নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ইদানিং আমার খুব ভূতের ভয় হয়েছে।
এক সময় গ্রামে মধ্যরাত্রে একা পুকুর ঘাটে বসে থেকেছি, শ্মশান এবং কবরস্থানে আড্ডা দিয়েছি। কখনও কিছু টের পাইনি। মোটেও ভয় করেনি। কিন্তু এখন বয়স বাড়ছে, সাথে সাথে ভয়টাও বাড়ছে। নিজেকে বুঝাই ভয় কেন পাবো? ভয় পাবার কিছু নেই। ভয় না পাওয়ার জন্য লজিক দাঁড় করাই। লজিকে কাজ হয় না। ভয় চক্রবৃদ্ধি হারে বাড়তেই থাকে। সুরভি তার বাবার বাড়ি গেলেই আমাকে একা থাকতে হয়। আর তখন ভয় লাগতে শুরু করে।
আজকাল হঠাৎ মাঝ রাতে ঘুম ভেঙ্গে যায়।
তখন, সামান্য টিকটিকি'র ডাকে বুকটা কেঁপে ওঠে। ঘরে দরজার কাছে মড়মড় শব্দ পাই। একটা শীতল বাতাস বয়ে যায়। রাস্তায় অনেক গুলো কুকুর একসাথে ঘেউ ঘেউ করে ওঠে। তখন বুকটা কেমন কেঁপে ওঠে। মনে হয়, কারা যেন ফিসফিস করে কথা বলছে। কেমন একটা ষড়যন্ত্রের গন্ধ পাই। গাটা কেমন ছমছম করে ওঠে। ভয়ের চোটে ঘুম আসে না। কিছুতেই ঘুম আসে না। চোখ মেলে চার পাশে তাকাতেও সাহস পাই না। চোখ বন্ধ করে মাথার উপর বালিশ চেপে শুয়ে থাকি।
গতকাল রাতের ঘটনাটা বলি-
ভয়ানক একটা স্বপ্ন দেখে হঠাৎ ঘুম ভেঙ্গে গেল। মোবাইলে সময় দেখলাম- ২ টা ৫৫ মিনিট। পানি খাবো। ফ্রিজ খুলে পানির বোতল বের করার সময় মনে হলো- কেউ একজন আমার পেছনে দাঁড়িয়ে আছে। বুড়ো মতো একটা লোক। আমি তার নিশ্বাঃসের শব্দ পাচ্ছি। পরমুহুর্তেই মনে হলো- বেলকনিতে কেউ দাঁড়িয়ে আছে। আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। সুযোগ পেলেই আমার গলা টিপে ধরবে অথবা মাথার মধ্যে গুলি করে দিবে। নয়তো তলোয়ার বুকের মধ্যে বিধিয়ে দিবে।
এর আগের দিনও হুট করে ঘুম ভেঙ্গে গেল।
তখন রাত প্রায় তিনটা। ওয়াশরুমে গেলাম। মনে হলো কমোডে বুড়ো মতোন কেউ একজন বসে আছে। সে এখন'ই আমার গলায় ছুরি চালাবে। আমি ওয়াশ রুম থেকে দৌড়ে চলে এলাম ঘরে। অথচ আমার খুব প্রস্বাবের বেগ পেয়েছে। নিজেকে বুঝালাম ওই বুড়ো লোকটাকে ভয় পাবার কিছু নেই। বুড়ো লোকটা দেখতে আমার নানার মতোন। নানা আমাকে ছোটবেলায় খুব আদর করতেন। আমাকে কোলে করে বাজারে নিয়ে যেতেন।
দিনের বেলা ভয়টা হারিয়ে যায়।
বরং রাতের ভয় দিনের বেলা মনে পড়লে হাসি পায়। নিজেকে নিজে বলি এত সামান্য ব্যাপারে ভয় পাও রাজীব। তুমি তো এতটা ভীতু নও। সেই বুড়োকে দেখে ভয় পাবার কিছু নেই। বুড়োর সাথে বসে দাবা খেলবে। দেশভাগ বা ভাষা আন্দোলন নিয়ে আলোচনা করবে। বুড়োরা অনেক জানেন। তাদের অনেক অভিজ্ঞতা। তাদের কাছ থেকে যত পাবো অভিজ্ঞতা নিয়ে নাও। মানূষের জীবনের আসল সঞ্চয় হলো তার অভিজ্ঞতা। টাকা পয়সা চুরী হয়ে যেতে পারে। কিন্তু অভিজ্ঞতা কেউ নিতে পারে না।
১১ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৮
রাজীব নুর বলেছেন: তাবিজে আমার এক ফোটা বিশ্বাস নেই।
২| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ১১:০২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: দোয়া পড়ে ঘুমাতে গেলে ভয় কেটে যাবে।
১১ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৯
রাজীব নুর বলেছেন: দেখি ট্রাই করে।
৩| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৪২
ঠাকুরমাহমুদ বলেছেন: রাতে টিভিতে অটো অফ টাইমার দিয়ে খুব অল্প শব্দে টিভি ছেড়ে শুয়ে থাকুন, কখন ঘুম আসবে আপনি নিজেও জানবেন না। এটি আমার পরিক্ষিত আপনি চেষ্টা করে দেখুন।
