নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। ঘুমাতে যাচ্ছেন । আপনি ভালো ভাবেই জানেন যে, কাল সকাল অবধি আপনি বেঁচে থাকবেন কিনা এর কোনও নিশ্চয়তা নেই । তারপরেও আপনি কিন্তু ঘড়িতে এলার্ম দিয়ে ঘুমাতে যান সকালে উঠবেন বলে।
২। বাবা (ছোট ছেলেকে) : এক গ্লাস পানি আনতো।
ছোট ছেলে : পারুম না ৷
.বড় ছেলে : বাদ দাও তো বাবা৷ এইটাতো জন্মের বেয়াদব৷ যাও তুমি নিজেই গিয়া পানি খাইয়া আসো আর হ্যাঁ, আমার জন্যেও এক গ্লাস নিয়া আইসো৷
৩। যে মানুষ সৎপথে চলে, সে তাঁর নিজের মঙ্গলের জন্যেই সৎ পথে চলে। আর যে মানুষ পথভ্রষ্ট হয়, সে তাঁর নিজের অমঙ্গলের জন্যেই পথ ভ্রষ্ট হয়।
( সূরা বনী ইসরাঈলঃ ১৫ )
৪। অনেকে বই পড়ে, কিন্তু বইয়ের কথাকে ভিতরে নেয় না । অনেক পন্ডিত আছে বইয়ের মধ্যে প্রতিবাদযোগ্য অংশ গুলি খোঁজে । মানুষ কেন আর একটু চিন্তিত হয় না, একটু বিষন্ন হয় না, একটু ভালো করে চারদিকটা লক্ষ করে না !
এইসব কবিতা-টবিতা যা কিছু সব আজকাল থার্ড ওয়ার্ল্ডের নিষ্কর্মাদের পাস টাইম ।
মানুষ কেবল বাইরের দুষণটাই দেখে- ভিতরের দুষণটা খেয়াল করে না ! মানুষের জীবনযাপনের মধ্যে, মনের মধ্যে, মস্তিস্কের মধ্যে এক আকাশ পলিউশন ।
৫। একটা ক্ষুধার্ত কুকুরকে যদি তুমি যত্নআত্তি করো - সে তোমাকে অন্তত কামড় দেবে না এই ব্যাপার নিশ্চিত থাকতে পারো। মানুষ আর কুকুরের মাঝে এটাই মূল পার্থক্য ।
- মার্ক টোয়েন
৬। মেয়ে মানুষে আর পুরুষ মানুষে তফাত থাকবে না, তাই কি হয়? তফাত আছে, প্রকৃতির তফাত। কিন্তু ক্ষমতার নয়। পুরুষ মানুষ চালায়, মেয়ে মানুষ চলে- এই তো চলে আসছে চিরকাল। আসলে পুরুষ মানুষের মধ্যে যা আছে, মেয়ে মানুষের মধ্যে তা নেই। আবার মেয়ে মানুষের মধ্যেও এমন কিছু আছে যা পুরুষের নেই। এক হিসেবে দু'পক্ষই সমান। যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি তো আহাম্মক নন। সমান সমানই দিয়েছেন দু'জনকে, তবে রকমটা আলাদা। তবে মেয়ে মানুষ যদি পুরুষের সঙ্গে গায়ের জোরে পাল্লা দেয় বা পুরুষের যা জন্মগত গুন সেইটা নিয়ে বাড়াবাড়ি করে, তা-হলে তো হেরেই যাবে। আবার মেয়ে মানুষের যা বিশেষ গুন সেখানে পুরুষ ভেড়া। ঈশ্বর দু'জনকে দু'রকম ভাবে গড়েছেন-এইটা বুঝতে হবে ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৪৪
রাজীব নুর বলেছেন: হে হে----
আপনি ভাগ্যবান দপুরের খাবারটা সময় মতো খাচ্ছেন। আমার তো তিনটা বাজে।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৫৭
ইসিয়াক বলেছেন: ৪-নং ??????????????? আমি!!!!!!
১-নং ঠিক !ঠিক!!ঠিক!!!
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪৪
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৫৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
অলইস্যা গেছে কলা পাতা আনতে আমারে মাটিতে দিয়া দেন।
তথ্য: - শরনার্থী শিবিরের সামনে ট্রাকে করে বড় সসপ্যান নিয়ে সবাইকে ডাবুর দিয়ে খিচুড়ি দিচ্ছে সেখানে যে যার থালা, বাসন, পাতিল নিয়ে আসছে, এক অলস থালা বাটি আনার জন্য ক্যাম্পে না গিয়ে কলা পাতা ছিড়তে গেছে সড়কের পাশেই, তখন আরেক অলসের মন্তব্য ছিলো “অলইস্যা গেছে কলা পাতা আনতে আমারে মাটিতে দিয়া দেন” ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪৬
রাজীব নুর বলেছেন: হা হা হা-----------
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০২
বিজন রয় বলেছেন: ভাগ্যটাকে কিছুটা নিজেও তৈরি করে নিতে হয়।
আমি দুপরের খাওয়া ১-১.৩০ এর মধ্যে খাই।
আপনি তো এখনো বাউন্ডুলে।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪৮
রাজীব নুর বলেছেন: বাউন্ডুলে কি আর সখ করে। ভাগ্যের কারনে।
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪১
শেহজাদী১৯ বলেছেন: বাবা আর ছেলের কনভারসেশনটা এই মর্ডাণ যুগের বিশেষত্ব।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৩
রাজীব নুর বলেছেন: জ্বী।
৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫৭
করুণাধারা বলেছেন: ভালো লিখেছেন। এক নাম্বার টা পড়ে আঁতকে উঠলাম।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৩
রাজীব নুর বলেছেন: আঁতকে উঠার কিছু নেই বোন।
৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:২১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক আছে...
