নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

গরুর হাঁটে গিয়েছিলাম (ছবি ব্লগ)

০৯ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৫৭



বিকেলে পরীকে নিয়ে হাঁটে গিয়েছিলাম।
বাসার কাছেই হাঁট। হেটে যেতে দশ মিনিট সময় লাগে। খিলগাও রেলওয়ে কলোনীর মাঠে হাঁট বসেছে। শুধু মাঠে না, আশেপাশে সব গুলো গলিতে গরু আর গরু। খুব জমজমাট অবস্থা। প্রচুর লোকজন। তবে গতকাল বৃষ্টি হওয়াতে প্যাঁক কাদায় মাখামাখি অবস্থা। পরী এত এত গরু দেখে অবাক! সে একটা গরু না নিয়ে বাসায় ফিরবে না এমন অবস্থা। পরীকে বুঝিয়ে বললাম, গরু অবশ্যই কিনবো। কিন্তু আজ না। বাসায় গরুর রাখার জায়গা নেই। তা ছাড়া তিন আগে গরু কিনলে কে দেখাশোনা করবে? মেয়ে বুঝলো এবং মানলো। তবে পরী একটা গরু পছন্দ করে রেখেছে। লাল রঙ। সেই গরুটা কিনতে হবে। পরী জোর করাতে বেপারিকে জিজ্ঞেস করলাম, গরুর দাম কত? বেপারী বলল, তিন লাখ টাকা। আমি বললাম, একটু কমিয়ে বলেন। বেপারী বলে আপনিই বলেন, কত হলে আপনার পোষায়? যাই হোক, বেপারীর কাছ থেকে জানলাম, সে ঝিনাইদহ থেকে ঢাকার এই হাঁটে এসেছে গরু বিক্রি করতে। সে মোটা ২২ টা গরু এনেছে। অলরেডি তার ১১ টা বিক্রি হয়ে গেছে। যাই হোক, আপনারা ছবি গুলো দেখুন।

১।
গরুর হাঁট ভরতি মানূষ জন। হাঁটা যায় না, এমন অবস্থা।

২।
চিংড়ি মাছের মাথা ভাজা। দশ টাকা পিছ। খুবই বাজে একটা খাবার। সম্ভবত চায়নিজ রেস্টুরেন্ট থেকে শুধু মাছের মাথা গুলো কম দামে কিনে আনে। বেসন মিশিয়ে ভাজে। মাথা গুলো পরিস্কারও করে না। ধোয়ও না। হাঁটে এই বাজে খাবারটা দেদারছে বিক্রি করছে।

৩। এই হাঁটের বেশির ভাগ গরু এসেছে, ফরিদপুর আর ঝিনাইদহ থেকে।

৪।
এই সাদা গরুটার দাম চাচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা।

৫।
নিজের একটা ছবি দিলাম। ক্ষমা প্রার্থী।

৬।
একলোক হাঁটে চায়ে খাচ্ছে। তার গেঞ্জিতে লেখা---

৭।
হাঁটে ছোট, বড় সব রকমের গরু আছে। সর্বনিম্ম ৬০ হাজার টাকা।

৮।
হাঁটের গরু গুলো ভালো নেই। ছোট জায়গা। প্যাঁক কাদা, কেউ কেউ অকারনেই গরু গুলো লাঠি দিয়ে মারছে।

৯।
হাঁটের বাইতে বসেছে গরুর খাবারের দোকান। ঘাস, খড়, ভুসি সবই পাওয়া যাচ্ছে।

১০।
এই হাঁটে একটাও ইন্ডিয়ান গরু নেই। সব দেশী গরু।

১১।
পরী। পরী হাঁটে এসে মুগ্ধ।

১২।
কেউ সাদা গরু পছন্দ করে, কেউ কালো, কেউ লাল।

মন্তব্য ৩৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৯ রাত ১১:১৫

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আপনার পোস্ট পড়লে মনে হয়, আপনি খুব সহজ-সরল মানুষ।

অথচ, আপনার কমেন্টগুলো ঠিক উল্টো, বিষে ভর্তি। কেন?

১০ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন: আমি সহজ সরল জীবন যাপন করি।
আমাকে ভালোবাসুন। তাহলে দেখবেন, আমার মন্তব্য বিষ লাগবে।

২| ০৯ ই আগস্ট, ২০১৯ রাত ১১:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর ছবি পোস্ট।

১০ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ০৯ ই আগস্ট, ২০১৯ রাত ১১:২৯

মাহের ইসলাম বলেছেন: ভাই,
৩ আর ১০ নং ছবি মনে হয় একই গরুর।

ঈদ মোবারক।

১০ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

৪| ০৯ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৩৫

স্রাঞ্জি সে বলেছেন:


বাহ,! দারুণ! । তো রানু ভাই, গরু কিনছন্নি????

