|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 রাজীব নুর
রাজীব নুর
	আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
 
 
 আবু কালাম আমাকে বলল, দোস্ত বউ এর সাথে সহবাস করতে ইচ্ছা করে না। 
আমি বললাম, কার সাথে সহবাস করতে ইচ্ছা? 
বন্ধু আবু কালাম বলল, কারো সাথেই সহবাস করতে ইচ্ছা করে না। আমার শুধু ভালো লাগে থ্রি এক্স ভিডিও ছেড়ে হস্তমৈথুন করতে। সহবাস করে আরাম পাই না। এরচেয়ে বড় বরং হস্তমৈথুন করে আনন্দ বেশি।   
বন্ধুর কথা শুনে আমি প্রচন্ড অবাক! আবু কালাম খুব ভালো একটা ছেলে। আমরা একসাথে স্কুল-কলেজে পড়েছি। আবু কালাম লেখাপড়া শেষ করে, ভালো একটা চাকরী করছে এখন। তিন বছর প্রেম করে বিয়ে করেছে সোনিয়াকে। বিয়ের বয়সও প্রায় পাঁচ বছর হয়ে গেছে। সোনিয়া খুবই ভালো একটা মেয়ে। চমৎকার হাতের রান্না। আমি বহুদিন সোনিয়া ভাবীর হাতের রান্না খেয়েছি। চা-টাও চমৎকার বানান। খুব হাসি খুশি মেয়ে।    
আমি আবু কালামকে বললাম, সমস্যা কি তোর আমাকে বুঝিয়ে বল।
আবু কালাম বলল, দোস্ত সোনিয়ার মুখে গন্ধ, শরীরে গন্ধ। ও যখন আমার কাছে আসে, কেন জানি আমার খুব বিরক্ত লাগে। ইচ্ছা করে লাথথি দিয়ে খাট থেকে ফেলে দেই। গত তিন মাস আমি সোনিয়াকে ছুঁয়েও দেখিনি। এখন সোনিয়া রাগ করে আমার সাথে একই খাটে ঘুমায় না। পাশের ঘরে গিয়ে ঘুমায়। তাতে আমি মনে মনে খুশিই হয়েছি।  
আমি বললাম, সোনিয়া কি গোছল করে না? দাঁত ব্রাশ করে না?
আবু কালাম বলল, আমার কাছে আসার আগেই দাঁত ব্রাশ করে, গোছল করে আসে। কিন্তু আমার ভালো লাগে না। আমি তাকে প্রতিদিন ফিরিয়ে দেই। আমি বলি, আজ না। আমি ক্লান্ত। ঘুম পাচ্ছে। ইত্যাদি।   
আমি বললাম, তোর কি কারো সাথে সম্পর্ক হয়েছে? তোর কি কাউকে ভালো লাগে? 
আবু কালাম বলল, না। কখনও না।  
আমি বললাম, আবু কালাম ঘটনা কি পরিস্কার করে বল তো। 
আবু কালাম বলল, সেক্স ব্যাপারটা আমার কখনই ভালো লাগে না। কেমন একটা গা ঘিন ঘিন করা ব্যাপার। তবু সোনিয়াকে খুশি করার জন্য মাসে দুই একবার মিলিত হই। কিন্তু সোনিয়া চায় প্রতিদিন। প্রতিদিন কি করে সম্ভব বল? 
আমি বললাম, তোর কি শারীরিক কোনো সমস্যা আছে?
আবু কালাম বলল, না।          
আমি বললাম, তবুও তুই একজন ডাক্তার দেখা। আর বিয়ে করেছিস পাঁচ বছর হয়ে গেছে। বাচ্চা নিস না কেন?
আবু কালাম বলল, বিয়ে করলেই বাচ্চা নিতে হবে তার কোনো মানে নেই। এইসব পুরোনো নিয়ম কানুন বাদ দিতে হবে। এই নোংরা, জটিল আর কুটিল সমাজে একটা বাচ্চা পৃথিবীতে আনার কোনো মানে হয় না।     
গত শুক্রবার আবু কালাম আবার আমার বাসায় এলো। 
আমি বললাম, ঘটনা কি? সমস্যার সমাধান হয়েছে? 