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:২৩
সায়ন্তন রফিক বলেছেন: ১ - ৬ যথার্থ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৬
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৩১
সেলিম আনোয়ার বলেছেন: ২ নম্বরটা পড়ে হাসলাম । ৪ নম্বরে অবাক হলাম ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৬
রাজীব নুর বলেছেন: হে হে---
১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৭
চাঁদগাজী বলেছেন:
১ নংটা মোল্লাদের মতো শোনাচ্ছে!
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৮
রাজীব নুর বলেছেন: মৃত্যু যে কোনো সময় চলে সতে পারে। এই ভয় আমাকে দুর্বল করে দেয়।
১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৯
চাঁদগাজী বলেছেন:
১ নংটা মোল্লাদের মতো শোনাচ্ছে! মানুষ যদি মৃত্যু নিয়ে চিন্তিত হয়, মানুষ সাহস, ভবিষ্যত প্ল্যানিং, ভালোবাসা থেকে দুরে সরে যাবে।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৮
রাজীব নুর বলেছেন: অন্য রকম করেও বলা যায়- মানুষ পাপ থেকে দূরে থাকবে।
১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুস্থ থাকার চেষ্টা করুন। মানুষ আশা আর স্বপ্ন নিয়ে বাঁচে। তাই ধরেই নিতে পারেন , আপনি যদি সুস্থ থাকেন রাতে ঘুমের মধ্যে আপনি মারা নাও যেতে পারেন।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৯
রাজীব নুর বলেছেন: মৃত্যুর কথা ভাবা ভালো। এতে পাপ থেকে দূরে থাকা যায়।
১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২৯
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,
১ ও ৫ নং আগের থেকে জানা।
পুরুষ আর মেয়েমানুষে তফাৎ তো আছেই, তাদের শারীরিক গঠন আর অঙ্গপ্রতঙ্গের কাজের ধরনে। এটা নতুন কিছু নয়। ঈশ্বর দু'জনকে দু'রকম ভাবে গড়েছেন - এইটা বুঝতে হবে এটা সবাই বোঝে, না বোঝার কেউ নেই।
কবিতা-টবিতা যা কিছু সব আজকাল থার্ডওয়ার্ল্ডের নিষ্কর্মাদের পাস টাইম। তবে কি যা কিছু গদ্য যেমন "টুকরো টুকরো সাদা মিথ্যা- ১,২,৩.....১১১" টাইপ লেখা আজকাল ফার্ষ্টওয়ার্ল্ডের সকর্মাদের কাজ ?????
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০২
রাজীব নুর বলেছেন: আপনি আমার পোষ্টে এসেছেন। পড়েছেন এবং মন্তব্য করেছেন এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন। সুস্থ থাকুন।
১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৬
ইসিয়াক বলেছেন: ইসিয়াক বলেছেন: ৪-নং ??????????????? আমি!!!!!!
রাজীব বলেছেন বলেছেন: অবশ্যই।
হিংসা ! হিংসা!! হিংসা!!!
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০২
রাজীব নুর বলেছেন: বন্ধু গিংসা নয়। সত্যি বলছি।
১৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০৭
ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: বন্ধু হিংসা নয়। সত্যি বলছি।
হা হা হা ...।তবু ও আমি লিখবো .........।কেউ না পড়ে না পড়ুক আমি নিজে পড়বো ।
কালকের কবিতা রেডি ..........।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:১৩
রাজীব নুর বলেছেন: পোষ্ট করুন।
১৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:২২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: খাবারের যে আয়োজন করেছেন, খিদে লেগে গেল।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:১৪
রাজীব নুর বলেছেন: হে হে এটা অনেক আগের ছবি।
১৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:২৩
পদাতিক চৌধুরি বলেছেন: 1 থেকে 5 পর্যন্ত ঠিক আছে।
ছয় নম্বর এসে মহিলা এবং পুরুষের বললে শ্রুতিমধুর লাগত। ছয় নম্বরের শুরুতে শব্দটি আমার ভালো লাগেনি।
শুভকামনা প্রিয় ছোট ভাইকে।
১৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:১৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা। শুভ সকাল।
১৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৫৩
ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: পোষ্ট করুন।
প্রথম পাতায় পোষ্ট রয়ে গেছে
২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৫৯
রাজীব নুর বলেছেন: একসময় একটা লেখা পোষ্ট করলে প্রথম পাতায় দশ মিনিটও থাকতো না। এত এত পোষ্ট আসতো।
এখন একটা পোষ্ট বহু সময় থাকে। বহু ব্লগার নাই হয়ে গেছে।
২০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৪৫
মুবাশশির আহমেদ বলেছেন: এ রকম খাবারের আয়োজন দেখলে ব্যাচেলর ছেলেদের কষ্ট লাগে।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৪৭
রাজীব নুর বলেছেন: বিয়ে করে ফেলুন। তারপর বউকে বলুন রান্না করতে।
২১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৫০
মোঃ নাহিদ ভূইয়া বলেছেন: ভালো লেগেছে পড়ে। কিছু নতুন শিখলাম।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪২
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
২২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৪
রুপ।ই বলেছেন: ৪ নমবর টা ভালো লেগেছে ।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩৯
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
©somewhere in net ltd.
১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৪১
বিজন রয় বলেছেন: এখনই দুপুরের খাবার খেতে বসবো, আর এখনই আপনার এই পোস্ট! কাকতাল!!