নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। চার দিন ধরে তুমুল বৃষ্টি। স্কুল বন্ধ, বাজার-হাট বন্ধ, উঠোনে হাঁটু পানি। একটি পরিবারের- মা বাবা ভাই বোন সবাই বারান্দায় বসে পানি দেখছে। চুপচাপ। কারো মুখে কোনো কথা নেই। টিনের চালে শুধু বৃষ্টির ঝমঝম শব্দ। তাদের পেট ভরতি ক্ষুধা। কিছু করার নেই। রান্না ঘর পানিতে ডুবে আছে।
শুধু বৃষ্টি পড়ছে। শুধু বৃষ্টি পড়ছে।
২। মানবতার বিরুদ্ধে সবচেয়ে বড় হুমকি হল সৌদি আরব। মুক্তিযুদ্ধের সময় সৌদি আরব আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছিল। এমনকি পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার পরও বঙ্গবন্ধু জীবিত থাকাকালীন সৌদি আরব বাংলাদেশকে স্বীকার করেনি। প্রাচীনকালে আরবে মেয়েদের জীবিত কবর দেবার এক নিষ্ঠুর পদ্ধতি প্রচলিত ছিল। সন্তান প্রসবকালেই মায়ের সামনেই একটি গর্ত খনন করে রাখা হতো। তবে ইদানিং সৌদিরা আধুনিক হতে শুরু করেছে। বিশেষ করে নারীদের মানুষ ভাবতে শিখেছে। তারা বুঝে গেছে দুবাই এত উন্নতি করেছে কারন তারা কুসংস্কার মুক্ত হতে পেরেছে।
৩। জীবনটাও একটা আয়না স্বরূপ। আপনি যেভাবে জীবনকে দেখবেন, সেও ঠিক সে ভাবেই
আপনার কাছে ধরা দিবে। যারা সাহসিকতা, ভালোবাসা, উৎসাহ, জয় করার অদম্য ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যায়, জীবন তাদের কাছে অনেক সহজ ও আনন্দ ময় হয়ে ধরা দেয়। কিন্তু যারা, হতাশা, ভয়, মানসিক অবসাদ নিয়ে সামনে এগুতে চায়, তাদের চোখে সাফল্য যেন মরীচিকা । জীবন হয়ে উঠে ক্লান্তিকর, বিষণ্ণময়। বাস্তবতাকে আপনি যেভাবে দেখবেন, আপনার সামনে তা সেভাবেই ধরা দিবে।
৪। শাড়ি পরা একটি মেয়ে কলসী কাঁখে ঘোর বৃষ্টির মধ্যে আবছা একটা পিছল পথ বেয়ে আগাছার জঙ্গলের ভিতর দিয়ে পুকুরঘাটে নেমে যাচ্ছে। পিছন ফেরা বলে মেয়েটার মুখ দেখা যায় না। মেয়েটার পায়ের চারধারে সবুজ কচি ঘাস। সুন্দর বাঁধানো ঘাট। পুকুরে একটা নৌক অর্ধেক ডুবে যাওয়া। ঝুম বৃষ্টি হচ্ছে।
গাছ-পালা, বৃষ্টি, পুকুরঘাট আর সেই মেয়েটি। কী সুন্দর! এরকম একটা ছবি তোলার ইচ্ছা আমার দীর্ঘদিনের। আমি অপেক্ষায় আছি। অপেক্ষা করতে আমার ভালোই লাগে।
৫। এই গ্রহের সবচেয়ে বুদ্ধিমান প্রানী মানুষ। আবার এই গ্রহের সবচেয়ে দুষ্টলোকও মানুষ।
(সবার প্রতি সম্মান ও ভালোবাসা রেখেই বলছি, এটাই আমার শেষ পোষ্ট। শ্রদ্ধেয় চাঁদগাজীকে মুক্ত না করলে আমি আর পোষ্ট দিবো না।)
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
চাঁদগাজী একজন গ্রেট ব্লগার।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২৬
ইসিয়াক বলেছেন: এই গ্রহের সবচেয়ে বুদ্ধিমান প্রানী মানুষ আবার এই গ্রহের সবচেয়ে দুষ্টু প্রানীও মানুষ
শতভাগ সহমত।
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০৫
রাকিব আর পি এম সি বলেছেন: "জীবন একটি অায়না স্বরূপ"- অত্যন্ত গভীর উপলব্ধি অাপনার। ব্লগার চাঁদগাজীকে দ্রুত ব্যান মুক্ত করার দাবী জানাচ্ছি।
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫০
রাজীব নুর বলেছেন: আসুন আমরা সবাই ব্লগার চাঁদগাজীকে ব্যান মুক্ত করার দাবী জানাই।
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৫
ঢাবিয়ান বলেছেন: ব্লক হলেন কেন মাল্টি নিকের কিং? লিংক দেন
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৩
রাজীব নুর বলেছেন: উনার একটাই ব্লগ। আই ডি।
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:১৭
এমজেডএফ বলেছেন:
