নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
একটা ছোট্র গল্প দিয়ে লেখাটা শুরু করবো-
রাজার বাড়ির সিংহ-দ্বারের পাশে, লোহার খাঁচার একটা মস্ত বাঘ ছিল। রাজার বাড়ির সামনে দিয়ে যত লোক যাওয়া-আসা করত, বাঘ হাত জোড় করে তাদের সকলকেই বলত, ‘একটিবার খাঁচার দরজাটা খুলে দাও না দাদা!’ শুনে তারা বলত, ‘তা বইকি! দরজাটা খুলে দি, আর তুমি আমাদের ঘাড় ভাঙো।’
এর মধ্যে একদিন রাজার বাড়িতে খুব নিমন্ত্রণের ধুম লেগেছে। বড়-বড় পণ্ডিত মশাইয় দলে-দলে নিমন্ত্রণ খেতে আসছেন। তাঁদের মধ্যে একজন ঠাকুর দেখতে ভারি ভালো মানুষের মতো ছিলেন। বাঘ এই ঠাকুরমশাইকে বারবার প্রণাম করতে লাগল। তা দেখে ঠাকুরমশাই বললেন, ‘আহা, বাঘটি তো বড় লক্ষ্মী! তুমি কি চাও বাপু।’ বাঘ হাত জোড় করে বললে, ‘আজ্ঞে, একটি বার যদি এই খাঁচার দরজাটা খুলে দেন! আপনার দুটি পায়ে পড়ি।’
ঠাকুরমশাই কিনা বড্ড ভালো মানুষ ছিলেন, তাই তিনি বাঘের কথায় তাড়াতাড়ি খাঁচার দরজা খুলে দিলেন। তখন হতভাগা বাঘ হাসতে-হাসতে বাইরে এসেই বললে, ‘ঠাকুর, তোমাকে তো খাব!’
গল্প এখানেই শেষ নয়। এখান থেকেই গল্পের শুরু। যদিও আমি আজ অন্য গল্প বলব।
মধ্য দুপুর। মধ্য দুপুর সময়টা খুব অদ্ভুত!
বুকের মধ্যে যেন কেমন করে! সূর্য ঠিক মাথার উপর থাকে বলে- নিজের ছায়াও খুঁজে পাওয়া যায় না। চারপাশে যা দেখা যায় সবই ভালো লাগে। ঢাকা শহরের রাস্তার পাশের চায়ের দোকান গুলো আমার খুব প্রিয়। আসলে এই চায়ের দোকান গুলো জ্ঞানের ভান্ডার। আমি নিয়মিত রাস্তার পাশের চায়ের দোকান গুলোতে যাই। চা খাই আর আশেপাশের লোকজনদের কথা গুলো খুব মন দিয়ে শুনি। কত রকম বিষয় নিয়ে যে আলোচনা হয়- তা চায়ের দোকানে না গেলে বুঝা সম্ভব নয়।
এক সময় আমার খুব ইচ্ছা ছিল- বড় করে একটা চায়ের দোকান দিবো। সারাদিন দুনিয়ার মানুষজন এসে আমার দোকানে চা খাবে-গল্প করবে। আর আমি খুব মন দিয়ে তাদের গল্প শুনব। এই ইচ্ছাটা আমার এখনও আছে। ব্লগার চাঁদগাজী কি আমার চায়ের দোকানে আসবেন? তাকে আমি ফ্রি চা খাওয়াবো।
আজ দুপুরবেলা চারিদিকে কাঁচের মতোন স্বচ্ছ রোদ ছিল। আমি রোদে পুড়তে পুড়তে রাস্তার পাশের এক দোকান থেকে এক কাপ চা খেলাম। খুব মুগ্ধ হলাম। আশ্চর্য ব্যাপার সাথে সাথে আমার রবীন্দ্রনাথের কথা মনে পড়ল। আমার এক সময় ধারনা ছিল রবীন্দ্রনাথ চা খেতেন না। বিশেষ করে রাস্তার পাশের কোনো দোকান থেকে। রবীন্দ্রনাথ কি কখনও এমন কড়া রোদে মধ্যদুপুরে রাস্তার পাশের দোকান থেকে চা খেয়েছেন? খেলেও আমার মতো মুগ্ধ কী কখনও হয়েছিলেন?
