নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৯৮

১৬ ই জুন, ২০১৯ রাত ৯:১৬




অনেক বছর আগের কথা।
কত বছর আগের কথা(?) তা আর আজ মনে নেই। তবে কোনো মানুষ'ই অতীতের কথা পুরোপুরি ভুলে যেতে পারে না। হুটহাট করে কিছুটা মনে পড়ে যায়। তারপর বুকটা হাহাকার করে উঠে। আনন্দের সৃতি আনন্দ দেয়। দুঃখের সৃতি কষ্ট দেয়। যাই হোক, ঘটনাটা বলি-

মাছ ধরতে গিয়েছিলাম।
ঢাকার কাছেই। বিশাল একটা পুকুর। সেই পুকুরে মাছ ধরতে গিয়েছিলাম। টিকিট কেটে মাছ ধরতে হয়। পুকুরের পাশেই একটা শ্মশান। একটা চিতায় সাজানো হচ্ছে এক তরুনীকে। সারা শরীরের উপর টুকরো টুকরো কাঠ দিয়ে মেয়েটিকে ঢেকে দেওয়া হচ্ছে। শুধু মেয়েটির মুখ আর পা বাদে। কি সুন্দর পা! এত সুন্দর পা আমি কোনোদিন দেখিনি। পায়ে সুন্দর করে আলতা দেওয়া। আর মুখটা কি মায়াময়। বছরের পর বছর ওই মুখের দিকে তাকিয়ে থাকলে একটুও বিরক্ত লাগবে না। একবার ইচ্ছা করলো- মেয়েটির কপালে একটি চুমু দেই। মেয়েটির নাকের ছিদ্র তুলা দিয়ে ভরাট করে রাখা হয়েছে।

এক সময় মেয়েটির গায়ে আগুন ধরিয়ে দেওয়া হলো।
দূরে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন গ্রাম্য নারী চোখের জল ফেলছেন। কেউ কেউ ফিসফিস করে নিজেদের মধ্যে কথা বলছিলেন। জানতে পারলাম মেয়েটি বিষ খেয়ে আত্মহত্যা করেছে। কারণ তার প্রিয় মানুষটি তাকে ছেড়ে চলে গেছে অন্য কোনো নারীর সাথে। নিজের অজান্তেই বলে ফেললাম- আহারে আহারে। মেয়েটিকে চিনি না জানি না, অথচ মেয়েটির জন্য খুব কষ্ট লাগছে।

কী গভীর দুঃখে মেয়েটি নিজের জীবন নষ্ট করে দিল!
কেন যেন হঠাত আমার বুকটা মুচড়ে- চোখে পানি এসে যাচ্ছিল। ওই মেয়েটি আমার কেউ নয়। তবু ওর জন্য খুব কষ্ট হচ্ছিল। পটপট করে শব্দ হচ্ছে- আগুনের। পুড়ে যাচ্ছে মেয়েটি সারা শরীর। আমার মন প্রচন্ড খারাপ হলো। সেদিন আর মাছ ধরা হলো না আমার। আমি বাসায় ফিরে এলাম। রাতে একটা মেয়েকে স্বপ্নে দেখি। চমৎকার স্বপ্ন। মেয়েটাকে দেখেই চিনতে পারলাম- আজ শ্মশানে এই মেয়েটিকেই পুড়ানো হচ্ছিল।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৯ রাত ৯:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: এসব মেয়ে বোকা, বেয়াক্কেল

১৭ ই জুন, ২০১৯ সকাল ৭:৫৪

রাজীব নুর বলেছেন: সমাজে এরকম মেয়ের সংখ্যা অনেক।

২| ১৬ ই জুন, ২০১৯ রাত ৯:৪৪

চাঁদগাজী বলেছেন:


আপনি ঐ গাধার বেটাকে (যেই ছেলেটা মেয়েটাকে ছেড়ে গিয়েছিলো) ধরে এনে চিতার মাঝে ফেলে দেয়ার কথা ভাবেননি?

