৬। আমি খুব খুশি হয়েছিলাম। আমার এলাকায় সামু ওপেন হয়ে গেছে। একটা দিন কি সুন্দর ব্লগ চালাইলাম। আবার বন্ধ। ভিপিএন দিয়ে ব্লগ চালাতে অনেক যন্ত্রনা। অনেক দিকদারি। আমার আবার নেট লাইন খুব স্লো। আচ্ছা, আমি যদি কারো উপর খুব বিরক্ত হই, এবং মনে মনে তাকে কুৎসিত গালি দেই- তাহলে কি আমার গুনাহ হবে?

মন্তব্য ৪২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৯ বিকাল ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:


৫ নং, আপনি কি আরবী বুঝেন?

১৪ ই জুন, ২০১৯ রাত ৮:২৯

রাজীব নুর বলেছেন: না বুঝি না।

২| ১৪ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

ভুয়া মফিজ বলেছেন: ১। আজ ভালো করে খেয়াল করে দেখলাম- আমার একটা চোখ বড়, একটা ছোট। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আবিস্কার! এই আবিস্কার থেকে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, আপনি শিশুকাল থেকেই প্রেমিক ছিলেন। সেসময় থেকেই মেয়েদেরকে চোখ মারতে মারতে আপনার এক চোখ স্থায়ীভাবে ছোট হয়ে গিয়েছে। =p~

১৪ ই জুন, ২০১৯ রাত ৮:৩১

রাজীব নুর বলেছেন: না প্রেমিক ছিলাম না মোটেও। প্রচন্ড লাজুক ছিলাম। সহজ সরল ছিলাম।
কুড়ি বছর বয়সে আমার যা শিখার ছিল, আমি তা শিখেছি ত্রিশ বছর বয়সে।

৩| ১৪ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

করুণাধারা বলেছেন: দুই নম্বর মন্তব্য লাইক! একই কথা আমারও!!

১৪ ই জুন, ২০১৯ রাত ৮:৩৪

রাজীব নুর বলেছেন: কাজেই মৃত্যুর আগে মহৎ কিছু কর্ম করে যাওয়া উচিত।

৪| ১৪ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি দেখি আরবীয় লিখতে পারেন। আমার ভাষা শিক্ষার খুব শখ। ফরাসি ভাষা শিক্ষার জন্য কয়েকদিন চেষ্টা করেছিলাম। ভয়াবহ জটিল ভাষা বলে সেটা কে বাদ দিয়েছি। তার চেয়ে স্প্যানিশ ভাষা অনেক সহজ। আমার মনে হয়েছে ইংরেজি এর সাথে সাথে স্পেনিশ পর্তুগিজ ইটালিয়ান এই জাতীয় ভাষা গুলি দেখি খুবই সহজ হবে।

১৪ ই জুন, ২০১৯ রাত ৮:৩৬

রাজীব নুর বলেছেন: কিছু শিখতে চাইলে মনের মধ্যে তীব্র ইচ্ছা লালন করুন।

তাহলেই পারবেন।

৫| ১৪ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি পড়তে পছন্দ করি। তারপর পছন্দ করি লিখতে। তারপর পছন্দ করি পড়তে পড়তে এবং পড়তে ।

১৪ ই জুন, ২০১৯ রাত ৮:৩৮

রাজীব নুর বলেছেন: আমার যদি কাম কাজের চিন্তা না করতে হতো- তাহলে সারাটা জীবন পড়ে-পড়ে কাটিয়ে দিতাম।

৬| ১৪ ই জুন, ২০১৯ রাত ৮:৪০

মুক্তা নীল বলেছেন:
রাজীব ভাই ,
মন খারাপ করা ছবি কেন ? কথাগুলো ভালো লিখেছেন +++

১৪ ই জুন, ২০১৯ রাত ১০:০৩

রাজীব নুর বলেছেন: দিনের মধ্যে বেশির সময়ই আমার মন খারাপ থাকে।

৭| ১৪ ই জুন, ২০১৯ রাত ৯:০৯

নজসু বলেছেন:


জীবন বহমান প্রিয় রাজীব ভাই

১৪ ই জুন, ২০১৯ রাত ১০:০৪

রাজীব নুর বলেছেন: জীবন মানে মৃত্যুর জন্য অপেক্ষা।

৮| ১৪ ই জুন, ২০১৯ রাত ১০:০৪

বলেছেন: Never regret a day in your life, “Good day gives you joy while bad day gives you experience”. Both are important for a successful life .