১০ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: আগামীকাল কেনা হবে।

৫| ০৯ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন: গরু বাজারে অকারনে গরু পেটানো দৃশ্য কষ্টকর।

১০ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: একটা আইন করা উচিত।

৬| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ১২:০০

সুপারডুপার বলেছেন: বিদেশ থেকে আপনার ছবি গুলো দেখে মনে পড়লো শৈশবে বাবার সাথে গরুর হাটে যেতাম। যদিও এখন ঐভাবে ঈদ অনুভূতি জাগে না; কিন্তু শৈশবের দিনগুলোর কথা মনে পরলে , ভালোই লাগে।আপনার , পরীর ও আপনার পরিবারের জন্য অনেক অনেক শুভ কামনা। আগাম ঈদ মোবারক।

১০ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: ঈদ এর সময় তো অন্তত পক্ষে দেশে থাকতে পারেন।

৭| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ১২:৩২

হাসান কালবৈশাখী বলেছেন:
কদিন আগে প্রচারনা হয়েছিল গরুর দুধে শিশা, এন্টিবায়োটিক, বিষ ...
এখন গরুর মাংশে শিশা, এন্টিবায়োটিক, বিষ নেই?

১০ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: মাংসেও !!!
না না মাংস ঠিক আছে।

৮| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ১২:৪৯

চাঁদগাজী বলেছেন:


আল্লাহ হযরত ইব্রাহিমকে পরীক্ষা করেছিলেন; বাকীরা নিজেরা কেন নিজের থেকে পরীক্ষা দিচ্ছে?

১০ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: বহু বছর ধরে চলা আসা একটা রীতি।

৯| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ২:১৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: গরুর হাটে মেলা দিন যাওয়া হয়ে ওঠেনি!

১০ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: আজই চলে যান।

১০| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ২:৩২

ওমেরা বলেছেন: গরু গুলোর জন্য আমার মায়া লাগতেছে । ছোট বেলায় আমিও একবার গাবতলী গরুর হাটে গিয়েছিলাম।
আপনার পরিবারের সবার জন্য আগাম ঈদের শুভেচ্ছা রইল।

১০ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক।

১১| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ২:৩৬

জাহিদ অনিক বলেছেন: অনেকদিন গো-হাটা যাওয়া নয় নাই.।
আপনার সৌজন্যে যা দেখলুম মন্দ না। ভালোও না।
তবে আপনার পোষ্ট ভালো হয়েছে। নাগরিক সাংবাদিকতা ব্লগ!

১০ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: হা হা হা---

১২| ১০ ই আগস্ট, ২০১৯ ভোর ৫:১৩

বলেছেন: ঈদ ঈদ লাগছে।।।

১০ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: হ্যা আর একদিন পর ঈদ।

১৩| ১০ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জনপ্রতি একটা করে গরু কোরবানি না করে প্রতি সাত জনে মিলে একটা গরু কোরবানি করলে আমার মনে হয় সেটা ভালো হবে।

১০ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: না। ভালো হয় না। একেবারেই ভালো হয় না।

১৪| ১০ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৩১

ইসিয়াক বলেছেন: ছবিতে পরী মামণিকে একেবারে পরীর মতো লাগছে ।
সুন্দর।

১০ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৫| ১০ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:২৫

সোনালী ডানার চিল বলেছেন: ঈদ মুবারক- গরু কত নিলো?

১০ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৫৭

রাজীব নুর বলেছেন: গরু এখনও কেনা হয়নি। আগামীকাল কেনা হবে।

১৬| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ৮:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধর্মের নামে এ একটি পশু হত্যার উৎসব।

১০ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৫৮

রাজীব নুর বলেছেন: ধর্মের নামেই মন্দ কাজ গুলো বেশি হয়।

১৭| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ১০:১০

ঢাবিয়ান বলেছেন: অনেক মানুষের জীবিকা হয়ত জড়িয়ে আছে কুরবানি প্রথার সাথে, তারপরেও এই প্রথাকে আরেকটু সিস্টেমেটিক করা দরকার। পুরো ব্যবস্থাপনাটাই যথেষ্ঠ অস্বাস্থকর এবং অরুচিকর।

১০ ই আগস্ট, ২০১৯ রাত ১০:২৮

রাজীব নুর বলেছেন: আপনি আমার মনের কথাটা বলেছেন।

১৮| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ১০:১৪

বংগল কক বলেছেন: গরু

১০ ই আগস্ট, ২০১৯ রাত ১০:২৯

রাজীব নুর বলেছেন: স্কুলে থাকতে গরু রচনা মুখস্ত করেছিলেন?

১৯| ১১ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:১০

সুপারডুপার বলেছেন: ফটো আইকনে ক্লিক করে ফটো আপলোড করলে, ছবি তো অনেক ছোট দেখায়। আপনি কি ভাবে ছবি আপলোড করলেন যে , ছবি গুলো হাই-কোয়ালিটি ও অনেক বড় দেখায়?

১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩৬

রাজীব নুর বলেছেন: আমি নিজেও জানি না ভাই। কেমনে কেমনে জানি হয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.