"এই গ্রহের সবচেয়ে বুদ্ধিমান প্রানী মানুষ আবার এই গ্রহের সবচেয়ে দুষ্টু প্রানীও মানুষ।"
কিন্তু সব মানুষের বুদ্ধি সমান নয়। যার কারণে এত সমস্যা, এত অশান্তি।
১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৭
রাজীব নুর বলেছেন: বুদ্ধিতে ধার দিতে হয়। শান দিতে হয়।
৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:১৭
হাফিজ বিন শামসী বলেছেন: একাত্তরের ভূমিকার জন্য সৌদি আরব যেমন অপরাধী কাশ্মীরীদের দাবির বিপক্ষে অবস্থান নিয়ে আমরাও তেমনি অপরাধী।
১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৮
রাজীব নুর বলেছেন: না, আমরা অপরাধী না।
৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৫৯
রাকিব আর পি এম সি বলেছেন: লেখক বলেছেন "আসুন আমরা সবাই ব্লগার চাঁদগাজীকে ব্যান মুক্ত করার দাবী জানাই"- জি, অবশ্যই। আপনার সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি। আশা রাখি অচিরেই ব্লগার চাঁদগাজীকে ব্যান মুক্ত করা হবে।
১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৮
রাজীব নুর বলেছেন: শ্রদ্ধেয় চাঁদগাজী মুক্ত হয়েছেন। তার পোষ্ট দেখেছি।
৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনিও ফিরবেন সাথে চাঁদগাজীও।
১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৯
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:২৪
ইসিয়াক বলেছেন: রাজীব ভাই আপনি কোথায় ?
১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৯
রাজীব নুর বলেছেন: বান্দা হাজির।
আপনাকে ফেসবুকে পাই না কেন??
১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মানবতার বিরুদ্ধে সবচেয়ে বড় হুমকি সৌদি আরব নয়। এটা না জেনেই করা একটা মন্তব্য...
১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৯
রাজীব নুর বলেছেন: সৌদিরা বর্বর।
১১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কমেন্ট ব্যান থেকে আজ মুক্তি পেলাম।
১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫০
রাজীব নুর বলেছেন: হায় হায় আপনিও ব্যান ছিলেন?? জানতাম না !!!!!!!!!!!!!
১২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৫
ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: বান্দা হাজির।
আপনাকে ফেসবুকে পাই না কেন??
প্রতিদিন নতুন কবিতা লিখতে গিয়ে ছন্দ মিলাতে গিয়ে মাথা খারাপ হবার মতো অবস্থা । তারউপর আমার ফেসবুকে তেমন পরিচিত কেউ নেই । সামু ব্লগের লতিফ ভাই ছাড়া তেমন কাউকে তো পাই না।
ধন্যবাদ আপনার ফিরে আসাতে।
১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০০
রাজীব নুর বলেছেন: হুম।
আছি।
১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৮
ইসিয়াক বলেছেন: আপনার পোষ্ট কই ? পড়াতে যাচ্ছি এসে যেন পোষ্টে কমেন্ট করতে পারি ।
নতুন কিছু চাই ।
আচ্ছা পোষ্টের একেবারে শেষে ছোট চার লাইনের একটা কবিতা লিখবেন । সেটা যে কোন বিষয়ে হতে পারে ।মন খুলে লিখুন।
কেউ না পড়ুক আমি পড়ব ।
ok
১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩২
রাজীব নুর বলেছেন: জ্বী।
©somewhere in net ltd.
১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৫
ইসিয়াক বলেছেন: রাজীব ভাই আপনি দয়া করে শান্ত হউন। সব ঠিক হয়ে যাবে ।শ্রদ্ধেয় চাঁদগাজী নিশ্চয় মুক্ত হয়ে আবার ফিরে আসবে। এমনিতে মিথ্যা অপবাদ নিয়ে আমাদের সবার প্রিয় ব্লগটি বিপদের মধ্যে আছে। আসুন সবাই আমরা মিলেমিশে থাকি এবং ধৈর্য ধরি । আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন।