নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ঢাকার পথে পথে- ১৩ (ছবি ব্লগ)

২৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৪৪



নানান জায়গায় ঘুরাঘুরি করে একটা ছবি ব্লগ দেওয়ার জন্য ৩৩ টা ছবি তুলেছি। ৩৩ টা ছবি থেকে বাছাই করে ২০ টা ছবি সাজিয়ে একটা ছবি ব্লগ দিবো। সব ঠিকঠাক। অথচ এলোমেলো টিপাটিপি করতে গিয়ে মোবাইলের সমস্ত ছবি মুছে গেছে। সতেরো শো ছবি সব মুছে গেছে। মাই ব্যাড লাক। তারপর আবার ঢাকার পথে পথে, ঘুরে ঘুরে বেশ কিছু ছবি তুললাম। সেই ছবি গুলো দিয়ে আজকের পোষ্ট। তাছাড়া ভিপিএন দিয়ে সামু চালানো অনেক দিকদারি। একা একাই লগ আউট হয়ে যায়। অনেকবার করে বললেও বুঝে না, আই এম নট আ রোবট। এক পাতা আসার জন্য দশ বারের উপরে রিফ্রেশ দিতে হয়। এদিকে আমার নেট লাইন স্লো। মাঝে মাঝে মনে হয় এত কষ্ট করে সামু কিভাবে চালাবো। প্রতিদিন একই রকম অবস্থা। কবে যে সামু ঠিক হবে? দশ মিনিটের কাজ ভিপিএন দিয়ে আমার সময় লাগে এক দেড় ঘন্টা। যেম এই পোষ্ট টা তৈরি করতে আমার সময় লেগেছে দেড় ঘন্টা। অথচ দশ পনের মিনিট সময় লাগার কথা।

১।
এই সব মানব বন্ধন করে, কিছু উপকার কি পাওয়া যায়? অযথাই রাস্তায় যানজট সৃষ্টি করে।

২।
দেশ উন্নয়নের মহাসড়কে চলে গেলেও, গনপরিবহনে কষ্টের শেষ নেই। সীমাহীন কষ্ট।

৩।
চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। কোনো এক মেলায়।

৪।
এই শহর কি জঞ্জাল মুক্ত হবে? আসলে এই শহরের মানুষ গুলোই ভালো না।

৫।
এই সমস্ত দান বাক্সের টাকা দিয়ে কি হয়? কারা পায়? প্রচুর টাকা উঠে কিন্তু।

৬।
সেদিন কোনো কারন ছাড়াই। গুলিস্তান থেকে মাওয়া চলে গিয়েছিলাম। বাসের ভাড়া নিয়েছে ষাট টাকা। বাসের নাম- আরাম। ফেরার সময় যে বাসে ফিরেছি সে বাসের নাম টম টম।

৭।
ফুটপাতের দোকানও দরকার আছে। তা না হলে দরিদ্র মানূষেরা কেনাকাটা কোথায় করবে? এই দেশে তো দরিদ্র মানুষের সংখ্যাই বেশি।

৮।
এই ছবিটা এমনি এমনি দিলাম। এই ছবির একজন গলায় ফাঁস নিয়ে মরেছে।

৯।
এই পিচ্চি বলে, আমার ছবি তুলে দিন। দিলাম তুলে।

১০।
এই ছবিটা কয়েক বছর আগের তোলা। হাতের কাছে পেয়ে গেলাম।

১১।
স্যারকে নিশ্চয়ই চিনতে পারছেন। অনেক আগের ছবি। তখন আমি পত্রিকা অফিসে চাকরী করতাম ফোটোসাংবাদিক হিসেবে।

১২।
এমনি।

১৩।
সংসদ ভবনের সামনে। রাস্তার দুই পাশ লাল হয়ে যায়। দেখতে ভালো লাগে।

১৪।
একদিন সব ঝরে পড়ে। অবশ্য আবার নতুন পাতা গজায়।

১৫।
পোশাক শ্রমিক। মাথায় করে পিকআপ ভত্যানে তুলছে।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইশ আমারও ইচ্ছাকরতাছে ছবি ব্লগ করার । দেখি সময় পেলে দিয়াম নে

খুব সুন্দর পোস্ট ভাইয়া +

২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১০:২৮

রাজীব নুর বলেছেন: এবারের ছবি ব্লগটা ভালো হয়নি।
আমার নিজের কাছেই ভালো লাগেনি।

২| ২৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৫৩

ইসিয়াক বলেছেন: খুব সুন্দর।
+++

২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১০:২৯

রাজীব নুর বলেছেন: শুকরিয়া ভাইজান।

৩| ২৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:


ঢাকার জনজীবনের আভাস

২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৩১

রাজীব নুর বলেছেন: শিরোনামই তো দিয়েছি ''ঢাকার পথে পথে''।

৪| ২৯ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি আমার মাস্টার জীবনে আরাম বাসে যাতায়াত করতাম।

২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৩৩

রাজীব নুর বলেছেন: জানি।
আরাম, টম টম, ইলিশ, মাওয়া, গ্রেট বিক্রমপুর ইত্যাদি বাস আজও আছে।

৫| ২৯ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ৮। নম্বর ছবির একজন গলায় ফাঁস নিয়ে কেন মরেছে?

২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৩৭

রাজীব নুর বলেছেন: প্রেমে ব্যর্থ।
নেশা।
খারাপ সঙ্গ।
ইত্যাদি নানান বিষয় আছে।

৬| ২৯ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: :)

২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৩৮

রাজীব নুর বলেছেন: !

৭| ২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১১:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর ও প্রাণবন্ত ।

২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

৮| ২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: চার নম্বর ছবিটা ভালো লাগেনি।

২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৪৮

রাজীব নুর বলেছেন: ঢাকা শহরের বহু জাগায় এরকক অবস্থা।

৯| ৩০ শে আগস্ট, ২০১৯ রাত ১২:৫৩

আনমোনা বলেছেন: ৮ নম্বর ছবিটা এমনি এমনি দিলেন? ইশশ্, খুশীভরা সব মুখ, অথচ..........

৩০ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:১২

রাজীব নুর বলেছেন: বাস্তব এই রকমই।

১০| ৩০ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আত্মহত্যা করা পৃথিবীতে সব চেয়ে বোকামির কাজ।

৩০ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৫৫

রাজীব নুর বলেছেন: একদম ঠিক।
আত্মহত্যা যারা করে এটা মৃত্যুর আগে টগিক ঠিক তারা বুঝে কিন্তু তখন আর বাঁচার উপায় থাকে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.