আমার চা খাওয়া শেষ। আরেক কাপ খাবো কিনা ভাবছি- ঠিক এই সময় আমার সামনে একটি ছেলে এসে দাঁড়ালো। হাসিখুশি মুখ। কাধে ক্যামেরার ব্যাগ। ছেলেটি আমার খুব অস্থির মনে হচ্ছিল। ছেলেটির সামনে দিয়ে একটা মেয়ে যাচ্ছিল । মেয়েটিকে খুব রুপসী বলা যাবে না। শুধু চোখে মোটা করে কাজল দেওয়া। আর কপালে একটা টিপ। ছেলেটা, মেয়েটিকে বলল- শুনুন। মেয়েটি এক আকাশ অবাক দৃষ্টি নিয়ে ফিরে তাকালো। ছেলেটি বলল- আচ্ছা, ক’টা বাজে বলেন তো? মেয়েটি বলল, আমার হাতে ঘড়ি নেই, জানি না কয়টা বাজে। ছেলেটি বলল- আহ হা আন্দাজে বলুন। মেয়েটি বলল- আমার আন্দাজ ভালো না। ছেলেটি বলল- আচ্ছা, মোবাইলে সময় দেখে বলুন। মেয়েটি হেসে ফেলল। বলল- আমার মোবাইল আজ ভুলে বাসায় রেখে এসে পড়েছি।
মাইকেলের কয়েকটা লাইন আজকাল প্রায়ই মনে পড়ে-
''কি কুক্ষণে দেখেছিলি, তুইরে অভাগী,
কাল পঞ্চবটীবনে কালকূটে ভরা
এ ভুজগে?
১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২০
রাজীব নুর বলেছেন: কি সুন্দর?? আমি??
২| ১১ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:২১
ইসিয়াক বলেছেন: আপনার চা'য়ের দোকান কবে শুরু হবে? আপনার হাতের চা খেয়ে দেখতাম কেমন লাগে। কবে আসবো ? কোথায় ? জানাবেন।
১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২২
রাজীব নুর বলেছেন: দোকান এখনও দেইনি।
দিবো।
খুব চা খেতে ইচ্ছা করলে আমার বাসায় আসতে পারেন।
৩| ১১ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:৪৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাঘ কি বাংলা ভাষায় কথা বলতে পারে?
১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২৩
রাজীব নুর বলেছেন: অবশ্যই পারে।
বানলাদেশের বাঘ বাংলায় কথা বলে। জাপানের বাঘ জাপানী ভাষায় কথা বলে।
৪| ১১ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার লেখা দেখা ভালো হয়েছে। চাঁদগাজী আমেরিকা থেকে কষ্ট করে চা খেতে আসবেন কিনা জানি না । তবে আমি চা খেতে আসবো । এবং বিল পরিশোধ করেই খাব।
১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২৪
রাজীব নুর বলেছেন: চাঁদগাজী দেশে এলেই অবশ্যই আমার দোকানে এসে চা খেয়ে যাবেন। আমি নিশ্চিত।
বিল না দিলেও আপনাকে চা খাওয়াবো।
৫| ১১ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আর হ্যাঁ , আপনার চায়ের দোকানের নাম কি দিবেন সেটা কিন্তু বলেননি। নামটি এখনই ঠিক করে রাখা দরকার। নইলে হঠাৎ করে আবার নাম খুঁজে পাবেন না । পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে । সে জন্য টাকা পয়সা খরচের ব্যাপার আছে।
১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২৪
রাজীব নুর বলেছেন: চায়ের দোকানের নাম হবে সুরা। সু তে সুরভি। আর রা তে রাজীব।
৬| ১১ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১৪
ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলাদেশে পুরুষরা মেয়েদের পেছনে নানা টাল বাহানায় যেভাবে লেগে থাকে তা খুবই ঘেন্না কর দৃশ্য। ক্যামেরাওয়ালাকে ধরে চাবাকাতে পারলে মনে শান্তি পাওয়া যেতো আফসোস!!!
১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২৫
রাজীব নুর বলেছেন: আহ হা এত টা রাগ ভালো না।
রাগ কমান।
৭| ১১ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১৪
চাঁদগাজী বলেছেন:
কি কুক্ষণে (..।)
পাবক-শিখা-রুপিনী জানকিরে আমি
আনিনু এই হৈম গেহে?