আবু কালাম মন খারাপ করে বলল, সোনিয়া আমার সাথে রাগ করে বাপের বাড়ি চলে গেছে। চলে যাওয়ার আগে বলল, আমি নাকি অন্য কোনো মেয়ের সাথে বিছানায় যাই। যদি না যাই তাহলে অবশ্যই সোনিয়ার সাথে থাকতাম। এসব ক্ষেত্রে ছেলেরাই নাকি স্ত্রীর কাছে আসে। আহবান জানায়। এরকম নানান বাজে বাজে কথা বলে সোনিয়া চলে গেছে। বলেছে তার বাপের বাড়িতে খাওয়ার অভাব নেই। এবং একদিন আমি নাকি কাঁদতে কাদতে তার কাছে যাবো। আমার ভুলের জন্য তার হাতে পায়ে ধরবো।    
আবু কালামের অনুরোধে আমি সোনিয়া ভাবীকে ফোন দিলাম। 
বাসায় ফিরে আসেন ভাবী। ভাবী কাঁদতে কাঁদতে বলল, গত তিন মাস সে আমার হাত ধরেনি। অন্য ছেলেরা স্ত্রীর সাথে কত রঙ ঢং করে। আর আমি তার সামনে গেলেই সে বিরক্ত হয়। আমার দিকে ফিরেও তাকায় না। অফিস থেকে ফিরে এসেই, হয় টিভি দেখে বা বই পড়ে। কোনো কথা বার্তা নেই আমার সাথে। একটা সন্তান পর্যন্ত আমাকে দেয় না। বলে এই সমাজে একটা শিশু পৃথিবীতে এনে কশট দেওয়ার কোনো মানে হয়। 
আমি জানি আমার বন্ধু আবু কালাম ভালো মানুষ। 
সোনিয়া ভাবীও ভালো। খুব ভালো। কিন্তু এই সমস্যা মিটমাট করা যায় কিভাবে?  আবু কালাম বাচ্চা নিতে চায় না। সহবাস করতে চায় না। এছাড়া তার কোনো সমস্যা নেই। চাকরী করছে। দুই হাত ভর্তি বাজার করছে। সংসারের সমস্ত দায়-দায়িত্ব পালন করছে। অন্যদিকে সোনিয়া ভাবী খুব সাংসারিক মেয়ে। নিজের সংসার ছাড়া কিচ্ছু বুঝেন না। শ্বশুর বাড়ির সবার প্রতি দায়িত্ব পালন করেন। প্রায়ই রান্না বান্না করে কাছের মানূষদের দাওয়াত করে খাওয়ান।
 ৩৭ টি
    	৩৭ টি    	 +১/-০
    	+১/-০  ০৮ ই আগস্ট, ২০১৯  রাত ৯:২৫
০৮ ই আগস্ট, ২০১৯  রাত ৯:২৫
রাজীব নুর বলেছেন: না, এই টাইপ কিছু না। 
চমৎকার ছেলে। প্রানবন্ত। সহজ সরল।
২|  ০৮ ই আগস্ট, ২০১৯  রাত ৯:১৮
০৮ ই আগস্ট, ২০১৯  রাত ৯:১৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি পোস্ট। +++++
  ০৮ ই আগস্ট, ২০১৯  রাত ৯:২৬
০৮ ই আগস্ট, ২০১৯  রাত ৯:২৬
রাজীব নুর বলেছেন: অনেকদিন আগে একটা উপন্যাস পড়েছিলাম। 
সেখানে দেখি একলোক বউ এর সাথে সহবাস করে না। বউকে পাশে রেখে হস্তমৈথুন করে।
৩|  ০৮ ই আগস্ট, ২০১৯  রাত ৯:১৯
০৮ ই আগস্ট, ২০১৯  রাত ৯:১৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এমনটা ঘটা অস্বাভাবিক কিছু নয়।
  ০৮ ই আগস্ট, ২০১৯  রাত ৯:২৭
০৮ ই আগস্ট, ২০১৯  রাত ৯:২৭
রাজীব নুর বলেছেন: জগতে কত কিছুই তো ঘটে, ঘটছে। এরকম ঘটনা সমাজে বহু আছে।
৪|  ০৮ ই আগস্ট, ২০১৯  রাত ৯:২৮
০৮ ই আগস্ট, ২০১৯  রাত ৯:২৮
ভুয়া মফিজ বলেছেন: লেখক বলেছেন: না, এই টাইপ কিছু না। চমৎকার ছেলে। প্রানবন্ত। সহজ সরল। সাইন এন্ড সিম্পটনে মনে হচ্ছে প্রাইমারি স্টেজে আছে। 
  ০৮ ই আগস্ট, ২০১৯  রাত ৯:৫৩
০৮ ই আগস্ট, ২০১৯  রাত ৯:৫৩
রাজীব নুর বলেছেন: হা হা হা 
আপনি মনে হচ্ছে জোর করে আবু কালামকে সমকামী বানাতে চাচ্ছেন।
৫|  ০৮ ই আগস্ট, ২০১৯  রাত ৯:২৮
০৮ ই আগস্ট, ২০১৯  রাত ৯:২৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তাদের মধ্যে প্রেম ছিল এটা বিশ্বাস করতে পারছি না। প্রেমের নায়ক রা কুত্তীকেও বিশ্ব সুন্দরীর মতো মনে করে। আবু কালাম সাহেব এর হল কী?
  ০৮ ই আগস্ট, ২০১৯  রাত ১০:০০
০৮ ই আগস্ট, ২০১৯  রাত ১০:০০
রাজীব নুর বলেছেন: এ যুগে কারো প্রতি প্রেম ভালোবাসা দীর্ঘ দিন থাকে না।
৬|  ০৮ ই আগস্ট, ২০১৯  রাত ৯:৩৮
০৮ ই আগস্ট, ২০১৯  রাত ৯:৩৮
চাঁদগাজী বলেছেন: 
বাস্তবতাকে তুলে ধরাও ব্লগিং'এর অংশ; তবে, কিছু কিছু বন্ধুর কাহিনীকে উহ্য রাখলে ভালো হয়।
  ০৮ ই আগস্ট, ২০১৯  রাত ১০:০১
০৮ ই আগস্ট, ২০১৯  রাত ১০:০১
রাজীব নুর বলেছেন: না, আমি ভালো মন্দ সব লিখব। পরিচিত অপরিচিত সবার কথা লিখব। 
প্লীজ আমাকে মানা করবেন না।
৭|  ০৮ ই আগস্ট, ২০১৯  রাত ১০:০১
০৮ ই আগস্ট, ২০১৯  রাত ১০:০১
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: ভুয়া মফিজ বলেছেন: আপনার বন্ধু আবু কালাম মনে হয় সমকামী হয়ে যাচ্ছে! ভালো করে চেক করেন.....ঘটনা কি।  ।
।
মফিজ ভাই,  আমি তো জানতাম ইহা জন্মসূত্রে মানুষ লাভ করে।  যে লোক সোনিয়া বেগম এর জন্য পাগলের মত প্রেমিক ছিল সেই লোক এটা কিভাবে হয়?  সমকামী পুরুষরা কখনো নারীর প্রেমে পড়বে না।
  ০৯ ই আগস্ট, ২০১৯  দুপুর ১২:৩২
০৯ ই আগস্ট, ২০১৯  দুপুর ১২:৩২
রাজীব নুর বলেছেন: সমকামী পুরুষের মন বিচিত্র। কখন কি হয় বলা যায় না।
৮|  ০৮ ই আগস্ট, ২০১৯  রাত ১০:১৬
০৮ ই আগস্ট, ২০১৯  রাত ১০:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার বন্ধুর মুল সমস্যাতো চতুর্থ লাইনেই বলে দিয়েছেন।
  ০৯ ই আগস্ট, ২০১৯  দুপুর ১২:৩৬
০৯ ই আগস্ট, ২০১৯  দুপুর ১২:৩৬
রাজীব নুর বলেছেন: আপনি বুদ্ধিমান মানুষ।
৯|  ০৮ ই আগস্ট, ২০১৯  রাত ১০:১৭
০৮ ই আগস্ট, ২০১৯  রাত ১০:১৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কাশ্মীর , প্যালেস্টাইন এই সব সমস্যা দেখে আমার মনে হয়, বাংলাদেশ আমরা তো ভালোই আছি।
  ০৯ ই আগস্ট, ২০১৯  দুপুর ১২:৩৭
০৯ ই আগস্ট, ২০১৯  দুপুর ১২:৩৭
রাজীব নুর বলেছেন: না, আমরা ভালো নেই। আপনি বিদেশ থাকেন তাই উপলব্ধি করতে পারছেন না। ঢাকা শহরে গজব অবস্থা।
১০|  ০৮ ই আগস্ট, ২০১৯  রাত ১০:৫৩
০৮ ই আগস্ট, ২০১৯  রাত ১০:৫৩
অজ্ঞ বালক বলেছেন: এইডা কইলাম বিশাল সমস্যা। হয় ন্যাতাইয়া থাকে, নাইলে কাতে কাশতে কফ বাইর কইরা ফেলে বেশি তারাতারি, নাইলে বৈদেশি স্টাইলে কিছু বিদেশী দুষ্টামি করতে চায়। প্যাচ আছে।
  ০৯ ই আগস্ট, ২০১৯  দুপুর ১২:৩৯
০৯ ই আগস্ট, ২০১৯  দুপুর ১২:৩৯
রাজীব নুর বলেছেন: হে হে--- 
হতে পারে!
