নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরী - ২৬

১২ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:২০



আসসালামু আলাইকুম।
আজ ঈদের দিন। সামুর প্রতিটা ব্লগারকে জানাই ঈদের শুভেচ্ছা। সবার ঈদ আনন্দে কাটুক তাই মনে প্রানে চাই। তবে আজ সামু কেন ঈদ নিয়ে ব্যানার করে নি? ঈদ অনেক বড় একটা ব্যাপার। সামু কি পারতো না একটা ব্যানার করতে? ব্যানার না করার কারনে আমি বেশ আহত হয়েছে। দুঃখ পেয়েছি। যাই হোক, আজ ঈদের দিন। মন খারাপ করে থাকা উচিত না। অবশ্য আমি গতকাল রাতে মনে করেছিলাম, সকালে সামু খুলে দেখব ইদ নিয়ে সুন্দর একটা ব্যানার।

এখন নিজের কথা বলি-
গতকাল অনেক রাতে ঘুমিয়েছি। মুভি দেখেছি। এখন দুপুর দুইটা। অথচ আমাদের কসাই এখনও আসেনি। তার আসার কথা ছিল সকাল দশটায়। এগারোটায় ফোন দিলাম ধরলো না। বারো টায় ফোন দিলাম, বলল, একটায় আসবে। একটায়ও এলো না। দুইটা অলরেডি বেজে গেছে। নিচে আমাদের কোরবানীর গরুর ছবি দিলাম। গরুর দাম পড়েছে ৯০ হাজার টাকা। কসাইকে দিতে হবে আট হাজার টাকা। যে হুজুর গরু জবোহ করবে তাকে চামড়া দিয়ে দেওয়া হবে। প্রতি বছর তাইই করি।

দুপুরে পরিবারের সবাই একসাথে খেলাম।
বাইরের গেস্ট ছিল চারজন। খিচুরী, দেশী মূরগী। ইলিশ মাছ ভাজা। রান্না করেছে সুরভি। আব্বা হাসপাতালে ছিল ৯ দিন। তার প্রচন্ড মাত্রায় ডায়বেটিকস। পায়ের বুড়ো আঙ্গুলে ইনফেকশন হয়েছে। সেখানে অপারেশন করতে হয়েছে। আব্বা ডাক্তারকে বলেছেন, আমাকে হাসপাতাল থেকে ছুটি দেন। আমি ঈদটা ছেলে মেয়েদের সাথে করতে চাই। ঈদের পর এসে আবার হাসপাতালে ভরতি হবো। ডাক্তার আব্বাকে হাসপাতাল থেকে সেরেছেন। পরী হাতে মেহেদি দিয়েছে। সে অনেক খুশি। ইদ উপলক্ষে তাকে দু'টা জামা বানিয়ে দিয়েছি। মেয়েটার জন্য আপনারা দোয়া করবেন।

আজকের পোষ্ট এখানেই শেষ করতে হচ্ছে।
এখন, আমি নিচে যাবো। দেখি কসাই এলো কিনা। এখন কসাই না এলে আমি অন্য কসাইয়ের সন্ধানে বের হব। মাংস কখন কাটা হবে, কখন মাংস বন্টন করবো? হায় কপাল! কসাই বেটা ভালো খেল দেখালো। রাগ লাগছে বেশ। যদি আজ রাগ করা উচিত না। আজ ঈদের দিন। প্রথম পাতায় আমার একটা পোষ্ট অলরেডি আছে। তারপরও এই পোষ্টটি আমাকে পোষ্ট করতে হলো। কারন আজ ঈদের দিন। আজ একটা পোষ্ট দিবো না?! সবাই ক্ষমা সুন্দর চোখে দেখবেন। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। ঈদ মোবারক। ভালোবাসা নিরন্তর।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:২৬

স্রাঞ্জি সে বলেছেন:

ওলে রানু, কেমন আছো? এই কোরবানেও ইলিশ। তোমরা দেখি খাঁটি বাঙালী।

১২ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৩১

রাজীব নুর বলেছেন: গরুর মাংস মিসিং তাই ইলিশ মাছ। ইলিশ মাছ আমার ভীষন প্রিয়।

২| ১২ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪৯

হাফিজ বিন শামসী বলেছেন: ঈদ মোবারক।
ঈদের দিনের ন্যায় প্রতি দিনই যেন আল্লাহ আমাদের রাগ হজমের ক্ষমতা দান করেন সেই কামনা করছি।

১২ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৩৬

রাজীব নুর বলেছেন: আমিন।

৩| ১২ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৫৩

চাঁদগাজী বলেছেন:


ঈদের শুভেচ্ছা।
আশাকরি, আপনার সমস্যার সমাধান হয়েছে

১২ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৩৭

রাজীব নুর বলেছেন: সমাধান হয়েছে। তবে রাত আট টা বেজেছে। সকাল এগারোটা বারোটার মধ্যে শেষ হওয়ার কথা ছিল।

৪| ১২ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:


আপনার বাবার বয়স কত? কত বছর ডায়াবেটিকে ভুগছেন?

১২ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৩৯

রাজীব নুর বলেছেন: আব্বার বয়স অনেক। সঠিক বয়সটা জানি না। তবে ৬০/৬৫ বছর তো হবেই। সঠিক বয়স টা যেনে আপনাকে জানাবো।
ডায়বেটিকস দশ বছর ধরে।

৫| ১২ ই আগস্ট, ২০১৯ রাত ৮:২৭

ইসিয়াক বলেছেন: রাজীব ভাই একটা কথা বলি । কোরবানীর চামড়া বা কোন দান অনুদান আপনি কোন ইমাম সাহেব বা ধর্ম ব্যবসায়ীকে দেবেন না । এরা ভন্ড বেশীরভাগ ভন্ড তবে সবাই না । তার থেকে আপনার পরিবারের দুস্থ কেউ বা টাকা পয়সার অভাবে কেউ পড়াদেখা চালিয়ে যেতে পারছেনা। আবার এমন আছে এতিম বা অসুস্থ অথবা কন্যা দায়গ্রস্হ পিতা।খুজুন পেয়ে যাবেন ।বা আপনার প্রতিবেশীদের মধ্যে...তাদের দেবেন।অবশ্যই আপনার সওয়াব আল্লহ পৌছে দেবেন আপনার আমলনামায় ।

১২ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৪৭

রাজীব নুর বলেছেন: আসলে যে আমাদের গরু জবোহ করে তাকেই চামড়া দিয়ে দেই। কিন্তু আজ সেই হুজুর কে খুঁজে পেলাম না। শেষে বিকেলে এক হুজুর কে দিয়েছি। সে আমাকে এই রিসিট টা দিয়েছে।


৬| ১২ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক। ঈদ উপলক্ষে সকাল থেকে।

১২ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৪৯

রাজীব নুর বলেছেন: ইদ মোবারক।

৭| ১২ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:


এতিমদের মা হলেন শেখ হাসিনা; উনার বাচ্চাদের মানুষ করছে মোল্লারা?

১২ ই আগস্ট, ২০১৯ রাত ১১:২৭

রাজীব নুর বলেছেন: বেশির ভাগ এতিমখানা মাদ্রাসা চলে দায় খয়রাতে। মোল্লারা এই দান খয়রাত সংগ্রহ করে।

৮| ১২ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: 80 হাজার টাকায় কত টাকা খাজনা এসেছে? খাজনা মানে কর । যাকে সরকারি ভাষায় বলে হাসিল। কোরবানি উপলক্ষে সরকারের ইনকাম কম নয়। কিন্তু এই টাকাগুলি আমার মনে হয় না যে সরকারের একাউন্টে জমা হয় । সরকারের লোকেরা টাকাগুলিকে মেরে ধরে খেয়ে ফেলে। আফসোস।

১২ ই আগস্ট, ২০১৯ রাত ১১:২৯

রাজীব নুর বলেছেন: হাসলির টাকা পায় সিটি করপোরেসন।

বিভিন্ন হাঁটের ইজারা দেয় সিটি করপোরেশন। তারা একবারে টাকা নিয়ে নেয় ইজারাদারদের কাছ থেকে। আর ইজারাদাররা হাসলি বাবদ টাকা তুলে নেয়- যারা গরু কিনে তাদের কাছ থেকে।

৯| ১৩ ই আগস্ট, ২০১৯ ভোর ৪:০৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: ঈদের শুভেচ্ছা রাজিব ভাই। মেয়ে'সব সকলের জন্য দোয়া রইলো।

১৩ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:০৫

রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক।

১০| ১৩ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:২১

জাহিদ অনিক বলেছেন: যাপিত জীবনের ঈদ, কষাই এলো কি এলো না, মোল্লা হুজুর এলো কি এলো না--
খুব খাঁটি বাঙ্গালী ঈদ।

পরীর হাতের মেহেদী খুব সুন্দর দেখা যায়। আপনাদেরকে ঈদের শুভেচ্ছা রইলো।

১৩ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:১০

রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক প্রিয় কবি।

১১| ১৩ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৩৯

তারেক ফাহিম বলেছেন: ঈদের বিলম্ব শুভেচ্ছা ভাই।

আপনার পশুর কালারটা পছন্দের ব্যাপারটা আমার পছন্দ হয়েছে।

দেশীয় পণ্য মনে হচ্ছে।

১৩ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৪৭

রাজীব নুর বলেছেন: একদম দেশী গরু।

১২| ১৩ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:১৪

মাহের ইসলাম বলেছেন: ঈদ মোবারক।

১৩ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৪৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৩| ১৩ ই আগস্ট, ২০১৯ রাত ৯:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সব পণ্যের বেলায় হাটের হাসিল দিতে হয় বিক্রেতাকে, গরুর বেলায় ক্রেতাকে দিতে হয় কেন?

১৩ ই আগস্ট, ২০১৯ রাত ৯:১৬

রাজীব নুর বলেছেন: ইজারাদাররা লক্ষ লক্ষ টাকা দিয়ে সিটি করপোরেশোনের কাছ থেকে হাঁট অজারা নেয়। তারা মাইকিং করে। গরু ব্যবসায়ীদের নিয়ে আসে। লাইটিং করে। যারা গরু কিনতে আসে তাদের সব রকম সুযোগ সুবিধা দেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.