নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

শেষ গল্প

০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:০৫



চমৎকার একটি দিন।
আকাশ স্বচ্ছ। স্বচ্ছ কাঁচের মতোন রোদ উঠেছে। রোদের তাপ নেই। কিন্তু প্রচুর বাতাস। এত বাতাস যে মনে হয়, গাছের ঢাল ভেঙ্গে মাথায় পড়বে। এরকম বাতাস শুধু থাকে সমুদ্রের পাড়ে। অথচ আমি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে নেই। আমি বনানী এলাকার রাস্তায় দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছি। এরপর এক কাপ চা খাবো। তারপর একটা সিগারেট। সিগারেট শেষ হবার আগে আপনাদের একটা গল্প বলি-

বিমর্ষ এক ভদ্রলোক একটি রেস্টুরেন্টে গিয়ে বসলেন।
এক গ্লাস লাচ্ছি দিতে বললেন ওয়েটারকে। মনে হচ্ছে অন্য দিনের চেয়ে তাড়াতাড়িই চলে এল লাচ্ছির গ্লাস। খাবার আগে ভাবলেন, রেস্টুরেন্টের জানালা দিয়ে একবার বাইরের দুনিয়াটাকে দেখি।

টেবিলে ফিরে এসে দেখলেন তাঁর লাচ্ছির গ্লাস অন্য একজনের হাতে।
তিনি বেশ আয়েশ করে তাঁর সেই গ্লাস থেকে লাচ্ছি খাচ্ছেন। এই দৃশ্য দেখে তিনি চেয়ারে বসে কাঁদতে শুরু করলেন। সামনের লোকটি বিব্রত হয়ে বললেন, ‘প্লিজ, কাঁদবেন না, এক গ্লাস লাচ্ছিই তো! আমি আপনাকে দুই গ্লাস লাচ্ছি কিনে দিচ্ছি। শুনে তিনি বললেন, ‘আমি সে জন্য কাঁদছি না।
তাহলে..?

তিনি বলতে শুরু করলেন, ‘ঘুম থেকে উঠেই বউয়ের সঙ্গে বিরাট ঝগড়া হলো। বাসে মানিব্যাগ ছিনতাই হলো। অফিসে গিয়ে শুনলাম চাকরি চলে গেছে। বাসায় ফিরে দেখি বউ বাপের বাড়ি চলে গেছে•••

এত কিছুর পর ত্যক্ত বিরক্ত হয়ে রেস্টুরেন্টে এসে বিষ খাবো বলে লাচ্ছির সঙ্গে বিষ মিশিয়েছি•••
সেটাও আপনি খেয়ে ফেললেন! আমার তো কপালটাই খারাপ !!.

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভয়াবহ ঘটনা ‌ডেঙ্গুর কি অবস্থা বলেন।

০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: ডেংগুর পরিস্থিতি এখনও ভালো হয়নি।

২| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জীবন অনেক সুন্দর। এটাকে উপভোগ করতে হয়। সবাই উপভোগ করতে য
জানেনা। সবাই উপভোগ করতে করতে পারে ও না।

০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: আপনি কি পেরেছেন?

৩| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:



এবার ফাঁসীর কাষ্ঠে?

০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: ফাসি হয়নি। ফাসি হবে কেন? সে তো ইচ্ছা করে কাউকে, জোর করে বিষ খাওয়ায়নি।

৪| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৪৭

আনমোনা বলেছেন: ভালো থাকুন রাজীব নুর ভাই। এতো হতাশ হবেননা।

০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: সত্য কথা হলো আমি হতাশের শেষ সীমানায় পৌঁছে গেছি।

৫| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ১০:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জীবন খুবই আনন্দে একটি জিনিস।

০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: জীবন মোটেও আনন্দের না।

৬| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ১০:২৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: লোকটা সত্যিই দুর্ভাগা! =p~