১৭ ই জুন, ২০১৯ সকাল ৭:৫৫

রাজীব নুর বলেছেন: ও ছেলেকে তো চিনি না। তাছাড়া ঘটনা দেখে এতটাই মন খারাপ হয়েছে- যে ছেলের সম্পর্কে কিছু জানতে চেষ্টা করিনি।

৩| ১৬ ই জুন, ২০১৯ রাত ৯:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আত্মহত্যা করার চেয়ে বোকামি আর কিছু নাই। পৃথিবীতে আমরা বেঁচে থাকি লড়াই করে ।ওখানে পরাজয়ের কোন সুযোগ নেই।

১৭ ই জুন, ২০১৯ সকাল ৭:৫৬

রাজীব নুর বলেছেন: কোনো মানুষই শক্ষ করে আত্মহত্যা করে না।

৪| ১৬ ই জুন, ২০১৯ রাত ১০:০০

জুন বলেছেন: খুবই বেদনাদায়ক ঘটনা রাজীব নুর । বড় কষ্ট লাগছে অচেনা মেয়েটির জন্য ।

১৭ ই জুন, ২০১৯ সকাল ৭:৫৬

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। সুস্থ থাকুন।

৫| ১৬ ই জুন, ২০১৯ রাত ১০:১৪

মুক্তা নীল বলেছেন:
মেয়েটির জন্য খুব মায়া হচ্ছে। কি করবে হয়তো সহ্য ও ধৈর্য ক্ষমতা হারিয়ে ফেলেছিল ।

১৭ ই জুন, ২০১৯ সকাল ৭:৫৮

রাজীব নুর বলেছেন: সীমাহীন কষ্ট নিয়ে মেয়েটি হউতো আত্মহত্যার সিদ্ধান্ত নেয়।

৬| ১৭ ই জুন, ২০১৯ ভোর ৫:৩৯

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
"আপনি ঐ গাধার বেটাকে (যেই ছেলেটা মেয়েটাকে ছেড়ে গিয়েছিলো) ধরে এনে চিতার মাঝে ফেলে দেয়ার কথা ভাবেননি?"

সংসদের কাছে এখন প্রশ্ন হচ্ছেঃ

ঐ গাধার বেটাকে (যেই ছেলেটা মেয়েটাকে ছেড়ে গিয়েছিলো) ধরে এনে চিতার মাঝে ফেলে দেয়া হোক।

যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন।

আমার মনে হয় হা জয় যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি মহান সংসদে গৃহীত হইলো।

১৭ ই জুন, ২০১৯ সকাল ৭:৫৯

রাজীব নুর বলেছেন: হ্যাঁ হ্যাঁ
হা হা হা

৭| ১৭ ই জুন, ২০১৯ সকাল ৮:০৯

বলেছেন: মেয়েরা এমনি আবেগী, বেখেয়ালি!!

ওদের জন্য মমতা।।।

নিমকহারামদের জন্য ঘৃণা।।।


১৭ ই জুন, ২০১৯ দুপুর ২:৪৬

রাজীব নুর বলেছেন: হুম।

৮| ১৭ ই জুন, ২০১৯ দুপুর ২:৫২

মুক্তা নীল বলেছেন:
রাজীব ভাই ,
বিশ্বাস করবেন কিনা জানিনা , আপনার এই পোস্টটি আমি কয়েকবার পড়েছি । মেয়েটির জন্য সত্যি খুব মন খারাপ লাগছে।

১৭ ই জুন, ২০১৯ রাত ৯:৫১

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

৯| ১৭ ই জুন, ২০১৯ বিকাল ৪:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: আহারে!
এমন একটি ঘটনা আমারও জানা আছে। আমার কৈশোরে ঠিক এরকম একটি মেয়ে তার মনের মানুষের সঙ্গে বিবাহ দিতে পরিবার সম্মতি না দেওয়ায় বিষ খেয়ে আত্মহত্যা করেছিল। ছেলেটি যদিও কিছুদিন পর অন্য জায়গায় বিয়ে করে দিব্যি ঘর-সংসারী হয়েছিল।
শুভকামনা প্রিয় ছোট ভাইকে।

১৭ ই জুন, ২০১৯ রাত ৯:৫৪

রাজীব নুর বলেছেন: দাদা মনে হলো অনেকদিন পর আপনাকে দেখলাম।

১০| ১৭ ই জুন, ২০১৯ রাত ৮:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি কখনো লাশ পোড়াতে দেখিনি।

১৭ ই জুন, ২০১৯ রাত ৯:৫৭

রাজীব নুর বলেছেন: অনেক আগে লাশ পুরাতো। এখন আধুনিক মেশিনে খুব অল্প সময়ে লাশ পুড়িয়ে ফেলে।

১১| ১৭ ই জুন, ২০১৯ রাত ৮:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মৃত্যু অনেক খারাপ একটি ব্যাপার।

১৭ ই জুন, ২০১৯ রাত ৯:৫৮

রাজীব নুর বলেছেন: মোটেও না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.