১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২৭
রাজীব নুর বলেছেন: মাইকেল লোকটা কিন্তু দারুন জিনিয়াস।
কিন্তু তার ভুলের কারনে শেষ জীবনে ধার ধেনা করে চলতে হয়েছে।
৮| ১১ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১৫
চাঁদগাজী বলেছেন:
আমরা চা খাবো, আর বাংগালীদের নিয়ে চিন্তা করবো
১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২৮
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
আপনি চা খেলে আমি গর্ব করে বলল, আমার চা খাওয়ার জন্য আমেরিকা থেকে লোক আছে।
৯| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক। ভাই সাহেব , আপনার সাথে খুব ঝগড়া করতে ইচ্ছা করছে। আপনার কি সময় হবে একটু ঝগড়া করার?
১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২৯
রাজীব নুর বলেছেন: আমি ঝগড়া করতে পারি না।
তাছাড়া কাল ঈদ, এখন ঝগড়া করার দরকার টা কি??
আসুন আমরা দেশের কথা ভাবি, দেশের সমস্যা গুলো নিয়ে সমাধানের চেষ্টা করি।
১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩৯
রাজীব নুর বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন আপনি কোথায়?? আসুন আড্ডা দেই।
১০| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:১৯
ইসিয়াক বলেছেন:
১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩১
রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক।
আচ্ছা, ইসিয়াক মানে কি?
১১| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২২
ইসিয়াক বলেছেন:
১২| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩০
ইসিয়াক বলেছেন: আপনার বাসার চা নয়, আপনার দোকানে ... আপনার হাতের চা।ব্যাকগ্রাউণ্ডে সামসাদ বেগমের হিন্দি গান বাজবে "হাওয়া মে উড়তা যায়ে" । ব্যাস জমে একেবারে ক্ষীর । গরু কত পড়লো ? ছবি কই । আপনার লেখাটা সুন্দর । আপনি সুন্দর কিনা সেটা মেয়েরা বলতে পারবে ।তবে ছবিটা সুন্দর হয়েছে......।সাবধান
হি হি হি .......ঈদ মোবারক ।
১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩৩
রাজীব নুর বলেছেন: এটা আমাদের গরু। ৯০ হাজার টাকা।
১৩| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩৫
ইসিয়াক বলেছেন: আমার নাম ইস্তিয়াক অবশ্য অন্য নামও আছে ।ডাক নাম অপূর্ব থেকে অপু ।ভালো নাম মোঃ রফিকুল ইসলাম। আমার নিজের রাখা নাম ইস্তিয়াক কিন্তু সামুতে নাম রেজিস্ট্রশনের পর দেখি নাম হয়ে গেছে ইসিয়াক । কী দূর্ভাগ্য দেখেন আমার। হো হো হো।
১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩৮
রাজীব নুর বলেছেন: এরকম সমস্যা বহু মানূষের আছে।
আমার ভালো নাম মোঃ নূর হোসেন খান। ডাকনাম রাজীব।
১৪| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩৯
ইসিয়াক বলেছেন: জেনে ভালো লাগলো ।আচ্ছা আপনি কী যুগান্তরে আছেন ?
১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৪১
রাজীব নুর বলেছেন: যুগান্তরে কিছুদিন কাজ করেছিলাম। ফোটোসাংবাদিক হিসেবে। ''ঢাকা আমার ঢাকা'' পাতাতে।
সমকালেও কিছুদিন কাজ করেছিলাম, ফোটোগ্রাফার হিসেবে।
১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৪২
রাজীব নুর বলেছেন: ৭/৮ বছর আগে।
১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৪৩
রাজীব নুর বলেছেন: আমার সাব এডিটর ছিলেন আহম্মদ উল্লাহ।
১৫| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৪২
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ।
১৬| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৪৬
মাহের ইসলাম বলেছেন: গল্পের শুরু ভালো ছিল।
তবে শেষ আরো ভালো হয়েছে।
১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৫৮
রাজীব নুর বলেছেন: এটাই আমার দোষ।
১৭| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ১০:০৪
চাঁদগাজী বলেছেন:
ঈদের শুভেচ্ছা নেবেন
১২ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। আপনাকেও ঈদ মোবারক জানাই।
১৮| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ১০:১৭
ইসিয়াক বলেছেন: রাজীব ভাই এটা কি হলো......।হি হি হি
এক ধাক্কায় ১০০০০ হাজার কম !!!!!!!!!!!!!
১২ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৫
রাজীব নুর বলেছেন: হাসলি আর কসাই খরচ মিলিয়ে এক লাখ টাকা মোট খরচ।
১৯| ১২ ই আগস্ট, ২০১৯ ভোর ৬:১৩
ল বলেছেন: আমাদেরকেও চা দিয়েন -- আফটার অল আমরা আমরাই তো।।।
ঈদের শুভেচ্ছা।।
খাঁচার বাঘ আরও ক্যামেরাম্যন বাঘের মধ্যে কোন মিল পেলেন কি??
১২ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৭
রাজীব নুর বলেছেন: সামঞ্জস্য কিছুটা তো থাকেই।
২০| ১২ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:০৬
মোঃ ইকবাল ২৭ বলেছেন: পড়ার ফাঁকে পরিচয় জানার জন্য আরো ভাল লাগলো। ঈদ মোবারক।
১২ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৭
রাজীব নুর বলেছেন: ইদ মোবারক।
২১| ১২ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৪
ইসিয়াক বলেছেন: মাংস কাটাকাটি কী শেষ ?
১২ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: এখনও গরুই জবো হয়নি। কসাই কেন দেরী করছে কে জানে!
২২| ১২ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৯
জাহিদ অনিক বলেছেন: ঈদের শুভেচ্ছা রাজীব ভাই
১২ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৪১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবি।
২৩| ১২ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৪২
ইসিয়াক বলেছেন: আমাদের শেষ ।রান্না প্রায় ...মাংস চেখে দেখছি....চলে আসুন।
আসবেন কিন্তু.....।
১২ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৪৫
রাজীব নুর বলেছেন: সিরিয়াস ভাবে বললে ঠিকই চলে আসবো।
২৪| ১২ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:২৭
আবু ছােলহ বলেছেন:
১২ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৪৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর। ইদ মোবারক।
২৫| ১২ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:০১
হাফিজ বিন শামসী বলেছেন: ঈদ মোবারক। আপনার দোকানে শুধুই কি চা পাওয়া যাবে? গরুর মাংস ভুনা?
১২ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৪৮
রাজীব নুর বলেছেন: আমি দরিদ্র মানুষ।
শুধু চা পাওয়া যাবে।
২৬| ১২ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:০১
যবড়জং বলেছেন: আট ন' মাস পরে আসলাম । এসেই আপনাকে আপনাকে পেলাম (মানে আপনার লেখা) । ঈদের শুভেচ্ছা নিবেন ।।
১২ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৪৯
রাজীব নুর বলেছেন: ৮/৯ মাস পর কেন?
খুব ব্যস্ত নাকি??
২৭| ১২ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৫০
ইসিয়াক বলেছেন: সিরিয়াস ভাবেই তো বলছি । ঢাকায় এলে অবশ্যই আপনার সাথে দেখা হতে পারে ।যেমন বইমেলায় ।
১২ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৫৫
রাজীব নুর বলেছেন: ঠিক আছে। বইমেলার অপেক্ষায় থাকলাম।
২৮| ১২ ই আগস্ট, ২০১৯ রাত ৯:০৪
ইসিয়াক বলেছেন: কি করবো ভাবছি ।প্রথম পাতায় পোষ্ট রয়ে গেছে ।নতুন একটা কবিতা লিখেছি । আর কবিতা লেখার পর পোষ্ট না করলে আমার একটুও ভালো লাগে না। সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে ভেবে মনটা খারাপ হয়ে আছে ।
১২ ই আগস্ট, ২০১৯ রাত ৯:০৯
রাজীব নুর বলেছেন: বুঝতে পেরেছি।
পোষ্ট করে দেন। ঈদ উপলক্ষ্যে কিছুটা ছাড় তো পেতেই পারি।
আমিও আজ একটা পোষ্ট প্রথম পাতায় থাকা অবস্থায় পোষ্ট করেছি।
একসময় প্রথম পাতায় একটা পোষ্ট দশ মিনিটও থাকতো না।
অবশ্য ঈদের সিজন ব্লগাররা সবার গ্রামে চলে গেছে। তাছাড়া অন্যান্য ব্যস্ততাও আছে।
আপনি বিনা দ্বিধায় পোষ্ট করুন। তাড়াতাড়ি করুন। আপনার পোষ্ট পড়েই ডিনার করতে বসবো।
২৯| ১২ ই আগস্ট, ২০১৯ রাত ৯:১২
ইসিয়াক বলেছেন: ঠিক আছে ।ভালো হয়নি মনে হচ্ছে। সমালোচনা চাই। শুধু মনোমুগ্ধকর বললে হবে না।
৩০| ১২ ই আগস্ট, ২০১৯ রাত ৯:১৬
রাজীব নুর বলেছেন: সমালোচনা আমি করতে পারি না।
আচ্ছা, চেষ্টা করবো।
©somewhere in net ltd.
১| ১১ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:১৮
ইসিয়াক বলেছেন: সুন্দর