১১|  ০৮ ই আগস্ট, ২০১৯  রাত ১১:০১
০৮ ই আগস্ট, ২০১৯  রাত ১১:০১
জুনায়েদ বি রাহমান বলেছেন: মেলা দিন আগে মাওলানা মিজানুর রাহমান আজহারীর একটা ওয়াজ শুনেছিলাম, তিনি বলেছিলেন- আজেবাজে ভিডিও দেখলে মানুষ মানসিক সমস্যার ভোগে। হীনমান্যতায় ভোগে..... ইত্যাদি, ইত্যাদি। 
আপনার বন্ধু ঐরকম কোনো সমস্যায় ভুগছেন নিশ্চয়ই। ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিন।
  ০৯ ই আগস্ট, ২০১৯  দুপুর ১২:৪১
০৯ ই আগস্ট, ২০১৯  দুপুর ১২:৪১
রাজীব নুর বলেছেন: আমিও মনে করি ডাক্তার দেখানো প্রয়োজন।
১২|  ০৮ ই আগস্ট, ২০১৯  রাত ১১:২১
০৮ ই আগস্ট, ২০১৯  রাত ১১:২১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: গল্পের ফিনিশিং কই? তারপর কী হলো?
  ০৯ ই আগস্ট, ২০১৯  দুপুর ১২:৪১
০৯ ই আগস্ট, ২০১৯  দুপুর ১২:৪১
রাজীব নুর বলেছেন: এটা গল্প নয়। বাস্তব।
১৩|  ০৯ ই আগস্ট, ২০১৯  সকাল ১০:০৯
০৯ ই আগস্ট, ২০১৯  সকাল ১০:০৯
ইসিয়াক বলেছেন: কি বলবো..।বুঝতে পারছি না ।
আচ্ছা তাহলে নো কমেন্ট..
  ০৯ ই আগস্ট, ২০১৯  দুপুর ১২:৪১
০৯ ই আগস্ট, ২০১৯  দুপুর ১২:৪১
রাজীব নুর বলেছেন: এটাই ভালো।
১৪|  ০৯ ই আগস্ট, ২০১৯  সকাল ১০:১২
০৯ ই আগস্ট, ২০১৯  সকাল ১০:১২
ইসিয়াক বলেছেন: +++্
বর্তমান ,চলমান সমস্যা । খারাপ ভিডিও দেখতে বন্ধুকে বারন করেন।
  ০৯ ই আগস্ট, ২০১৯  দুপুর ১২:৪২
০৯ ই আগস্ট, ২০১৯  দুপুর ১২:৪২
রাজীব নুর বলেছেন: এটা নাকি তার দীর্ঘ দিনের অভ্যাস। সে বাদ দিতে পারবে না। 
সে বলে আমি তো কারো কোনো ক্ষতি করছি না।
১৫|  ০৯ ই আগস্ট, ২০১৯  দুপুর ১২:৪৭
০৯ ই আগস্ট, ২০১৯  দুপুর ১২:৪৭
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
লেখক বলেছেন: সমকামী পুরুষের মন বিচিত্র। কখন কি হয় বলা যায় না।
তবে সমকামী পুরুষরা কোন নারীর প্রেমে পড়বে না এটা কিন্তু সঠিক।
  ০৯ ই আগস্ট, ২০১৯  রাত ১০:৫০
০৯ ই আগস্ট, ২০১৯  রাত ১০:৫০
রাজীব নুর বলেছেন: প্রেমে পড়বে না কেন? 