১১ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩০
রাজীব নুর বলেছেন: টিভি ছাড়া রেখে ঘুম আরো আসবে না। লাইট জ্বেলেও ঘুম আসে না। ঘর অন্ধকার না হলে ঘুমাতে পারি না।
৪| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ১২:০৩
কানিজ রিনা বলেছেন: আমি কতযে একটা ভূত দেখতে চাই
কিন্তু দেখিনা। বেশ কতদিন আগে আমার
বেডরুমের ইষ্টিল আলমিরার সাথে আলমিরার
থেকেও লম্বা একটা মওলানা টাইপের একটা
মানুষ দাড়ানো দেখলাম। ড্রেসিং আয়নাও
দেখা যাচ্ছে। আমি ব্লগ পড়ছিলাম বললাম
কে আপনি, উঠে বসলাম তারপর বললাম
দাঁড়া তোর একদিন না আমার একদিন।
উঠে বসতেই লোকটা নাই। ঘরে মৃদু আলো
ছিল। মেইন লাইট জালায়ে সারাঘর ঘুরলাম
কিছুই দেখতে পেলাম না। পরদিন সন্ধায়
মরা লাশের গন্ধ আমার রুমে টের পেলাম।
ভয়তো আমি কখনও পাইনা। কিন্তু পরের
দিন সকালে বৌমা অসুস্থ গাইনকোলজিস্ট
বললো পেটের বাচ্চাটা মারা গেছে।
ভূত বলে কিছু আছে বিশ্বাস করিনা। তবে
জ্বীন বা ফেরেস্তা আছে বলে মনে করি।
আপনি একা থাকতে ভয় পান তাই এমন
হতে পারে। ধন্যবাদ।
১১ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩১
রাজীব নুর বলেছেন: বাহ খুব সুন্দর।
৫| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ২:৩২
ওমেরা বলেছেন: আমি দিনেও কখনো একা বাসায় থাকলে এরকম ভয় পাই ।
১১ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩১
রাজীব নুর বলেছেন: আমিও দিনের বেলা ভয় পাই। তবে রাতে বেশি।
৬| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ৩:২২
সুপারডুপার বলেছেন: সকল ভয় মৃত্যু ভয়ের সাথে সংযুক্ত।
১১ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩৩
রাজীব নুর বলেছেন: তা ঠিক।
৭| ১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৭:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার খুব ভুত দেখার শখ।
১১ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩৩
রাজীব নুর বলেছেন: অচিরেই দেখবেন।
৮| ১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:৪৭
নূর আলম হিরণ বলেছেন: আমার কখনো ভূতে ভয় হয়নি। আমি খুব ছোট বেলায় রাত করে বাজার থেকে আসতাম আসার সময় ৪টা কবরস্থান পড়তো, অনেক গুলো তালগাছ পড়তো।
১১ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩৪
রাজীব নুর বলেছেন: আপনি সাহসী।
৯| ১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:০৮
তানজীর আহমেদ সিয়াম বলেছেন: প্রচুর টেনশন নিয়ে ঘুমাতে গেলে এই সমস্যা দেখা দিতে পারে।শোবার আগে ওজু করে ঘুমাবেন, আশা করি কিছুটা ভালো ফলাফল পাবেন
১১ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভালো পরামর্শ দেওয়ার জন্য।
১০| ১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৩৪
জুন বলেছেন: রাতের বেলা আমারও ভীষন ভুতের ভয় করে । জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি প্রচুর আলো, গাড়ী ঘোড়া, লোকজন ঘুরে বেড়াচ্ছে কিন্ত যত অশরীরি আত্নারা যেন আমার ঘরে
১১ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩৮
রাজীব নুর বলেছেন: আমারও ঠিক এমনটা হয়।
১১| ১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৩৫