১৫ ই জুন, ২০১৯ দুপুর ১২:৩৮

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৯| ১৪ ই জুন, ২০১৯ রাত ১১:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ২ নং মন্তব্যে লাইক.... আমারও সেম মতামত

১৫ ই জুন, ২০১৯ দুপুর ১২:৪০

রাজীব নুর বলেছেন: গ্রেট।

১০| ১৪ ই জুন, ২০১৯ রাত ১১:৫১

আহা রুবন বলেছেন: কুৎসিত গালি দিলে গুনা হয় কি না সত্যিই এটা ভাবনার বিষয়।

১৫ ই জুন, ২০১৯ দুপুর ১২:৪১

রাজীব নুর বলেছেন: মনে মনে। গোপনে। কেউ শুনলে হয়তো গুনাহ হবে। নিরবে গালি দিলে গুনাহ হবার কথা নয়।

১১| ১৫ ই জুন, ২০১৯ সকাল ৮:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মানুষকে গালাগাল দেওয়া কোনো ভালো কাজ নয়।

১৫ ই জুন, ২০১৯ দুপুর ১২:৪২

রাজীব নুর বলেছেন: বদমাইশ গুলোকে গালাগালি করলে আরাম পাওয়া যায়।

১২| ১৫ ই জুন, ২০১৯ সকাল ১০:৫৬

নতুন বলেছেন: ১। আজ ভালো করে খেয়াল করে দেখলাম- আমার একটা চোখ বড়, একটা ছোট।

ভালো করে খেয়াল করুন.... আপনার আরো অনেক কিছুই একটা বড় এবং একটা ছোট.... =p~

১৫ ই জুন, ২০১৯ দুপুর ১২:৪৩

রাজীব নুর বলেছেন: !

১৩| ১৫ ই জুন, ২০১৯ দুপুর ২:৩৪

সজীব শাহরিয়া বলেছেন: ক্লাসের বই বাদে সকল বই পড়তে ভালোলাগে

১৫ ই জুন, ২০১৯ রাত ৮:০১

রাজীব নুর বলেছেন: গুড।
ক্লাশের বই পরীক্ষার আগে পড়লেই চলবে।

১৪| ১৫ ই জুন, ২০১৯ বিকাল ৪:০৪

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

১৫ ই জুন, ২০১৯ রাত ৯:৪৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৫| ১৫ ই জুন, ২০১৯ বিকাল ৫:৪৬

ভুয়া মফিজ বলেছেন: নতুন বলেছেন: ১। আজ ভালো করে খেয়াল করে দেখলাম- আমার একটা চোখ বড়, একটা ছোট।

ভালো করে খেয়াল করুন.... আপনার আরো অনেক কিছুই একটা বড় এবং একটা ছোট.... =p~


=p~ =p~ =p~

১৫ ই জুন, ২০১৯ রাত ৯:৫১

রাজীব নুর বলেছেন: !

১৬| ১৫ ই জুন, ২০১৯ রাত ৮:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এমন যদি হতো যে যাকে গালাগাল করছেন , গালাগাল করার ফলে সে ব্যথা পেত বা তার শরীর চুলকাতো তা হলে না হয় একটা কথা ছিল।

ভুয়া মফিজ ভাইয়ের নাম ভূয়া হলে ও মন্তব্যে তিনি কিন্তু একটা দারুণ কথাই বলেছেন। আমি উনার কথার সাথে সমর্থন প্রকাশ করছি।

১৫ ই জুন, ২০১৯ রাত ৯:৫৪

রাজীব নুর বলেছেন: ।

১৭| ১৫ ই জুন, ২০১৯ রাত ৯:২২

মেঘ প্রিয় বালক বলেছেন: ভালো পোস্ট।

১৯ শে জুন, ২০১৯ সকাল ৭:৪০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৮| ১৮ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:২৩

গরল বলেছেন: সব মুসলমানদের জীবনের উদ্দেশ্য বা Purpose of life একটাই, সৃষ্টিকর্তার মানে আল্লার তেলবাজি করা।

১৯ শে জুন, ২০১৯ সকাল ৭:৪১

রাজীব নুর বলেছেন: মানুষ তো তেলবাজি করে মানুষের।

১৯| ১৮ ই জুন, ২০১৯ রাত ১০:১১

মাহমুদুর রহমান বলেছেন: পবিত্র কোরআন বলছে,
সূরা মূলক আয়াত দুই,
তিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য।

আপনি যেহেতু জীবনের উদ্দেশ্য নিয়ে ঘাটাঘাটি করছেন এই কথা আপনার কাজে দিবে যদি আপনি একজন বিশ্বাসী হয়ে থাকেন।

১৯ শে জুন, ২০১৯ সকাল ৭:৫৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২০| ১৮ ই জুন, ২০১৯ রাত ১০:৫২

আলমগীর কাইজার বলেছেন: ৬ নম্বর। সামুর সমস্যা যে কবে সমাধান হবে!!!
সামুতে আসতে ইচ্ছা হয় না, ঢুকতে গেলেই প্রবলেম তারপর মন খারাপ।

১৯ শে জুন, ২০১৯ সকাল ৭:৫৫

রাজীব নুর বলেছেন: সমাধান কবে হবে--- আমারও এই প্রশ্ন।

২১| ২০ শে জুন, ২০১৯ সকাল ৭:১০

দিকশূন্যপুরের অভিযাত্রী বলেছেন: এক চোখ বড়, এক চোখ ছোট ?
কই নাতো!

২০ শে জুন, ২০১৯ সকাল ৭:৪২

রাজীব নুর বলেছেন: আমার তো সে রকমই মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.