মন মানসিকতা বদলে গেলেই প্রেমে পড়বে।
১৬|  ০৯ ই আগস্ট, ২০১৯  রাত ৮:৫৮
০৯ ই আগস্ট, ২০১৯  রাত ৮:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: সাইকোলজিষ্ট দেখান।
এটা মানসিক সমস্যা। অতিরিক্ত এডাল্ট মুভি দেখাও একটা সমস্যা। 
বাস্তব জীবনে সেইরকম মুড, ষ্টাইল বা ইফেক্ট পায়না বলেই বাস্তবটা পানসে লাগে।
কিন্তু তাও যে দারুন উপভোগ্য করা যায় সেই জ্ঞান বা ইচ্ছা আপনার বন্ধুর নেই।
কামসূত্র যৌনাতার বিজ্ঞান গ্রন্থ বলতে পারেন। সময়, পরিবেশ, আবহাওয়া সবকিছুর সাথে 
মানুষের ইচ্ছা বদলায়। বদলায় মিলনাকাঙ্খাও। তাকে সমন্বয় করে দু’জনের পূর্ন তৃপ্তিতেই শান্তি।
ইচ্ছে করলে উপায় হয়। উনি যদি ভাল হতে চান নিশ্ছয়ই উপায় আছে।
শুভকামনা রইল।
  ০৯ ই আগস্ট, ২০১৯  রাত ১০:৫১
০৯ ই আগস্ট, ২০১৯  রাত ১০:৫১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে খুব সুন্দর মন্তব্য করেছেন।
১৭|  ১০ ই আগস্ট, ২০১৯  সকাল ৮:৩২
১০ ই আগস্ট, ২০১৯  সকাল ৮:৩২
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: আপনার পোস্ট ও মন্তব্য পাঠ করে দেখলাম,  এখন পর্যন্ত কোন নারী ব্লগার কোন মন্তব্য করেননি । আমাদের দেশের নারীরা খুব একটা বেশি প্রগতিশীল হয়ে উঠতে পারেননি।  তারা তাদের মতামত দিতে পারতেন। এমনকি তারা মিসেস সোনিয়া বেগম এর পক্ষে নিজেদের মতামত কে তুলে ধরতে পারতেন । সুন্দর আলোচনা হতে পারত। 
  ২১ শে আগস্ট, ২০১৯  সকাল ৭:৪১
২১ শে আগস্ট, ২০১৯  সকাল ৭:৪১
রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।
১৮|  ২১ শে আগস্ট, ২০১৯  রাত ১:১৬
২১ শে আগস্ট, ২০১৯  রাত ১:১৬
Ashfi Tuhin বলেছেন: পর্ণোগ্রাফি আসক্তি।।
"মুক্ত বাতাসের খোঁজে" নামক বইটি পড়লে উনার পড়া উচিত।।
  ২১ শে আগস্ট, ২০১৯  সকাল ৭:৪২
২১ শে আগস্ট, ২০১৯  সকাল ৭:৪২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৯|  ২১ শে আগস্ট, ২০১৯  রাত ১:২০
২১ শে আগস্ট, ২০১৯  রাত ১:২০
Ashfi Tuhin বলেছেন: পর্ণোগ্রাফি আসক্তি।।
"মুক্ত বাতাসের খোঁজে" নামক বইটি পড়লে উনার পড়া উচিত।।
©somewhere in net ltd.
১| ০৮ ই আগস্ট, ২০১৯  রাত ৯:১৬
০৮ ই আগস্ট, ২০১৯  রাত ৯:১৬
ভুয়া মফিজ বলেছেন: আপনার বন্ধু আবু কালাম মনে হয় সমকামী হয়ে যাচ্ছে! ভালো করে চেক করেন.....ঘটনা কি।