অন্যের জিনিষ, পারমিশন না নিয়ে ইউজ করা বা খাওয়া অভদ্রতা। আমাদের এলাকায় বর্ষার সিজনে ফুটবল খেলার আয়োজন করা হতো, আশেপাশের বেশ কয়েকটা এলাকা নিজেদের এলাকার নামে টিম নিয়ে অংশগ্রহণ করতো।
প্রতিদিন বিকেল ৩ টার সময় খেলা শুরু হইতো। আমরা সকালে বাড়ি থেকে চেয়ার-টেয়ার নিয়ে রাখতাম। কিছু বড়ভাই, কিছু মুরব্বী চান্স পেলেই আমাদের চেয়ারগুলোতে বসে পড়তেন। একবার এক ফাজিল, চেয়ারে সুপার গ্লু লাগিয়ে দাঁড়িয়ে ছিলো। কই থেকে, এক বড় ভাই আইসা (তার বাধা দেওয়া স্বত্বেও) তারে সরাই দিয়া বসতেই চেয়ারের সাথে লুঙ্গি, জাঙিয়া সব আটকাই গেছিলো। তারপর..... :D

০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: হা হা হা------------
জটিল!!!

৭| ০৮ ই আগস্ট, ২০১৯ রাত ২:৪৬

বলেছেন: আহত হাতে,,,
কপালের লিখন না যায় খন্ডন।।।

০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: কপালের লিখন বলতে কিছু নেই।
ভাগ্যটাকে নিজের মনের মতোণ গড়ে তুলতে হয়।

৮| ০৮ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:৫৪

মাহের ইসলাম বলেছেন: সকাল সকাল ঝাল মুড়ি আর চা-সিগারেট দেখে ভাবছিলাম, চলুক না।
ওহ মা , এ দেখি লাচ্ছি থেকে বিষে নিয়ে গেল !!

শুভ সকাল।

০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: তখন সকাল ছিল না। মধ্য দুপুর।

৯| ০৮ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৪৫

ইসিয়াক বলেছেন: আরে রাজীব ভাই আপনিতো ঝালমুড়ি খান না । রাস্তার খোলা খাবার খাওয়া ঠিক না আপনি জানেন তবু বলছি । হা হা হা ..।
শেষ গল্প মানে কী ? কোথাও চলে যাচ্ছেন নাকি ?
অনেক ভালো লেলেলেগেছে ।

০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: ঝালমুড়ি আমি খাই না।
সেদিন আসলেই খুব ক্ষুধা পেয়েছি। আর পকেটে বেশি টাকা ছিল না যে হোটেলে ভাত খাবো। তাই দশ টাকায় ঝালমুড়ি খেয়ে লাঞ্চ শেষ করেছি।

১০| ০৮ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৫৪

ইসিয়াক বলেছেন: আর হ্যাঁ শেষ গল্প মানে কী ? মন খারাপ............। ।

০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: জ্বী মন খারাপ।

১১| ০৮ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:১৭

সেতুর বন্ধন বলেছেন: বাহ্ কি চমৎকার প্রকাশ

০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১২| ০৮ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩৪

সায়ন্তন রফিক বলেছেন: গল্প কিন্তু শেষ নয়। একটু পরে পুলিশ আসবে। তারপর যা হবার তাই হবে।

০৮ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৪৩

রাজীব নুর বলেছেন: পুলিশ আসার আগে আসামী পালিয়ে যাবে। হে হে

১৩| ০৮ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৫৮

অজ্ঞ বালক বলেছেন: গতকাল আসলেই মাথা নষ্ট করা বাতাস ছিল। আমার গামছা উইড়া গিয়া ইলেকট্রিকের খাম্বায় ঝুলতেসে। আবার বাসায় কোত্থেকে উইড়া একটা সিগারেটের গোড়া আইসে। সেই নিয়ে বিশাল কাহিনী। যাই হোক, আপনার গল্পে যেই লোক বিষ খাইয়া ফালাইলো তার কপালের সাথে আমার কপালের মিল আছে।

০৮ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৪৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।
আপনার কপাল আনন্দময় হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.