ইসিয়াক বলেছেন: তেলাবাবার তেল মেখে ঘুমুতে যাবেন ।সব মুশকিল আছান । হি হি হি
ঈদ মোবারক।
১১ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪০
রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক।
১২| ১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তাবিজ ব্যবহার করতে পারেন।
১১ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪০
রাজীব নুর বলেছেন: তাবিজ বিশ্বাস করে কুংস্কারবাদীরা। আমি কুসংস্কার মুক্ত।
১৩| ১১ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:২৬
রোহান খান বলেছেন: ভাবি বোধহয় বাপের বাড়ি গেছেন? সমস্যা নাই আয়া পরলে ঠিক অইবো।
১১ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪২
রাজীব নুর বলেছেন: সুরভি না থাকলেই ভয় লাগে। ও পাশে থাকলে ভয় লাগে না।
১৪| ১১ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:১২
মাহের ইসলাম বলেছেন: ভয় পাবার কিছু নেই।
আপনি সাহস নিয়ে মধ্য রাতে তেতুল তলা, হিজল তলা এমনি শ্মশানে চলে যেতে পারেন।
কিছু হবে না। যে পরিমাণ লাইট জ্বলে আশে পাশে ভুত-পেত্নি কেউ আসতে সাহস পাবে না।
১১ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪৩
রাজীব নুর বলেছেন: হাহা হা----
১৫| ১১ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৪৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পৃথিবীতে ভূত, পেত্নী , জিন , পরি , ফেরেশতা জাতীয় জিনিস থাকলে খারাপ হত না।
১১ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪৩
রাজীব নুর বলেছেন: কে বলেছে তারা নেই??
আছে আমাদের আসে পাশেই আছে।
১৬| ১১ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:২৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভুত প্রেতের মুভি দেইখেন না ভাই।
১১ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪৪
রাজীব নুর বলেছেন: মুভিটা ইদানিং খুব বেশি দেখছি।
১৭| ১১ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৪০
জাহিদ অনিক বলেছেন: রাজীব ভাই ভূতের অস্তিত্ব পেলে হ্যাচকা টানে ক্যামেরাটা টেনে নিয়ে ক্লিক ক্লিক ছবি তুলে ফেলতে ভুলবেন না যেন, আমার ভূত দেখার বড়ই শখ !
১১ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪৫
রাজীব নুর বলেছেন: অবশ্যই গলায় হাত দিয়ে ছবি তুলবো।
১৮| ১১ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:৪১
তারেক ফাহিম বলেছেন: দুশ্চিন্তায় এমনটি হওয়ার আশংকা।
আত্মাদের নিয়ে ভাবনা বেশি করেন।
হয়ত হরোর মুভিগুলো বেশি দেখেন।
১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩৫
রাজীব নুর বলেছেন: হরর মুভি খুব দেখি। কামকাজ নাই, তাই মুভি দেখে সময় পার করি।
আত্মাদের নিয়ে ভাবি।
১৯| ১২ ই আগস্ট, ২০১৯ রাত ১২:৫৮
সুপারডুপার বলেছেন: তাই আপনি মৃত্যুভয় দূর করার চেষ্টা করুন। এইজন্য মেডিটেশন কোর্স করতে পারেন।
দিন - রাত , দুইটারই সৌন্দর্য বুঝুন ও ভালোবাসুন। ভয় এর বিপরীত ভালোবাসা। তাই ভালোবাসা দিয়ে ভয় কে জয় করুন।
১২ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৪২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৪০
চাঁদগাজী বলেছেন:
তাবিজ টাবিজ ধরণের কিছু একটা লাগবে, মনে হচ্ছে; কিছু ব্লগার আপনাকে এই ব্যাপারে সাহায্য করতে পারবেন।